Monday, January 27, 2020

টার্গেট WB Police Mains GK Test-38



টার্গেট WB Police Mains
                           GK Test-38

১) ভরের নিত্যতা সুত্র কত খিস্টাব্দে আবিস্কার হয় ?

ক) ১৭৭৪ খ্রি: √
খ)১৭৬৭ খ্রি:
গ)১৭৫৬ খ্রি:
ঘ)১৭৬৫ খ্রি:

২) ধাতু নিস্কাসনে সর্বাধিক ব্যবহৃত বিজারক পদার্থ হলো 

ক)কাঠকয়লা 
খ)ওয়াটার গ্যাস 
গ)কোক√
ঘ) পেট্রল 

৩)গ্রীন মোল্ড কাকে বলে ?

ক) পেনিসিলিয়াম কে √
খ) ইস্ট কে 
গ)আগারিকাস কে 
ঘ)মিউকার কে 

৪)প্রাচীন ভারতে মগধ রাজ্যের সর্ব প্রথম রাজধানী ছিল ?

ক) রাজগৃহ √
খ)বৈশালি
গ)পাটলিপুত্র 
ঘ)বারানসী 

৫)তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কার কাছে পরাজিত হন ?

ক) বলবন 
খ) গজনীর মামুদ 
গ) মহম্মদ ঘোরী √
ঘ) সবুক্তগীন 


৬)কে ভারতের বুলবুল নামে পরিচিত ?

ক)লতা মন্গেসকর 
খ)আশা ভোসলে 
গ) সরোজিনী নাইডু√
ঘ)বিজয় লক্ষী পন্ডিত 

৭)আলেক জান্ডার পুরুর বিরুধ্যে কোন নদীর তীরে যুদ্ধ করে ?

ক) সিন্ধু 
খ) ইরাবতী 
গ) শতদ্রু 
ঘ) ঝিলম √

৮) বিবেকানন্দের জন্ম স্থান কোন শহরে ?

ক)বালেশ্বর 
খ)কটক
গ)কলকাতা √
ঘ) হওড়া

৯) পাটনা ও গয়া নিয়ে কোন রাজ্য গঠিত?

ক) বারানসি
খ) কাশী
গ) মগধ√
ঘ) অযোধ্যা

১০) ওজোন গ্যাসের বর্ণ কী?

ক) সবুজ
খ) হলুদ
গ) নীল√
ঘ) সবুজাভ হলুদ

১১)কোন মুঘল সম্রাট নবম গুরু তেগ বাহাদুর কে হত্যা করেন ?

ক)দ্বিতীয় শাহআলম 
খ) দ্বিতীয় বাহদুর শাহ 
গ)মহম্মদ শাহ 
ঘ) ঔরাঙ্গজেব √

১২)তাজমহল কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ-এর তকমা পায়?

ক)১৯৮৩√
খ)১৯৮৪
গ)১৯৮৭
ঘ)১৯৯৯

১৩)জাতীয় যুব দিবস কবে ? 

ক) 10 জুন 
খ)12 জানুয়ারী √
গ) 23 মার্চ 
ঘ)10 ডিসেম্বর 

১৪)যোজনা কমিসন এর চেয়ারম্যান কে হন ?

ক) রাষ্ট্রপতি 
খ)অর্থমন্ত্রী 
গ)উপ রাষ্ট্রপতি 
ঘ)প্রধানমন্ত্রী √

১৫) কোন সম্রাট তার ধর্মীয় সহিষ্ণুতার জন্য বিখ্যাত?

ক) শাহজাহান
খ) আকবর√
গ)সমুদ্রগুপ্ত
ঘ) ঔরঙ্গজেব

১৬) লুম্বিনি কার জন্ম স্থান ?

ক) গৌতম বুদ্ধ √
খ)পার্শ্বনাথ 
গ) হোরেসনাথ 
ঘ) মহাবীর 

১৭)বায়ুমন্ডলে কোন যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রীন হাউস ইফেক্ট হয়?

ক) কার্বন ডাই অক্সাইড√
খ) জলীয় বাষ্প
গ) ধূলিকণা
ঘ) নাইট্রোজেন

১৮)ইউরোপীয় দের মধ্যে করা বানিজ্যের উদ্দেশে প্রথম ভারতে আসে ?

