Sunday, March 1, 2020


WBPSC  MISCELLANEOUS PREPARATION
SET -12


 ১)35 তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হয় কোথায়?

ক) গুজরাট
খ) কেরালা 
গ)তামিলনাড়ু 
ঘ)অন্ধপ্রদেশ


২)সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস কোনটি?

ক)নিউক্লিয় সংযোজন
খ) নিউক্লিয় বিভাজন 
গ)অতিরিক্ত তেজস্ক্রিয় মৌলের উপস্থিতি ঘ)উপরের কোনোটিই নয়


৩)সিমেন্ট তৈরি করতে নিচের কোন কাঁচামাল ব্যবহৃত হয়?

ক) লাইমস্টোন এবং  ক্লে 
খ)জিপসাম 
গ)চুনাপাথর
ঘ) অ্যালুমিনা


৪)জীবাশ্মের বয়স জানতে কোন আইসোটোপ ব্যবহৃত হয়?

ক)C-12
খ) C-14 
গ) U- 235
ঘ)  U-237

৫) বংশগতি বিজ্ঞানের জনক কাকে বলা হয়?

ক) ডারউইন 
খ)মেন্ডেল
গ)উইলিয়াম হার্ভে 
ঘ)কোনোটিই নয়

৬)নিচের কোন রাজ্যটিতে কর্কটক্রান্তি রেখা যায়নি?

ক) রাজস্থান
খ) মধ্যপ্রদেশ
গ) ঝাড়খন্ড 
ঘ)মনিপুর


৭)নদীর নিক পয়েন্ট এর মধ্যে কি সৃষ্টি হয়?

ক) অশ্বখুরাকৃতি হ্রদ 
খ)প্লাবনভূমি 
গ)জলপ্রপাত
ঘ)অন্ধকূপ


৮) জলের চেয়ে ভারী অধাতু কোনটি?

ক) রেডিয়াম 
খ)আয়োডিন
গ) লিথিয়াম 
ঘ)সিজিয়াম


৯)গুটি বসন্তের প্রতিষেধক এর আবিষ্কর্তা কে?

ক) এডওয়ার্ড জেনার 
খ)লুই পাস্তুর 
গ)জে এফ অ্যান্ড্রস 
ঘ)সি নিকোল


১০)হিমবাহের ক্ষয় এর ফলে সৃষ্ট সমুদ্র উপকূলের জলমগ্ন উপত্যকাকে কি বলে?

ক) হিমদ্রোনী 
খ)ঝুলন্ত উপত্যকা 
গ)ফিয়র্ড
ঘ) কেম


১১)বল ও সরণের গুণফলকে কি বলে ?

ক) শক্তি
খ) ক্ষমতা 
গ)ভরবেগ
ঘ) কার্য


১২)কোজেন ট্রিক্স এনার্জি কি?

ক)এক ধরনের কসমিক এনার্জি 
খ)কর্নাটকে তাপকেন্দ্র গঠন এর একটি মার্কিন সংস্থা
গ) পূর্ণ গ্রহণের সময় সৃষ্ট একটি তীব্র সৌররশ্মি 
ঘ)কোনটাই নয়


১৩)শিবালিক হিমালয়ের পাদদেশে অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে কোন সমভূমি গঠিত হয়েছে?

ক) খাদার
খ) ভাবর 
গ) ভাউর 
ঘ)বেট


১৪)কোন প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গের সঙ্গে সবথেকে কম দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমারেখা অধিকার করে আছে?

ক) বাংলাদেশ 
খ)নেপাল
গ)ভুটান
ঘ) শ্রীলংকা


১৫)নিচের কোনটি সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস? 

ক) আর্গন
খ) হিলিয়াম
গ)রেডন 
ঘ)আর্গন এবং রেডন


১৬)কোন ড্যামের জলাধার জলপূর্ণ থাকলে তাতে কোন শক্তি সঞ্চিত থাকে?

ক) গতিশক্তি
খ) স্থিতিশক্তি 
গ)তড়িৎ শক্তি
ঘ) শব্দ শক্তি


১৭)আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত?

ক) কালজানি
খ)বাসলই 
গ)তিস্তা 
ঘ)মহানন্দা

১৮)শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয় পর্বতের-

ক) প্রতিবাত ঢালে
খ)অনুবাত ঢালে
গ) শিখর দেশে 
ঘ)পাদদেশে


১৯)নিম্নের কোনটি ননস্টিক রান্নার বাসনে ব্যবহৃত হয়?

ক) ইথিলিন 
খ)পলিথিন 
গ)টেফলন 
ঘ)পিভিসি


২০)পশ্চিমবঙ্গের মোট জমির কত শতাংশ ধান চাষ হয়?

ক) 78%
খ) 32%
গ) 58%
ঘ) 40%


২১)কার্বলিক এসিডের রাসায়নিক নাম কি?

ক) বেনজয়িক এসিড
খ) ফেনল 
গ)ইথানল 
ঘ)অ্যাসিটিক অ্যাসিড


২২)বাংলা নবীনতম জেলা কোনটি?

ক) পশ্চিম মেদিনীপুর
খ) পশ্চিম বর্ধমান
গ)ঝারগ্রাম 
ঘ)কালিংপং

২৩) 0° সেলসিয়াস থেকে 4°  সেলসিয়াস পর্যন্ত জলের ব্যতিক্রান্ত প্রসারণ এর দরুন শীতপ্রধান দেশে জলের ঘনত্বের কি পরিবর্তন হয়?

ক) একটানা কমতে থাকে
খ) একটানা বারে 
গ)একই থাকে 
ঘ)প্রথমে বারে তারপর কমতে থাকে


২৪)মালাবার উপকূলের আবদ্ধ জলাভূমি কে কি বলে?

ক) কয়াল
খ) উপহ্রদ 
গ)লেগুন 
ঘ)ডাল

২৫)সোনা উৎপাদক অঞ্চল কোলার কোন রাজ্যে অবস্থিত?

ক) কর্ণাটক
খ)মধ্যপ্রদেশ
গ) উড়িষ্যা 
ঘ)অন্ধ্র প্রদেশ


২৬)আম্রবৃষ্টি দেখা যায় কোন রাজ্যে?

ক) পশ্চিমবঙ্গ
খ) আসাম 
গ)কেরল
ঘ)কর্ণাটক



২৭)আইরিশ কোন অংশের সম্মুখভাগ?

ক) রেটিনা
খ)কোরয়েড
গ) স্ক্লেরা 
ঘ)কর্নিয়া


২৮)একটি গ্লুকোজ অনুতে উপস্থিত থাকে-

ক)2টি কার্বন পরমাণু
খ) 6টি কার্বন পরমাণু
গ)3টি কার্বন পরমাণু 
ঘ)1টি কার্বন পরমাণু


২৯)পায়রার বায়ুথলির সংখ্যা কত?

ক) 8 জোড়া
খ) 8 টি
গ) 9 জোড়া 
ঘ) 9টি



৩০)নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়?

ক) পটাশিয়াম
খ) ফসফরাস 
গ)ক্যালসিয়াম 
ঘ)আয়োডিন



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...