টার্গেট WB Police Mains
GK Test-52
Geography One Liner
১)ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমা 82°30 মিনিট পূর্ব
২)গ্রিনিচের দ্রাঘিমা 0°
৩)প্রতি 1° দ্রাঘিমার সময়ের পার্থক্য হয় 4 মিনিট।
৪)কলকাতার স্থানীয় সময় ভারতীয় প্রমাণ সময় থেকে 24 মিনিট অগ্রগামী
৫)পৃথিবীর আবর্তন বা আহ্নিক গতির ফলে দিনরাত্রি হয় ,সূর্যোদয়-সূর্যাস্ত হয় ,জোয়ার ভাটা হয়।
৬)বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয় এবং দিন রাত্রির দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি হয়।
৭)সমুদ্রের নাবিকরা সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে
৮)ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে গ্রীনিচের সময় জানা যায়
৯)1 ডিগ্রি অন্তর দুটি অক্ষরেখার গড় রৈখিক ব্যবধান 111 কিলোমিটার বা 69 মাইল
১০) IST এবং GMT এর মধ্যে সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট
১১)পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট তিব্বতে চোমোলাংমা ,নেপালে সাগরমাথা নামে পরিচিত।
১২)বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত দৈর্ঘ্য ( 4096 কিলোমিটার) সবথেকে বেশি।
১৩)শিবালিক হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকা কে দুন বলে।
১৪)আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ- উচ্চতা 2995 মিটার
১৫)ধূপগড় সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ -উচ্চতা 1350 মিটার
১৬)জোজিলা গিরিপথ শ্রীনগর এবং কারগিল কে যুক্ত করেছে।
১৭)ভাগীরথী ও অলকানন্দা দেবপ্রয়াগ এ মিলিত হয়েছে।
১৮)কুশি নদীকে বিহারের দুঃখ বলা হয়।
১৯)দামোদর নদ কে বাংলার দুঃখ বলা হয়।
২০)ভারতের দীর্ঘতম বাঁধ হিরাকুদ মহানদীর উপর নির্মিত হয়েছে।
২১)গোদাবরী কে দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়।
২২)অন্ধ্রপ্রদেশে নাগার্জুন সাগর বাঁধ ও কর্নাটকে আলমাটি বাঁধ কৃষ্ণা নদীর উপর নির্মিত হয়েছে।
২৩)ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ সম্বর।
২৪)কেরালার বৃহত্তম হ্রদ ভেম্বনাদ।
২৫)ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।
২৬)ভারতের প্রধান খারিফ শস্য গুলি হল জোয়ার, ভুট্টা, কাঠবাদাম, পাট, তামাক, বাজরা, আখ ,ডাল
২৭)প্রধান রবি শস্য গুলি হল- গম, সরিষা ,ছোলা
২৮)রাশিয়া (USSR)সরকারের সহযোগিতায় বোকারোতে লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয়েছিল 1964 সালে
২৯)রাউরকেল্লা লৌহও ইস্পাত কেন্দ্র টি জার্মানির সহযোগিতায় ব্রাহ্মণী নদী তীরে এবং দূর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র টি ব্রিটিশ যুক্তরাজ্যের (UK) সহায়তায় গড়ে উঠেছিল
৩০)ভারতের প্রথম জাহাজ নির্মাণ কেন্দ্রটি হলো হিন্দুস্তান শিপইয়ার্ড ,বিশাখাপত্তনম
৩১)একটি কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দরের নাম নভসেবা
৩২)প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় ওসাকা কে
৩৩)পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় বর্ধমান জেলা কে
৩৪)দক্ষিণ ভারতের শস্য ভান্ডার তামিলনাড়ুর উপকূলকে বলে
৩৫)ইউক্রেনকে শস্য ভান্ডার ও রুটির ঝুড়ি বলে।
