টার্গেট WB Police Mains
GK Test-45
GK Test-45
১) ভারতে সর্বাধিক সুবর্ণ মুদ্রা প্রবর্তন করেন কারা?
ক)গুপ্ত সম্রাটগণ√
খ) কুশান গন
গ)পাল রাজারা
ঘ)হুন জাতি
খ) কুশান গন
গ)পাল রাজারা
ঘ)হুন জাতি
২)ভারতে প্রাচীনতম পান্ডুলিপি আবিষ্কৃত হয়েছে?
ক) মধ্য এশিয়া √
খ)উত্তর ভারত
গ) দক্ষিণ ভারত
ঘ) বিহার
খ)উত্তর ভারত
গ) দক্ষিণ ভারত
ঘ) বিহার
৩)ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন কে?
ক)ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়
খ)দয়ারাম সাহানি
গ)স্যার জন মার্শাল
ঘ)ঐতিহাসিক ভিন্সেন্ট স্মিথ√
খ)দয়ারাম সাহানি
গ)স্যার জন মার্শাল
ঘ)ঐতিহাসিক ভিন্সেন্ট স্মিথ√
৪) হস্থি গুম্ফা লিপি কার আমলে?
ক)কলিঙ্গরাজ খারবেল√
খ) চন্দ্রগুপ্ত
গ)সমুদ্রগুপ্ত
ঘ)দ্বিতীয় পুলকেশী
খ) চন্দ্রগুপ্ত
গ)সমুদ্রগুপ্ত
ঘ)দ্বিতীয় পুলকেশী
৫)সিন্ধু সভ্যতার প্রথম নিদর্শন এর আবিষ্কর্তা কে?
ক)জন মার্শাল
খ)রাখালদাস বন্দ্যোপাধ্যায় √
গ)হুইলার
ঘ)ম্যাক্স মুলার
খ)রাখালদাস বন্দ্যোপাধ্যায় √
গ)হুইলার
ঘ)ম্যাক্স মুলার
৬) বৌদ্ধ মঠ কে কি বলে?
ক) মন্দির
খ)গির্জা
গ)বিহার √
ঘ) নির্বাণ
খ)গির্জা
গ)বিহার √
ঘ) নির্বাণ
৭) আলেকজান্ডার ও পুরুর মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তার নাম কি?
ক)পানিপথের প্রথম যুদ্ধ
খ) হলদিঘাটের যুদ্ধ
গ)তরাইনের প্রথম যুদ্ধ
ঘ)হিদাসপিসের যুদ্ধ√
খ) হলদিঘাটের যুদ্ধ
গ)তরাইনের প্রথম যুদ্ধ
ঘ)হিদাসপিসের যুদ্ধ√
৮) কনিষ্কের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন?
ক) চরক
খ)অশ্বঘোষ
গ)নাগার্জুন √
ঘ)কালিদাস
খ)অশ্বঘোষ
গ)নাগার্জুন √
ঘ)কালিদাস
৯) ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত?
ক)মুহাম্মদ বিন তুঘলক √
খ)ফিরোজ তুঘলক
গ) আলাউদ্দিন খলজি
ঘ)গিয়াসউদ্দিন তুঘলক
খ)ফিরোজ তুঘলক
গ) আলাউদ্দিন খলজি
ঘ)গিয়াসউদ্দিন তুঘলক
১০)" দ্বিতীয় আলেকজান্ডার "উপাধি কে ধারণ করেন?
ক)ইলতুৎমিস
খ)জালাল উদ্দিন খলজি
গ)আলাউদ্দিন খলজী √
ঘ)মোবারক খলজী
খ)জালাল উদ্দিন খলজি
গ)আলাউদ্দিন খলজী √
ঘ)মোবারক খলজী
১১) মুসলমানেরা কাকে "জিন্দাপীর "বলতো?
ক) শাহজাহান
খ)আকবর
গ)জাহাঙ্গীর
ঘ)ঔরঙ্গজেব√
খ)আকবর
গ)জাহাঙ্গীর
ঘ)ঔরঙ্গজেব√
১২)ওরঙ্গজেব কাকে "পার্বত্য মুষিক" বলে অভিহিত করেন?
ক) শায়েস্তা খাঁ
খ)শিবাজী √
গ)ফিরোজ তুঘলক
ঘ)কোনোটিই নয়
খ)শিবাজী √
গ)ফিরোজ তুঘলক
ঘ)কোনোটিই নয়
১৩)কোন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় আসেন?
ক) স্যার টমাস রো
খ)উইলিয়াম হকিংস √
গ)জব চার্নক
ঘ) কোনোটিই নয়
খ)উইলিয়াম হকিংস √
গ)জব চার্নক
ঘ) কোনোটিই নয়
১৪)তৃতীয় মোগল সম্রাট কে ছিলেন?
