Monday, February 3, 2020

টার্গেট WB Police Mains GK Test-43




টার্গেট WB Police Mains
                           GK Test-43

১)1885 সালে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন কে ?

ক) সুরেন্দ্র না বন্দ্যোপাধ্যায়
খ) দাদা ভাই নৌরজি
গ) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়✔
ঘ) কোনটিই নয়

২)"বাংলার মাটি বাংলার জল" গানটি কার রচনা--

ক) জীবনানন্দ দাস
খ) সত্বেন্দ্র নাথ দত্ত
গ) রবীন্দ্র নাথ ঠাকুর ✔
ঘ) সুকান্ত ভট্টাচার্য

৩)ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ?

ক) অ্যানি বেসান্ত
খ) সরজিনি নাইডু✓
গ) অরুনা আসব আলি
ঘ) মাদার টেরেসা

৪)আলেকজান্ডার আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিল?

ক) বিম্বিসার
খ)কনিষ্ক
গ) অজাতশত্রূ
ঘু) ধননন্দ ✔

৫)প্রাচীন ভারতের বিশিষ্ট আইন প্রণেতা কে ছিলেন?

ক) পানিনি
খ) কৌটিল্য
গ) বীরবল
ঘ) মনু√

৬)ভগত সিং এর ফাঁসি হয়

ক)  1931, 23 th March ✔
খ) 1932, 23 th march
গ) 1931 ,13 th march
ঘ) 1932, 13 th march

৭)' দাগ ও  হুলিয়া ' প্রথা কে প্রচলন করেন ?

ক) আকবর
খ) শেরশাহ
গ) আলাউদ্দিন খলজী ✔
ঘ) ইলতুতমিস

৮)কত খ্রী: পৃর্বাব্দে আলেকজান্ডার ভারতে প্রবেশ করেন?

ক) 324
খ) 325
গ) 326
ঘ) 327✔

৯)1526 এ পানিপথের যুদ্ধ কোথায় হয়?

ক) গুজরাত
খ) হরিয়ানা ✔
গ) পাঞ্জাব
ঘ) দিল্লি

১০)ভারতের প্রাচীন সভ্যতা কোনটি?

ক) সিন্ধু
খ) হরপ্পা
গ) মেহেরগড় ✔
ঘ) বৈদিক

১১)বিশ্ব AIDS দিবস

ক) 1st December ✔
খ) 2nd December
গ) 3rd  December
খ) 4th December

১২)একমাত্র যে গ্রহটি পৃর্ব - পশ্চিমে ঘোরে?

ক) বুধ
খ) বৃহস্পতি
গ) শুক্র✔
ঘ) শনি

১৩)বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

ক) উওরাখন্ড
খ) মধ্যপ্রদেশ
গ) অন্দ্রপ্রদেশ
ঘ) কর্ণাটক ✔

১৪)কোন রাজ্যে মিরিক হ্রদ অবস্তিত ?

ক) মণিপুর
খ) পশ্চিমবঙ্গ ✔
গ) তেলেঙ্গানা
ঘ) কোনটিই নয়

১৫)মুন্ডা জাতির লোকেরা কোথায় বসবাস করে ?

ক) ঝাড়খন্ড
খ) বিহার
গ) পশ্চিমবঙ্গ
ঘ) উপরের সবগুলি ✔

১৬)পৃথিবীর বৃহত্তম নদী  ( জল বহনে )

ক) নীলনদ
খ) টেমস
গ) মারে ডার্লিং
ঘ) অ্যামাজন √

১৭) . ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরী কোথায় অবস্থিত ?

(ক) তামিলনাড়ুর পেরাম্বুর    √
 (খ) উত্তরপ্রদেশের বারাণসী   
(গ) ঝাড়খণ্ডের জামসেদপুর   
(ঘ) পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন


১৮)পৃথিবীর বাইরে মহাকাশ কেমন দেখায় ?

ক) নীল
খ) হলুদ
গ) কালো ✔
ঘ) কোনটিই নয়

১৯)পশ্চিমবঙ্গের সঙ্গে ক'টি রাজ্যের সীমানা আছে?

ক) 4
খ) 5✔
গ) 6
ঘ) 7

২০)ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্যের নাম? 

ক) অরুনাচল প্রদেশ
খ) হিমাচল প্রদেশ
গ) অন্ধপ্রদেশ✔
ঘ) কোনটিই নয়

২১) কোন দেশে সর্বাধিক প্রবাল প্রাচীর দেখতে পাওয়া যায়?

