Friday, January 31, 2020

SLST /NET /SET /Bangla Mock Test- 1



SLST /NET /SET /Bangla
                     Mock Test- 1

১) এই জেলে যমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো- বক্তা কে?

ক) প্রথম রক্ষী 
খ)দ্বিতীয় রক্ষী√
গ)শ্যালক 
ঘ) রাজা

২)ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর________কথা কয়

ক) জনমানব
খ) স্বপ্ন√
গ) ঝরনা 
ঘ)পাথর

৩)বন্ধুবিয়োগ কাব্যটি প্রকাশিত হয়

ক) অবোধ বন্ধু√
খ) বালক 
গ)ভারতী
ঘ) বঙ্গদর্শন পত্রিকায়

৪)লিও টলস্টয় কোন ভাষায় সাহিত্য রচনা করেন?

ক) রুশ
খ) ফ্রান্স 
গ)স্পানিশ
ঘ) ক ও খ দুটি√

৫)মৃচ্ছকটিক শব্দের অর্থ কি?

ক) হাতি
খ) মহান
গ) পুতুল 
ঘ) মাটির গাড়ি√

৬)সিনহা টেলারিং এর নাম পাল্টে লীলাবতী রেখেছিল-

ক) লীলাবতী 
খ)ফুল 
গ)প্রজাপতি√
ঘ) অপরাজিতা

৭)জ্যোতি কবিতাটি রবীন্দ্রনাথ কোথায় থাকাকালীন  লেখেন?

ক) এলাহাবাদ√
খ) শান্তিনিকেতন 
গ)শাহজাদপুর
ঘ) শিলাইদহ

৮)কমলাকান্তের দপ্তর এর রচনাকাল

ক)১৮৭৫√
খ)১৮৭৯
গ)১৮৮৮
ঘ)১৮৯২

৯)জেলে কোথায় থাকতো?

ক) শক্রাবতার√
খ)শচীতীর্থ 
গ)হস্তিনাপুর 
ঘ)তপবন

১০)শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য জগতে প্রবেশ করেন নিম্নের কোন রচনাটির মাধ্যমে?

ক) কুয়োতলা
খ) যম√
গ) সোনার মাছি খুন করেছি
ঘ) যেতে পারি কিন্তু কেন যাবো

১১)লিও টলস্টয় এর war and Peace এর রচনাকাল কত?

ক)১৮৬৫√
খ)১৮৬৬
গ)১৮৭৬
ঘ)১৮৭৭

১২)উদয়ন কোন নাটকের চরিত্র?

ক) বিনাবাসব দত্ত √
খ)পদ্ম প্রাভিতক
গ)মৃচ্ছকটিক 
ঘ)কোনোটিই নয়

১৩)ক্ষিতীশ সিংহের বিড়াল দুটির নাম কি?

ক) হাশি খুশি 
খ)হাসি দুঃখী
গ)দুষ্টু মিষ্টি 
ঘ) বিশু খুশি√

১৪)ভেঙেছে দুয়ার এসেছে_________

ক) তিমিরবিদার
খ)জ্যোতির্ময় √
গ)প্রভাত
ঘ) নবজীবন

১৫)ধর্মতত্ত্ব গ্রন্থের রচনা কাল-

ক)১৮৮০
খ)১৮৮২
গ)১৮৮৮√
ঘ)১৮৯০

১৬)অঘোষ অল্পপ্রাণ বর্ণ টি হলো-

ক) প
খ) ট
গ) দ
ঘ) ঠ√

১৭)রত্ন থেকে রতন কোন পরিবর্তন?

ক) বিপ্রকর্ষ√
খ) অপিনিহিতি
গ) স্বরসঙ্গতি
ঘ) বিষমীভবন

১৮)শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি প্রকাশিত হয় কত সালে?

ক)১৩০৭ বঙ্গাব্দ
খ)১৩১৬ বঙ্গাব্দ
গ)১৩১৮ বঙ্গাব্দ
ঘ)১৩২৩ বঙ্গাব্দ√

১৯)শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সংস্কৃত শ্লোক এর সংখ্যা কত?

ক)১৩৩ টি√
খ)১৫৫ টি
গ)১৬১টি
ঘ)৪১৫টি


২০)শ্বাসধ্বনি কাকে বলে?

