Thursday, January 30, 2020

টার্গেট WB Police Mains GK Test-41

            টার্গেট WB Police Mains
                           GK Test-41

১)সুস্পষ্ট হিম প্রাচীর প্রধানত কোন মহাসাগরে দেখা যায় ?

ক)প্রশান্ত 
খ)আটলান্টিক √
গ)ভারত 
ঘ) কুমেরু 


২)কেরলের উপকূল কি নাম পরিচিত ? 

ক)মালাবার উপকূল √
খ)কঙ্কন উপকূল
গ)করমন্ডল উপকূল
ঘ) অষ্টমুদি উপকূল


৩)কোন স্থানের সমুদ্রের জলের লবনতা সবচেয়ে বেশি?

ক) উপক্রান্তীয় অঞ্চল√
খ) মেরু অঞ্চল
গ) নিরক্ষীয় অঞ্চল
ঘ) উপ মেরু অঞ্চল

৪)কোন বায়ুর প্রভাবে মহাদেশ সমূহের পশ্চিম উপকূলে শীতকালে অধিক বৃষ্টিপাত হয়?

ক) আয়ন বায়ু 
খ)পশ্চিমা বায়ু √
গ)মেরু বায়ু
ঘ) মৌসুমী বায়ু

৫)মরা কোটাল কোন তিথি তে হয় ?

ক)নবমী তিথি 
খ) একাদসী তিথি
গ) সপ্তমী তিথি
ঘ) অষ্টমী তিথি√

৬)শুশুনিয়া পাহাড় কোন সিলাতে গঠিত ?

ক)নিস 
খ)ব্যাসল্ট 
গ)ডলোরাইট 
ঘ)গ্রানাইট √

৭) শিকাগো বন্দর কি ধরনের বন্দর ?

ক) নদী বন্দর 
খ) সমুদ্র বন্দর 
গ)হ্রদ বন্দর √
ঘ) কোনোটাই নয়

৮)বায়ু দূষণের ফলে কি উৎপন্ন হয়?

ক) কুয়াশা
খ) শিশির 
গ)মেঘ 
ঘ)ধোঁয়াশা√

৯)লবণ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?

ক) ঝাড়খন্ড 
খ)গুজরাট √
গ)রাজস্থান 
ঘ)পাঞ্জাব

১০)বিশ্বের কোন দেশে সর্বাধিক তিমি মাছ শিকার করে?

ক) চীন
খ) হল্যান্ড
গ) জাপান√ 
ঘ) রাশিয়া

১১)ন্যাশনাল ফিশারি ডেভেলপমেন্ট বোর্ড কোথায় অবস্থিত?

ক) সেকেন্দ্রাবাদ 
খ)হায়দ্রাবাদ√
গ) গুজরাট 
ঘ)মহারাষ্ট্র

১২)পৃথিবীর মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

ক) মালয়েশিয়া √
খ)ভিয়েতনাম 
গ)হাঙ্গেরি 
ঘ)চীন

**মালয়েশিয়ার পেনাং

১৩)মৎস্য উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?

ক) অন্ধ্রপ্রদেশ √
খ)উত্তর প্রদেশ 
গ)পাঞ্জাব 
ঘ)মহারাষ্ট্র

১৪)মৎস্য সংগ্রহে কোন দেশ প্রথম?

ক) চীন √
খ)জাপান 
গ)রাশিয়া 
ঘ) আমেরিকা

১৫)ভারতের চিংড়ির রাজধানী কাকে বলে?

ক) মধ্যপ্রদেশ
খ) তামিলনাড়ু 
গ)অন্ধ্রপ্রদেশ √
ঘ) কর্ণাটক

**অন্ধপ্রদেশ নেল্লোর

১৬)আসামের বরাক উপত্যকা কিসের জন্য বিখ্যাত?

ক) চা চাষ √
খ)পান চাষ
গ)ফুল চাষ 
ঘ)বাজরা চাষ

১৭)আরোগ্য নিকেতনের রচয়িতা কে?

ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়√
খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১৮)নিম্নলিখিত কোন দিনটি বিশ্ব বই দিবস হিসেবে পালিত হয়?

ক) 23 এপ্রিল√
খ) 23 শে মে
গ) 23 শে জুন 
ঘ)23 শে জুলাই

১৯)International day of forest কবে পালন করা হয়?

ক) 21 শে মার্চ√
খ) 22 শে মার্চ 
গ)23 শে মার্চ 
ঘ) 24 শে মার্চ

২০) World Liver Day (বিশ্ব যকৃত দিবস) কোন দিনটি পালন করা হয়?

ক) 19 মার্চ 
খ)19এপ্রিল√
গ) 19 মে  
ঘ)19জুন

২১)পেয়ারা কোন ভিটামিনের উৎস?

ক) ভিটামিন D
খ)ভিটামিনC√
গ)ভিটামিনA
ঘ)ভিটামিনB12

২২)ঢেঁকি ছাটা চালে কোন ভিটামিন থাকে?

ক) ভিটামিন A
খ)ভিটামিনC
গ)ভিটামিনK
ঘ)ভিটামিনB কমপ্লেক্স√


২৩)রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি?

ক) ব্যাকরণ কৌমুদী
খ) মগধীয় ব্যাকরণ 
গ)গৌড়ীয় ব্যাকরণ √
ঘ)ভাষা ও ব্যাকরণ

২৪)সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ?

ক) মাকড়সা 
খ)আরশোলা
গ) চিংড়ি √
ঘ)চ্যাপ্টা কৃমি

২৫)পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর গাড়ির ধোঁয়ায় থাকে?

ক) লোহা 
খ)দস্তা 
গ)সিসা √
ঘ)তামা

২৬)চাপ দিয়ে দুই বা ততোধিক বরফখণ্ড কে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কি বলে?

ক) কঠিনীভবন
খ) বিচ্ছুরণ
গ) পুনঃশিলীভবন√
ঘ) কোনোটিই নয়

২৭)সঙ্গীত এর জন্য লতামঙ্গেসকার সম্মান প্রদান করে কোন সরকার?

ক) ভারত সরকার 
খ)মধ্যপ্রদেশ সরকার
গ) মহারাষ্ট্র সরকার√
ঘ) উত্তরপ্রদেশ সরকার

২৮)বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল?

ক) 1942 সাল
খ) 1941 সাল 
গ)1946 সাল√
ঘ) 1940সাল

২৯)আর্যরা কোন ভাষায় কথা বলতো?

ক) সংস্কৃত
খ) ফারসি
গ) ইন্দো ইউরোপীয় ভাষা√
ঘ) ইংরেজি

৩০)ভারতের কোথায় আর্যরা প্রথম বসতি স্থাপন করে?

ক) পাঞ্জাব √
খ)গুজরাট 
গ)উত্তরপ্রদেশ
ঘ) মধ্যপ্রদেশ

৩১)মেসোপটেমিয়ার বর্তমান নাম কি?

ক) ইরান-
খ)ইরাক √
গ)ভেনেজুয়েলা
ঘ) ভেনিস

৩২)স্যার কার্জন উইলি কে কে হত্যা করেন ? 

ক) লালা হরদয়াল 
খ)তারক নাথ দাস 
গ)বীরেন্দ্র নাথ চট্টোপাধ্যায় 
ঘ)মদন লাল ধিংরা √

৩৩)গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমন করেন ? 

ক) 12 
খ)17√
গ) 20
ঘ) 23

৩৪)কত সালে প্রতিষ্ঠিত হয় আত্মীয় সভা ?

ক) ১৮১৫ সালে √
খ)১৮২০ সালে 
গ)১৮২২ সালে 
ঘ) ১৮২৩ সালে 

৩৫)বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?

ক)  সরোদ 
খ)সেতার √
গ)তবলা 
ঘ)বাঁশি

৩৬)ভারতের কোথায় virtual police station লঞ্চ করা হলো?