ক) বাবর
খ)হুমায়ুন
গ)আকবর√
ঘ) জাহাঙ্গীর
খ)হুমায়ুন
গ)আকবর√
ঘ) জাহাঙ্গীর
*আকবরের পুরো নাম জালাল উদ্দিন মুহাম্মদ আকবর
*1556 সালে মাত্র 13 বছর বয়সে আকবর শাসনভার গ্রহণ করেছিলেন
*1556 সালে মাত্র 13 বছর বয়সে আকবর শাসনভার গ্রহণ করেছিলেন
১৫)প্রাচীন ভারতের আইন লিপি মনুস্মৃতি কোন ভাষায় লেখা?
ক) উর্দু
খ)হিন্দি
গ) প্রাকৃত
ঘ) সংস্কৃত√
খ)হিন্দি
গ) প্রাকৃত
ঘ) সংস্কৃত√
১৬) চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
ক)লর্ড কর্নওয়ালিস √
খ)লর্ড ডালহৌসি
গ)ওয়ারেন হেস্টিংস
ঘ)লর্ড ক্লাইভ
খ)লর্ড ডালহৌসি
গ)ওয়ারেন হেস্টিংস
ঘ)লর্ড ক্লাইভ
১৭) গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
ক 1932
খ )1930
গ)1933
ঘ)1931√
খ )1930
গ)1933
ঘ)1931√
১৮) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন?
ক)জর্জ ইউল√
খ)অ্যালান অক্টোভিয়ান হিউম
গ) হেনরি কটন
ঘ) উইলিয়াম ওয়েডারবার্ন
খ)অ্যালান অক্টোভিয়ান হিউম
গ) হেনরি কটন
ঘ) উইলিয়াম ওয়েডারবার্ন
১৯) কোন গভর্নর জেনারেল ভারতের সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন?
ক)লর্ড ক্যানিং
খ)লর্ড রিপন
গ)লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক√
ঘ)লড ডালহৌসি
খ)লর্ড রিপন
গ)লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক√
ঘ)লড ডালহৌসি
**1829, 4th Dec
২০) সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠাতা কে?
ক)গোপালকৃষ্ণ গোখলে√
খ)রানাডে
গ)বালগঙ্গাধর তিলক
ঘ)বিপিনচন্দ্র পাল
খ)রানাডে
গ)বালগঙ্গাধর তিলক
ঘ)বিপিনচন্দ্র পাল
**1905 সালের 12 জুন মহারাষ্ট্রের পুনেতে
২১) মহাত্মা গান্ধী কার লেখা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন?
ক)বেনার্ড সাও
খ)কাল মার্কস
গ)লেনিন
ঘ)লিও টলস্টয়√
খ)কাল মার্কস
গ)লেনিন
ঘ)লিও টলস্টয়√
**টলস্টয় একজন রাশিয়ান। বইটির নাম The Kingdom of God within you
২২) কোন গভর্নর জেনারেল স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন?
ক)লর্ড রিপন
খ)লড ডালহৌসি√
গ)লর্ড বেন্টিঙ্ক
ঘ)লর্ড কার্জন
খ)লড ডালহৌসি√
গ)লর্ড বেন্টিঙ্ক
ঘ)লর্ড কার্জন
(লড ডালহৌসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ছিলেন 1848 থেকে 1856 সালে)
২৩) কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন?
ক)লর্ড ডালহৌসি
খ)লর্ড বেন্টিঙ্ক
গ)লর্ড ওয়েলেসলি√
ঘ)লর্ড কার্জন
খ)লর্ড বেন্টিঙ্ক
গ)লর্ড ওয়েলেসলি√
ঘ)লর্ড কার্জন
২৪)ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলমান সভাপতি কে ছিলেন?
ক) আবুল কালাম আজাদ
খ)রফি আহ্মেদ
গ)হাকিম আজমল খান
ঘ)বদরুদ্দীন তৈয়বজী√
খ)রফি আহ্মেদ
গ)হাকিম আজমল খান
ঘ)বদরুদ্দীন তৈয়বজী√
২৫) কে নিকোবর এর নাম দেন" স্বরাজ দ্বীপ"?
ক)রাসবিহারী বসু
খ)নেতাজি সুভাষচন্দ্র বোস√
গ) মহাত্মা গান্ধী
ঘ)জওহরলাল নেহেরু
খ)নেতাজি সুভাষচন্দ্র বোস√
গ) মহাত্মা গান্ধী
ঘ)জওহরলাল নেহেরু
২৬)ফরোয়ার্ড ব্লক কে গঠন করেন ?
