Wednesday, February 19, 2020

50 জিকে MISCELLANEOUS SET -3




WBPSC  MISCELLANEOUS PREPARATION
SET -3


১) ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল কোনটি?

ক) খেজুর
খ)কাজুবাদাম√
গ)আখ
ঘ)পাট

২) কোন পুরস্কার খেলার সঙ্গে যুক্ত না?

ক)অর্জুন পুরস্কার
খ)দ্রোণাচার্য পুরস্কার
গ)ধ্যানচাঁদ পুরস্কার
ঘ)বিধানচন্দ্র রায় পুরস্কার√

**বিধানচন্দ্র রায় পুরস্কার চিকিৎসার সঙ্গে যুক্ত।বিধানচন্দ্র রায় পুরস্কার দেওয়া শুরু হয় 1962 সাল থেকে


৩) কোন দেশে সবচেয়ে বেশি সীমা আছে?

ক) ব্রাজিল
খ) কানাডা
গ) চীন√
ঘ)ভারত

**চীন দেশে ১৪টি সীমা আছে
**ভারতের সাতটি সীমা আছে


৪)পৃথিবীর সর্বাধিক জলবিদ্যুৎ উৎপাদন করে কোন দেশ?

ক) জাপান
খ)আমেরিকা যুক্তরাষ্ট্র√
গ)জার্মানি
ঘ)ফ্রান্স


৫)ভারতের রাষ্ট্রীয় পাখি ময়ূরএবং রাষ্ট্রীয় পশু বাঘ কবে রাষ্ট্রীয় পাখি এবং রাষ্ট্রীয় পশু র মর্যাদা পেয়েছে?

ক) 1975
খ)1973 √
গ)1970
ঘ)1968


৬)নিম্নের কোনটি মেটামরফিক শিলা?

ক) গ্রানাইট
খ) মার্বেল √
গ)ব্যাসল্ট
ঘ)স্যান্ডস্টোন


৭)রাস্তার পথিক দেখার জন্য একজন মোটরচালক কি ধরনের আয়না ব্যবহার করে?

ক) অবতল
খ) উত্তল √
গ)সমতল
ঘ)কোনোটিই নয়

**গাড়ির হেডলাইটে যে লেন্স থাকে সেটা হল অবতল লেন্স


৮)কয়লার কার্বনিকরণ হচ্ছে কয়লা কে উত্তপ্ত করা-

ক)হাইড্রোজেন এর উপস্থিতিতে
খ) বাতাসের উপস্থিতিতে
গ)অক্সিজেনের উপস্থিতিতে
ঘ) বাতাসের অনুপস্থিতিতে√


৯)নিম্নের কোনটি অম্ল বৃষ্টির জন্য দায়ী নয়?

ক)মিউরিয়েটিক অ্যাসিড
খ) হাইড্রোক্লোরিক এসিড
গ)ফসফরিক এসিড
ঘ)নাইট্রিক অ্যাসিড√


১০)নিচের কোনটির জন্য কোন নির্দিষ্ট উষ্ণতার প্রয়োজন হয়না?

ক) বাষ্পায়ন√
খ)স্ফুটন
গ)হিমায়ন
ঘ) গলন


১১)গরমকালের পাখার তলায় বসে আরাম লাগে কারণ

ক) বাষ্পায়ন
খ) হিমায়ন
গ) দেহের লীন তাপ এর হ্রাস
ঘ) ক এবং গ√



১২)কঠিন পদার্থের তরলে পরিণত হতে যে লীন তাপ এর প্রয়োজন হয় তাকে কি বলে√

ক) ফিউশনের লীন তাপ√
খ)বাষ্পীভবনের লীন তাপ
গ) তরলে র লীন তাপ
ঘ) কোনটাই নয়

**ফিউশনের লীন তাপ বলতে গলনের লীন তাপ কে বোঝায়



১৩)একই উষ্ণতার ফুটন্ত জল এবং বাষ্পের ক্ষেত্রে বাষ্প দ্বারা ক্ষতির সম্ভাবনা বেশি থাকে কারণ-

ক) বাষ্পে লীন তাপ বেশি থাকে√
খ) বাষ্পের স্ফুটনাঙ্ক বেশি
গ)জলের স্ফুটনাঙ্ক কম
ঘ)কোনটাই নয়


১৪)কাচের রুবি লাল রঙের হওয়ার কারণ কি?

