Monday, January 6, 2020

WBPSC CLEARKSHIP EXAM SET- 4




WBPSC CLEARKSHIP EXAM
                                 SET- 4

১)হিমালয়ের নাইস এক প্রকার-

ক) পাললিক শিলা
খ) রূপান্তরিত শিলা√          
গ)অাগ্নেয় শিলা
ঘ) কোনটি নয়


২)দাক্ষিণাত্য মালভূমির গড় উচ্চতা-

ক)700-900 মিটার
খ)500-800 মিটার
গ)400-800মিটার
ঘ)600-700মিটার√

৩)ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোন দ্বীপে আছে?

ক)আন্দামান
খ)নিকোবর
গ)ব্যারন√
ঘ)পাম্বান

৪)ভারতের প্রাচীন তৈল শোধনাগার কোথায় অবস্থিত?

ক) ডিগবয়√
খ) কোচিন
গ) মথুরা
ঘ) গুয়াহাটি

৫)অশ্বখুরাকৃতি হ্রদ নদীর _____ পাওয়া যায়

ক) উচ্চ ভাগ
খ) নিম্ন ভাগ√
গ) মধ্য ভাগ
ঘ)কোনটি নয়

৬)ভারতে উপর______ অবস্থিত

ক)মকর ক্রান্তি
খ) কর্কট ক্রান্তি√       
গ) বিষুব রেখা
ঘ) সুমেরু বৃত্ত

৭)ফারাক্কা জলাধার _______ নদীর প্রবাহকে প্রভাবিত করে

ক) পদ্মা√      খ) তিস্তা          গ) শোন          ঘ) সিন্ধু


৮)নাগারজুন সাগর বহুমুখী নদী প্রকল্প________ নদীর জল ব্যবহার করে          

ক) শোন  খ) কৃষ্ণা√  গ) নর্মদা। ঘ) ঝিলাম


৯)জারোয়া নামক উপজাতি কোথায় বাস করে?

ক) লাক্ষাদ্বীপ
খ)মিজোরাম 
গ)আন্দামান√
ঘ) মধ্যপ্রদেশ

১০)ঝুম বলতে বোঝায়-

ক) একটি লোকনৃত্য
খ) এক ধরনের  চাষ√
গ) একটি উপজাতি
ঘ) একটি নদী অববাহিকা

১১)ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়?

ক) মধ্য প্রদেশ
খ) বাঁকুড়া
গ) সুন্দরবন√
ঘ) নর্মদা নদীর বদ্বীপ

১২)গ্রীষ্মকালের রাজস্থান আবহাওয়া সৃষ্টি হয়

ক) উচ্চ চাপ কেন্দ্র
খ) নিম্ন চাপ কেন্দ্র√   
গ) পাঞ্জাব
ঘ) কোনটি নয়

১৩)ভারতে_______মাসে আউশ ধান রোপন করা হয়

ক) জনুয়ারি -ফেব্রুয়ারি
খ) মে -জুন√
গ) মার্চ -এপ্রিল
ঘ) নভেম্বর -ডিসেম্বর

কাটা হয় September -October

১৪)হিমালয় পর্বতমালা পশ্চিম থেকে পূর্বে কত কিলোমিটার বিস্তৃত?

ক) 2700 কিলোমিটার
খ) 2500 কিলোমিটার√
গ) 3000 কিলোমিটার
ঘ) 2400 কিলোমিটার

১৫) ভারতে কোন মৃত্তিকা সবচেয়ে বেশি অধিকার করে আছে?

ক) লাল
খ) পলল√
গ) কৃষ্ণ
ঘ) পড সল

১৬)মরুদ্দ্যান সৃষ্টির মূলে বায়ুর কোন ক্রিয়াটি দায়ী?

ক) ঘর্ষণ
খ)অব ঘর্ষণ √
গ) সঞ্চয়
ঘ) ওপরের কোনোটিই নয়

১৭)সিন্ধু-গাঙ্গেয় সমভূমি উর্বরতার কারণ

ক) অভিবাসিত পলি√
খ) স্থানিক পলি
গ) অগভীর ভৌম জল
ঘ) সুন্দর জল নির্গমন প্রণালী

১৮)কন্যাকুমারী অবস্থিত____       

ক) কর্ণাটক 
খ) কেরল
গ) তামিলনাড়ু √
ঘ) অন্ধ্রপ্রদেশে

১৯)গাঙ্গেয় সমভূমি প্রাচীন পলি যুক্ত অঞ্চল কি নামে পরিচিত?

ক) খাদার
খ) ভাবর
গ) ভাঙ্গড়√
ঘ) তরাই

নবীন পলিমাটি বললে খাদার

২০)নভসেবা কোথাকার আধুনিক সামুদ্রিক বন্দর?

ক)দিল্লি
খ)মুম্বাই√
গ) তুতিকরিন
ঘ)মাদ্রাজ

২১)নিম্নলিিখিত কোথায় ব্যাঘ্র প্রকল্প আছ?

ক)কল্যাণী
খ) বক্সা√
গ)গির
ঘ) গরুমারা

২২)আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ চূড়া স্যাডেল পিক কোন স্থানে অবস্থিত?

ক) গ্রেট নিকোবর√
খ) সুদ্রকা
গ) শৌণক
ঘ) সুশ্রুত

২৩)ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম?

ক) গুজরাট√                   7516.6km
খ)অন্ধ্রপ্রদেশ 
গ)কেরালা 
ঘ)উড়িশ্যা

২৪)পেট্রোলিয়াম শিল্পের ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বোম্বে হাই অঞ্চলে কোন পেট্রোলিয়াম কোম্পানি পুরো এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়?

ক)HPCL
খ)BPCL
গ)ইন্ডিয়ান অয়েল।                
ঘ)ONGC√

২৫) রনথম্বোর সংরক্ষিত অরণ্য_______ রাজ্যে অবস্থিত

ক) মধ্যপ্রদেশ
খ) উড়িষ্যা
গ) রাজস্থান√
ঘ) উত্তর প্রদেশ                 







No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...