ক)ইংরেজ 
খ) পর্তুগিজ √
গ)ওলন্দাজ 
ঘ)ফরাসী 

১৯)আগুন নেভাতে কি ব্যবহৃত হয় ?

ক)কার্বন ডাই অক্সাইড √
খ)হিলিয়াম 
গ)নাইট্রোজেন 
ঘ) নিয়ন 

২০) লোকসভার স্পিকার পদত্যাগ করতে চাইলে তিনি পদত্যাগ পত্র কাকে জমা করবেন ?

ক)প্রধানমন্ত্রী 
খ) রাষ্ট্রপতি 
গ) রাজ্যপাল 
ঘ)ডেপুটি স্পিকার √

২১)প্রাথমিক রং কোনগুলি ?

ক) লাল ,হলুদ ,নীল্ 
খ) হলুদ ,কালো ,সাদা 
গ)নীল্ ,কালো ,সাদা 
ঘ) লাল ,সবুজ ,নীল্ √

২২)কোন অঞ্চলে ব্রহ্মপুত্র নদী সাংপো নাম পরিচিত ? 

ক) মানস সরোবর থেকে নামচা বারোয়া পর্যন্ত √
খ)জেমু হিমবাহ থেকে নাঙ্গা পর্বত পর্যন্ত 
গ)মানস সরোবর থেকে জেমু হিমবাহ পর্যন্ত 
ঘ)কোনোটাই নয়

২৩)রাধা মোহন কাপ কোন খেলার সাথে যুক্ত ?

ক)পোলো √
খ)ভারুত্তলন 
গ)ফুটবল 
ঘ) হকি 

২৪) পুস্কর মেলা কোথায় অনুষ্ঠিত হয় ? 

ক)জয়পুর 
খ)যোধপুর 
গ)আমেদাবাদ 
ঘ) আজমীর √

২৫) অপ্সরা হলো ভারতের প্রথম -

ক)পারমানবিক চুল্লি √
খ)রেল ইঞ্জিন 
গ)হেলিকাপ্টার 
ঘ) যুদ্ধের ট্যাঙ্ক 

২৬)রবীন্দ্রনাথের কোন উপন্যাসের স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়?

ক) ঘরে বাইরে√
খ) চোখের বালি
গ) নষ্টনীড়
ঘ) চতুরঙ্গ

২৭) সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ?

ক) ১০ কোটি কিমি
খ) ১৫ কোটি কিমি√
গ) ১৬ কোটি কিমি
ঘ) ৯ কোটি কিমি  

২৮)নাগর নদী কোন নদীর উপনদী ?

ক)মহানন্দা √
খ) তিস্তা 
গ) তোর্সা 
ঘ) রায়্ডাক 

২৯) রিহান্দ বাঁধ কোন রাজ্যে আছে ?

ক) বিহার 
খ)পাঞ্জাব 
গ)অন্ধ্র প্রদেশ 
ঘ) উত্তর প্রদেশ √

৩০) ভারতের কোথায় মুন্ডা উপজাতির বাস ?

ক)ছোটনাগপুর √
খ) বুন্দেল খন্ড 
গ) রেওয়া মালভূমি 
ঘ) দাখিনাত্য মালভূমি

৩১)পাঞ্চেত জলবিদ্যুত কেন্দ্রটি কোন নদী পরিকল্পনার অন্তরভুক্ত ?

ক)ময়ুরক্ষী 
খ) দামোদর √
গ)ফারাক্কা 
ঘ)চম্বল 

৩২)" দাম" কি?

ক)  ওরঙ্গজেব প্রবর্তিত তাম্রমুদ্রা
খ) শেরশাহ প্রবর্তিত তাম্রমুদ্রা√
গ) আকবর প্রবর্তিত তাম্রমুদ্রা
ঘ) বাবর প্রবর্তিত তাম্রমুদ্রা

৩৩) কোন প্রাণীর শাবক কে ' Colt ' বলে ?

ক) ছাগল 
খ) ভেড়া 
গ)ঘোড়া √
ঘ) মোষ 

৩৪) সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়?

