Saturday, February 8, 2020

টার্গেট WB Police Mains History GK Test-49



টার্গেট WB Police Mains
                           GK Test-49

১) কবে প্রথম মহেঞ্জোদারো নিদর্শন আবিষ্কৃত হয়?

ক) 1930 খ্রিস্টাব্দে
খ) 1921 খ্রিস্টাব্দে
গ)1922 খ্রিস্টাব্দে √
ঘ) 1919 খ্রিস্টাব্দে

২) হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি?

ক) নগরভিত্তিক√
খ) কৃষিভিত্তিক
গ) উপজাতীয়
ঘ) দাসপ্রথা

৩)আফগানিস্তান থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল কে কারা সপ্তসিন্ধু নামে উল্লেখ করেছিল?

ক) সিন্ধুরা
খ) আর্যরা √
গ)গ্রিকরা
ঘ) হুনরা

৪) নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

ক) মহাপদ্ম নন্দ√
খ) চন্দ্রগুপ্ত মৌর্য
গ) ধননন্দ
ঘ)বিম্বিসার

৫) কোন মৌর্য রাজা অমিত্রাঘাত উপাধি নেন?

ক) চন্দ্রগুপ্ত মৌর্য
খ)বিন্দুসার√
গ) অজাতশত্রু
ঘ)সমুদ্রগুপ্ত

৬) "রত্নাবলী" ও "প্রিয়দর্শিকা "নাটক রচনা করেন কে?

ক) রাজ্যবর্ধন
খ) হর্ষবর্ধন√
গ) বানভট্ট
ঘ)শীলভদ্র

৭) বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

ক) ধর্মপাল
খ)গোপাল√
গ)দেব পাল
ঘ)নারায়ন পাল

৮) কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন?

ক) দিব্য√
খ) প্রথম মহিপাল
গ) দ্বিতীয় মহিপাল
ঘ)রামপাল

৯) চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি?

ক) প্রথম রাজেন্দ্র চোল √
খ)মহেন্দ্র বর্মন
গ)প্রথম নরসিংহ বর্মন
ঘ)প্রথম রাজ রাজ

১০)"কৌলিন্য প্রথা "প্রবর্তন কে করেন?

কে) লক্ষণ সেন
খ)বল্লাল সেন√
গ)বিজয় সেন
ঘ)সামন্ত সেন

১১) কোন পাল রাজার সঙ্গে নালন্দা বিশ্ববিদ্যালয় এর ঘনিষ্ঠ সংযোগ ছিল?

ক) ধর্মপাল
খ)গোপাল
গ)মহিপাল
ঘ)দেবপাল√

১২) আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?

ক) রাজা রামমোহন রায়√
খ) কেশবচন্দ্র সেন
গ) রাধাকান্ত দেব
ঘ)ডিরোজিও

**১৮১৫ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন

১৩) তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন কে?

ক) বিদ্যাসাগর
খ) দেবেন্দ্রনাথ ঠাকুর √
গ)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ)হরিশচন্দ্র মুখোপাধ্যায়

১৪) সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে
যুক্ত?

ক) কোল বিদ্রোহ
খ)সাঁওতাল বিদ্রোহ √
গ)চুয়াড় বিদ্রোহ
ঘ) পাইক বিদ্রোহ

১৫) আলিপুর বোমা মামলার প্রধান আসামী কে ছিলেন?

ক) বাঘাযতীন
খ) ক্ষুদিরাম বসু
গ) বিপিনচন্দ্র পাল
ঘ) শ্রী অরবিন্দ ঘোষ√

১৬) কোন প্রখ্যাত নেতার আমন্ত্রণে গান্ধীজী ভারতে এসে জাতীয় কংগ্রেসে যোগ দেন?

ক) বল্লভ ভাই প্যাটেল
খ) বালগঙ্গাধর তিলক
গ) গোপালকৃষ্ণ গোখলে √
ঘ)বিপিনচন্দ্র পাল

১৭) বাংলার কোন বীর সন্তান দীর্ঘ 64 দিন অনশন এর পর আত্মাহুতি দেন?

ক) বিনয় বসু
খ)বাদল গুপ্ত
গ) দীনেশ গুপ্ত
ঘ) যতীন দাস√

১৮) " করেঙ্গে ইয়া মরেঙ্গে "এই ডাক দেন-

ক) নেতাজি
খ)রাসবিহারী বসু
গ) গান্ধীজী √
ঘ)সর্দার প্যাটেল

১৯) আজাদ হিন্দ বাহিনীর প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?

ক) রাসবিহারী বসু
খ)নেতাজি সুভাষচন্দ্র বসু
গ)ক্যাপ্টেন মোহন সিং √
ঘ)চিত্তরঞ্জন দাস

২০) ওয়াভেল পরিকল্পনা কত সালে ঘোষিত হয়?

ক)1946 সাল √
খ)1945 সাল
গ) 1944 সাল
ঘ)1943 সাল

২১) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?

