টার্গেট WB Police Mains
GK Test-47
১) পত্রমুকুল দ্বারা নতুন উদ্ভিদ সৃষ্টি করে কোন উদ্ভিদ?
ক) গোলাপ
খ)পাথরকুচি √
গ)পটল
ঘ)গাঁদা
২)সবুজ বর্ণান্ধতা কে কি বলা হয়?
ক) ডিউটেরানোপিয়া√
খ) প্রোটনোপিয়া
গ) ট্রাইটানোপিয়া
ঘ) সায়ানোপিয়া
৩)লাল বর্ণান্ধতা কে কি বলে?
ক) ডিউটেরানোপিয়া
খ) প্রোটনোপিয়া√
গ) ট্রাইটানোপিয়া
ঘ) সায়ানোপিয়া
৪)প্রতিটি বৃক্কে নেফ্রনের আনুমানিক সংখ্যা কত?
ক) 5 লক্ষ
খ) 10 লক্ষ√
গ) 15 লক্ষ
ঘ) 25 লক্ষ
৫)যন্ত্রনার জন্য যে ভয় হয় তাকে কি বলে?
ক) অ্যাক্রফোবিয়া
খ) হিমোফোবিয়া
গ)অ্যাস্ট্রোফোবিয়া
ঘ)অ্যালগোফোবিয়া√
**অ্যাক্রফোবিয়া - উচ্চতাজনিত ভয়
**হিমোফোবিয়া - রক্ত জনিত ভয়
**অ্যাস্ট্রোফোবিয়া - বজ্রবিদ্যুৎ সংক্রান্ত ভয়
৬)হাড় ও দাঁত মজবুত করে কোন কোন খনিজ?
ক)ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
খ) ম্যাগনেসিয়াম ও আয়রন
গ)আয়রন ও ফসফরাস
ঘ)ক্যালসিয়াম ও ফসফরাস√
৭)মানুষের পায়ের হাড় গুলি কি কি?
ক) রেডিয়াস ও আলনা
খ) টিবিয়া ও ফিবুলা√
গ) ফিমার
ঘ) স্টার নাম
*ফিমার এটা থাই এর মধ্যে
৮)কোন কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গের মৃত্যু ঘটে?
ক) বলিভিয়ান
খ) পলিভিয়ান
গ)প্যারাথিয়ন √
ঘ) মনোথিয়ন
*আঞ্চলিক ভাষায় একে ফলিডল বলে
৯)ক্রেবস চক্রে মোট কত অণু ATP তৈরি হয়?
ক) 8 অনু
খ)10অনু
গ) 12অনু√
ঘ)15 অনু
১০)পলিটিন ক্রোমোজোম কোন কোষে পাওয়া যায়?
ক)পতঙ্গ লার্ভা লালাগ্রন্থি কোষে
খ) মানুষের যকৃত কোষে
গ) পতঙ্গের স্নায়ুকোষে √
ঘ)ওপরের কোনোটিই নয়
১১)নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি?
ক) ইউরেনিয়াম 238 √
খ) প্লুটোনিয়াম 239
গ)নেপচুনিয়াম 239
ঘ)থোরিয়াম 236
১২)কোন বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটি হয়-
ক)সাদা
খ)মসৃন
গ) মসৃণ কিন্তু কালো
ঘ) অমসৃণ কিন্তু কালো√
১৩)মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে ?
ক) কার্বোহাইড্রেট
খ)প্রোটিন
গ)ফ্যাট √
ঘ)সবকটি
১৪)নিম্নলিখিত কিসের সাথে BOD এবং COD জড়িত?
ক) বায়ু দূষণ
খ) জল দূষণ√
গ)শব্দদূষণ
ঘ)আলোক দূষণ
১৫)কার্য করার সামর্থ্যকে কি বলে?
ক) শক্তি √
খ)বল
গ)ক্ষমতা
ঘ)কার্যহীন বল
১৬)স্তন্যপায়ী প্রাণীর হৃদপিন্ডের নোড কে কি বলে?
ক) ব্রিদিং
খ)পেসমেকার√
গ)সিস্টোল
ঘ)ডায়াস্টোল
১৭)পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত?
ক) মুখগহ্বরে
খ)পাকস্থলীর ওপরে
গ) মস্তিষ্কে √
ঘ) মেরুদন্ডে
*হাইপোথ্যালামাসের নিম্ন দিকে পিটুইটারি গ্রন্থি অবস্থিত
১৮)মানব দেহে ক্যালসিয়ামের পরিমাণ কত ?
