WBPSC MISCELLANEOUS PREPARATION
SET -2
১) তাপ প্রয়োগ করলে পদার্থের অণুগুলোর গতিশক্তি
ক) বৃদ্ধি পায় √
খ)কমে যায়
গ)দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই
ঘ) দুটির মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক
২) পদার্থের কয়টি অবস্থা?
ক) দুইটি
খ)তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি√
**চতুর্থ অবস্থা প্লাজমা
**পঞ্চম অবস্থা বোস আইনস্টাইন কনডেনসেট
৩)প্লাজমা আসলে কি?
ক) Ionized gas√
খ)Ionized liquid
গ)Ionized solid
ঘ)ওপরের কোনোটিই নয়
**প্রবল তাপমাত্রায় প্লাজমা অবস্থা তৈরি হয়
৪)তরল পদার্থের ক্ষেত্রে নিচের কোনটি সত্য?
ক) নির্দিষ্ট আকার আছে
খ)নির্দিষ্ট আয়তন আছে√
গ) ঘনত্ব কঠিন পদার্থ অপেক্ষা কম
ঘ)অনুগুলির মধ্যে আকর্ষণ গ্যাস অপেক্ষাকৃত কম
৫)কোন ভারতীয় মহিলা খেলোয়াড় " গ্র্যান্ড ওল্ড লেডি" নামে পরিচিত?
ক) কুঞ্জরানী দেবী √
খ)কর্ণম মলেস্বরি
গ)পি টি ঊষা
ঘ) মেরিকম
**কুঞ্জরানী দেবী ভারোত্তোলন খেলার সঙ্গে সম্পর্কিত। তিনি মনিপুরের বাসিন্দা
**কর্ণম মলেস্বরি ভারোত্তোলন খেলার সঙ্গে যুক্ত
**মেরি কম বক্সিং এর সঙ্গে সম্পর্কযুক্ত
৬)সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে?
ক) 42
খ) 44√
গ) 61
ঘ) 89
*44 তম সংবিধান সংশোধন হয়1978 সালে
*42 তম সংবিধান সংশোধন হয় 1976 সালে
৭)উডের ডেসপ্যাচ কমিটি কিসের সঙ্গে সম্পর্কিত?
ক) শিক্ষা √
খ)কৃষি
গ)সেচ
ঘ)শিল্প
৮)দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?
ক) টেনিস
খ) হকি
গ) ব্যাডমিন্টন
ঘ) ক্রিকেট√
৯)ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
ক) নাইল
খ) কঙ্গো
গ) জাম্বেজি√
ঘ)গঙ্গা
১০)আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমি কে কি বলা হয়?
ক) ভেল্ট
খ) সাভানা √
গ)ডাউন্স
ঘ) পম্পাস
১১)ভুটানের জাতীয় খেলা কি?
ক) দাবা
খ)টেবিল টেনিস
গ) বেসবল
ঘ) তীরন্দাজি√
১২)একই তাপমাত্রা যুক্ত স্থান সংযোগকারী কাল্পনিক রেখা কে কি বলা হয়?
ক) আইসোবার
খ) আইসোথার্মস√
গ) বারলাইন
ঘ) আইসোহেলাইন
**আইসোবার হলো সম বায়ুমন্ডলীয় চাপ
**আইসোহেলাইন সম লবণাক্ত যুক্ত রেখা
১৩)টিটেনাস রোগের কারণ কি?
ক) ভাইরাস
খ) ব্যাকটেরিয়া√
গ)প্রোটোজোয়া
ঘ)ছত্রাক
১৪)নিম্নলিখিত কোন শহরে মোতি মসজিদ অবস্থিত?
ক) আগ্রা√
খ) জয়পুর
গ) পাঞ্জাব
ঘ) গুজরাট
*আগ্রাতে মোতি মসজিদ নির্মাণ করেন শাহজাহান
*দিল্লিতে মোতি মসজিদ নির্মাণ করেন ওরঙ্গজেব
১৫)ইটালিও বণিক নিকোলো কন্টি কোন শাসকের শাসনকালে বিজয়নগর সফরে এসেছিলেন ?
ক) প্রথম হরিহর
খ) প্রথম বুক্কা
গ) দ্বিতীয় হরিহর
ঘ)দ্বিতীয় দেব রায়√
১৬)কার্যের এসআই একক কী?