ক) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় √
খ)দাদাভাই নওরোজি
গ) বদরুদ্দীন তইয়ব জি
ঘ) জর্জ ইয়ুল

২২) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে ছিল?

ক) মুম্বাই√
খ) কলকাতা
গ) চেন্নাই
ঘ) এলাহাবাদ

২৩) কোন সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে?

ক) 1884 খ্রিস্টাব্দ
খ)1885 খ্রিস্টাব্দ√
গ) 1886 খ্রিস্টাব্দ
ঘ) 1887 খ্রিস্টাব্দ

২৪) সতীদাহ প্রথা নিবারণ কোন গভর্নর জেনারেলের একটি গুরুত্বপূর্ণ অবদান?

ক)  লর্ড কর্নওয়ালিস
খ) লর্ড ডালহৌসি
গ)লর্ড ক্যানিং
ঘ)লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক√

*1829 সালে সতীদাহ প্রথা বিলুপ্ত হয়েছিল

২৫) দিল্লি থেকে দাক্ষিণাত্যের দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন কে?

ক) মুহাম্মদ বিন তুঘলক√
খ) ফিরোজ তুঘলক
গ)আলাউদ্দিন খলজী
ঘ) জালাল উদ্দিন খলজী

২৬) কেশরী সংবাদপত্র প্রতিষ্ঠাতা সম্পাদক কে?

ক) বালগঙ্গাধর তিলক √
খ)মহাদেব গোবিন্দ রানাডে
গ)বল্লভ ভাই প্যাটেল
ঘ)চক্রবর্তী রাজাগোপালাচারী

২৭) চালুক্য রাজ বংশের শ্রেষ্ঠ রাজা কাকে বলা হয়?

ক) প্রথম পুলকেশী
খ)দ্বিতীয় পুলকেশী √
গ)প্রথম বিক্রমাদিত্য
ঘ)দ্বিতীয় বিক্রমাদিত্য

২৮) 1942 সালে কংগ্রেসের ভারতছাড়ো আন্দোলনের প্রস্তাবের খসড়া কে তৈরি করেছিলেন?

ক) মহাত্মা গান্ধী
খ)জহরলাল নেহেরু
গ)মৌলানা আজাদ
ঘ) সরদার বল্লভ ভাই প্যাটেল√

২৯) মনসবদারি প্রথা কার আমলে চালু হয়?

ক) বাবর
খ)আকবর√
গ)ওরঙ্গজেব
ঘ) শেরশাহ

৩০) বুদ্ধ তাঁর প্রথম উপদেশ কোথায় প্রচার করেছিলেন?

ক) বুদ্ধগয়া
খ) ডিয়ার পার্ক, সারনাথ √
গ) লুম্বিনী গার্ডেন্স
ঘ) কপিলাবস্তু

৩১) হিউ এন সাং কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন?

ক) চন্দ্রগুপ্ত মৌর্য
খ) অশোক
গ)সমুদ্রগুপ্ত
ঘ) হর্ষবর্ধন√

৩২) ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে "ভারত সভা "গঠন করেছিলেন কে?

ক)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ)সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় √
গ)উমেশ চন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) রাজা রামমোহন রায়

৩৩) বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?

ক) সিরাজদৌলা
খ) মির জাফর
গ)মীর কাসিম√
ঘ)কোনোটিই নয়

৩৪) সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

ক) ওয়ারেন হেস্টিংস
খ) ওয়েলেসলি
গ)কর্নওয়ালিস
ঘ)ক্যানিং√

৩৫) দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন?

ক) লর্ড ডালহৌসি
খ)লর্ড কর্নওয়ালিস
গ) ওয়ারেন হেস্টিংস
ঘ)লর্ড ক্লাইভ√

*লর্ড ক্লাইভ 1765 সালে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন
*ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসান ঘটান

৩৬)একশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?

ক) লর্ড কর্নওয়ালিস
খ)লর্ড ডালহৌসি
গ) ওয়ারেন হেস্টিংস √
ঘ)উইলিয়াম বেন্টিঙ্ক

৩৭)চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?

ক) লর্ড কর্নওয়ালিস  √
খ)লর্ড ডালহৌসি
গ) ওয়ারেন হেস্টিংস
ঘ)উইলিয়াম বেন্টিঙ্ক

**1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন

৩৮)কার আমলে রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছিল?

ক) লর্ড কর্নওয়ালিস
খ) লর্ড ডালহৌসি√
গ)লর্ড ক্লাইভ
ঘ)লর্ড ওয়েলেসলি

*1893 সালে রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছিল

৩৯)কার আমলে ভারতীয় কাউন্সিল আইন পাশ হয়?

ক) লড ডালহৌসি
খ)লর্ড ক্যানিং √
গ)লর্ড ওয়েলেসলি
ঘ)লর্ড কর্নওয়ালিস

*1861 খ্রিস্টাব্দে ভারতীয় কাউন্সিল আইন পাশ হয়

৪০)কার আমলে দেশীয় সংবাদপত্র আইন পাশ হয়?

