Sunday, January 5, 2020

WBPSC CLEARKSHIP EXAM SET- 2




WBPSC CLEARKSHIP EXAM
                                 SET- 2

১)লোকনৃত্য হিসাবে" লাই হারাওবা "বিকশিত হয়েছে এই রাজ্যে-

ক) মনিপুর
খ) অরুণাচল প্রদেশ
গ) মিজোরাম
ঘ) নাগাল্যান্ড√

২)"লক্ষণের শক্তিশেল"-নাটকটির লেখক কে?

ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
খ) সুকুমার রায়√
গ) সত্যজিৎ রায়
ঘ) সন্দীপ রায়           

৩)"ক্যান্টারবেরি টেলস"এর লেখক কে?

ক) হারম্যান মেন ভিল
খ) জণ মিল্টন
গ) জিওফ্রে চসার√
ঘ) স্টিফেন স্পেন্ডর

৪) কম্বোডিয়ায় অবস্থিত বিখ্যাত আঙ্কোরভাট বিষ্ণু মন্দির কে বানিয়ে ছিলেন?

ক) অনিরুদ্ধ
খ) শ্রুতি বর্মন
গ) দ্বিতীয় সূর্য বর্মন√
ঘ)  ইন্দ্রবর্মন

৫) ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি?

ক) আলম আরা√
খ) শ্রী পুন্দরিক
গ) রাজা হরিশচন্দ্র
ঘ) কোনোটিই নয়

৬) ভারতীয় সেনাবাহিনী সফলভাবে মধ্য প্রদেশে নিম্নলিখিত কোন দূরপাল্লার অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল পরীক্ষা করেছে?
[ক] Nag
[খ) Mamba
[গ)Spike√
[ঘ)   Kornet

৭)Shadow Cabinet নিম্নলিখিত কোন দেশের সংবিধানের বৈশিষ্ট্য?

ক) ব্রিটেন√
খ)USA
গ)ফ্রান্স
 ঘ)জাপান

৮) বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল?

ক) লর্ড মেয়ো
খ) লর্ড লিটন
গ) লর্ড ডাফরিন
ঘ) লর্ড রিপন√

৯) বিশ্বখ্যাত রক পর্বতারোহী, যিনি উত্তর মেক্সিকোয় এক নিছক শিলা মুখ অতিক্রম করার পথে দুর্ঘটনায় প্রয়াত হলেন, তাঁর নাম কি?

[A] Dean Potter
[B] Steph Davis
[C] Brad Gobright√
[D] Chris Sharma

১০)কেরালায় কোন নৃত্যনাট্য খোলা জায়গায় সারারাত অনুষ্ঠিত হয়?

ক) মোহিনীঅট্টম
খ) কথাকলি√
গ) ওট্টাম খুল্লাল
ঘ) কুচিপুড়ি

১১) বদ্ধ সংবহন প্রবাহ কে আবিষ্কার করেন?

ক) ডারউইন
খ) উইলিয়াম হার্ভে√
গ) মেন্ডেল
ঘ) হিপোক্রিটাস

১২)Photosynthesis-শব্দটি প্রথম কে প্রবর্তন করেন কোন বিজ্ঞানী?

ক)জনসন
খ)স্কিনার
গ)বার্নেস√
ঘ)থর্নডাইক

১৩)সংবিধানের রক্ষাকর্তা ও অভিভাবক কে?

ক)জনগণ
খ)সুপ্রিম কোর্ট√
গ)প্রধানমন্ত্রী
ঘ)মন্ত্রীপরিষদ

১৪)অ্যাসিটিলিন কী কাজে ব্যবহৃত হয়?

ক)ঘুমের ওষুধ তৈরিতে
খ)প্লাষ্টিক তৈরিতে
গ)ঝালাইয়ের কাজে√
ঘ)ব্যথা নিরোধক হিসাবে

১৫)'Blue House'-কার সরকারি বাসভবন?