ক)কপার অক্সাইড
খ)ক্রোমিয়াম অক্সাইড√
গ)আয়রন অক্সাইড
ঘ)সোডিয়াম ক্লোরাইড


১৫) মুখ দিয়ে খাদ্যের অপচয় অংশ নির্গমন করে কোন প্রাণী?

ক) তারা মাছ
খ)হাইড্রা √
গ)ব্যাং
ঘ)ফড়িং

১৬)উদ্ভিদের কোন অংশকে খাদ্য তৈরীর কারখানা বলা হয়?

ক) ক্লোরোপ্লাস্ট√
খ) নিউক্লিয়াস
গ)গলগী বডি
ঘ)সাইটোপ্লাজম

১৭)উদ্ভিদ কোষের গলগী বডি কে কি বলে?

ক) সাইন্যাপস
খ) ডিকটিওজোম√
গ)রাইবোজোম
ঘ)কোয়ান্টোজোম



১৮)পুরুষের কণ্ঠস্বর অপেক্ষা স্ত্রীলোকের কন্ঠস্বর তীক্ষ্ণ হয় কেন?

ক)উচ্চ কম্পাংক√
খ)নিম্ন কম্পাঙ্ক
গ)কণ্ঠনালীর দৌর্বল্য
ঘ)উচ্চ বিস্তার


১৯)কোন জলে স্নান করা উচিত নয়?

ক) বৃষ্টির জল
খ)ঝরনার জল
গ)পাতকুয়ার জল
ঘ) ভারী জল√


২০)উষ্ণ প্রস্রবণ এর জলে নিম্নের কোন গ্যাস থাকে?

ক)কার্বন-ডাই-অক্সাইড
খ) অক্সিজেন
গ)হাইড্রোজেন
ঘ)হাইড্রোজেন সালফাইড√


২১)চুল পেকে যাওয়ার কারণ কি?

ক)রঞ্জক পদার্থ কমে যাওয়া√
খ) রঞ্জক পদার্থ বেড়ে যাওয়া
গ) দেহে প্রোটিনের পরিমাণ বেড়ে যাওয়া ঘ)কোনোটিই নয়


২২)কোন ধাতুকে জীবন্ত রূপা বলা হয়?

ক) অ্যালুমিনিয়াম
খ)সোনা
গ)তামা
ঘ)পারদ√


২৩)কোন মৌলকে সুপার হ্যালোজেন বলা হয়?

ক) ক্লোরিন
খ)ফ্লোরিন √
গ)ব্রোমিন
ঘ)সোডিয়াম



২৪)কুইক সিলভার নিম্নের কোন ধাতুকে বলা হয়?

ক) সোনা
খ) রুপা
গ)দস্তা
ঘ)পারদ√


২৫)বিশুদ্ধ লোহার রং কেমন হয়?

ক) কালো
খ)ধূসর সাদা√
গ)হলুদ
ঘ)কোনটাই নয়


২৬)পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের অন্তর্গত বর্ধমান বিভাগে নিম্নের কোন জেলাটি অন্তর্ভুক্ত নয়?

ক) পূর্ব বর্ধমান
খ)হুগলি
গ)বীরভূম
ঘ)নদীয়া√




২৭)নিচের কোন উপন্যাসটি ইংরেজ সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়?

ক) বিষবৃক্ষ
খ)দুর্গেশ নন্দিনী
গ)পথের দাবী √
ঘ)কৃষ্ণ নন্দিনী



২৮)কত সালে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ রচনা করেন?

ক)1856
খ)1852
গ)1890√
ঘ)1887



২৯)চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে রচয়িতা কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর √
খ)উৎপল দত্ত
গ)অবনীন্দ্রনাথ ঠাকুর
ঘ) গিরিশচন্দ্র ঘোষ



৩০)সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী যৌথ অধিবেশনে সংগঠিত হয়?

ক) 108 নং ধারা √
খ)110 নং ধারা
গ)130 নং ধারা
ঘ) 139 নং ধারা


৩১)কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারেন?

ক)165 নং ধারা
খ)169 নং ধারা
গ)213 নং√ ধারা
ঘ)226 নং ধারা



৩২)শ্যাডো ক্যাবিনেট কোন দেশের প্রশাসনিক ব্যবস্থার বৈশিষ্ট্য?