৩৬)ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আটলান্টিক মহাসাগরে অবস্থিত
৩৭)মরিশাস দ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত
৩৮)পেট্রোরসায়ন শিল্পকে সূর্যোদয় শিল্প বলা হয়
৩৯)ভারতের শ্রেষ্ঠ বন্দর মুম্বাই কঙ্কন উপকূলে অবস্থিত
৪০)পশ্চিমঘাট এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কলসুবাই
৪১)পূর্বঘাট এর সর্বোচ্চ শৃঙ্গের নাম মহেন্দ্রগীরি
৪২)পৃথিবীর সর্বনিম্ন হ্রদের নাম মরুসাগর
৪৩)তারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহ হলো রুপনারায়ন
৪৪)কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হলো হলদি
৪৫)আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম
৪৬)জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়
৪৭)আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান
৪৮)কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন
৪৯)ভারতের প্রাচীনতম পর্বত আরাবল্লী এটি একটি ভঙ্গিল পর্বত
৫০)ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট ,ভারতের সাতপুরা স্তুপ পর্বতের উদাহরণ
৫১)জাপানের সুউচ্চ সামুদ্রিক ঢেউ এর নাম সুনামি
৫২)নদীপ্রবাহ পরিমাপ করা হয় কিউসেক এর সাহায্যে
৫৩)পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ল্যাম্বার্ট হিমবাহ
৫৪)ভারতের বৃহত্তম হিমবাহ কারাকোরাম পর্বত এর অন্তর্গত সিয়াচেন হিমবাহ
৫৫)রাজস্থানের সম্বর ,পাচ্পদ্র ,পুষ্কর প্রভৃতি লবণাক্ত জলের হ্রদ
৫৬)কাশ্মীরের ডাল ,উলার , মনিপুরের লোকটাক হ্রদ সুপেয় জলের হ্রদ
৫৭)দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে বর্ষাকালের আবির্ভাব হয়
৫৮)পর্ণমোচী বৃক্ষের অন্যতম উদাহরণ হল শাল ,সেগুন, শিমুল ,খয়ের ,আম, জাম, বট ,নিম প্রভৃতি
৫৯)পৃথিবীর উচ্চতম বালিয়াড়ি আলজেরিয়ায় অবস্থিত।
৬০)গোবি মরুভূমি মঙ্গোলিয়ায় অবস্থিত
৬১)কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর।
৬২)জাদুগরা খনি থেকে ইউরোনিয়াম আকরিক উত্তোলন হয়।
৬৩)রূঢ় অঞ্চলের উর্বর মাটি হল চারনোজেম ও অনূর্বর মাটি হল পডসল।
৬৪)ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দার্জিলিংয়ের সিদ্রাপং।
৬৫)ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত সড়ক লে।
৬৬)পৃথিবীর নিম্নতম অঞ্চলের নাম মারিয়ানা খাত।
৬৭)পৃথিবীর গড় পরিধি 40 হাজার কিলোমিটার।
৬৮)পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এর দৈর্ঘ্য 12757 কিলোমিটার।
৬৯)পৃথিবীর মেরু ব্যাস এর দৈর্ঘ্য 12714 কিলোমিটার।
৭০)সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি।
৭১)ভারতের শ্রেষ্ঠ নদী গঙ্গা।
৭২)তাপ্তি নদীর পশ্চিম বাহিনী নদী।
৭৩)পেনগঙ্গা হলো গোদাবরী নদীর উপনদী।
৭৪)পৃথিবীর গড় দূরত্ব সূর্য থেকে প্রায় 15 কোটি কিলোমিটার।
৭৫)পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে 4 জুলাই,প্রায় 15 কোটি কুড়ি লক্ষ কিলোমিটার। এই অবস্থানের নাম পৃথিবীর অপসূর।
৭৬)3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় সবচেয়ে কম 14 কোটি 70 লক্ষ কিলোমিটার ।এই অবস্থানের নাম অনুসুর।
৭৭)21 শে মার্চ মহাবিষুব ,23 সেপ্টেম্বর জলবিষুব
৭৮)উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন 21 ডিসেম্বর
