টার্গেট WB Police Mains
GK Test-50
১)সূর্যকে কোন দিন সবচেয়ে বড় দেখায়?
ক) 24 শে ডিসেম্বর
খ)3 জানুয়ারি√
গ) 21 জুন
ঘ)4 জুলাই
২)নিচের কোন গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়?
ক) উচ্চগতি
খ) মধ্যগতি
গ) নিম্নগতি√
ঘ)কোনোটিই নয়
৩) চম্বল কোন নদীর উপনদী?
ক) তিস্তা
খ)মহানদী
গ) গোদাবরী
ঘ) যমুনা√
৪)হর্নব্লেন্ড কোন জাতীয় শিলা?
ক) আগ্নেয় শিলা
খ) রূপান্তরিত শিলা √
গ)পাললিক শিলা
ঘ) জৈব শিলা
৫)বর্তমানে সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি?
ক) প্লুটো
খ)মঙ্গল
গ)নেপচুন √
ঘ)বৃহস্পতি
৬)মিশরকে নীলনদের দান হিসেবে কে অভিহিত করেন?
ক) হেরোডোটাস√
খ) আলেকজান্ডার
গ)ভাস্কোডাগামা
ঘ)কলম্বাস
৭)সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় কত মিনিট?
ক)৮ মিনিট√
খ)৪ মিনিট
গ)১০ মিনিট
ঘ)১৫ মিনিট
৮)সুয়েজ খাল যুক্ত করেছে-
ক)পারস্য উপসাগর ও আরব সাগর
খ)লোহিত সাগর ও ভুমধ্যসাগর√
গ)ভূমধ্যসাগর ও কালো সাগর
ঘ)লোহিত সাগর ও আরব সাগর
৯)কোনটি কৃষ্ণা নদীর দীর্ঘতম উপনদী?
ক)ভীমা
খ)মুনি
গ)তুঙ্গভদ্রা√
ঘ)কয়না
১০)ভারতের কোন রাজ্যে যোগ জলপ্রপাত অবস্থিত?
ক)কেরল
খ)মহারাষ্ট্র
গ)কর্নাটক√
ঘ)তামিলনাড়ু
১১)পৃথিবীর কোন দেশে সবচেয়ে দীর্ঘ সমুদ্র উপকূল রয়েছে?
ক)ব্রাজিল
খ)আমেরিকা
গ)কানাডা√
ঘ)মেক্সিকো
১২)জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?
ক)তিস্তা ও করলা √
খ)তিস্তা ও জলঢাকা
গ)জলঢাকা ও রায়ডাক
ঘ)জলঢাকা ও তোর্সা
১৩)নর্মদা নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে?
ক)নীলগিরি
খ)আরাবল্লী
গ)মহাকাল√
ঘ)মহাদেব
১৪)ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোন দ্বীপে আছে?
ক)আন্দামান
খ)নিকোবর
গ)ব্যারন√
ঘ)পাম্বান
১৫)ছত্তিসগড়ের ভিলাই কোন শিল্পের জন্য বিখ্যাত?
ক)কার্পাস
খ)সার
গ)লোহা ও ইস্পাত√
ঘ)অ্যালুমিনিয়াম
১৬)মুন্ডেশ্বরী কোন নদীর শাখা নদী?
ক)দামোদর√
খ)মহানদী
গ)তিস্তা
ঘ)সুবর্ণরেখা
১৭)দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম স্থান কোনটি?
ক) আনাইমুদি
খ)কলসুবাই
গ)মহাবালেশ্বর
ঘ)নীলগিরি
*২৬৯৫ মিটার
১৮)দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত?
ক) অজয়
খ) কংসাবতী
গ) ময়ূরাক্ষী
ঘ)দামোদর√
১৯)পশ্চিমবঙ্গে সর্ব পশ্চিম জেলা কোনটি?
ক) বাঁকুড়া
খ)পশ্চিম মেদিনীপুর
গ)পুরুলিয়া √
ঘ)বর্ধমান
**পুরুলিয়া জেলায় সব থেকে বেশি মালভূমি দেখা যায়
**বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23 টি
দার্জিলিং ভেঙে কালিম্পং, পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝারগ্রাম, বর্ধমান ভেঙে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান
২০)সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে?
ক) বাঁকুড়া
খ) পশ্চিম মেদিনীপুর√
গ) পূর্ব মেদিনীপুর
ঘ) পুরুলিয়া
২১)জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত?
ক) দামোদর
খ)সুবর্ণরেখা√
গ) অজয়
ঘ)রুপনারায়ন
২২)ভিলাই কোন রাজ্যে অবস্থিত?
ক) ছত্রিশগড়√
খ) মধ্যপ্রদেশ
গ)উড়িষ্যা
ঘ) অন্ধ্র প্রদেশ
২৩)গারো, খাসী ,জয়ন্তীয়া পাহাড়ের কোনদিকে শিলং অবস্থিত ?
ক) দক্ষিণ
খ)উত্তর
গ)পূর্ব √
ঘ)পশ্চিম
২৪)নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত?
ক) উত্তরপ্রদেশ
খ) মধ্যপ্রদেশ
গ)উত্তরাখণ্ড √
ঘ)জম্মু-কাশ্মীর
**উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন
২৫)আখ কোন রাজ্যের একটি প্রধান কৃষিজাত দ্রব্য?
ক) বিহার
খ) রাজস্থান
গ)উত্তর প্রদেশ √
ঘ)পাঞ্জাব
২৬)ভারতের কোথায় জাফরান চাষ হয়?
ক) দুন সমভূমি
খ)চম্বল উপত্যকা
গ)কারেওয়া টেরেস√
ঘ)ডুয়ার্স সমভূমি
২৭)ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি?