ক) ইংল্যান্ড√
খ) আমেরিকা
গ) ফ্রান্স
ঘ)জাপান


৩৩)ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি কোথায় অবস্থিত?

ক) ব্যাঙ্গালোর
খ) পুনে
গ)উত্তর প্রদেশ√
ঘ)দিল্লি


৩৪)বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল?

ক) হাওড়া
খ)ব্যান্ডেল
গ)হুগলি√
ঘ)কলকাতা


৩৫)কোন দেশ সাগরের তলদেশে রেল ব্যবস্থা গড়ে তুলেছে ?

ক) চীন
খ)রাশিয়া
গ)জাপান √
ঘ)মার্কিন যুক্তরাষ্ট্র



৩৬)রাবার উৎপাদনে পৃথিবীতে কোন দেশ প্রথম স্থান অধিকার করে?

ক) ব্রাজিল
খ)মালয়েশিয়া √
গ)শ্রীলঙ্কা
ঘ)নেদারল্যান্ড

৩৭)গ্যালেনা নিম্নের কার আকরিক?

ক) কপার
খ)লেড √
গ)অ্যালুমিনিয়াম
ঘ)প্লাটিনাম


৩৮)বাস্কেটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে?

ক) ৪ জন
খ)৫জন√
গ)৬জন
ঘ)৭জন


৩৯)1946 সালে কোথায় তেভাগা আন্দোলন হয়?

ক) গুজরাট
খ) মধ্যপ্রদেশ
গ)বাংলা√
ঘ)ঝড়খান্ড



৪০)কোন মুঘল সম্রাটের সমাধি ভারতের বাইরে আছে?

ক) বাবর
খ) শাহজাহান
গ) জাহাঙ্গীর √
ঘ)আকবর


৪১)প্রতিহার বংশের শেষ রাজা কে ছিলেন?

ক) হরিশচন্দ্র
খ)নাগভট্ট
গ)বৎসরাজ
ঘ)মহেন্দ্র পাল√



৪২)উপনিষদ কতগুলি খন্ডে বিভক্ত?

ক) 108 টি√
খ)122 টি
গ)136 টি
ঘ)150 টি


৪৩)সমুদ্রের কোন স্তরের গভীরতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়?

ক) ঊর্ধ্ব স্তর
খ)নিম্ন স্তর
গ)থার্মোক্লাইন স্তর √
ঘ)তৃতীয় স্তর


৪৪)ভারতের কোন রাজ্যে কোন বিমানবন্দর নেই?

ক) অরুণাচল প্রদেশ √
খ)সিকিম
গ)মেঘালয়
ঘ)ত্রিপুরা


৪৫)লোকশিল্পের জন্য তুলসী সম্মান প্রদান করে  কোন সরকার?

ক) ভারত সরকার
খ)মহারাষ্ট্র সরকার 
গ)পাঞ্জাব সরকার
ঘ)মধ্যপ্রদেশ সরকার√


৪৬)পদার্থের নিউক্লিয়াস এর আকার কোন এককে মাপা হয়?

ক) প্লাঙ্ক
খ) মাইক্রোন
গ) ফার্মি√
ঘ) মোল


৪৭)ভারতের এক মাত্র বেসরকারী তৈল শোধনাগার কোথায় অবস্থিত ?

ক)ভাদদরা
খ) কয়ালি
গ)মুম্বাই
ঘ)জামনগর √


৪৮)পাঞ্চেত জলবিদ্যুত কেন্দ্রটি কোন নদী পরিকল্পনার অন্তরভুক্ত ?

ক)ময়ুরক্ষী
খ)দামোদর √
 গ)ফারাক্কা
 ঘ)চম্বল

৪৯)উপদ্বীপীয় ভারত সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়েছে এই স্থানে

ক) কোচিন
খ) রামেশ্বরম
গ)বিশাখাপত্তনম √
ঘ)কন্যাকুমারী


৫০)ছন্দা গায়েন কোন শৃঙ্গ অভিযানের সময় নিখোঁজ হন?

ক) মাউন্ট এভারেস্ট
খ)মাকালু
গ)অন্নপূর্ণা
ঘ)কাঞ্চনজঙ্ঘা√

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...