Monday, January 6, 2020

WBPSC CLEARKSHIP EXAM SET- 5



WBPSC CLEARKSHIP EXAM
                                 SET- 5

১)ভিলাই কয়লা পায়_____খনি থেকে

ক) ডালি রাজরা
খ) রুদ্রি মুখ
গ) কোবরা√
ঘ) তালচের

২)ভুটানের দীর্ঘতম নদী কোনটি?

ক) তিস্তা
খ) তোরসা
গ) মানস√
ঘ) কালীগণ্ডক

৩)রবি ফসল কাটা হয় কোন মাসে?

ক) মার্চ -এপ্রিল√
খ) জুন-জুলাই
গ) সেপ্টেম্বর নভেম্বর
ঘ) অক্টোবর-ডিসেম্বর

৪)গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?

ক) গঙ্গোত্রী হিমবাহ√
খ) অমরকন্টক
গ) মহাকাল পর্বত
ঘ) ছোটনাগপুর মালভূমি

৫)দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি?

ক) মহানদী 
খ)গোদাবরী √
গ) কৃষ্ণা 
ঘ) কাবেরী

৬)কামরূপ প্রাচীন নাম ছিল কোন রাজ্যের?

ক) বিহার
খ) আসাম√
গ) উড়িষ্যা
ঘ) বাংলা

৭)ভারতের বিশাল সমভূমি কোন মৃত্তিকায় গঠিত?

ক) পাললিক মৃত্তিকা √
খ)ল্যাটেরাইট মৃত্তিকা 
গ)রেগুর মৃত্তিকা 
ঘ)পলন মৃত্তিকা

৮)নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়?

ক) সাতপুরা 
খ)মহাদেব পাহাড় 
গ)অমরকন্টক √
ঘ)মহেন্দ্রগীরি

৯)সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত?

ক)হিমালয়
খ)কারাকোরাম√
গ) শিবালিক
ঘ) সিঙ্গালিলা

সিয়াচেন হিমবাহ ভারতের দীর্ঘতম হিমবাহ

১০)যে রাজ্যে মাইথন বাঁধ অবস্থিত তা হল-

ক) ঝাড়খণ্ড √
খ)পশ্চিমবঙ্গ 
গ) বিহার 
ঘ)উড়িষ্যা

মাইথন বাঁধ বরাকর নদীর উপর অবস্থিত

১১) SEZ এর পুরো কথা কি?

ক) স্পেশাল ইকোনমিক জোন√
খ) স্পেশাল ইস্ট জোন
গ) স্মল ইকোনমিক জোন
ঘ) কোনোটিই নয়

১২)15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য জন্য সময়ের ব্যবধান কত?

ক)৪৫ মিনিট
খ)৫০মিনিট
গ)৫৫মিনিট
ঘ)৬০মিনিট√

১৩)কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত?

ক) বিপাশা 
খ)চন্দ্রভাগা 
গ)ইরাবতী 
ঘ) ঝিলাম√

ঝিলাম হলো সিন্ধু নদীর উপনদী বা শাখানদী

১৪)ভারতে কোন শস্য সর্বাধিক পরিমাণ জমিতে চাষ করা হয়?

ক) গম 
খ)ধান √
গ)আখ 
ঘ)তুলা

১৫)লুধিয়ানা সাথে কোন শিল্প বেশি সংযুক্ত?

ক) পশম বয়ন√
খ) সিমেন্ট
গ) ভারী শিল্প
ঘ) অ্যালুমিনিয়াম শিল্প

১৬)সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?

ক) লোহিত সাগর ও ভূমধ্যসাগর√
খ) ভুমধ্য সাগর আরব সাগর
গ) ভূমধ্যসাগর ও কাস্পিয়ান সাগর
ঘ) লোহিত সাগর ও আরব সাগর

১৭)কৃত্রিম তন্তু বলতে কোন শিল্পে উৎপাদিত দ্রব্য কে বোঝানো হয়?

ক) কার্পাস বয়ন 
খ)পাট 
গ)রেশম
ঘ)পেট্রো রাসায়নিক√

১৮)ডেকান ট্রাপ_________ শিলায় গঠিত

ক) ব্যাসল্ট√
খ)গ্রানাইট 
গ) নাইস
ঘ) ল্যাটেরাইট

১৯)রেগুর মৃত্তিকা _______এ সমৃদ্ধ

ক) চুন 
খ) জৈব পদার্থ 
গ) লৌহ √
ঘ) লবণ

২০)সহ্যাদ্রি পর্বতের একটি ফাঁক হলো-

ক) পালঘাট 
খ) থলঘাট √
গ)পশ্চিমঘাট 
ঘ) পূর্বঘাট














No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...