৭৯)পৃথিবীর সমস্ত স্থানের দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয় 21 শে মার্চ এবং 23 সেপ্টেম্বর
৮০)কর্কট সংক্রান্তি বা উত্তর অয়নান্ত বলে 21 জুনকে
৮১)মকর সংক্রান্তি বা দক্ষিণ অয়নান্ত 22 ডিসেম্বর
৮২)সমাক্ষরেখা গুলোর মধ্যে একমাত্র মহাবৃত্ত নিরক্ষরেখা
৮৩) কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘণ্টা
৮৪)পাললিক শিলায় কয়লা সঞ্চিত থাকে
৮৫)ভারতে জোয়ার ভাটা বিশিষ্ট বন্দর ভাইজাক
৮৬)পৃথিবীর প্রাচীনতম শিলা হলো আগ্নেয় শিলা
৮৭)রাজস্থানের সোনার কেল্লা দূর্গটি হলুদ বেলেপাথর এবং দিল্লির লালকেল্লা দুর্গ টি লাল বেলে পাথর দিয়ে তৈরি
৮৮)পৃথিবীর বৃহত্তম মালভূমি তিব্বতের মালভূমি
৮৯)পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির মালভূমি
৯০)ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার এর মধ্যে অবস্থান করে
৯১)নায়াগ্রা জলপ্রপাত দেখা যায় সেন্ট লরেন্স নদী তে
৯২)কর্ণাটক রাজ্যের কাবেরী নদীর শিবসমুদ্রম হলো ভারতের বিখ্যাত জলপ্রপাত
৯৩)ভারতের সর্বোচ্চ মালভূমির নাম লাদাক মালভূমি
৯৪)ভারতের জীবন্ত আগ্নেয়গিরির নাম ব্যারেন (নিকোবর দ্বীপপুঞ্জ)
৯৫)সিঙ্গালিলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু (৩৬৩৬ মিটার)
৯৬)ভারতের একটি স্তুপ পর্বতের নাম সাতপুরা
৯৭)সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বত শ্রেণী তে অবস্থিত
৯৮)ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ভাকরা নাঙ্গাল পরিকল্পনা।এটি পৃথিবীর সুউচ্চ নদী বাঁধ। শতদ্রু নদীর উপর এই বাধ দেওয়া হয়েছে।
৯৯)সেচ ব্যবস্থার উন্নতির জন্য অন্ধপ্রদেশের কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর প্রকল্প নির্মাণ করা হয়েছে
১০০)সালাল জলবিদ্যুৎ কেন্দ্রটি জম্মু-কাশ্মীরে অবস্থিত
১০১)চাঁদের সর্বোচ্চ পর্বত লিবনিটজ
১০২)পশ্চিমবঙ্গে ঘুসুড়ি তে প্রথম কার্পাস বয়ন কেন্দ্র স্থাপিত হয়
১০৩)পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়
১০৪)নিস ,মার্বেল পাথর, কোয়ার্টজাইট, স্লেট রূপান্তরিত শিলার উদাহরণ
১০৫)ভারতের একমাত্র উষ্ণ মরুভূমি রাজস্থানে অবস্থিত
১০৬)ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লুনি নদী। লুনি নদী কচ্ছের রনে পতিত হয়েছে
১০৭)রাজস্থানের পশ্চিমাংশে চলমান বালিয়াড়ি কে বলে ধ্রিয়ান
১০৮)গঙ্গার সমভূমি অঞ্চলে প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমি কে বলে ভাঙ্গড়
১০৯)গঙ্গার সমভূমি অঞ্চলের নতুন পলি গঠিত সমভূমি কে বলে খাদার
১১০)ব্রহ্মপুত্র নদীর গতিপথের সৃষ্ট মাজুলী দ্বীপ পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ
১১১)ত্রিপুরা রাজ্যের চাকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে
১১২)সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গের নাম ধুপগড় উচ্চতা 1350 মিটার
১১৩)মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকন্টক উচ্চতা
1057 মিটার
১১৪)পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কলসুবাই 1646 মিটার
১১৫)নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা উচ্চতা 2637 মিটার
১১৬)আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল স্যাডেল পিক ।উচ্চতা 750 মিটার