ক)দক্ষিন কোরিয়ার রাষ্ট্রপতি√
খ)জার্মানির রাষ্ট্রপতি
গ)ব্রিটিশ প্রধানমন্ত্রী
ঘ)মরিশাসের প্রধানমন্ত্রী

১৬)ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষনাগার কোথায় অবস্থিত?

ক)দেরাদুন√
খ)আলিগড়
গ)পাটনা
ঘ)কানপুর

১৭)"One Family One Job" এটি কোন রাজ্য সরকার লঞ্চ করেছিল?

ক) সিকিম  √   
খ)  মধ্যপ্রদেশ
গ) রাজস্থান
ঘ) উত্তর প্রদেশ             

১৮) এদের মধ্যে কোন ইংরেজি লেখকের এর মুম্বাইয়ের জন্মভিটে তার স্মারক সংগ্রহশালায় পরিণত করা হয়েছে?

ক) রুই ইয়ার্ড কিপ্লিং√
খ) রবার্ট ব্রাউনিং
গ) জিম করবেট
ঘ) উইলিয়াম ব্লেক

১৯) উদ্ভিদের কোন জীবন ক্রিয়া আলোক দশা ও অন্ধকার দশা য় বিভক্ত?

ক)বাষ্পমোচন
খ)রেচন
গ)সালোকসংশ্লেষ√
ঘ)শ্বসন

২০) চা এবং কফিতে কোন রাসায়নিক পদার্থটি পাওয়া যায়?

ক)ক্লোরোফিল
খ)ক্যাফিন√
গ)নিকোটিন
ঘ)অ্যাসপিরিন

২১) 47 তম অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কংগ্রেস (AIPSC) কোথায় শুরু হয়েছে?
[ক] পুনে
[খ] গান্ধীনগর
[গ] লক্ষ্ণৌ√
[ঘ] দিল্লি

২২) নিচের কোনটি প্রতিষেধক দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না?

ক)গুটিবসন্ত
খ) মধুমেহ √
গ)পোলিও
ঘ) হুপিং কাশি

২৩) পরিবেশ বলতে বোঝায়-

ক)প্রাকৃতিক ও অর্থনৈতিক অবস্থা
খ)প্রাকৃতিক ও সামাজিক অবস্থা
গ)সামাজিক ও অর্থনৈতিক অবস্থা
ঘ)সামাজিক ,প্রাকৃতিক ও অর্থনৈতিক অবস্থা√

২৪) মনুষ্য সৃষ্ট পরিবেশের নাম কি?

ক)বায়োস্ফিয়ার
খ)ন্যানোস্ফিয়ার
গ)টেকনোস্ফিয়ার √
ঘ)উস্ফিয়ার

২৫) রাসায়নিক পদার্থের ক্ষেত্রে ভালো ফলাফলের জন্য কোনটি অত্যন্ত জরুরি?
ক) সচেতনতা
খ) পরিমিত ব্যবহার√
গ) পদার্থের গুণাগুণ
ঘ) সুস্পষ্টজ্ঞান

২৬. খাদ্যকে অধিকতর হজম করার জন্য ক্ষুদ্রান্তে কোন অবস্থার প্রয়োজন?
ক) ক্ষারকীয়√
খ) এসিডিক
গ) নিরপেক্ষ
ঘ) লবণাক্ত অবস্থা

২৭)সি ভি রমন কবে নোবেল পুরস্কার পান?

ক)1928
খ)1956
গ)1930√
ঘ)1914

২৮)জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন?

ক) জে এস ভার্মা
খ) এ এস আনন্দ
গ) রঙ্গনাথ মিশ্র√
ঘ) এ দত্ত

২৯)মানবদেহে ঘামের সঙ্গে প্রতিদিন কি পরিমান জল নির্গত হয়?

ক)১০০০ মিলি√
খ)১২০০ মিলি
গ)৮০০ মিলি
ঘ)১৫০০ মিলি

৩০) অ্যামাইনো অ্যাসিড কিসের একক?

ক) লিপিড
খ) হরমোন
গ) প্রোটিন√
ঘ) ভিটামিন





No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...