ক) উত্তর আমেরিকা
খ) পশ্চিম অস্ট্রেলিয়া √
গ)ভারত
ঘ) দক্ষিণ চীন সীমান্ত

২২)নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত নয়?

ক) আমাশয়
খ) কলেরা
গ) পোলিও √
ঘ) টাইফয়েড

২৩)ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি দেখতে পাওয়া যায়?

ক) উত্তরপ্রদেশ
খ)মধ্যপ্রদেশ √
গ)পশ্চিমবঙ্গ
ঘ)কেরালা

২৪)শৈবালের পচনে জল দূষণ কে কি বলা হয় ?

ক) রেকটিফাইড পলিউশন
খ)বায়ো পলিউশন
গ) অ্যালগান ব্লুম √
ঘ)ক্লোরিফাইড

২৫)প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল কবে?

ক) মে,1968 সাল √
খ) মে,1989সাল
গ)জুলাই,1982 সাল
ঘ)জুন ,1985 সালে

২৬)থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়?

ক) তামা
খ) লোহা √
গ)সিসা
ঘ) ব্রোঞ্জ

২৭)হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতি কিসের সঙ্গে যুক্ত?

ক) নিউটনের সূত্র
খ) পাস্কাল এর সূত্র√
গ) ফেরেলের সূত্র
ঘ) কোনোটিই নয়

২৮)পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি দেখতে পাওয়া যায়?

ক) বাঁকুড়া
খ) বীরভূম
গ)দার্জিলিং
ঘ)পুরুলিয়া√

২৯)প্রথম সম্পুর্ন ভারতীয় ব্যাংক কোনটি? 

ক) কানাডা ব্যাঙ্ক
খ) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক√
গ) ইউনাইটেড ব্যাঙ্ক
ঘ) অ্যাক্সিস ব্যাঙ্ক

৩০)কোন রশ্মি সবথেকে বেশি বিপদজনক  ?

ক) আলফা
খ) বিটা
গ) গামা √
ঘ) এক্স রে

৩১)"সল্ক টিকা" কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়?

ক) যক্ষা
খ)পোলিও √
গ)হাম
ঘ) জলাতঙ্ক

৩২)মৎস্য উৎপাদন করা কে কি বলে?

ক) হর্টিকালচার
খ) পিসিকালচার √
গ)সেরিকালচার
ঘ)অরিও কালচার

৩৩)টিক্কা রোগ কোন উদ্ভিদে হয়? 

ক) ধান
খ) গম
গ)বাদাম √
ঘ) জোয়ার

৩৪)বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কোনটি?

ক) পানামা খাল
খ) ইন্দিরা খাল
গ) সুয়েজ খাল √
ঘ) কোনোটিই নয়

৩৫)গাছের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম কি?

ক) অ্যানিমোমিটার
খ)পাইরোমিটার
গ) অক্সানোমিটার √
ঘ)ব্যারোমিটার

৩৬)বিশ্ব বন দিবস কত তারিখে পালিত হয়?

ক) 21 শে মার্চ√
খ) 23 সেপ্টেম্বর
গ) 5 ই জুন
ঘ) 6জুলাই

৩৭)হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কি?

ক) ম্যাগনেসিয়াম
খ)লোহা √
গ)কার্বন
ঘ) ক্লোরিন

৩৮)টাইফয়েড ও কলেরা কি ধরনের রোগ?

ক) জল বাহিত রোগ√
খ) বায়ুবাহিত রোগ
গ)ছোঁয়াচে রোগ
ঘ)কোনোটিই নয়

৩৯)নিম্নলিখিত কোন গ্যাসটি  প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয়?

ক) বিউটেন
খ) ক্লোরিন
গ)ইথিলিন√
ঘ)প্রোপেন

৪০)জাতীয় জরুরি(৩৫২ ধারা) জারি হলে তা কত মাসের মধ্যে সংসদে অনুমোদিত হতে হবে?

ক) 1 মাস
খ) 2 মাস
গ) 3মাস
ঘ) 6 মাস√

৪১) মানুষবাহী বেলুনে কোন গ্যাস ভর্তি করা হয়?

ক) নাইট্রোজেন
খ)হিলিয়াম √
গ)হাইড্রোজেন
ঘ)আর্গণ

৪২) নিউ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক কে ছিলেন?

ক) জহরলাল নেহেরু
খ)বিপিনচন্দ্র পাল√
গ) অরবিন্দ ঘোষ
ঘ)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৪৩)অজন্তার গুহাচিত্র গুলি কোন সময়কার?