ক) কন্যাকুমারী
খ)ইন্দিরা পয়েন্ট√
গ) ধনুশকটি
ঘ)নিউমুর দ্বীপ
২৮)কোন জেলাকে পশ্চিমবঙ্গের মুকুট বলে?
ক) শিলিগুড়ি
খ)কার্শিয়াং
গ) দার্জিলিং √
ঘ) বাঁকুড়া
২৯)নিম্নলিখিত কোন ভূ-প্রাকৃতিক অংশটি সারাবছর স্যাতস্যাতে থাকে ?
ক) গঙ্গা বদ্বীপ
খ)রাঢ় সমভূমি
গ)তরাই ও ডুয়ার্স √
ঘ)সুন্দরবন
৩০)পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকের রাজ্য?
ক) উত্তর দিকের রাজ্য
খ)দক্ষিণ দিকে রাজ্য
গ)পশ্চিম দিকের রাজ্য
ঘ)পূর্ব দিকের রাজ্য√
৩১)পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন জেলায়?
ক) আলিপুরদুয়ার √
খ)হাওড়া
গ)বীরভূম
ঘ) বাঁকুড়া
৩২) থিয়েন বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
ক) বিতস্তা
খ)নর্মদা
গ)গোদাবরী
ঘ)রবি√
৩৩)কোন শিল্পে সবথেকে বেশি শ্রমিক নিয়োগ করা হয়?
ক) চা শিল্প
খ) সুতিবস্ত্র শিল্প√
গ) পাটশিল্প
ঘ) লৌহ ইস্পাত শিল্প
৩৪)ভারতে মুক্তা চাষ অধিক পরিমাণে কোথায় হয়?
ক) সুন্দরবন
খ)গোয়া
গ)করমন্ডল উপকূল √
ঘ)গুজরাট
৩৫)ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি আফিং উৎপন্ন হয়?
ক) উত্তর প্রদেশ
খ) পাঞ্জাব
গ) রাজস্থান
ঘ)মধ্যপ্রদেশ√
৩৬)গৌতমি এবং বৈশিষ্ট্য কোন নদীর শাখা নদী?
ক) গোদাবরী √
খ)কাবেরী
গ)কৃষ্ণা
ঘ)মহানদী
৩৭)কোন রাজ্যে বসবাসকারী তপশিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি?
ক) কর্ণাটক
খ) উড়িষ্যা
গ) ঝড়খান্ড
ঘ)মধ্যপ্রদেশ√
৩৮)নিম্নলিখিত কোন রাজ্যে গঙ্গাসাগর মেলা হয়?
ক) পশ্চিমবঙ্গ √
খ)গুজরাট
গ)উত্তরপ্রদেশ
ঘ) ঝাড়খন্ড
৩৯)গোর্গাবুরু নিম্নের কোন পাহাড়ের অংশ?
ক)অযোধ্যা পাহাড়ের অংশ√
খ) বাগমুন্ডি পাহাড়ের অংশ
গ)শুশুনিয়া পাহাড় এর অংশ
ঘ) মামা ভাগ্নে পাহাড় এর অংশ
৪০)পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?
ক) তিস্তা
খ) নদী
গ)দামোদর √
ঘ)তোর্ষা
৪১)কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়?
ক) হাওড়া
খ) নবদ্বীপ √
গ)নদীয়া
ঘ)বিষ্ণুপুর
৪২)ভারতের সর্বাধিক সড়কপথ কোথায় আছে?
ক) তামিলনাড়ু
খ) উত্তরপ্রদেশ √
গ)কর্ণাটক
ঘ)মহারাষ্ট্র
৪৩)ভারতের কোন রাজ্য কোন বিমানবন্দর নেই?
ক) অরুণাচল প্রদেশ √
খ)সিকিম
গ) মেঘালয়
ঘ) ত্রিপুরা
৪৪) টিপাম বেলা পাথর কোন রাজ্যে দেখা যায়?
ক) আসাম
খ) ঝাড়খন্ড √
গ)রাজস্থান
ঘ) পশ্চিমবঙ্গ
৪৫)কোন রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সর্বোচ্চ?
ক) পাঞ্জাব √
খ)অন্ধপ্রদেশ
গ)অসম
ঘ) গুজরাট
৪৬)কাজুবাদাম উৎপাদনে কোন ভারতীয় রাজ্য প্রথম স্থান দখল করে?
ক) কেরালা √
খ)তামিলনাড়ু
গ)মহারাষ্ট্র
ঘ)অন্ধপ্রদেশ
৪৭)ভারতের কোন অংশটি ইন্দোনেশিয়ার কাছে অবস্থিত?
ক) আন্দামান-নিকোবর √
খ)লাক্ষাদ্বীপ
গ)গোয়া
ঘ)দমন ও দিউ
৪৮)কোন শহরকে ভারতের শেফিল্ড নামে পরিচিত?
ক) কলকাতা
খ)হাওড়া √
গ)আসানসোল
ঘ)মালদা
৪৯)ভারতের নিম্নলিখিত কোন রাজ্যটি হিমালয় ও সাগর ছুঁয়ে আছে?
ক) ঝাড়খণ্ড
খ)পশ্চিমবঙ্গ √
গ)বিহার
ঘ)উড়িষ্যা
৫০)পশ্চিমবঙ্গের কোন জেলা মাদুর শিল্পের জন্য বিখ্যাত?
ক) মেদিনীপুর √
খ)পুরুলিয়া
গ) বাঁকুড়া
ঘ) বীরভূম
৫১)ইম্ফল কোন রাজ্যের রাজধানী?
ক) অরুণাচল প্রদেশ
খ)মনিপুর √
গ)নাগাল্যান্ড
ঘ)ত্রিপুরা
অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা ,ত্রিপুরার রাজধানী আগরতলা
 
No comments:
Post a Comment