ক) ঘোষ ধ্বনি কে
খ) অঘোষ ধ্বনি কে√
গ) অল্পপ্রাণ ধ্বনি কে
ঘ) মহাপ্রাণ ধ্বনি কে

২১)ঘোড়া সাথী ছিল-

ক) ষোড়শ
খ) অযুতেক√
গ) 52 হাজার
ঘ) হাজার

২২)বিহারীলালের শ্রেষ্ঠ কাব্য-

ক) সাধের আসন
খ) মায়া দেবী
গ) সারদামঙ্গল√
ঘ) স্বপ্নদর্শন

২৩)বাড়িতে তপনের নাম হয়ে গেছে। কি নাম হয়েছে?

ক) সাহিত্যিক
খ) কথাশিল্পি 
গ)কবি 
ঘ)সবগুলি ঠিক√


২৪))ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে -কোন কথাটা?

ক) তপনের গল্পের কথা
খ) পত্রিকার কথা
গ) কারেকশনের কথা√
ঘ) কোনোটিই নয়

২৫)ইলিয়াস কত বছর পরিশ্রম করে প্রচুর সম্পত্তি করেছিল?

ক) ২৫ বছর 
খ) ৩০বছর 
গ)৩৫বছর√
ঘ) ৪৫বছর

২৬)চন্ডীদাস সহজ ভাষায় সহজভাবের কবি। বক্তা কে?

ক) বঙ্কিমচন্দ্র √
খ)সুকুমার সেন 
গ)রবীন্দ্রনাথ 
ঘ)বিদ্যাসাগর

২৭)শিক্ষার হেরফের গ্রন্থের রচনাকাল কত?

ক)১৮৮৯
খ)১৮৯০
গ)১৮৮১
ঘ)১৮৯২√


২৮)রবীন্দ্রনাথের বৃহত্তম কাব্যের নাম কি?

ক) মানসী
খ) সোনার তরী 
গ) চিত্রা 
ঘ) মহুয়া√

২৯)খল ও নিন্দুক কবিতাটির রচয়িতা কে?

ক)রবীন্দ্রনাথ
খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত √
গ)নজরুল 
ঘ)মধুসূদন দত্ত


৩০)কবিরের দোহা গুলি কোন ভাষায় লেখা?

ক) হিন্দি √
খ)বাংলা
গ) তামিল
ঘ) উড়িয়া

৩১)জুপিটার ক্লাবে কত বছর আগে আসে ক্ষিতীশ?

ক)৩৫√
খ)৩৬
গ)৩৭
ঘ)২৫

৩২)কৃষ্ণকুমারী নাটকের রচনাকাল কত?

ক)১৮৬১√
খ)১৮৬২
গ)১৮৬৩
ঘ)১৮৬৪

৩৩)ঠাট্টা তামাশার মধ্যে তপন গল্প লিখেছিল-

ক) দু তিনটে √
খ)তিনটে
গ) তিন চারটে
ঘ) একটা

৩৪)সে নিজে  ধনী ও নয় গরীব নয়-কে?

ক) ইলিয়াস 
খ)এক অতিথি 
গ) মোহাম্মদ শাহ√
ঘ)ইলিয়াস এর ছেলে

৩৫)চন্ডীদাস এর জন্ম কত সালে?

ক)১৪১৭√
খ)১৪৪৭
গ)১৪০৭
ঘ)১৪১৩

৩৬)কোনটি রবীন্দ্রনাথের ধর্ম বিষয়ক প্রবন্ধ?

ক) পঞ্চভূত 
খ)সভ্যতার সংকট
গ) সঞ্চয় √
ঘ)রাজা-প্রজা

৩৭)পথে ও পথের প্রান্তে গ্রন্থের রচনাকাল কত?

ক)১৯৩৮√
খ)১৯৪০
গ)১৯৪২
ঘ)১৯৪৪

৩৮)পত্রপুট গ্রন্থের রচনাকাল কত?

ক)১৯৩৬√
খ)১৯৩৭
গ)১৯৩৮
ঘ)১৯৪০

৩৯)নগরলক্ষ্মী কবিতাটি কোন কাব্যগ্রন্থের?

ক) কথা ও কাহিনী √
খ)বনফুল  
গ) মানসী
ঘ) সোনার তরী

৪০)রবীন্দ্রনাথ কবিরের একশো গানের ইংরেজি অনুবাদ করেন কবে?

ক)১৯১০
খ)১৯১৫√
গ)১৯২০
ঘ)১৯৩১


৪১)ধীরেন ঘোষ জগু কে কি আনতে বলেছিল?

ক) চা-সন্দেশ√
খ) চা
গ) মিষ্টি
ঘ) জল






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...