GK Test-52
Geography One Liner
১)ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমা 82°30 মিনিট পূর্ব
২)গ্রিনিচের দ্রাঘিমা 0°
৩)প্রতি 1° দ্রাঘিমার সময়ের পার্থক্য হয় 4 মিনিট।
৪)কলকাতার স্থানীয় সময় ভারতীয় প্রমাণ সময় থেকে 24 মিনিট অগ্রগামী
৫)পৃথিবীর আবর্তন বা আহ্নিক গতির ফলে দিনরাত্রি হয় ,সূর্যোদয়-সূর্যাস্ত হয় ,জোয়ার ভাটা হয়।
৬)বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয় এবং দিন রাত্রির দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি হয়।
৭)সমুদ্রের নাবিকরা সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে
৮)ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে গ্রীনিচের সময় জানা যায়
৯)1 ডিগ্রি অন্তর দুটি অক্ষরেখার গড় রৈখিক ব্যবধান 111 কিলোমিটার বা 69 মাইল
১০) IST এবং GMT এর মধ্যে সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট
১১)পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট তিব্বতে চোমোলাংমা ,নেপালে সাগরমাথা নামে পরিচিত।
১২)বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত দৈর্ঘ্য ( 4096 কিলোমিটার) সবথেকে বেশি।
১৩)শিবালিক হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকা কে দুন বলে।
১৪)আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ- উচ্চতা 2995 মিটার
১৫)ধূপগড় সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ -উচ্চতা 1350 মিটার
১৬)জোজিলা গিরিপথ শ্রীনগর এবং কারগিল কে যুক্ত করেছে।
১৭)ভাগীরথী ও অলকানন্দা দেবপ্রয়াগ এ মিলিত হয়েছে।
১৮)কুশি নদীকে বিহারের দুঃখ বলা হয়।
১৯)দামোদর নদ কে বাংলার দুঃখ বলা হয়।
২০)ভারতের দীর্ঘতম বাঁধ হিরাকুদ মহানদীর উপর নির্মিত হয়েছে।
২১)গোদাবরী কে দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়।
২২)অন্ধ্রপ্রদেশে নাগার্জুন সাগর বাঁধ ও কর্নাটকে আলমাটি বাঁধ কৃষ্ণা নদীর উপর নির্মিত হয়েছে।
২৩)ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ সম্বর।
২৪)কেরালার বৃহত্তম হ্রদ ভেম্বনাদ।
২৫)ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।
২৬)ভারতের প্রধান খারিফ শস্য গুলি হল জোয়ার, ভুট্টা, কাঠবাদাম, পাট, তামাক, বাজরা, আখ ,ডাল
২৭)প্রধান রবি শস্য গুলি হল- গম, সরিষা ,ছোলা
২৮)রাশিয়া (USSR)সরকারের সহযোগিতায় বোকারোতে লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয়েছিল 1964 সালে
২৯)রাউরকেল্লা লৌহও ইস্পাত কেন্দ্র টি জার্মানির সহযোগিতায় ব্রাহ্মণী নদী তীরে এবং দূর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র টি ব্রিটিশ যুক্তরাজ্যের (UK) সহায়তায় গড়ে উঠেছিল
৩০)ভারতের প্রথম জাহাজ নির্মাণ কেন্দ্রটি হলো হিন্দুস্তান শিপইয়ার্ড ,বিশাখাপত্তনম
৩১)একটি কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দরের নাম নভসেবা
৩২)প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় ওসাকা কে
৩৩)পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় বর্ধমান জেলা কে
৩৪)দক্ষিণ ভারতের শস্য ভান্ডার তামিলনাড়ুর উপকূলকে বলে
৩৫)ইউক্রেনকে শস্য ভান্ডার ও রুটির ঝুড়ি বলে।
৩৬)ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আটলান্টিক মহাসাগরে অবস্থিত