ক)পি সি জোসি
খ)চন্দ্র শেখর দেব
গ) নেতাজি সুভাস চন্দ্র বোস√
ঘ)রাস বিহারী বসু
খ)চন্দ্র শেখর দেব
গ) নেতাজি সুভাস চন্দ্র বোস√
ঘ)রাস বিহারী বসু
২৭) 'স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই ' এটা কে বলেন ?
ক)বাল গঙ্গাধর তিলক √
খ)মহাত্মা গান্ধী
গ)বিপিন চন্দ্র পাল
ঘ)গোপাল কৃষ্ণ গোখলে
খ)মহাত্মা গান্ধী
গ)বিপিন চন্দ্র পাল
ঘ)গোপাল কৃষ্ণ গোখলে
২৮)নিচের কোন ব্যক্তি আলিপুর বোমা মামলায় যুক্ত ছিলেন ?
ক) রাসবিহারী বসু
খ)চিত্তরঞ্জন বসু
গ)নেতাজি সুভাস চন্দ্র বোস
ঘ) অরবিন্দ ঘোষ √
খ)চিত্তরঞ্জন বসু
গ)নেতাজি সুভাস চন্দ্র বোস
ঘ) অরবিন্দ ঘোষ √
২৯)বিবেকানন্দের জন্ম স্থান কোন শহরে ?
ক) বালেশ্বর
খ)কটক
গ) কলকাতা √
ঘ) হওড়া
খ)কটক
গ) কলকাতা √
ঘ) হওড়া
৩০)শিখ খালসা কে স্থাপন করেন ?
ক) গুরু গোবিন্দ সিং √
খ) গুরু তেগ বাহাদুর
গ) গুরু নানক
ঘ)গুরু হর গোবিন্দ
খ) গুরু তেগ বাহাদুর
গ) গুরু নানক
ঘ)গুরু হর গোবিন্দ
৩১)ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন ?
ক)রাজা রামমোহন রায়
খ)দ্বারকা নাথ ঠাকুর
গ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও √
ঘ)সুভাস চন্দ্র বসু
খ)দ্বারকা নাথ ঠাকুর
গ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও √
ঘ)সুভাস চন্দ্র বসু
৩২)1883 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর উদ্যোগে অনুষ্ঠিত ন্যাশনাল কনফারেন্স এর প্রথম অধিবেশনে নিচের কোন সংগঠনটি অংশ নেয় নি ?
ক)সেন্ট্রাল মোহামেডান এসোসিয়েশন
খ)ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন√
গ)মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন
ঘ)বোম্বাই অ্যাসোসিয়েশন
খ)ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন√
গ)মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন
ঘ)বোম্বাই অ্যাসোসিয়েশন
৩৩)সুরাট কংগ্রেসের যে নরমপন্থী ও চরমপন্থী বিচ্ছেদ ঘটেছিল তাকে একটি বড় ধরনের অনর্থপাত বলে অভিহিত করেন কে ?
ক)যমুনা লাল বাজাজ
খ)লালা লাজ পথ রায়
গ)বালগঙ্গাধর তিলক√
ঘ)গান্ধীজি
খ)লালা লাজ পথ রায়
গ)বালগঙ্গাধর তিলক√
ঘ)গান্ধীজি
৩৪)প্রাচীন ভারতে মগধ রাজ্যের সর্ব প্রথম রাজধানী ছিল ?
ক)রাজগৃহ √
খ)বৈশালি
গ) পাটলিপুত্র
ঘ) বারানসী
খ)বৈশালি
গ) পাটলিপুত্র
ঘ) বারানসী
৩৫)তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কার কাছে পরাজিত হন ?
ক) বলবন
খ)গজনীর মামুদ
গ)মহম্মদ ঘোরী √
ঘ) সবুক্তগীন
খ)গজনীর মামুদ
গ)মহম্মদ ঘোরী √
ঘ) সবুক্তগীন
৩৬)আকবরের শাসনকালে ভূমি রাজস্ব ব্যবস্থার দায়িত্বে ছিলেন ?
ক)আবুল ফজল
খ)মানসিংহ
গ)টোডোরমল√
ঘ) বীরবল
খ)মানসিংহ
গ)টোডোরমল√
ঘ) বীরবল
৩৭)চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কোন বিশ্ব বিদ্যালয়ে অধ্যায়ন করেন ?
ক) বিক্রমশিলা √
খ)তক্ষশিলা
গ) নালন্দা
ঘ) হুনান
খ)তক্ষশিলা
গ) নালন্দা
ঘ) হুনান
৩৮)নাদির শাহ কত সালে ভারত আক্রমন করেন ?
