Sunday, February 2, 2020

Current Affairs January 2020



Current Affairs  January 2020

১)মহিলাদের সুরক্ষা প্রদানের জন্য দামিনী নামক হোয়াটসঅ্যাপ এবং হেলপ্লাইন পরিষেবা চালু করলো কোন রাজ্য?

-উত্তর প্রদেশ

২) ইন্ডিয়ান আর্মির নতুন প্রধান হিসেবে দায়ভার গ্রহণ করলেন কে?

-Manoj Mukund Naravane

৩) বিনামূল্যে ইনকাম, কাস্ট ,রেসিডেন্ট সার্টিফিকেট তৈরীর জন্য অনলাইন প্লাটফর্ম লঞ্চ করলো কোন রাজ্য?

-উড়িষ্যা

৪) Sustainable Development Gold Index এ কোন রাজ্য প্রথম এবং কোন রাজ্য  শেষ স্থানে রয়েছে?

-প্রথম স্থানে কেরালা এবং  শেষ স্থানে বিহার

৫) নোটের মূল্য সনাক্ত করতে দৃষ্টিহীনদের জন্য Mobile aided note Identifier(Mani) নামে মোবাইল অ্যাপ চালু করলো কোন ব্যাংক?

-ভারতীয় রিজার্ভ ব্যাংক

৬) Lokmanya Tilak Journalism Award কে পেলেন?

-দৈনিক জাগরণ পত্রিকার প্রধান সম্পাদক সঞ্জয় গুপ্ত

৭) ভারতের প্রথম রাজ্য হিসাবে Citizenship Amendment Act(CAA) বিরোধী রিজলিউশন পাস করলো কোন রাজ্য?

-কেরালা

৮) "World braille day"হিসেবে পালিত হল কোন দিনটি?

- 4জানুয়ারি

৯) International Table Tennis Federation Ranking এ কোন দেশ প্রথম স্থান অধিকার করল?

-ভারত,  ( মানব ঠক্কর প্রথম স্থান অধিকার করল)

১০) সবচেয়ে কনিষ্ঠ তরুণী হিসাবে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন ম্যাসিফ জয় করল কে?

-ভারতের  Malavath Poorna

১১) 2020 সালটিকে year of artificial intelligence(AI) হিসেবে ঘোষণা করলো কোন রাজ্য?

-তেলেঙ্গানা

১২)স্বাদু জলের কচ্ছপ দের জন্য প্রথম পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করতে চলেছে কোন বন দপ্তর?

-বিহারের ভাগলপুর বনদপ্তর

১৩)63rd National shooting championship এ 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনার পদক জিতল কে?

-সৌরভ চৌধুরি

১৪) World Economic Forum এর Travel and Tourism Competitive Index এ ভারতের স্থান কত?

-ভারতের স্থান ৩৪ এবং প্রথম স্থান স্পেন

১৫) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের উপর" কর্ম যোদ্ধা গ্রন্থ"শিরোনামে বই প্রকাশ কে করলেন ?

-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

১৬) কোন দুটি ভারতীয় ব্যাংক শ্রীলঙ্কাতে কার্যক্রম বন্ধ করেছে?

-ভারতীয় Axis Bank এবং ICICI Bank

১৭) Vikram SaraBhai Children Innovation Centre স্থাপন করতে চলেছে কোন রাজ্য?

-গুজরাট

১৮) World's Fastest Growing City তালিকায় স্থান পেল কোন রাজ্য?

-কেরালা, তিনটি শহর-মালাপ্পুরাম,কোজিকোড, kollam

১৯) 2020 Plastic Waste Management Award জিতল কোন রাজ্য?

-আসাম রাজ্য , ডিব্রুগড় জেলা

২০) ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে কে নিযুক্ত হলেন?

-মাইকেল পাত্র

২১) Central Reserve Police Force ( CRPF) এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে?

-আনন্দ প্রকাশ মহেশ্বরী

২২) প্রজাতন্ত্র দিবসে প্রথম মহিলা হিসেবে প্যারেড এর নেতৃত্ব দেন কে?

-তানিয়া শার্গিল

২৩)"Spirit of Cricket Award"কে পেলেন?

-বিরাট কোহলি

২৪)নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য যোগব্যায়াম বাধ্যতামূলক করলো কোন সরকার?

-নেপাল সরকার

২৫) Cricket Advisory Committee এর সদস্য হিসেবে কে নিযুক্ত হলেন?

-মদন লাল এবং গৌতম গম্ভীরকে নিযুক্ত করেছে BCCI

২৬)২০১৯ স্বচ্ছতা দর্পণ পুরস্কার পেল কোন রাজ্য?
-উড়িষ্যা রাজ্যের পুরী শহর

২৭) সবথেকে বেশি পরিমাণ খিচুড়ি রান্না করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুললো কোন রাজ্য?
-হিমাচল প্রদেশ

২৮) প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীদের চাকরির সন্ধান দিতে "রোজগার সঙ্গী" নামক মোবাইল অ্যাপ চালু করলো কোন রাজ্য?