ক) পাস্কাল
খ) জুল √
গ)নিউটন
ঘ)ওহম
*চাপের এস.আই একক হল পাসকাল
* বলের এস .আই একক হল নিউটন
* রোধের এস .আই একক হল ওহম
১৭)কোন যুদ্ধ বিজয়নগর সাম্রাজ্যের পতনের কারণ?
ক) খানুয়ার যুদ্ধ
খ)পানিপথের যুদ্ধ
গ)তালিকোটার যুদ্ধ√
ঘ)কোনোটিই নয়
**তালিকোটার যুদ্ধ হয়েছিল কোন 1565 সালের,26 জানুয়ারি
১৮)কোন শিলায় জীবাশ্ম পাওয়া যায়?
ক) আগ্নেয় শিলা
খ)পাললিক শিলা√
গ)রূপান্তরিত শিলা
ঘ)কোনোটিই নয়
**পাললিক শিলার উদাহরণ হলো চুনাপাথর, বেলেপাথর ,কাদা পাথর
১৯)আকবর ফতেপুর সিক্রি তে বুলান্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন কোন প্রদেশের বিজয়ের স্মৃতি হিসেবে?
ক) গুজরাট√
খ) সিন্ধু
গ)পাঞ্জাব
ঘ) লাহোর
1601 খ্রিস্টাব্দে বুলন্দ দরওয়াজা প্রতিষ্ঠিত হয়
২০)যে গাছগুলি অল্প আর্দ্রতার অঞ্চলে জন্মায় তাদের কি বলে?
ক) হ্যালোফাইট
খ)স্যপরোফাইট
গ)জেরোফাইট√
ঘ) মেসোফাইট
২১)কোন নদীকে পীত নদী বা হলুদ নদী বলা হয়?
ক) হোয়াংহো√
খ) ইয়াংসিকিয়াং
গ)আমাজন
ঘ) নাইল
**হোয়াংহো নদী চীনে অবস্থিত। এটি চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী।
২২)মানুষের রক্তের pH এর মান কত?
ক) 7
খ)7.4√
গ)9
ঘ)6
২৩) ভারতের সংসদ বিল্ডিং কে কি বলা হয়?
ক) সংসদ ভবন √
খ)লোকসভা ভবন
গ) রাজ্যসভা ভবন
ঘ)সরকারি ভবন
*1927 সালে লর্ড আরউইন এর সময় সংসদ ভবন প্রতিষ্ঠা হয়েছিল
২৪)রাজ্যসভার সদস্যদের সর্বাধিক সংখ্যা কত?
ক) 200
খ)238
গ)250√
ঘ)252
238+12 এই 12 জন রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হয়
২৫)বাণিজ্যের দিক থেকে সবথেকে ব্যস্ততম মহাসাগর কোনটি?
ক) ভারত মহাসাগর
খ)প্রশান্ত মহাসাগর
গ) আটলান্টিক মহাসাগর√
ঘ) সুমেরু মহাসাগর
**সবথেকে বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর
**দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর
**সবচেয়ে ছোট মহাসাগর আর্কটিক মহাসাগর
২৬)চরক কার দরবারে বিখ্যাত ডাক্তার ছিলেন?
ক) হর্ষবর্ধন
খ)চন্দ্রগুপ্ত মৌর্য
গ)অশোক
ঘ) কনিষ্ক√
২৭)বায়ুমন্ডলের কোন স্তরটি বিমান উড়ান এর জন্য সবচেয়ে উপযুক্ত?
ক) ট্রপোস্ফিয়ার
খ) আয়নোস্ফিয়ার
গ) স্ট্র্যাটোস্ফিয়ার √
ঘ)এক্সোস্ফিয়ার
২৮)আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?
ক) আফ্রিকা
খ)এশিয়া
গ)দক্ষিণ আমেরিকা √
ঘ)অস্ট্রেলিয়া
**পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হল আন্দিজ পর্বতমালা
২৯) মরুস্থলি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত?
ক) কর্ণাটক
খ) গুজরাট
গ)রাজস্থান√
ঘ) মধ্যপ্রদেশ
৩০) ভারতের কোন বন্দর থেকে প্রধানত চা রপ্তানি করা হয়?
ক) মুম্বাই
খ)কলকাতা √
গ)কোচিন
ঘ) পারাদ্বীপ
No comments:
Post a Comment