ক) ভুবনেশ্বর√
খ) রাঁচি
গ) ঝাড়খন্ড
ঘ) নেল্লোর

৩৭)বিশ্বের মধ্যে সবথেকে যানজট পূর্ণ শহর কোনটি?

ক) সাংহাই
খ) টোকিও
গ) ব্যাঙ্গালোর√
ঘ) নিউইয়র্ক


**নেদারল্যান্ডের মানচিত্র সংস্থা Tom Tom এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী

৩৮)ভারতীয় রেলওয়ে সংস্থা কোথায় প্রথম সরকারি "waste to energy plant" স্থাপন করল?

ক) কটক
খ) ভুবনেশ্বর√
গ) রাচি
ঘ) মধ্যপ্রদেশ

৩৯)শামুকের দ্বারা পরাগ যোগ কে কি বলে?

ক) অ্যানিমোফিলি
খ) এন্টোমোফিলি
গ) হাইড্রোমোফিলি
ঘ) ম্যালাকোফিলি√

৪০)"মেন্ডেলের প্রথম সূত্র" কি নামে পরিচিত?

ক) পৃথকীভবনের সূত্র√
খ) বায়োজেনেটিক সূত্র
গ) স্বাধীন বিন্যাস সূত্র
ঘ) সহপ্রকটতা সূত্র

৪১)নিম্নের কোনটি জীবন্ত জীবাশ্ম নয়?

ক) পেরিপেটাস 
খ)লিমুলাস
গ) আর্কিওপ্টেরিক্স √
ঘ)স্ফেনোডন

**যে সমস্ত জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করে ও কোন রকম পরিবর্তন ছাড়াই এখনো পৃথিবীতে টিকে আছে, অথচ তাদের সমসাময়িক জীবদের অবলুপ্তি ঘটেছে সেই সকল জীবকে জীবন্ত জীবাশ্ম বা living fossil বলে।

৪২) জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা কে?

ক) ডারউইন 
খ)ল্যামার্ক 
গ)দ্য ভ্রিশ 
ঘ)ওয়াইসম্যান√

৪৩)রেড গ্ল্যান্ড কাদের দেখা যায়?

ক) উট 
খ)মাছ √
গ)পাখি 
ঘ)মৌমাছি

৪৪)পলাশ ,শিমুল, মাদার প্রভৃতি উদ্ভিদ হল-

ক) বায়ুপরাগী
খ) পক্ষীপরাগী√
গ) জলপরাগী
ঘ) পতঙ্গপরাগী

৪৫)Bengal Technical Institute কত সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়?

ক)১৯৪৫
খ)১৯৫০
গ)১৯৫৫√
ঘ)১৯৬০

৪৬)Bengal Technical Institute কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

ক)১৯০৬√
খ)১৯০৫
গ)১৯১৩
ঘ)১৯১২

৪৭)বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) রথীন্দ্রনাথ ঠাকুর √
গ)গগনেন্দ্রনাথ ঠাকুর 
ঘ)অবনীন্দ্রনাথ ঠাকুর

**বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় বীরভূম জেলার বোলপুর এ অবস্থিত।1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।1951 সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মর্যাদা লাভ করে।

৪৮)বল্লভ ভাই প্যাটেল কত সালে সর্দার উপাধিতে ভূষিত হন?

ক)১৯২৬
খ)১৯২৮√
গ)১৯৩২
ঘ)১৯৩৪

৪৯)কত খিস্টাব্দে পুরুলিয়া কে বিহার থেকে পৃথক করে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করা হয় ?

ক)১৯৫৫ খিস্টাব্দে 
খ) ১৯৫৬ খিস্টাব্দে√
গ)১৯৫৭ খিস্টাব্দে
ঘ) ১৯৫৮ খিস্টাব্দে

৫০)রিয়াল কোন দেশের মুদ্রা ?

ক)ইরাক 
খ) ইরান 
গ)সৌদি আরব √
ঘ)রোমানিয়া 

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...