Tuesday, February 11, 2020

History One Liner



টার্গেট WB Police Mains
                           GK Test-53
                  History One Liner

১) মুঘল যুগে ভারতের সরকারি ভাষা ছিল ফার্সি ভাষা

২) জাহাঙ্গীরের দরবারে" ইংলিশ খান" নামে পরিচিত ছিলেন উইলিয়াম হকিংস। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় আসেন।

৩) ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707খ্রিস্টাব্দে এবং শিবাজী মৃত্যু হয় 1680 খ্রিস্টাব্দে

৪) তানসেন মোগল সম্রাট আকবরের রাজসভায় শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন

৫) সম্রাট জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরু অর্জুনকে প্রাণদণ্ড দেন

৬) ওরঙ্গজেব নবম শিখগুরু তেগ বাহাদুরকে হত্যা করেন

৭) আকবরের মাতার নাম হামিদা বানু

৮) মোগল যুগে তাম্রমুদ্রা নাম ছিল দাম

৯) তাজমহলের প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ ইশা

১০) ময়ূর সিংহাসন এর প্রধান শিল্পী ছিলেন বেবাদল খান

১১) ফারসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন বদাউনি

১২) শাহজাহানের পূর্বনাম ছিল খুররম। তাকে শাহজাহান উপাধিতে ভূষিত করেন জাহাঙ্গীর

১৩) ফুয়েরার উপাধি ছিল এডলফ হিটলারের

১৪) মেইন ক্যাম্প গ্রন্থের রচয়িতা হিটলার

১৫) জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন

১৬) অলবিরুনি প্রকৃত নাম ছিল আবু রিহান

১৭) সিকান্দার শাহ লোদীর প্রকৃত নাম ছিল নিজাম খা

১৮) বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা হাসান

১৯) ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয় 1800 খ্রিস্টাব্দে

২০) বেদ পাঠ এর জন্য যে বিদ্যার প্রয়োজন হয় তাকে বেদাঙ্গ বলে

২১) মুর্শিদাবাদে বাংলার রাজধানী প্রতিষ্ঠা করেন মুর্শিদকুলি খাঁ

২২) বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় রচিত

২৩) মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথ

২৫) মৌর্য সাম্রাজ্যের পর মগধে শুঙ্গ বংশ শাসন করে

২৬) বৌদ্ধ ধর্মের ইতিহাসে কনিষ্ক দ্বিতীয় অশোক নামে পরিচিত

২৭) কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য

২৮) চালুক্য দের প্রথম রাজধানী ছিল বাতাপি

২৯) চাঁদবরদাই পৃথ্বিরাজ রাজার সভাকবি ছিলেন

৩০) সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া দিল্লির আলো বলে পরিচিত ছিলেন

৩১) চেঙ্গিস খাঁর অপর নাম তেমুজিন

৩২) লর্ড লিটনের আমলে "কালাকানুন "বা "কোড অফ ক্রিমিনাল ল "পাস হয়

৩৩) আলিপুর বোমা মামলায় আসামিদের পক্ষে উকিল ছিলেন চিত্তরঞ্জন দাস

৩৪) সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পান্ডে

৩৫) সূর্যসেন "ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি "নামক স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করেন

৩৬)ফরওয়ার্ড ব্লক গঠন করেন সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে

৩৭) আজাদ হিন্দ ফৌজ গঠন করেন রাসবিহারী বসু

৩৮) মিতাক্ষরা রচনা করেন  বিজ্ঞানেশ্বর

৩৯) অজন্তা গুহা মন্দির নির্মিত হয় চোল রাজাদের আমলে

৪০) রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তী দুর্গ

৪১) বরবুদুরের স্তুপ যবদ্বীপে অবস্থিত

৪২) তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ সিংহ

৪৩) নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্ম নন্দ

৪৪) নন্দ বংশের শেষ রাজা ধননন্দ

৪৫) পাল যুগের বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটে

৪৬) কাশ্মীরের আকবর বলা হয় কাশ্মীরের সুলতান জয়নাল আবেদীনকে

৪৭) সুলতান হুসেন শাহ কে বাংলার আকবর বলা হয়

৪৮) বাংলার প্রথম গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস

৪৯) স্যার সৈয়দ আহমেদ খান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন

৫০) ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলেসলি

৫১) নানা সাহেব ছিলেন কানপুর বিদ্রোহের নায়ক

৫২) ভারতে প্রথম প্রকাশিত ইংরেজি সংবাদপত্র বেঙ্গল গেজেট

৫৩) ডালহৌসির সময় রেলপথ প্রবর্তন ও ডাক ব্যবস্থা চালু হয়

৫৪) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

৫৫) স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন দাস

৫৬) গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল

৫৭) "ইংরেজরা হলো মৌমাছির জাত বিরক্ত 
করলে  এরা হুল বিধিয়ে দেবে উক্তিটি "-  বাংলার নবাব আলীবর্দী খাঁর

