Thursday, January 2, 2020

WBPSC CLEARKSHIP EXAM SET- 1



WBPSC CLEARKSHIP EXAM
                                 SET- 1

১)ইউনেস্কো কোন ভারতীয় শহরকে গ্যাস্ট্রনোমির ক্রিয়েটিভ সিটি (Creative City of Gastronomy ) হিসাবে মনোনীত করেছে ?

(ক) মুম্বাই
(খ) চেন্নাই
(গ) হায়দ্রাবাদ√             
(ঘ) বারাণসী

২)নীচের কোনটি ভৌত পরিবর্তন নয়

(ক) দুধ শুকিয়ে গুঁড়ো দুধ তৈরী হওয়া  
(খ)  আয়োডিনের ঊর্ধ্বপাতন
(গ)  চায়ে চিনি মেশানো 
(ঘ) মোমবাতির দহন√

৩)পালিটিন ক্রমোজোম যে কোষে পাওয়া যায়

 ক)পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি থেকে√
 খ) মানুষের যকৃত কোষ     
 গ)পতঙ্গের স্নায়ু কোষ    
  ঘ)উপরের কোনটিই নয়

৪)ঋকবেদের কোন মন্ডলের সোমলতার কথা বলা আছে?

ক) অষ্টম মন্ডলে
খ) নবম ও দশম মন্ডলে
গ) কেবল নবম মন্ডলে√
ঘ) তিনটিতেই উল্লেখ আছে

৫)"যবন প্রিয়া "শব্দের অর্থ কি?

ক) হাতির দাঁত
খ) গম
গ) গোলমরিচ√
ঘ) গ্রিক নর্তকী

৬) বিখ্যাত উক্তি" মানুষের মনেই যুদ্ধের সূচনা" এটি পাওয়া যায়-

ক) মুণ্ডক উপনিষদ        
খ) অথর্ববেদ√
গ) সামবেদ
ঘ) ঋগ্বেদ

৭)মেলাইটিস (Myelitis ) রোগটি মানুষের দেহের কোন অংশের সাথে যুক্ত ?

(ক) চোখ
(খ) মস্তিষ্ক
(গ) স্পাইনাল কর্ড√
(ঘ) ক্ষুদ্রান্ত্র

৮)পেঞ্চ জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

(ক) মধ্য প্রদেশ√
(খ) আসাম
(গ) কর্ণাটক
(ঘ) তামিলনাড়ু

৯)ELISA পরীক্ষা সাধারণত এইডস নির্ধারন করতে ব্যবহৃত হয় ।  ELISA এ E কথাটির অর্থ হলো 

(ক) Energy
(খ)Engineering
(গ) Enzyme√
(ঘ) Ergometer

১০)কোন ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন ‘আগস্ট আন্দোলন’ নামে পরিচিত ?

(ক) অসহযোগ আন্দোলন
(খ) স্বদেশী আন্দোলন
(গ) আইন অমান্য আন্দোলন
(ঘ) ভারত ছাড়ো আন্দোলন√

১১)নিচের কোন নদীটি “Oil River” নামে পরিচিত ?

(ক) নীলনদ
(খ) জামবেজি                  
(গ) ব্রহ্মপুত্র
(ঘ) নাইজার√

১২)পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন-

ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী√
গ) অর্থমন্ত্রী
ঘ) পরিকল্পনামন্ত্রী        

১৩)300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত কপারের ওপর দিয়েইথাইল অ্যালকোহল এর বাষ্প প্রবাহিত করলে উৎপন্ন হয়-

ক)C2H4√
খ)CH3CHO
গ)CH 3COCH 3
ঘ)C2H6

১৪) "কল্লোল"নাটকটি রচয়িতা কে?

