Tuesday, January 28, 2020

টার্গেট WB Police Mains GK Test-39



টার্গেট WB Police Mains
                           GK Test-39

১)বিশ্ব নারী দিবস কবে পালিত হয়?

ক) 7 ই এপ্রিল 
খ)15 ই আগস্ট 
গ) 8 ই মার্চ√ 
ঘ)14 ই নভেম্বর

২)ভারতের কোন শহরে জনসংখ্যা সর্বাধিক ?

ক)কলকাতা 
খ) মুম্বাই √
গ) চেন্নাই 
ঘ) বেঙ্গালুরু 

৩)ইন্ডিয়া হাউস এর প্রতিষ্ঠাতা কে?

ক) রামমোহন রায়
খ) রাজেন্দ্র প্রসাদ
গ) শ্যামজি কৃষ্ণ বর্মা √
ঘ)দাদাভাই নওরোজি

৪)ইলোরার কৈলাস মন্দির কোন রাজাদের কীর্তি?

ক) চালুক্য 
খ) রাষ্ট্রকূট√
গ) পল্লব 
ঘ) গুপ্ত

৫)নিম্নলিখিত কোন গুলির মধ্যে সবচেয়ে বেশি কার্বন আছে ?

ক) ঢালাই লোহা √
খ) কাঁচা লোহা 
গ)স্টিল 
ঘ) স্টেইনলেস স্টিল 

৬)চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর?

ক) নর্মদা 
খ)ইন্দ্রাবতী√
গ) মহানদী
ঘ) গোদাবরী

৭) "Spy princess"-বইটি কার লেখা?

ক) সালমান রুশদি
খ) লিও টলস্টয়
গ) শ্রাবণী বসু√
ঘ) অরুন্ধতী রায়

৮)প্রাথমিক সোনার বিশুদ্ধতা হলো 

ক) ২৪ ক্যারেট √
খ) ২১ ক্যারেট 
গ) ২২ ক্যারেট 
ঘ) ১৮ ক্যারেট 

৯)কোন তারিখে পৃথিবীর সমস্ত স্থানে দিন রাত্রি সমান হয়?

ক) 21শে জুন 
খ)21 এপ্রিল 
গ)10 ই মার্চ
ঘ) 21 শে মার্চ√

১০) নটিক্যাল মাইল নিচের কোনটির একক?

ক) স্থল পথ
খ) জলপথ √
গ)আকাশপথ
ঘ)মহাকাশ

১১) জারোয়া উপজাতি র বাস কোথায়?

ক) কাশ্মীর 
খ)মিরিক 
গ)আন্দামান দ্বীপপুঞ্জ √
ঘ)ঝাড়খন্ড

১২) সুন্দরবন দিবস কবে পালিত হয়?

ক) 5 ই জুন
খ) 5 ই সেপ্টেম্বর
গ) 21 আগস্ট√
ঘ) 25 এপ্রিল

১৩)পৃথিবীর কোন দেশ দুটি মহাদেশ জুড়ে বিস্তৃত?

 ক) ইরাক
 খ) ইরান 
 গ)তুরস্ক√
  ঘ)ইসরাইল

১৪) বরাকর কোন নদীর প্রধান শাখা?

ক) গঙ্গা 
খ)দামোদর√
গ) সুবর্ণরেখা 
ঘ) গোদাবরী

১৫) " ডেস্টিনেশন টু ডেথ " ছবিটি কার আঁকা ?

ক)মাইকেল ল্যান্ড 
খ)ভ্যান গঘ
গ)লিওনার্দ দ্যা ভিন্চ্চি
ঘ) পাবলো পিকাসো √

১৬)ওয়াইড অ্যাঙ্গেল বইটি কে লিখেছেন?

ক)রাহুল দ্রাবিড় 
খ)অনিল কুম্বলে√
গ) বীরেন্দ্র শেবাগ 
ঘ)মহেন্দ্র সিং ধোনি

১৭)কোন কোষটি ইনসুলিন ক্ষরণ করে?

