Wednesday, February 12, 2020

Indian Constitution One Liner


টার্গেট WB Police Mains
                           GK Test-54
               Indian Constitution
                        One Liner

ভারতীয় সংবিধান আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয় 1949 সালের 26 শে নভেম্বর

ভারতের সংবিধান কার্যকরী হয় 1950 সালের 26 শে জানুয়ারি


ভারতীয় সংবিধানের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল

*ভারতীয় সংবিধান পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ, জটিল, লিখিত সংবিধান

*এই সংবিধানে সুপরিবর্তনীয়তাও দুষ্পরিবর্তনীয়তার এক অপূর্ব সমন্বয় ঘটেছে

*সংবিধানে নাগরিকের গুরুত্বপূর্ণ ৬ টি মৌলিক অধিকার লিপিবদ্ধ রয়েছে


সংবিধানের মৌলিক অধিকারকে কার্যকর করতে বিশেষ নির্দেশ জারী করার ক্ষমতা দেয়া হয়েছে সুপ্রিম কোর্টকে

সংবিধানের মৌলিক অধিকারের ক্ষেত্রে বাধানিষেধ আরোপ করার ক্ষমতা দেয়া হয়েছে পার্লামেন্ট কে

লোকসভা ও রাজ্যসভার অধিবেশন সমাপ্ত করার ক্ষমতা রাষ্ট্রপতির

 1978 সালের পূর্বে সংবিধানে মৌলিক অধিকার ছিল ৭টি



গণপরিষদ গঠিত হয় 1946 সালের 16 ই মে ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী

ক্যাবিনেট মিশন ভারতে আসে1946 সালের 24 মার্চ

প্রথম গণপরিষদে 389 জন সদস্য ছিলেন

গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 সালের 9 ডিসেম্বর(9 থেকে 11 ই ডিসেম্বর)

গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ডঃ সচ্চিদানন্দ সিনহা(9 থেকে 11 ই ডিসেম্বর 1946)

গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ (11 ই ডিসেম্বর 1946)

সংবিধান তৈরির খসড়া কমিটি গঠিত হয় 1947 সালের 29 আগস্ট

সংবিধান তৈরির খসড়া কমিটির সভাপতি ছিলেন ডঃ বি আর আম্বেদকর

সংবিধানের ধারণা দেন এম .এন .রায়

ভাষা কমিশন গঠিত হয় 1955 সালে। চেয়ারম্যান ছিলেন বি.জি. খা রে

সংবিধান তৈরি করতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 17দিন

মুসলিম লীগ 1946 সালে 26 অক্টোবর গণপরিষদে যোগ দিয়েছিল

গণপরিষদের আইনের উপদেষ্টা ছিলেন বি .এন. রাও

মূল সংবিধানে 22টি পার্ট 395 টি ধারা ও 8টি তালিকা ছিল।

বর্তমানে সংবিধানে 25 টি পার্ট 448 টি ধারা ও 12টি তালিকা রয়েছে

গণপরিষদ ভারতের জাতীয় পতাকা অনুমোদন করেন 1947 সালের 22 শে জুলাই

গণপরিষদে জাতীয় সংগীত গৃহীত হয় 1950 সালের 24 শে জানুয়ারি

গণপরিষদের প্রথম বৈঠক বয়কট করে -মুসলিম লীগ

স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ডঃ রাজেন্দ্র প্রসাদ

__________________________________________
সংবিধানের বিভিন্ন অংশ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে
__________________________________________

আমেরিকা (USA): প্রস্তাবনা ,উপরাষ্ট্রপতি ,মৌলিক অধিকার

কানাডা-কেন্দ্রের হাতে সমস্ত ক্ষমতা থাকবে

আয়ারল্যান্ড-(Directive Principle of State Policy) নির্দেশমূলক নীতি ,রাষ্ট্রপতি নির্বাচন

ব্রিটেন ( UK)- সংসদীয় শাসন ব্যবস্থা ,এক নাগরিকত্ব, স্পিকার (লোকসভা),নির্বাচন কমিশন, আইনের নিয়ম

রাশিয়া (USSR)-মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা

অস্ট্রেলিয়া- যুগ্ম তালিকা

দক্ষিণ আফ্রিকা -সংবিধান সংশোধন পদ্ধতি

ফ্রান্স-Liberty ,Equality



প্রধান তিনটি মৌলিক অধিকার

সাম্যের অধিকার ধারা 14 থেকে 18
স্বাধীনতার অধিকার ধারা 19 থেকে 22
ধর্মীয় স্বাধীনতার অধিকার ধারা 25 থেকে 28