  ক) বীজ 
  খ)পাতা
   গ)ফুল
   ঘ)ছাল√


৩৫)পাইক বিদ্রোহ কবে শুরু হয়েছিল?

ক)১৮২০ সালে
খ)১৮১৭ সালে√
গ)১৮৩০ সালে
ঘ)১৯০২ সালে

৩৬)কার্বন ডাই অক্সাইড এর কঠিন অবস্থা কে শুস্ক বরফ বলা হয় কেন ?

ক)সৃষ্ট বস্তুটি শুকনো থাকে 
খ)উহাতে জল থাকে না 
গ)শুস্ক বরফ তরলে পরিনত না হয়ে সোজা গ্যাসে পরিনত হয় √
ঘ)তাপমাত্রা খুব কম

৩৭)'আন্তর্জাতিক মানবাধিকার দিবস' হিসাবে পালিত হয়-

ক)১০ই ডিসেম্বর√
খ)২৪শে অক্টোবর
গ)২৩শে নভেম্বর
ঘ)কোনটিই নয়

৩৮)নিম্নলিখিত কোন ক্ষেত্রে শিল্পী যামিনী রায় বিখ্যাত?

ক)ভাস্কর্য
খ)সঙ্গীত
গ)অংকন√
ঘ)নাটক

৩৯)নিচের কোনটি প্রতিষেধক দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না?

ক)গুটিবসন্ত
খ)মধুমেহ √
গ)পোলিও 
ঘ)হুপিং কাশি

৪০)আন্তর্জাতিক তারিখ রেখা( International Date L) কে সহজ ভাষায় কি ভাবে ব্যাখ্যা করা যায়?

ক)এটি হলো নিরক্ষরেখা
খ)এটি হলো 180° দ্রাঘিমা রেখা√
গ)এটি হলো 30 ডিগ্রি দ্রাঘিমা রেখা
ঘ)এটি হলো 90 ডিগ্রি উত্তর দ্রাঘিমারেখা

৪১)বাংলা গদ্য সাহিত্যের জনক কাকে বলা হয়?

ক)দ্বারকানাথ ঠাকুর
খ)চন্দ্রশেখর দেব
গ)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর√
ঘ)রামমোহন রায়

৪২)পৃথিবীর কোন দেশে সবচেয়ে দীর্ঘ সমুদ্র উপকূল রয়েছে?

ক)ব্রাজিল
খ)আমেরিকা
গ)কানাডা√
ঘ)মেক্সিকো

৪৩)বিশ্ব যোগব্যায়াম দিবস কবে ?

ক)19 জুন 
খ)20 জুন 
গ) 21 জুন √
ঘ) 22 জুন 

৪৪)"LET"-শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

   ক) হকি 
   খ)ব্যাডমিন্টন 
   গ)ক্রিকেট 
   ঘ)টেনিস√

৪৫)জাহাঙ্গীরের শাসনকালে পক্ষীর চিত্র অঙ্কন করে কোন মহান শিল্পী?

   ক) হোসেন আলী
  খ) মনসুর√
  গ) মোঃ হাকিম
  ঘ) আবুল হোসেন

৪৬) কোন কোম্পানি প্রথম ভারতে  ইথানল এর সাহায্যে চালিত মোটর বাইক লঞ্চ করেছে?

ক) Maruti 
খ)TVS √
গ)Hero  
ঘ)Honda

৪৭) দেশের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় কোথায় খোলা হয়েছে?

ক) বিহার 
খ)গুজরাট √
গ)মধ্যপ্রদেশ 
ঘ)উত্তর প্রদেশ

৪৮)বার্খান কি ধরণের বালিয়ারী ?

ক) তলোয়ারীর ন্যায় 
খ)অর্ধচন্দ্রাকার √
গ)পিরামিডের মত 
ঘ)কোনটাই নয়

৪৯)নল্লোমালা পাহাড় কোথায় অবস্থিত?

ক)উড়িষ্যা
খ)মেঘালয়
গ)অন্ধ্রপ্রদেশ√
ঘ)গুজরাট

৫০)" টেরাহাট্টাল" কোন রাজ্যের নৃত্য?

ক) কর্ণাটক 
খ)কেরল 
গ)রাজস্থান√
ঘ) ঝাড়খন্ড

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...