৫৮) আলাউদ্দিন খলজি প্রথম রেশন ব্যবস্থা চালু করেন

৫৯) অমৃতসরের স্বর্ণ মন্দির টি নির্মাণ করেন গুরু অর্জুন সিং

৬০) প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকর

৬১) আমির খসরু বলেছেন - "ভারতীয় সংগীত শুধু মানুষকে নয় ,প্রাণীকেও মুগ্ধ করে"

৬২) মোগল সম্রাট জাহাঙ্গীর" গাজী "উপাধি গ্রহণ করেন

৬৩) সূর্যাস্ত আইন প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস

৬৪) ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন ঐতিহাসিক ভিন্সেন্ট স্মিথ

৬৫) সিন্ধু সভ্যতার প্রথম নিদর্শন এর আবিষ্কর্তা হলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়

৬৬) সিন্ধু সভ্যতায়  অশ্বের ব্যবহার ছিল না

৬৭) জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভ নাথ

৬৮) জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর মহাবীর

৬৯) জৈন ধর্মের ত্রয়োবিংশ তীর্থঙ্কর ছিলেন
পার্শ্ব নাথ

৭০) বুদ্ধদেব তার ধর্মমত প্রচার করেন পালি ভাষায়

৭১) প্রজ্ঞা পারমিতা সূত্র রচয়িতা নাগার্জুন

৭২) মগধের সিংহাসনে হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার

বিম্বিসারের উপাধি ছিল শ্রেনিক

৭৩) অজাত শত্রু যার উপাধি ছিল-কুনিক

৭৪)পাটলিপুত্র নগরী স্থাপন করে উদয়ীন

৭৫) মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য

৭৬) চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্থিনিস এদেশে আসেন

৭৭) মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম ইন্ডিকা

৭৮) অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য

৭৯) মন্ডল তত্ত্বের প্রবক্তা কৌটিল্য

৮০) বিন্দুসার "অমিত্রঘাত" উপাধি নেন

৮১) অশোক খ্রিস্টপূর্ব 273 অব্দে সিংহাসনে বসেন

৮২) অশোকের রাজ্যভিষেক হয় খ্রিস্টপূর্ব 269 অব্দে

৮৩) আলেকজান্ডার ভারত আক্রমণ করেন 327 খ্রীষ্টপূর্বাব্দে

৮৪) আলেকজান্ডার ও পুরুর মধ্যে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল

৮৫) কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কনিষ্ক

৮৬) কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহন করেন

৮৭) কনিষ্ক শকাব্দ প্রচলন করেন

৮৮) বুদ্ধচরিত এর রচয়িতা অশ্বঘোষ

৮৯) কনিষ্কের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক নাগার্জুন

৯০) চরক কনিষ্কের চিকিৎসক ছিলেন

৯১) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক

৯২) মৃচ্ছকটিক নাটক রচনা করেন শূদ্রক

৯৩)  সমুদ্রগুপ্তকে কবিরাজ আখ্যা দেয়া হয়

৯৪) শকারি নামে পরিচিত ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৯৫) দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফা হিয়েন ভারতে আসেন

৯৬) হূন আক্রমণ প্রতিহত করে খ্যাতি লাভ করেন গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত

৯৭) গুপ্ত বংশের শাসন কালকে স্বর্ণযুগ বলা হয়

৯৮) মহাকবি কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় অলংকৃত করেছিলেন

৯৯) গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ধন্বন্তরি

১০০) বাংলার সর্ব প্রথম সার্বভৌম নরপতি শশাঙ্ক

১০১) হর্ষচরিত এর রচয়িতা বানভট্ট

১০২) বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল

১০৩) ধর্মপাল বিক্রম শীল উপাধি গ্রহণ করেন

১০৪) বাংলার প্রথম নির্বাচিত রাজা গোপাল

১০৫) পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1526 খ্রিস্টাব্দে বাবরএবং ইব্রাহিম লোদীর মধ্যে

