Saturday, January 4, 2020

WBPSC CLEARKSHIP EXAM SET- 3




WBPSC CLEARKSHIP EXAM
                                 SET- 3
১)"বাঘারু "চরিত্রটি কোন নাটকের পাওয়া যায়?
ক) তিস্তাপারের বৃত্তান্ত√
খ) নবান্ন
গ) নীলদর্পণ
ঘ) রক্তকরবী

২)"কোমল গান্ধার" কি?
ক) নাটক
খ) সিনেমা√
গ) কবিতা
ঘ) গল্প

৩) ডিডিটি কে আবিষ্কার করেন?
ক) পল মুলার√
খ) লা মারক
গ) পাংলোভ
ঘ) ডারউইন

৪)কম্পিউটার ভাইরাস কি?
ক)একটি ক্ষতিকারক জীবানু
খ)একটি ক্ষতিকারক সার্কি
গ)একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স
ঘ)একটি ক্ষতিকারক প্রোগ্রাম√

৫)বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-
ক) ইলিয়াস শাহ
খ) সম্রাট আকবর√
গ) বিজয় সেন
ঘ)লক্ষণ সেন

৬) পশ্চিমবঙ্গের কোথায় টেলিফোনের তার তৈরি হয় ?
ক)হরিণঘাটা
খ)হাওড়া
গ)যাদবপুর
ঘ)রূপনারায়ণপুর√

৭) তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
ক)সিকিম
খ)আসাম
গ)ওড়িশা√
ঘ)পশ্চিমবঙ্গ

৮) পূর্ব মেদিনীপুর এর সদর দপ্তর কোথায় ?
ক)হলদিয়া
খ)মেদিনীপুর
গ)তমলুক√
ঘ)কাঁথি

৯) মানব শরীরে কোন গ্রুপের রক্ত সবথেকে বেশি পাওয়া যায়?
ক)A+
খ)B+√
গ)AB+
ঘ)O+

১০) লোহাকে মরচের হাত থেকে রক্ষা করার জন্য কোন ধাতু ব্যবহার করা হয়?
ক) অ্যালুমিনিয়াম
খ)কার্বন
গ)ক্রোমিয়াম √
ঘ)টিন

১১) ভারতে কোন জাতের গাছে সাধারণত লাক্ষাকীট বাসা বাঁধে ?
ক)শাল
খ)মহুয়া
গ)পলাশ√
ঘ)সেগুন

১২)"চাকা হলো জ্ঞানের প্রতীক"- এটি কোন ধর্মের উল্লেখ আছে?
ক) বৌদ্ধ√
খ) জৈন
গ) শিখ
ঘ) খ্রিস্টান

১৩)"কীর্তিনাশা "-ছদ্মনাম কোন নদীর?
ক) পদ্মা√
খ) গঙ্গা
গ) যমুনা
ঘ) মেঘনা

১৪)"লিম্বা"- কি?
ক) স্থানীয় বায়ু
খ) পশ্চিমা বায়ু
গ) ঘূর্ণবাত
ঘ) সামুদ্রিক ঝড়√

১৫) ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল কোনটি?
ক) খেজুর
খ) কাজুবাদাম√
গ)আখ
ঘ) পাট

১৬) পৃথিবীর সর্বাধিক জলবিদ্যুৎ উৎপন্ন করে কোন দেশ?
ক) চীন
খ) আমেরিকা যুক্তরাষ্ট্র√
গ) রাশিয়া
ঘ) জার্মানি

১৭) নিচের কোন উপন্যাসটি ইংরেজ সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়?
ক) বিষবৃক্ষ
খ) দুর্গেশ নন্দিনী
গ) কৃষ্ণশ নন্দিনী
ঘ) পথের দাবী√

১৮) 2018 সালে পঞ্চম আন্তর্জাতিক ইন্টারনেট সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হলো?
ক) ভারত
খ)রাশিয়া
গ)আমেরিকা
ঘ) চীন√

১৯)"গৌড়ীয় নৃত্য "কোথাকার বিখ্যাত নৃত্য শৈল?
ক) কর্ণাটক
খ)আসাম
গ)পশ্চিমবঙ্গ √
ঘ)রাজস্থান

২০) ভারতের উচ্চতম পোস্ট অফিস কোথায় অবস্থিত?
ক) উত্তরাখান্ড
খ)দার্জিলিং
গ)লাদাখ
ঘ)হিমাচল প্রদেশ√

২১)উদ্ভিদ দেহে জল উদ্ভাবিত হয় কিসের মাধ্যমে?
ক) ফ্লোয়েম এর মাধ্যমে
খ)জাইলেম এর মাধ্যমে√
গ)প্যারেনকাইমা মাধ্যমে
ঘ)স্ক্লেরেনকাইমা মাধ্যমে

ফ্লোয়েম এর মাধ্যমে খাদ্য সারা উদ্ভিদ দেহে ছড়িয়ে পড়ে

২২) মানবদেহে O 2 এবং CO 2 পরিবহন করে কোন রক্তকণিকা?
ক)লোহিত রক্তকণিকা√
খ)অনুচক্রিকা
গ)অ্যান্টিজেন
ঘ)বেসোফিল

২৩) মানুষের রেচন অঙ্গ কি?
ক) মুখ্যত বৃক্ক ত্বক এবং ফুসফুস√
খ)যকৃত ও বৃ ক্ক
গ)ত্বক ও দেহ যন্ত্র
ঘ)কোনোটিই নয়

২৪) পুরুষ দেহে সেক্স ক্রোমোজোম গুলি হল-
ক)দুটি x
খ)দুটি x ও দুটি Y
গ)একটি x ও একটি Y√
ঘ) দুটি Y
মহিলাদের দুটোই থাকে xx

২৫) কত সালে Titanic জাহাজটি ডুবে যায়?
ক)  1910
খ) 1912√
গ) 1914
ঘ) 1916

২৬) অক্টোপাসের কয়টি হৃদপিণ্ড আছে ?
ক)একটি
খ)দুটি
গ)তিনটি √
ঘ)চারটি

২৭) কোন মাসে পৃথিবী সবথেকে সূর্যের কাছে আসে?
ক) জানুয়ারি√
খ) মার্চ
গ) জুন
ঘ) জুলাই

২৮) সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙ দেখাবে?
ক)কালো√
খ)লাল
গ)সবুজ
ঘ)নীল

২৯) লোহাকে মরচের হাত থেকে রক্ষা করার জন্য কোন ধাতু ব্যবহার করা হয়?
ক) অ্যালুমিনিয়াম
খ)কার্বন
গ)ক্রোমিয়াম √
ঘ)টিন

৩০) একটি পিঁপড়ে নিজের ওজনের সর্বাধিক কত ওজন বহন করতে পারে?
ক)নিজের ওজনের প্রায় 30 গুণ
খ)নিজের ওজনের প্রায় 40 গুণ
গ)নিজের ওজনের প্রায় 50 গুন√
ঘ) নিজের ওজনের প্রায় 60 গুণ

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...