Monday, January 6, 2020

টার্গেট WB Police Mains GK Test-17


টার্গেট WB Police Mains
                            GK Test-17

26) I saw him" make a dry face".(choose the meaning of the phrase)
A) abuse
B) feel sick
C) cry with pain
D) show disappointment√

 ১) আন্তর্জাতিক তারিখ রেখা (international date line) কোনটি?

ক) বিষুব রেখা
খ)0° দ্রাঘিমা রেখা
গ)90° পূর্ব দ্রাঘিমাংশ
ঘ) 180° দ্রাঘিমা রেখা√

২)ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত সর্বপ্রথম ভারতীয় নাম কি?

ক) দাদাভাই নওরোজি√
খ) গোপালকৃষ্ণ গোখলে
গ) মহাত্মা গান্ধী
ঘ) বিপিনচন্দ্র পাল

৩)খালসার পথিকৃৎ কে?

ক) গুরু গোবিন্দ সিং√
খ) গুরু রামদাস
গ) গুরু অর্জুন
ঘ) গুরু নানক

৪) উচ্চ গুণমান সম্পন্ন কয়লা হল-

ক) লিগনাইট 
খ)পিট 
গ) বিটুমিনাস 
ঘ) অ্যানথ্রাসাইট√

৫)কোন যুগে পঞ্চতন্ত্র লেখা হয়েছিল?

ক) নন্দ যুগ
খ) মৌর্য যুগ
গ) গুপ্ত যুগ√
ঘ) পাল যুগ

৬) নদীর ক্ষয়কার্য কোথায় সবচেয়ে বেশি হয়?

ক) যেখানে নদীর গভীরতা বেশি
খ) যেখানে নদীর প্রস্থ বা প্রসারতা বেশি
গ) যেখানে নদীর বেগ বেশি√
ঘ) যেখানে নদীর নতি বেশি

৭)কে পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন?

ক) কৃষ্ণ বর্মন
খ) অনন্ত বর্মন√
গ) দেব বর্মন
ঘ) কেউ নয়

৮) বিখ্যাত প্রবাল প্রাচীর কোথায় অবস্থিত?

ক) প্রবাল সাগরে√
খ) সোলেমান সাগরে
গ) বিসমার্ক সাগরে
ঘ) অরা ফুরা সাগরে

৯) ১৮৫৭ সালের বিদ্রোহে কোন মোগল সম্রাট অংশগ্রহণ করেন?

ক) আকবর
খ) দ্বিতীয় বাহাদুর শাহ√
গ)দ্বিতীয় শাহ আলম
ঘ) জাহান্দর শাহ

১০) কবির কোথায় জন্মগ্রহণ করেছিলেন?

ক) দিল্লি 
খ)বারানসি√
গ) মথুরা 
ঘ)হায়দ্রাবাদ

১১) মুঘলদের শাসনকালে ভারতের বিভিন্ন আদালতে কোন ভাষার চলন ছিল?

ক) ফরাসি 
খ) পার্সি√
গ) পর্তুগিজ
ঘ) আরবি

 ১২)রামচরিত মানস এর লেখক তুলসীদাস কোন সম্রাটের সঙ্গে সম্পর্কিত?

ক) চন্দ্রগুপ্ত মৌর্য 
খ)জাহাঙ্গীর 
গ)হর্ষবর্ধন 
ঘ) আকবর√

১৩)আজমীরে কোন সুফির দরগা আছে?

ক) বাবা ফরীদ
খ) কুতুবউদ্দিন বখতিয়ার ককি
গ) মইনুদ্দিন চিশতী√
ঘ) খাজা বাহাউদ্দিন

১৪) তাজমহলের স্থপতি কে ছিলেন?

ক) মোহাম্মদ হোসেন
খ) ওস্তাদ ইশা√
গ) শাহ আব্বাস
ঘ) ইসমাইল

১৫) জলে ডুবন্ত বস্তুর খুঁজতে কি ব্যবহৃত হয়?

ক)Radar
খ)Sonar( sound navigation and ranging)
গ)Qusar
ঘ)Pulsar

১৬) সূর্য থেকে তাপ পৃথিবীতে পৌঁছায় কোন পদ্ধতিতে?

ক) পরিচলন 
খ)পরিবহন 
গ) বিকিরণ √
ঘ) প্রতিফলন

১৭)প্রদীপের তেল সলতে দিয়ে উপরে উঠে আসে কি কারনে?

ক) তেল খুব হালকা
খ) পৃষ্ঠটান
গ) ব্যাপন প্রক্রিয়া
ঘ) কৈশিকতার জন্য√

১৮) ডেসিবেল কিসের একক?

ক) আলোর বেগ
খ) তাপের তীব্রতা
গ) শব্দের তীব্রতা√
ঘ) তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক

১৯) কোন বছর থেকে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের দিবস হিসাবে ১ লা মে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়?

ক)1870
খ)1890√
গ)1872
ঘ)1885

২০) শিখ ধর্মের "লঙ্গর" পদ্ধতি কে প্রচলন করেন?

ক) গুরু গোবিন্দ সিং
খ) গুরু নানক
গ) গুরু অঙ্গদ দেব√
ঘ) গুরু হর গোবিন্দ

২১)ছোটনাগপুর মালভূমি প্রধানত কোন শিলা দ্বারা গঠিত?

ক) গ্রানাইট শিলা√
খ) ব্যাসল্ট
গ) কংগলোমারেট
ঘ)নাইস

২২) কোন জলপ্রপাত এর আরেক নাম গারসোপ্পা জলপ্রপাত?

ক) শিবসমুদ্রম
খ) ঝাঁকড়া
গ) জেমু
ঘ) যোগ√

২৩) কোন রাষ্ট্রের পবিত্র নদী সেতী?

ক) শ্রীলঙ্কা-
খ)বাংলাদেশ 
গ)নেপাল √
ঘ)মায়ানমার

২৪) ক্রান্তিলাল উপন্যাসের রচয়িতা কে?

ক) সুধীর চক্রবর্তী
খ) দিব্যেন্দু পালিত
গ) নবনীতা দেব সেন
ঘ) প্রফুল্ল রায়√

২৫) মাদার ইন্ডিয়া চলচ্চিত্রের পরিচালক কে?

ক) মেহবুব খান√
খ) বিমল রায় 
গ)গুরু দত্ত 
ঘ)বাসু ভট্টাচার্য

২৬)বিড়জর কোথাকার উপজাতি?

ক) মহারাষ্ট্র
খ) কর্ণাটক
গ) মধ্যপ্রদেশ √
ঘ) কেরালা

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...