ক)1%√
খ)5%
গ)3%
ঘ)9%
১৯)মানুষের কণ্ঠে কতগুলি ভোকাল কর্ড আছে?
ক) দুটি √
খ)তিনটি
গ)চারটি
ঘ)পাঁচটি
২০)মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন?
ক) মেন্ডেল
খ)জেনার
গ)উইলিয়াম হার্ভে √
ঘ)লুই পাস্তুর
২১)কোন শ্রেণীর রক্ত সবাইকে রক্ত দিতে পারে?
ক)A
খ)AB
গ)B
ঘ)O√
**O নেগেটিভ সর্বজন দাতা ABপজেটিভ সর্বজন গ্রহীতা
২২)সোনোগ্রাফিতে কোন তরঙ্গ টি ব্যবহার করা হয়?
ক) মাইক্রোওয়েভ
খ)ইনফ্রা রেড ওয়েব
গ)সাউন্ড ওয়েভ
ঘ) আল্ট্রাসনিক ওয়েভ√
২৩)কোন অন্তক্ষরা গ্রন্থি প্রভু গ্রন্থি নামে পরিচিত?
ক) থাইরয়েড
খ)পিটুইটারি√
গ)অ্যাড্রিনালিন
ঘ)অগ্নাশয়
২৪)মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে?
ক) বায়ো ফাইট
খ) জেরোফাইট √
গ)হাইড্রোফাইট
ঘ) থার্মো ফাইট
২৫)অক্ষি গোলকের প্রাচীরের নাম কি?
ক) কর্নিয়া
খ) রেটিনা √
গ)আইরিশ
ঘ) আইবল
২৬)তাপে নষ্ট হয় কোন ভিটামিন?
ক) ভিটামিন-এ
খ) ভিটামিন-বি
গ)ভিটামিন-সি√
ঘ) ভিটামিন-ডি
২৭)ফাইলোক্ল্যাড হলো ক্যাকটাসের-
ক) সবুজ রসালো প্রসারিত কান্ড√
খ) পাতা
গ) রসালো মূল
ঘ) মোমআবৃত কিউটিকল
২৮)অর্ধ বিভক্ত নিলয় দেখা যায় কোন শ্রেণীর প্রাণীদের?
ক) মাছ
খ) সরীসৃপ√
গ) উভয়চর
ঘ)পক্ষী ও স্তন্যপায়ী
২৯)উৎপত্তি ও গঠনগত সাদৃশ্যযুক্ত অঙ্গকে কি বলে?
ক) নিষ্ক্রিয় অঙ্গ
খ)সমবৃত্তীয় অঙ্গ
গ) সমসংস্থ অঙ্গ √
ঘ) লুপ্তপ্রায় অঙ্গ
৩০)জোড় কলমের ক্ষেত্রে একই প্রজাতির উন্নত বৈশিষ্ট্যের যে কান্ড বা শাখার অংশ জোড়া হয় তাকে কি বলে?
ক) স্টক
খ) সিয়ন √
গ)গ্রাফট
ঘ) কোরক
৩১)নিচের কোন গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে?
ক) অক্সিজেন
খ)ক্লোরিন
গ)হাইড্রোজেন√
ঘ) কার্বন-ডাই-অক্সাইড
৩২)বৈদ্যুতিক বাল্ব এর জন্য বিখ্যাত কোন দেশ ?
ক) জার্মানি
খ)হল্যান্ড√
গ)জাপান
ঘ)মার্কিন যুক্তরাষ্ট্র
৩৩)কোনটি স্বপরাগী উদ্ভিদ?
ক) তাল
খ) লাউ
গ) পেঁপে
ঘ) সন্ধ্যামালতী√
৩৪)মেন্ডেলের প্রথম সূত্র টি হল-
ক) পৃথকীকরণের সূত্র √
খ)প্রকটতার সুত্র
গ) মুক্ত সঞ্চারন
ঘ) প্রচ্ছন্নতা সূত্র
৩৫)সাধারণ তুলা যন্ত্র কোন শ্রেণীর লিভার ?