-ছত্রিশগড়

২৯) 29 তম সরস্বতী সম্মান কে পেলেন?

-প্রখ্যাত সিন্দ্রি লেখক ব্যাসদেব মহি

৩০)BCCI এর Centrally Contracted Players এর তালিকা থেকে বাদ পরল কোন খেলোয়ার?

-মহেন্দ্র সিং ধোনি

৩১) দ্রুতগামী ভারতীয় স্পিনার হিসেবে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে 100 টি উইকেট নেওয়ার রেকর্ড গড়লো কে?

-কুলদীপ যাদব

৩২)"পরশুরাম  কুন্দ মেলা "শুরু হয়েছে কোন রাজ্যে?

-অরুণাচল প্রদেশ

৩৩) কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রালয় রিপোর্ট অনুযায়ী "Water Efficiency Ranking"এ প্রথম স্থান  অধিকার করলো কোন রাজ্য?

-গুজরাট

৩৪) সম্প্রতি মাঘ বিহু নামে শস্য উৎসব পালিত হল কোথায়?

-আসাম

৩৫) World Economic Forum এ প্রকাশিত"social mobility index"ভারতের স্থান কত?

-ভারতের স্থান 76, প্রথম স্থানে ডেনমার্ক

৩৬) ২০১৮-১৯ সালে সবজি উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য শীর্ষ স্থান অধিকার করল?

-পশ্চিমবঙ্গ

৩৭) World Economic Forum দ্বারা Crystal Award 2020 তে সম্মানিত হলেন কে?

-দীপিকা পাড়ুকোন

৩৮) 2019 সালের 23 শে জানুয়ারি সুভাষচন্দ্র বসু কত তম জন্ম বার্ষিকী দিবস পালন করা হয়?

-123 তম

৩৯) Green peace রিপোর্ট অনুযায়ী ভারতে সবচেয়ে দূষিত শহর কোনটি?

-ঝরিয়া

৪০) বিশ্বের Most Dynamic City হিসাবে নামাঙ্কিত হলো ভারতের কোন শহর?

-হায়দ্রাবাদ

৪১)  2020 সালের 26 শে জানুয়ারি ভারতের কততম প্রজাতন্ত্র দিবস পালিত হলো?

-৭১ তম

৪২) বিশ্বের সবথেকে ক্ষুদ্র সোনার কয়েন তৈরি করলো কোন দেশ?

-সুইজারল্যান্ড, যারা আকৃতি 2.96 মিলিমিটার

৪৩) বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক দেশের তকমা পেল কোন দেশ?

-চীন, প্রথম স্থানে আমেরিকা যুক্তরাষ্ট্র

৪৪) দরিদ্র মানুষদের মাত্র 10 টাকায় খাবার প্রদান করতে" শিব ভজন স্কিম "লঞ্চ করল কোন সরকার?

-মহারাষ্ট্র সরকার

৪৫) নিউ দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা"World Book Fair 2022"ভারতের প্রধান অতিথি হবে কোন দেশ?

-ফ্রান্স

৪৬) নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি কে"Doctor's of Letter Degree বা D.Litt" সম্মানে ভূষিত করলো কে?

-কলকাতা বিশ্ববিদ্যালয়

৪৭) ভারতের কোথায়"Snow Leopard  Conservation Centre"স্থাপিত হতে চলেছে?

-উত্তরাখণ্ড

৪৮) কোন দিনটিকে"World Leprosy Day"হিসেবে পালন করা হয়?

-30 শে জানুয়ারি

৪৯)"World Leprosy Day" এর এবছরের থিম কি ছিল?

-Leprosy is not what you think

৫০) 2020 সালের 1st জানুয়ারি কোন দেশে সর্বাধিক শিশু জন্মগ্রহণ করেছে?

-ভারত    ৬৭,৩৮৫
-চীন 46 , 299
-নাইজেরিয়া 26,039

৫১) 2020 সালের প্রতি মাসের প্রথম দিনে কোন রাজ্য"No vehicle day"পালন করবে?

-রাজস্থান

৫২) সম্প্রতি চালু হওয়া ভারতীয় রেলের নতুন হেলপ্লাইন নম্বরটি কত?

-১৩৯

৫৩) দিল্লির কোন মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে সুপ্রিম কোর্টের মেট্রো স্টেশন রাখা হয়েছে?

-প্রগতি ময়দান

৫৪) দৃষ্টিহীন প্রতিবন্ধীদের নোটের মূল্যায়ন চিহ্নিত করতে রিজার্ভ ব্যাংক কোন অ্যাপ চালু করেছে?

-MANI


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...