Thursday, January 23, 2020

টার্গেট WB Police Mains GK Test-34




  টার্গেট WB Police Mains
                           GK Test-34

১) পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন রেখা গেছে?

ক) নিরক্ষরেখা 
খ) মকরক্রান্তি রেখা 
গ) কর্কটক্রান্তি রেখা√
ঘ) মূল মধ্যরেখা

২) "মায়োপিয়া" রোগে দেহের কোন অঙ্গ আক্রান্ত হয়?

ক) ত্বক 
খ) কর্ণ 
গ)মস্তিষ্ক 
 ঘ)চক্ষু√

৩)"গারুদা" কোন দেশের বিমান সংস্থা?

ক) মালয়েশিয়া 
খ)ইন্দোনেশিয়া √
গ) পোল্যান্ড 
ঘ) জাপান

৪) ভূগর্ভস্থ জল দূষণের জন্য দায়ী কোনটি?

ক) সীসা 
খ) পারদ 
গ) লোহা 
ঘ) আর্সেনিক√

৫) ইনজেকশনের ভীতি কে কি বলা হয়?

ক) ফার্মাকো ফোবিয়া
খ) কেনো ফোবিয়া
গ) কার্সিনো ফোবিয়া
ঘ) ট্রাইপ্যানোফোবিয়া√


৬) নেপোলিয়নের মৃত্যু হয় কোন দ্বীপে?

ক) সেন্ট হেলেনা √
খ)কর্ষিকা
গ) এলিভা 
ঘ)ক্রিট

৭)"মিঠে কড়া "কাব্যগ্রন্থটি কার লেখা?

ক) অরুণ মিত্র 
খ)সুভাষ মুখোপাধ্যায় 
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) সুকান্ত ভট্টাচার্য√

৮) "কার্জন গেট" কোথায় অবস্থিত?

ক) কলকাতা 
খ)দিল্লি 
গ)নদীয়া
ঘ) বর্ধমান√

৯) ন্যায় দর্শনের প্রবক্তা কে?

ক) গৌতম √
খ)কনাদ 
গ)কপিল 
ঘ)ব্যাস দেব

১০) কয়লা খনিতে কোন গ্যাসের জন্য বিস্ফোরণ ঘটে?

ক) আর্গন 
খ) হিলিয়াম 
গ) মিথেন √
ঘ) রেডন


১১)" Night Watch " তৈলচিত্র টি কার আঁকা?

ক) ভ্যানগগ 
খ) রাফায়েল 
গ) রেমব্রান্ট √
ঘ) সালভাদর ডালি

১২) ডেভিল মাছ বলা হয় কোন প্রাণীকে?

ক) ব্যারাকুডা 
খ)তিমি
গ)অক্টোপাস√
ঘ) হাঙ্গর


১৩)" কত্থকের রানী " বলা হয় কাকে?

ক) শকুন্তলা দেবী √
খ) সীতা দেবী 
গ)মল্লিকা আড়ইরা
ঘ) থঙ্কমুনি কুটটি

১৪)ম্যান্ডি প্রকল্প কোন নদীতে অবস্থিত?

ক) দামোদর 
খ) বিপাশা √
গ)শতদ্রু 
ঘ)গোদাবরী

১৫) "কাবুলিওয়ালার বাঙালি" বউ - বইটির রচয়িতা কে?

ক) সুস্মিতা সেন 
খ)আশাপূর্ণা দেবী
গ) সুস্মিতা বন্দ্যোপাধ্যায়√
ঘ) কনিকা সেন

১৬)"গরিবি হটাও "স্লোগান কোন বছরে উঠেছিল?

ক)1947
খ)1970
গ)1971√
ঘ)1975

১৭) ড্রমোফোবিয়া কি?

ক) মাকড়সা সংক্রান্ত ভয়
খ) ইনজেকশনের ভয়
গ) রাস্তা পারাপারের ভয়√
ঘ) বিড়াল দেখে ভয়

১৮) ক্লোরোফিল সূর্যালোকের কোন কণা শোষণ করে?

ক) ইলেকট্রন কনা 
খ)ফোটন কণা √
গ)নিউট্রন কণা
ঘ) উপরের কোনোটিই নয়


১৯) সালোক সংশ্লেষে সাহায্যকারী অঙ্গানু কোনটি?

ক) হলুদ পাতা 
খ) গাছের শুকনো ডাল 
গ)ক্লোরোপ্লাস্ট √
ঘ)ওপরের কোনোটিই নয়


২০) লেটুস শাক ও গমের অঙ্কুর নিশ্রিত তেলে কোন ভিটামিন পাওয়া যায়?

ক) ভিটামিন-বি 
খ)ভিটামিন-এ 
গ)ভিটামিন-সি 
ঘ)ভিটামিন-ই√

২১) ভারতবর্ষের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী কে?

ক) মায়াবতী √
খ) মমতা বন্দ্যোপাধ্যায়
গ) সুচেতা কৃপালনি 
ঘ) ওপরের কোনোটিই নয়

২২) সাতবাহন যুগের সরকারি ভাষা কি ছিল?

ক) তামিল
খ) সংস্কৃত 
গ) বাংলা 
ঘ) প্রাকৃত√

২৩) ঋকবেদে হাতি কে কি বলা হত?

ক) মৃগেন 
খ)মৃগহস্তীন√
গ) মৃগ 
ঘ)হস্তী

২৪)তার মত আরম্ভর প্রিয় ও শিল্পানুরাগী নরপতি বিশ্বের ইতিহাসে বিরল। বিদেশি পর্যটক তভার্নিয়ে ও বার্ণিয়ে তার অতুলৈশ্বর্য ও স্থাপত্য শিল্পের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন । দিল্লির যমুনার তীরে তিনি লাল কেল্লা নির্মাণ করেন। তিনি কে?

ক) ওরঙ্গজেব 
খ)শাহজাহান √
গ)আকবর
ঘ) হুমায়ূন

২৫)"করেঙ্গে ইয়া মরেঙ্গে"-এই ডাক কে দেন?

ক) নেতাজি 
খ)রাসবিহারী বসু 
গ)গান্ধীজী √
ঘ)সর্দার প্যাটেল

২৬) বীরযোদ্ধা অ্যাটিলা কোন গোষ্ঠী যুক্ত ছিলেন?

ক) তুর্কি 
খ)মোগল 
গ)হুন √
ঘ)পাঠান

২৭)রাষ্ট্রপতিদের বর্তমান বেতন কত?

ক) মাসে 3 লক্ষ টাকা 
খ) মাসে 5 লক্ষ টাকা √
গ) মাসে 2 লক্ষ টাকা 
ঘ) মাসে  4লক্ষ টাকা

২৮) "ফলের ভান্ডার" কাকে বলা হয়?

ক) ভূমধ্যসাগরীয় অঞ্চলকে √
খ)তুন্দ্রা অঞ্চলকে
গ) পশ্চিম উপকূলীয় সামুদ্রিক অঞ্চলকে 
ঘ)এর কোনোটিই নয়

২৯) দেশলাই শিল্প কোথায় গড়ে উঠেছে?

ক) আলমবাজার √
খ) বেলুড় 
গ)বিরলাপুর 
ঘ)বাটানগর

৩০) খারদুংলা গিরিপথ কোন পর্বত শ্রেণীর অন্তর্গত?

ক) পশ্চিম হিমালয় 
খ) পূর্ব হিমালয় 
গ) লাদাখ√ 
ঘ) কারাকোরাম

https://drive.google.com/file/d/16f_GBe6osOzpGx1OxfLiOuHFdYr5daNq/view?usp=drivesdk

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...