ক)১৫৪০ সালে
খ)১৪৫৭ সালে
গ)১৭৩৯ সালে√
ঘ) ১৬৭৮ সালে
খ)১৪৫৭ সালে
গ)১৭৩৯ সালে√
ঘ) ১৬৭৮ সালে
৩৯)হিউ-এন-সাং এর রচিত গ্রন্থের নাম কি ছিল ?
ক)ইন্ডিকা
খ) সি - ইউ - কি √
গ)ইউ - চি
ঘ)অল - রাহেলা
খ) সি - ইউ - কি √
গ)ইউ - চি
ঘ)অল - রাহেলা
৪০) অজন্তা গুহার অংকন চিত্র গুলি নিম্নলিখিত কোনটি বর্ণনা করে?
ক)রামায়ণ
খ)মহাভারত
গ)জাতক√
ঘ)পঞ্চতন্ত্র
খ)মহাভারত
গ)জাতক√
ঘ)পঞ্চতন্ত্র
**অজন্তা গুহা মহারাষ্ট্র অরঙ্গবাদ অবস্থিত। সেখানে যে চিত্রগুলি আছে সবটাই জাতকের ধর্মের উপর ভিত্তি করে । জাতকের ধর্ম বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত।
৪১)কোন মুঘল সম্রাট নবম গুরু তেগ বাহাদুর কে হত্যা করেন ?
ক)দ্বিতীয় শাহআলম
খ)দ্বিতীয় বাহদুর শাহ
গ)মহম্মদ শাহ
ঘ) ঔরাঙ্গজেব √
খ)দ্বিতীয় বাহদুর শাহ
গ)মহম্মদ শাহ
ঘ) ঔরাঙ্গজেব √
৪২)গান্ধার শিল্প কোন যুগে উন্নতি লাভ করে?
ক)গুপ্ত যুগ
খ)মৌর্য যুগ
গ)সাতবাহন
ঘ)কুশান√
খ)মৌর্য যুগ
গ)সাতবাহন
ঘ)কুশান√
** সম্রাট কনিষ্কের সময়
৪৩)সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সভাপতি হয়েছিলেন কোন অধিবেশনে?
ক) লাহোর
খ)চেন্নাই
গ)পুনা √
ঘ)কলকাতা
খ)চেন্নাই
গ)পুনা √
ঘ)কলকাতা
৪৪)বদরুদ্দিন তইয়বজি কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতির পদ অলংকৃত করেন?
ক) চেন্নাই√
খ) এলাহাবাদ
গ) কলকাতা
ঘ) নাগপুর
খ) এলাহাবাদ
গ) কলকাতা
ঘ) নাগপুর
৪৫)কোন গভর্নর জেনারেলের শাসনকালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল?
ক) লর্ড ক্যানিং
খ) লর্ড ডালহৌসি
গ) লর্ড আরউইন
ঘ)লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক√
খ) লর্ড ডালহৌসি
গ) লর্ড আরউইন
ঘ)লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক√
৪৬)সিপাহীদের মহাবিদ্রোহ ব্যাপক বিদ্রোহের চেহারা নিয়েছিল কোথায়?
ক)দিল্লি
খ) বাংলা
গ)পাঞ্জাব
ঘ) উত্তরপ্রদেশের মিরাট√
খ) বাংলা
গ)পাঞ্জাব
ঘ) উত্তরপ্রদেশের মিরাট√
৪৭)কত সালে সুভাষ চন্দ্র অন্তরীণ অবস্থা থেকে অন্তর্ধান করেন?
ক) 1940
খ)1941 √
গ)1943
ঘ) 1945
খ)1941 √
গ)1943
ঘ) 1945
৪৮) অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দির কে তৈরি করেন?
ক)গুরু রামদাস√
খ) গুরু অর্জুন সিং
গ) গুরু হরগোবিন্দ
ঘ) গুরু তেগ বাহাদুর
খ) গুরু অর্জুন সিং
গ) গুরু হরগোবিন্দ
ঘ) গুরু তেগ বাহাদুর
৪৯) বাংলার আকবর কাকে বলা হয়?
ক) বলবন
খ)হোসেন শাহ√
গ) বীরবল
ঘ) ফিরোজ শাহ তুঘলক
খ)হোসেন শাহ√
গ) বীরবল
ঘ) ফিরোজ শাহ তুঘলক
৫০) শিবাজীর গুরু কে ছিলেন?
ক) তুকারাম
খ) রামদাস √
গ)ঈশা খাঁ
ঘ) সমরু
খ) রামদাস √
গ)ঈশা খাঁ
ঘ) সমরু
No comments:
Post a Comment