ক) লর্ড ক্লাইভ
খ)লর্ড লিটন√
গ) উইলিয়াম বেন্টিঙ্ক
ঘ)লর্ড ক্যানিং

**বড়লাট লর্ড লিটন 1878 সালে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস করেন

৪১)কে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তন করেন?

ক) লর্ড রিপন√
খ) লর্ড ক্যানিং
গ) লড ডালহৌসি
ঘ) উইলিয়াম বেন্টিঙ্ক

**রিপন কে বলা হয় স্থানীয় স্বায়ত্তশাসন এর জনক

৪২)স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে?

ক) লর্ড কার্জন
খ) লর্ড মাউন্টব্যাটেন√
গ) লর্ড ওয়াভেল
ঘ)লর্ড লিনলিথগো

৪৩)স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে?

ক)লর্ড কার্জন
খ) লর্ড মাউন্টব্যাটেন
গ) লর্ড ওয়াভেল
ঘ) চক্রবর্তী রাজাগোপালাচারী√

৪৪)বাংলার প্রথম গভর্নর জেনারেল কে?

ক) লর্ড ক্লাইভ
খ)লর্ড ওয়েলেসলি
গ) লর্ড ডালহৌসি
ঘ)ওয়ারেন হেস্টিংস√

৪৫)স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?

ক) লর্ড হার্ডিঞ্জ
খ)লর্ড হেস্টিংস
গ) লর্ড ডালহৌসি √
ঘ)ওয়ারেন হেস্টিংস

**স্বত্ববিলোপ নীতি সর্বপ্রথম প্রয়োগ করা হয় সাতারায়

৪৬)ভূমি রাজস্ব আদায়ের জন্য পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে?

ক) লর্ড ডালহৌসি
খ)ওয়ারেন হেস্টিংস√
গ) লর্ড ক্লাইভ
ঘ) লর্ড কর্নওয়ালিস

৪৭)হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক) 1810 খ্রিস্টাব্দ
খ) 1815 খ্রিষ্টাব্দ
গ)1816 খ্রিস্টাব্দ
ঘ)1817 খ্রিস্টাব্দে√

**হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ

৪৮)স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

ক) জোনাথন ডানকান
খ) ডেভিড হেয়ার √
গ)মার্শম্যান
ঘ) উইলিয়াম বেন্টিঙ্ক

৪৯)কলকাতা জাতীয় গ্রন্থাগার এর জন্ম হয় কত সালে?

ক) 1845 খ্রিস্টাব্দ
খ) 1835 খ্রিস্টাব্দ√
গ) 1855 খ্রিষ্টাব্দ
ঘ) 1860 খ্রিস্টাব্দে

৫০)কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে?

ক) 1856 খ্রিস্টাব্দ
খ)1846 খ্রিস্টাব্দ
গ) 1857 খ্রিস্টাব্দ √
ঘ)1847 খ্রিস্টাব্দ

**কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়
**ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন প্রবর্তিত হয় লর্ড কার্জনের শাসনকালে

৫১)ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা হয় কত সালে?

ক) 1820 খ্রিষ্টাব্দ
খ)1822খ্রিষ্টাব্দ
গ)1825খ্রিষ্টাব্দ
ঘ)1828খ্রিষ্টাব্দ√

**ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়

৫২)হরিশচন্দ্র মুখোপাধ্যায় যে পত্রিকাটি সম্পাদনা করেন সেটির নাম কি?

ক) সমাচার দর্পণ
খ)সংবাদ প্রভাকর
গ) দি হিন্দু পেট্রিয়ট √
ঘ)কোনোটিই নয়

৫৩)ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি?

ক)অমৃতবাজার
খ)স্টেটসম্যান
গ)বেঙ্গল গেজেট√
ঘ) ক্যালকাটা গেজেট

**দেশীয় ভাষায় প্রকাশিত সর্বপ্রথম সংবাদপত্র সমাচার দর্পণ

৫৪)শ্রী অরবিন্দ ঘোষ যে ইংরেজি দৈনিকটির সম্পাদক ছিলেন সেটির নাম কি?

ক) বন্দেমাতরম√
খ) সন্ধ্যা
গ) যুগান্তর পত্রিকা
ঘ)আনন্দবাজার

৫৫)"Poverty and Unbritish Rule in India"-গ্রন্থের রচয়িতা কে?

ক) রমেশচন্দ্র
খ) মহাত্মা গান্ধী
গ) দাদাভাই নওরোজি√
ঘ) জহরলাল নেহেরু

৫৬)মহাত্মা গান্ধী আমেদাবাদে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন কবে?

ক) 1908 খ্রিস্টাব্দ
খ)1911 খ্রিস্টাব্দ
গ)1914 খ্রিস্টাব্দ
ঘ)1915 খ্রিস্টাব্দ√

**রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে "মহাত্মা "নামে অভিহিত করেন



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...