ক)প্রথম শ্রেণীর√
খ) দ্বিতীয় শ্রেণি
গ) তৃতীয় শ্রেণি
ঘ) কোনোটিই নয়
**দ্বিতীয় শ্রেণীর লিভার স্টেপলার বা bottle openar
**তৃতীয় শ্রেণীর লিভার মানুষের হাত ও ছিপ
৩৬)নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়?
ক) গরুর সিকাম√
খ) মানুষের অ্যাপেন্ডিক্স
গ)আদার শল্কপত্র
ঘ)সবকটি
৩৭)চোখের কর্নিয়া ও লেন্সের মধ্যবর্তী প্রকোষ্টে অবস্থিত তরল কে কি বলে?
ক) পেরিলিম্ফ
খ) এন্ডোলিম্ফ
গ) অ্যাকুয়াস হিউমার √
ঘ)ভিট্রিয়াস হিউমার
৩৮)ডাবের জল এবং টমেটোতে কোন হরমোন পাওয়া যায়?
ক) জিব্বেরেলিন
খ) অক্সিন
গ) সাইটোকাইনিন √
ঘ)অ্যাবসাইসিক অ্যাসিড
৩৯)ব্লাড প্রেসার আসলে কি?
ক) হৃদপিন্ডের রক্ত চাপ
খ) শিরাতে রক্তচাপ
গ)ধমনীতে রক্ত চাপ√
ঘ) রক্তজালকে রক্তচাপ
৪০) ডিওডিনাম কোথায় অবস্থিত?
ক) ক্ষুদ্রান্তের একেবারে ওপরে √
খ)ক্ষুদ্রান্তের একেবারে নিচে
গ) বৃহদান্ত্রের প্রথমে
ঘ) বৃহদান্ত্রের শেষে
৪১)কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায় ।এটি হলো -
ক) ফটনাস্টিক√
খ) সিসমোন্যাস্টিক
গ) কেমন্যাস্টি
ঘ) থার্মো ন্যাস্টিক
৪২)ডায়াবেটিস মেলিটাস এ আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম ?
ক) অ্যাড্রিনালিন
খ) ইনসুলিন √
গ)থাইরক্সিন
ঘ) টেস্টোস্টেরন
৪৩)দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে মানব মস্তিষ্কের কোন অংশটি যুক্ত?
ক) থ্যালামাস
খ) হাইপোথ্যালামাস √
গ)লঘু মস্তিষ্ক
ঘ)সুষমা শীর্ষক
৪৪)নিম্নলিখিত কোন অঙ্গটি গ্লাইকোজেন কে গ্লুকোজে পরিণত করে এবং রক্ত পরিশুদ্ধ করে?
ক) যকৃত√
খ) কিডনি
গ)ফুসফুস
ঘ)লিভার
৪৫)জার্মান সিলভার কি উপাদান থাকে?
ক) তামা এবং দস্তা
খ) দস্তাএবং রুপা
গ) তামা রুপা এবং নিকেল
ঘ) তামা দস্তা এবং নিকেল√
তামা 50%, দস্তা30% ,নিকেল 20%শতাংশ
৪৬)আলেকজান্ডার গ্রাহাম বেল কবে টেলিফোন আবিষ্কার করেন?
ক)1862
খ)1876√
গ)1902
ঘ)1906
*জন্মসূত্রে স্কটল্যান্ড এর বাসিন্দা
৪৭)মানুষের মস্তিষ্কের কোন অংশটি দেহের ভারসাম্য রক্ষা করে?
ক) থ্যালামাস
খ)হাইপোথ্যালামাস
গ) লঘু মস্তিষ্ক√
ঘ) গুরুমস্তিষ্ক
৪৮)উদ্ভিদের জরা রোধ করে কোনটি?
ক) অক্সিন
খ) জিব্বেরেলিন
গ)সাইটোকাইনিন √
ঘ)ইথিলিন
৪৯)নিম্নলিখিত পদার্থ গুলির মধ্যে কোনটি কে উত্তপ্ত করলে কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়?
ক) সোডিয়াম কার্বনেট
খ)সোডিয়াম বাই কার্বনেট √
গ)ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড
ঘ)নিকেল
৫০)শ্বাসকার্যে জন্য দায়ী পেশীগুলি হল-
ক) ঐচ্ছিক পেশি
খ) হৃদ পেশি
গ) কংকাল পেশি
ঘ) অনৈচ্ছিক পেশী√
No comments:
Post a Comment