ক)আলফা কোষ
খ)বিটা কোষ√
গ)গামা কোষ
ঘ)স্নায়ু কোষ

১৮) কোয়াশিয়কর হলো-

ক) গলার রোগ
খ) মস্তিষ্কের রোগ 
গ)ক্ষয়রোগ√
ঘ) চোখের রোগ

১৯) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন?

 ক)জর্জ ইউল√
খ) অ্যালান অক্টোভিয়ান হিউম
গ)হেনরি কটন
ঘ)উইলিয়াম ওয়েডার বার্ন

২০)জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়?

ক)15 জানুয়ারী 
খ)25 শে জানুয়ারি√
গ) 21 জানুয়ারি
ঘ) 30 জানুয়ারি

২১)ছত্তিসগড়ের ভিলাই কোন শিল্পের জন্য বিখ্যাত?

ক)কার্পাস
খ)সার
গ)লোহা ও ইস্পাত√
ঘ)অ্যালুমিনিয়াম

২২)অনুচক্রিকার কাজ কি?

ক)রক্ত পরিষ্কার করা
খ)রক্তে অক্সিজেন সরবরাহ করা
গ)ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা√
ঘ)রক্ত সংবহন করা

২৩) প্রোটোপ্লাজম নামকরণ কে করেন?

ক) পারকিনজি √
খ) সোয়ান 
গ) স্লেইডেন
ঘ) ডারউইন

২৪) উদ্ভিদের কোন জীবন ক্রিয়া আলোক দশা ও অন্ধকার দশায় বিভক্ত?

ক)বাষ্পমোচন
খ)রেচন
গ)সালোকসংশ্লেষ√
ঘ)শ্বসন

২৫) মানব শরীরে কতগুলো পেশী আছে?

ক)670
খ)639 √
গ)530 
ঘ)570

২৭) চা এবং কফিতে কোন রাসায়নিক পদার্থটি পাওয়া যায়?

ক)ক্লোরোফিল
খ)ক্যাফিন√
গ)নিকোটিন
ঘ)অ্যাসপিরিন

২৮) বৈজ্ঞানিক সিভি রমন কি আবিষ্কার করেন?

ক) রমন এফেক্ট√
খ) রমন রে
গ) গাছের প্রাণ
ঘ) এক্সরে

২৯)নিচের কোনটি ডুবুরীদের ব্যবহৃত অক্সিজেন গ্যাস সিলিন্ডারে অক্সিজেন তরল করতে লাগে ?

ক)নিওন 
খ)আর্গন 
গ) ক্রিপটন 
ঘ)হিলিয়াম √

৩০)টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়?

ক)মাইক্রো তরঙ্গ√
খ)এক্স রশ্মি 
গ)অবলোহিত রশ্মি 
ঘ)অতিবেগুনি রশ্মি

৩১)ভারতের প্রথম কোন রাজ্যে গ্রাম solar kitchen village(ওই গ্রামের সব রান্নাঘর সৌরবিদ্যুৎ দ্বারা চালিত) নামে পরিচিত?

ক) ঝাড়খন্ড 
খ)কেরালা 
গ)উড়িষ্যা 
ঘ)মধ্যপ্রদেশ√

৩২)ভারতের কোথায় সংগীত সংগ্রহালয় খোলা হয়েছে?

ক) থিরুভাইয়ারু√
খ) আমেদাবাদ 
গ)গান্ধীনগর 
ঘ)ভাব নগর

৩৩) গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?

ক) গোলাকার অবতল দর্পণ
খ) অধিবৃত্তাকার অবতল দর্পণ√
গ) সমতল দর্পণ 
ঘ) গোলাকার উত্তল দর্পণ

৩৪)নিচের কোন হ্রদ থেকে খাদ্য লবণ তৈরি হয়?

   ক) চিলকা
   খ) উলার
   গ)সম্বর√ 
    ঘ)ভেম্বনাদ

৩৫)2020 সালে কোপা আমেরিকাতে নিম্নলিখিত এশিয়ান দেশ গুলির মধ্যে কোনটি অতিথি দেশ হবে?