ক) শম্ভু মিত্র
খ) উৎপল দত্ত√
গ) রুদ্রপ্রসাদ সেনগুপ্ত
ঘ) অজিতেশ বন্দ্যোপাধ্যায়

১৫) পার্লামেন্ট গঠিত হয় এদের নিয়ে-

ক)  অধ্যক্ষ, লোকসভা ,রাজ্যসভা√
খ) উপরাষ্ট্রপতি ,রাজ্যসভা, লোকসভা
গ) রাষ্ট্রপতি ,রাজ্যসভা, লোকসভা
ঘ) প্রধানমন্ত্রী ,রাজ্যসভা ও লোকসভা

১৬) ভারতের সংবিধানে ভারতকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে?
ক) A federation of states and union territories
 খ) A union of States√
গ) Bharat varsh
ঘ)A federated nation

১৭) সংবিধানে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

ক)জেবি কৃপালনি
খ)রাজেন্দ্র প্রসাদ
গ)জহরলাল নেহেরু
ঘ)বি আর আম্বেদ কার√

29 শে আগস্ট 1947 সালে তিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হয়েছিলেন


১৮) নিম্নলিখিত কোন ব্যক্তি গণপরিষদের সদস্য ছিলেন না?

ক)ডঃ রাজেন্দ্র প্রসাদ
খ)কে এম মুন্সি
গ)মহাত্মা গান্ধী√
ঘ)আবুল কালাম আজাদ

১৯) ভারতের গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন?

ক)ডঃ রাজেন্দ্র প্রসাদ
খ)ডঃ বি আর আম্বেদকর
গ)স্যার বি এন রায়√
ঘ)কে এম মুন্সি

২০) ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্র কাঠামো কোন দেশ থেকে নেওয়া?

ক)USA
খ)UK
গ)Canada√
ঘ)Switzerland

২১) সংবিধান রচনার সময় গণপরিষদের সভাপতি কে ছিলেন?

ক)ডঃ রাজেন্দ্র প্রসাদ√
খ)জহরলাল নেহেরু
গ)মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ)লাল বাহাদুর শাস্ত্রী

২২) ভারতের সংবিধান কবে গৃহীত হয়?

ক)26 শে জানুয়ারি 1950
খ)26 শে জানুয়ারি 1949
গ)26 শে নভেম্বর 1949√
ঘ)31 শে ডিসেম্বর 1949

২৩) নিম্নলিখিত কোন দেশে কোন লিখিত সংবিধান নেই?

ক)USA
খ)UK√
গ)Pakistan
ঘ)India

 ২৪) ভারতের সংবিধানে কতগুলি অনুচ্ছেদ আছে?

ক) 395√
খ)396
গ) 398
 ঘ)399

২৫) ভারতের দক্ষিণতম প্রান্ত কোনটি?

ক)কেপ কোমোরিন (কন্যাকুমারী)
খ)ক্যালিমার বিন্দু (point Calimere)
গ)ইন্দিরা পয়েন্ট ( নিকোবর দ্বীপপুঞ্জ)√
ঘ)কোভালামক(তিরুবনন্তপুরম)

২৬) আমস্টারডাম স্টেপস মালভূমি দেখা যায়-

ক) প্রশান্ত মহাসাগরে
খ) আটলান্টিক মহাসাগরে√
গ) ভারত মহাসাগরে
ঘ) কুমেরু মহাসাগর

২৭) ভারত মহাসাগরের একটি প্রবাল দ্বীপের নাম-

ক) মাদাগাস্কার
খ) শ্রীলংকা
গ) আন্দামান-নিকোবর
ঘ) লাক্ষাদ্বীপ√

২৮) 90° পূর্ব শৈলশিরা অবস্থিত-

ক) প্রশান্ত মহাসাগরে
খ) আটলান্টিক মহাসাগরে
গ) ভারত মহাসাগরে√
ঘ) কোনোটিই নয়

২৯)ভারত মহাসাগরের একটি আগ্নেয় দ্বীপের নাম-

ক) মালদ্বীপ
খ) চাগোস
গ) জাঞ্জিবার
ঘ) মরিশাস√


৩০)তড়িৎ চুম্বক প্রস্তুত করতে স্টিল এর পরিবর্তে কাঁচা লোহা ব্যবহৃত হয় কারণ-
ক) এটি সহজে স্থায়ী চুম্বক এ পরিণত হয়
খ) এর চৌম্বক প্রবণতা বেশি√
গ) এর চৌম্বক শক্তি যতখুশি বাড়ানো যায়
ঘ) এর চৌম্বক প্রবণতা কম






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...