সংবিধানে জরুরী অবস্থা ঘোষণা

জাতীয় জরুরি ধারা 352/ 2
সাংবিধানিক জরুরি অবস্থা ধারা 356/ 3
আর্থিক জরুরি অবস্থা ধরা 360









ভারতীয় সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ অংশ

পার্ট 2: ৫-১১ নং ধারা-নাগরিকত্ব(Citizenship)

পার্ট 3: ১২-৩৫ নং ধারা -মৌলিক অধিকার (Fundamental Rights)

পার্ট 4 : ৩৬-৫১ নং ধারা- নির্দেশমূলক নীতি(Directive Principle of State Policy)

পার্ট 4-A :৫১A নং ধারা মৌলিক কর্তব্য (Fundamental Duties)



গুরুত্বপূর্ণ ধারা

 ১ নম্বর ধারা -ভারত ও তার অঙ্গ রাজ্যের নাম

 ১৪ নম্বর ধারা - আইনের দৃষ্টিতে সাম্যও আইনের সমান সংরক্ষন

১৬ নম্বর ধারা-সরকারি চাকুরিতে সমান অধিকার

১৭ নম্বর ধারা- অস্পৃশ্যতা দূরীকরণ

১৮ নম্বর ধারা-কোন খেতাব বা  পদবী গ্রহণ করা যাবে না

১৯ A নম্বর ধারা- বাকও মতামত প্রকাশের অধিকার

সম্পত্তির অধিকার 44 তম সংশোধনীতে 1978 সালে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনগত অধিকারের স্বীকৃতি দেওয়া হয়। ধারা ৩০০A

২১ নম্বর ধারা-নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কাউকে তার জীবন ও ব্যক্তিগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

২১/A ধারা- ৬-১৪ বছরের শিশুদের অবৈতনিক শিক্ষার অধিকার (৮৬ তম সংশোধনী ২০০২ সাল)

২৩-২৪নং ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে

২৯-৩০নম্বর ধারায় শিক্ষা-সংস্কৃতির অধিকারের কথা বলা হয়েছে

৩২ নম্বর ধারা-কোনরকম বঞ্চনা ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার অধিকার। এটিকে Heart and Soul of the Indian constitution বলা হয়।

৪০ নম্বর ধারা: পঞ্চায়েতি রাজ

৪৪ নম্বর ধারা: Uniform Civil Code

৪৫ নম্বর ধারা:৬-১৪ বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক ও আবশ্যিক শিক্ষা

৫১(A) নম্বর ধারা: মৌলিক কর্তব্য

৫২ নম্বর ধারা :ভারতের রাষ্ট্রপতি

৫৫ নম্বর ধারা: রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি

৬১নম্বর ধারা: রাষ্ট্রপতি অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতি

৬৩ নম্বর ধারা :উপরাষ্ট্রপতি

৬৪ নম্বর ধারা :উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান

৭২ নং ধারা : রাস্ট্রপতির  ক্ষমার অধিকার

৭৫  নং ধারা:প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন

৭৬ নম্বর ধারা: অ্যাটর্নি জেনারেল

১০৮ নম্বর ধারা: উভয় কক্ষের যৌথ অধিবেশন

১১০ নম্বর ধারা: অর্থবিল এর সংজ্ঞা

১২৩ নম্বর ধারা: রাস্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা

১২৪ নম্বর ধারা: সুপ্রিম কোর্টের গঠন

১৪৮ নম্বর ধারা:CAG Appointment

১৫৪ নম্বর ধারা: রাজ্যপালের প্রশাসনিক ক্ষমতা

১৬১ নম্বর ধারা: রাজ্যপালের ক্ষমা করার অধিকার

১৬৪ নম্বর ধারা: রাজ্যের মুখ্যমন্ত্রী

২১৬ নম্বর ধারা :হাইকোর্টের গঠন

২৪৩ নম্বর ধারা :পঞ্চায়েতের  সংজ্ঞা

২৮০ নম্বর ধারা :অর্থ কমিশন (Finance Commission)

৩০০(A) নম্বর ধারা সম্পত্তির অধিকার আইনগত অধিকারের স্বীকৃতি( Legal Right)

৩২৪ নম্বর ধারা: নির্বাচন কমিশন (Election Commission)

৩২৬ নম্বর ধারা :ভোটদানের অধিকার

৩৪৩ নম্বর ধারা :কেন্দ্রীয় সরকারি ভাষা

৩৫২ নম্বর ধারা :জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

৩৫৬ নম্বর ধারা :শাসনতান্ত্রিক অচলাবস্থার জন্য রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি

৩৬০ নম্বর ধারা: আর্থিক জরুরি অবস্থা ঘোষণা

৩৬৮ নম্বর ধারা :সংবিধান সংশোধন


____________________________
গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন
____________________________

প্রথম সংবিধান সংশোধন হয় (1951 সালে।) সংবিধানের নবম তালিকা যুক্ত করা হয়। বিভিন্ন ধরনের রাজস্ব সম্পর্কে বলা হয়

৭ম সংশোধন (1956 সাল ):ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন

৩৬ তম সংশোধন (1975 সাল): সিকিম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়

৪২ তম সংশোধন (1976 সাল)

১) ভারতীয় সংবিধানের প্রস্তাবনা Secular Socialist and Integrity of the Nation শব্দগুলো যুক্ত হয়

২) মৌলিক কর্তব্য গুলি ৫১/Aধারায় যুক্ত হয়

৩) লোকসভা ও বিধানসভা কার্যকালের মেয়াদ ৫ বছর থেকে  ৬বছর করা হয়

৪২ তম সংবিধান সংশোধন কে"Mini  Constitution "বলা হয়


৪৪ তম সংশোধন (1978 সাল):

১) সম্পত্তির অধিকার কে মৌলিক অধিকার থেকে বাদ দেয়া হয়। বর্তমানে এটি আইনগত অধিকারের মর্যাদা পেয়েছে (৩০০/A ধারা)

২) লোকসভা ও বিধানসভা কার্যকাল পুনরায় ৫
 বছর করা হয়


৬১ তম সংশোধন (1989সাল): ভোট অধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়

৭৩ তম সংশোধন(1992 সাল): পঞ্চায়েতি ব্যবস্থায় 33.3 % আসন সংরক্ষণ মেয়েদের জন্য রাখা হয়

৮৬ তম সংশোধন( 2002 সাল): শিক্ষাকে মৌলিক অধিকার করা হয়।প্রতিটি পিতা-মাতার মৌলিক কর্তব্য 6বছর থেকে 14 বছর বয়সী শিশুকে বিদ্যালয়ে শিক্ষা লাভের উদ্দেশ্যে পাঠানো এবং শিক্ষার সুযোগ করে দেওয়া

৯২ তম সংশোধন( 2004 সাল):এই সংশোধনীতে বোরো, ডগরি , মৈথিলী,সাঁওতালি ভাষা কে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়

১০০ তম সংশোধন(2015 সাল): ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয়

১০১ তম সংশোধন(2017 সাল):GST চালু হয়

১০৩ তম সংশোধন(2019 সাল):EWS(economic weaker section) দের জন্য 10%  রিজার্ভেশন



**সংবিধান হলো রাষ্ট্রের ক্ষমতা এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য সংক্রান্ত আইন

**ভারতবর্ষের স্বাধীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1950 সালের 26 শে জানুয়ারি

**ভারতের সংবিধান প্রকৃতিগতভাবে অংশত নমনীয় অংশত অনমনীয়

**ভারতের সংবিধানের প্রস্তাবনা টি একবার সংশোধিত হয়েছে

**ভারতের সংবিধান অনুসারে সব রাজনৈতিক ক্ষমতার উৎস জনসাধারণ

**ভারতের সংবিধানের আত্মা বলা হয়েছে প্রস্তাবনা কে

**রাজ্যসভা কে প্রবীনদের কক্ষ বলা হয়

**ভারত সরকার সংবিধানের 14 নং ধারায় ভারতরত্ন পদ্মশ্রী পুরস্কারের প্রবর্তন করেছে

*"ব্যক্তির অধিকার রক্ষা কবজ বলা হয় হেবিয়াস করপাস কে

**কোন রাজনৈতিক দলের বিরোধী পক্ষের মর্যাদা পেতে হলে কমপক্ষে মোট আসনের 10 শতাংশ আসন থাকা প্রয়োজন

**যুদ্ধ ঘোষণা কিংবা শান্তি চুক্তি করার ক্ষমতা দেয়া হয়েছে রাষ্ট্রপতি কে

**রাজ্যসভার রাষ্ট্রপতি মনোনীত সদস্য সংখ্যা হল 12
লোকসভায় ২ জন ইঙ্গ ভারতীয় সদস্য কে রাষ্ট্রপতি মনোনয়ন করতে পারে

**রাজেন্দ্র প্রসাদ পরপর দুবার রাষ্ট্রপতি নির্বাচিত হন

**রাজ্যসভায় উত্তরপ্রদেশে প্রতিনিধি সবচেয়ে বেশি

**ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং কতজন সদস্য নিয়ে গঠিত হবে তার রাষ্ট্রপতি

**লোকসভা মুলতবি রাখার ক্ষমতা আছে রাষ্ট্রপতির











No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...