ক) রাষ্ট্রকূট বংশ
খ) গুপ্ত বংশ√
গ) মৌর্য বংশ
ঘ) পাল বংশ

৪৪)নিম্নলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায়?

ক) কলেরা
খ) যক্ষা
গ) ইনফ্লুয়েঞ্জা√
ঘ) টাইফয়েড

৪৫)কোন রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে?

ক) গুপ্ত
খ) কুষাণ√
গ) মৌর্য
ঘ) পাল

৪৬)মুখ্য নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ কত বছর?

ক) চার বছর
খ)পাঁচ বছর
গ) ছয় বছর√
ঘ) সাত বছর

৪৭)বিখ্যাত সাঁচি স্তুপ কে নির্মাণ করেন?

ক) অশোক√
খ) বিম্বিসার
গ) চন্দ্রগুপ্ত মৌর্য
ঘ) অজাত শত্রু

৪৮)কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন?

ক) হুণ
খ)আর্য
গ)ইন্দো গ্রিক√
ঘ) চোল

৪৯) ঘুমার কোন রাজ্যের লোক নৃত্য  ?

ক) পাঞ্জাব
খ)ঝাড়খন্ড
গ)রাজস্থান √
ঘ)মধ্যপ্রদেশ

৫০)আলেকজান্ডার যখন ভারত আক্রমন করেন তখন মগধের রাজা কে ছিলেন?

ক) বিন্দুসার
খ) ধননন্দ√
গ) অশোক
ঘ)চন্দ্রগুপ্ত মৌর্য

৫১)নিম্নলিখিত  কোন এসিড চা এ পাওয়া যায়?

ক) সাইট্রিক অ্যাসিড
খ) ফরমিক অ্যাসিড
গ) ট্যানিক এসিড √
ঘ) ল্যাকটিক অ্যাসিড

৫২)ভারতের কোন অঞ্চলে সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা নামে পরিচিত?

ক) আরাবল্লী পর্বতমালা
খ) দাক্ষিণাত্যের মালভূমি
গ) হিমালয় পর্বত শ্রেণী√
ঘ) মালওয়া মালভূমি

৫৩) অপটিক্যাল ফাইবার তড়িৎ চুম্বক তরঙ্গের কোন ধর্মের উপর প্রতিষ্ঠিত?

ক) প্রতিসরণ
খ) প্রতিফলন
গ) আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন√
ঘ) পোলারাইজেশন

৫৪) জবা ফুলের লাল রংয়ের জন্য দায়ি রঞ্জক পদার্থ কোনটি?

ক) ক্যারোটিন
খ) জ্যান্থোফিল
গ) লাইকোপিন√
ঘ) অ্যান্থোসায়ানিন

৫৫)জলজ উদ্ভিদের বাতাবকাশ ভর্তি প্যারেনকাইমা কোষকে কি বলে?

ক) ক্লোরেনকাইমা
খ) কোলেনকাইমা
গ) এরেনকাইমা√
ঘ) ইডিওব্লাস্ট

৫৬)Ophilogy বলতে কী বোঝায়?

ক) ড্রাগ সম্বন্ধে পড়াশোনা
খ) সাপ সম্বন্ধে পড়াশোনা√
গ) আবহাওয়া বিষয়ক জ্ঞান
ঘ) রাজনীতির গান

৫৭) "লাভ ওয়েভ "কথাটি কোন ভৌগলিক ঘটনার সঙ্গে যুক্ত?

ক) সমুদ্রস্রোত
খ) ঘূর্ণিঝড়
গ) বন্যা
ঘ) ভূমিকম্প√

৫৮)মথুরা তৈল শোধনাগার টি কোন রাজ্যে অবস্থিত?

ক) মধ্য প্রদেশ
খ) বিহার
গ)উত্তর প্রদেশ√
ঘ) কর্ণাটক

৫৯)নবান্ন নাটকের নাট্যকার এর নাম কি?

ক) উৎপল দত্ত
খ) গিরিশচন্দ্র ঘোষ
গ)বিজন ভট্টাচার্য √
ঘ)শম্ভু মিত্র

৬০)হাওয়া মহল কোথায় অবস্থিত ?

ক) যোধপুর
খ)জয়পুর √
গ)দিল্লি
ঘ)উত্তর প্রদেশ

৬১)ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল ?

(ক) অন্ধ্রপ্রদেশের গুন্টুরে   
(খ) ত্রিপুরার অরুন্ধতীতে    
(গ) পশ্চিমবঙ্গের রিষড়ায়√    
(ঘ) আসামের শিলাঘাটে





No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...