৩৭)মরিশাস দ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত
৩৮)পেট্রোরসায়ন শিল্পকে সূর্যোদয় শিল্প বলা হয়
৩৯)ভারতের শ্রেষ্ঠ বন্দর মুম্বাই কঙ্কন উপকূলে অবস্থিত
৪০)পশ্চিমঘাট এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কলসুবাই
৪১)পূর্বঘাট এর সর্বোচ্চ শৃঙ্গের নাম মহেন্দ্রগীরি
৪২)পৃথিবীর সর্বনিম্ন হ্রদের নাম মরুসাগর
৪৩)তারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহ হলো রুপনারায়ন
৪৪)কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হলো হলদি
৪৫)আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম
৪৬)জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়
৪৭)আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান
৪৮)কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন
৪৯)ভারতের প্রাচীনতম পর্বত আরাবল্লী এটি একটি ভঙ্গিল পর্বত
৫০)ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট ,ভারতের সাতপুরা স্তুপ পর্বতের উদাহরণ
৫১)জাপানের সুউচ্চ সামুদ্রিক ঢেউ এর নাম সুনামি
৫২)নদীপ্রবাহ পরিমাপ করা হয় কিউসেক এর সাহায্যে
৫৩)পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ল্যাম্বার্ট হিমবাহ
৫৪)ভারতের বৃহত্তম হিমবাহ কারাকোরাম পর্বত এর অন্তর্গত সিয়াচেন হিমবাহ
৫৫)রাজস্থানের সম্বর ,পাচ্পদ্র ,পুষ্কর প্রভৃতি লবণাক্ত জলের হ্রদ
৫৬)কাশ্মীরের ডাল ,উলার , মনিপুরের লোকটাক হ্রদ সুপেয় জলের হ্রদ
৫৭)দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে বর্ষাকালের আবির্ভাব হয়
৫৮)পর্ণমোচী বৃক্ষের অন্যতম উদাহরণ হল শাল ,সেগুন, শিমুল ,খয়ের ,আম, জাম, বট ,নিম প্রভৃতি
৫৯)পৃথিবীর উচ্চতম বালিয়াড়ি আলজেরিয়ায় অবস্থিত।
৬০)গোবি মরুভূমি মঙ্গোলিয়ায় অবস্থিত
৬১)কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর।
৬২)জাদুগরা খনি থেকে ইউরোনিয়াম আকরিক উত্তোলন হয়।
৬৩)রূঢ় অঞ্চলের উর্বর মাটি হল চারনোজেম ও অনূর্বর মাটি হল পডসল।
৬৪)ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দার্জিলিংয়ের সিদ্রাপং।
৬৫)ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত সড়ক লে।
৬৬)পৃথিবীর নিম্নতম অঞ্চলের নাম মারিয়ানা খাত।
৬৭)পৃথিবীর গড় পরিধি 40 হাজার কিলোমিটার।
৬৮)পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এর দৈর্ঘ্য 12757 কিলোমিটার।
৬৯)পৃথিবীর মেরু ব্যাস এর দৈর্ঘ্য 12714 কিলোমিটার।
৭০)সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি।
৭১)ভারতের শ্রেষ্ঠ নদী গঙ্গা।
৭২)তাপ্তি নদীর পশ্চিম বাহিনী নদী।
৭৩)পেনগঙ্গা হলো গোদাবরী নদীর উপনদী।
৭৪)পৃথিবীর গড় দূরত্ব সূর্য থেকে প্রায় 15 কোটি কিলোমিটার।
৭৫)পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে 4 জুলাই,প্রায় 15 কোটি কুড়ি লক্ষ কিলোমিটার। এই অবস্থানের নাম পৃথিবীর অপসূর।
৭৬)3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় সবচেয়ে কম 14 কোটি 70 লক্ষ কিলোমিটার ।এই অবস্থানের নাম অনুসুর।
৭৭)21 শে মার্চ মহাবিষুব ,23 সেপ্টেম্বর জলবিষুব
৭৮)উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন 21 ডিসেম্বর