১০৬)পানিপথের প্রথম যুদ্ধে বাবর পরাজিত করেন ইব্রাহিম লোদীকে

১০৭) খানুয়ার যুদ্ধ সংঘটিত হয় 1527 খ্রিস্টাব্দে

১০৮) দিল্লির সিংহাসনে শূর বংশের প্রতিষ্ঠাতা শেরশাহ

১০৯) বাবর এর পিতৃরাজ্য ছিল মধ্য এশিয়ার ফরগনা

১১০) গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মান করেন শেরশাহ

১১১)  শেরশাহ প্রবর্তিত দুটি দলিল পাট্টা ও কবুলিয়ত

১১২) শেরশাহের হিন্দু সেনাপতির ব্রম্য জিৎ গৌড়

১১৩) পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। আকবর হিমু কে পরাজিত করেন

১১৪) হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে
হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি ছিলেন মানসিংহ

১১৫) আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খাঁ

১১৬) ইবাদৎখানা প্রতিষ্ঠা করেন আকবর

১১৭) আকবর ফতেপুর সিক্রি  নির্মাণ করেন

১১৮) আকবরের সভাসদ ছিলেন আবুল ফজল

১১৯) মনসবদারি প্রথা প্রবর্তন করেন আকবর 1582 খ্রিস্টাব্দে

১২০) জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুক ই জাহাঙ্গীরী তুর্কি ভাষায় রচিত

১২১) শাহজাহানের রাজত্বকাল কে মুঘল যুগের স্বর্ণ যুগ বলে অভিহিত করা হয়

১২২) নুরজাহানের পূর্বনাম মেহেরুন্নেসা

১২৩) মুসলমানেরা ওরঙ্গজেব কে জিন্দাপীর বলতো

১২৪) ওরঙ্গজেব শিবাজীকে পার্বত্য মুষিক বলে অভিহিত করেন

১২৫) ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় আসেন উইলিয়াম হকিংস

১২৬)ইংল্যান্ডের রাজ প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় আসে স্যার টমাস রো

১২৭) শাহজাহানের শাসনকালে দেশে এসেছেন একজন বিদেশী তভার্ণিয়ে

১২৮) অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দির নির্মাণ করেন গুরু রামদাস

১২৯) দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ

১৩০) অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি।

১৩১) হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন

১৩২) চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস

১৩৩)  লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের আমলে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় 1835 সালে

১৩৪) কলকাতা জাতীয় গ্রন্থাগার এর জন্ম হয়1835 খ্রিস্টাব্দে

১৩৫) কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ১৮৫৭ খ্রিস্টাব্দে

১৩৬) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ

১৩৭) ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়

১৩৮) রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন

১৩৯) ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়

১৪০) দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজী

১৪১) ভারতে ইনক্লাব জিন্দাবাদ ধ্বনি প্রথম তোলেন ভগৎ সিং

১৪২) ভারতের শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ

১৪৩) আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী

১৪৪) আলিপুর বোমা মামলার প্রধান আসামি ছিলেন শ্রী অরবিন্দ ঘোষ

১৪৫) গদর পার্টির জন্ম হয় আমেরিকায়

১৪৬) সাইমন কমিশন ভারতে আসে 1927 খ্রিস্টাব্দে

১৪৭) ফরওয়ার্ড ব্লক গঠন করেন সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে

১৪৮) আজাদ হিন্দ ফৌজ গঠন করেন রাসবিহারী বসু

১৪৯)১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহকে স্বাধীনতার সংগ্রাম আখ্যা দেন বিনায়ক দামোদর সাভারকার

১৫০) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি

১৫১) ভারতীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন পাস করেন লর্ড লিটন

১৫২) স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 সালে

১৫৩) মহম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে সরিয়ে দৌলতাবাদে নিয়ে গিয়েছিলেন

১৫৪) ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে

১৫৫) 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ আকবর হিমু কে পরাজিত করেন

১৫৬)1942 সালে কংগ্রেসের ভারতছাড়ো আন্দোলনের প্রস্তাবের খসড়া তৈরি করেছিলেন সরদার বল্লভ ভাই প্যাটেল

১৫৭)নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করে মধুসূদন দত্ত এবং প্রকাশ করেন রেভারেন্ড লং।
এই কারণে তাকে কারাদণ্ড দেওয়া হয়

১৫৮) আগ্রা শহরটি তৈরি করেন সিকান্দার লোদী









No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...