ক) চীন
খ)শ্রীলংকা
গ) কাতার√
ঘ) ভারত

৩৬) International day of Forests 2019 এর থিম কি?

ক) Pollution free forest
খ) Forests and education√
গ) Forest and environment
ঘ) Green forest

৩৭)লাল মুখ বানর কোথায় দেখা যায়?

   ক) বেথুয়া ডহরি 
   খ)জলদাপাড়া 
   গ)সুন্দরবন√
  ঘ)আলিপুরদুয়ার

৩৮) ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত হয় কত সালে?

ক) 1965 
খ)1947 
গ)1951√
ঘ)1956

৩৯) দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন কে?

ক) রাষ্ট্রপতি √
খ)উপরাষ্ট্রপতি
গ) প্রধানমন্ত্রী
ঘ) স্পিকার

**ভারতীয় সংবিধানে তিন প্রকার জরুরি অবস্থা কথা বলা হয়েছে।
আর্টিকেল 352-এখানে বলা হয়েছে জাতীয় জরুরি অবস্থা
আর্টিকেল 356 -এখানে বলা হয়েছে স্টেট ইমারজেন্সি
আর্টিকেল 360 -এখানে বলা হয়েছে ফিনান্সিয়াল ইমারজেন্সি

৪০) কোন দ্বীপে কপিলমুনির আশ্রম অবস্থিত?

  ক) সাগরদ্বীপ√
  খ)সজনেখালি
  গ)কাকদ্বীপ 
  ঘ)ফ্রেজারগঞ্জ


৪১)NITI আয়োগ এর পুরো কথা কি?

ক) National Institution for Transforming India√
খ) National Institution for Targeted investment
গ) National Insurance Trust of India
ঘ) None

৪২)শিবালিক পর্বত শ্রেনীর উপত্যকা গুলি কে কি বলে ?

ক) ঘুম 
খ) দুন √
গ) চেনাব 
ঘ) কারেওয়া 


৪৩)দুটি মুখ্য ও দুটি গৌন জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত ?

ক)২৩ ঘন্টা 
খ)২৪ ঘন্টা ৫২ মিনিট √
গ)২৫ ঘন্টা ১২ মিনিট 
ঘ)২২ ঘন্টা ১২ মিনিট

৪৪) মানুষের প্রতিটি কানের ভেতরে কয়টি হাড় থাকে?

ক) ৩ টি√
খ)৪ টি
গ)৫ টি
ঘ)৬ টি


**এগুলোর নাম হল মেলিয়াস, ইনকাস, স্টেপিস


৪৫)একজন সুস্থ মানুষের একটি হৃৎকম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে?

ক) 0.4 সেকেন্ড√
খ)0.6সেকেন্ড
গ)0.3সেকেন্ড
ঘ)0.2সেকেন্ড

৪৬)ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কি ?

ক) জোনাহা 
খ) কুঞ্চিকল√
গ)কল্কা
ঘ) কোনোটাই নয়

৪৭) ভারতের সম্পূর্ণ নিজস্ব উদ্যোগ ও প্রযুক্তিতে তৈরী পারমানবিক শক্তিকেন্দ্র কোনটি ?

ক)তারাপুর 
খ) কালাপক্কম √
গ)নাররা 
ঘ) রানাপ্রতাপ সাগর 

৪৮) ভারতের কোন শহরকে ' এশিয়ার রোম ' বলে ?

ক)আমেদাবাদ 
খ)তিরুচিরাপল্লী 
গ)মহিশুর
ঘ)দিল্লি √

৪৯)মেঘালয় এর প্রধান শস্য কি ?

ক) আখ √
খ)মাইলো 
গ)ধান 
ঘ)মিলেট 

৫০)বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় ?

ক) হলদি 
খ)হুগলি 
গ) দামোদর √
ঘ)কালীগঙ্গা 

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...