৭৯)পৃথিবীর সমস্ত স্থানের দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয় 21 শে মার্চ এবং 23 সেপ্টেম্বর
৮০)কর্কট সংক্রান্তি বা উত্তর অয়নান্ত বলে 21 জুনকে
৮১)মকর সংক্রান্তি বা দক্ষিণ অয়নান্ত 22 ডিসেম্বর
৮২)সমাক্ষরেখা গুলোর মধ্যে একমাত্র মহাবৃত্ত নিরক্ষরেখা
৮৩) কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘণ্টা
৮৪)পাললিক শিলায় কয়লা সঞ্চিত থাকে
৮৫)ভারতে জোয়ার ভাটা বিশিষ্ট বন্দর ভাইজাক
৮৬)পৃথিবীর প্রাচীনতম শিলা হলো আগ্নেয় শিলা
৮৭)রাজস্থানের সোনার কেল্লা দূর্গটি হলুদ বেলেপাথর এবং দিল্লির লালকেল্লা দুর্গ টি লাল বেলে পাথর দিয়ে তৈরি
৮৮)পৃথিবীর বৃহত্তম মালভূমি তিব্বতের মালভূমি
৮৯)পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির মালভূমি
৯০)ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার এর মধ্যে অবস্থান করে
৯১)নায়াগ্রা জলপ্রপাত দেখা যায় সেন্ট লরেন্স নদী তে
৯২)কর্ণাটক রাজ্যের কাবেরী নদীর শিবসমুদ্রম হলো ভারতের বিখ্যাত জলপ্রপাত
৯৩)ভারতের সর্বোচ্চ মালভূমির নাম লাদাক মালভূমি
৯৪)ভারতের জীবন্ত আগ্নেয়গিরির নাম ব্যারেন (নিকোবর দ্বীপপুঞ্জ)
৯৫)সিঙ্গালিলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু (৩৬৩৬ মিটার)
৯৬)ভারতের একটি স্তুপ পর্বতের নাম সাতপুরা
৯৭)সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বত শ্রেণী তে অবস্থিত
৯৮)ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ভাকরা নাঙ্গাল পরিকল্পনা।এটি পৃথিবীর সুউচ্চ নদী বাঁধ। শতদ্রু নদীর উপর এই বাধ দেওয়া হয়েছে।
৯৯)সেচ ব্যবস্থার উন্নতির জন্য অন্ধপ্রদেশের কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর প্রকল্প নির্মাণ করা হয়েছে
১০০)সালাল জলবিদ্যুৎ কেন্দ্রটি জম্মু-কাশ্মীরে অবস্থিত
১০১)চাঁদের সর্বোচ্চ পর্বত লিবনিটজ
১০২)পশ্চিমবঙ্গে ঘুসুড়ি তে প্রথম কার্পাস বয়ন কেন্দ্র স্থাপিত হয়
১০৩)পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়
১০৪)নিস ,মার্বেল পাথর, কোয়ার্টজাইট, স্লেট রূপান্তরিত শিলার উদাহরণ
১০৫)ভারতের একমাত্র উষ্ণ মরুভূমি রাজস্থানে অবস্থিত
১০৬)ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লুনি নদী। লুনি নদী কচ্ছের রনে পতিত হয়েছে
১০৭)রাজস্থানের পশ্চিমাংশে চলমান বালিয়াড়ি কে বলে ধ্রিয়ান
১০৮)গঙ্গার সমভূমি অঞ্চলে প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমি কে বলে ভাঙ্গড়
১০৯)গঙ্গার সমভূমি অঞ্চলের নতুন পলি গঠিত সমভূমি কে বলে খাদার
১১০)ব্রহ্মপুত্র নদীর গতিপথের সৃষ্ট মাজুলী দ্বীপ পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ
১১১)ত্রিপুরা রাজ্যের চাকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে
১১২)সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গের নাম ধুপগড় উচ্চতা 1350 মিটার
১১৩)মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকন্টক উচ্চতা
1057 মিটার
১১৪)পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কলসুবাই 1646 মিটার
১১৫)নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা উচ্চতা 2637 মিটার
১১৬)আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল স্যাডেল পিক ।উচ্চতা 750 মিটার
No comments:
Post a Comment