WBPSC MISCELLANEOUS PREPARATION
SET -12
১)35 তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হয় কোথায়?
ক) গুজরাট
খ) কেরালা √
গ)তামিলনাড়ু
ঘ)অন্ধপ্রদেশ
২)সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস কোনটি?
ক)নিউক্লিয় সংযোজন√
খ) নিউক্লিয় বিভাজন
গ)অতিরিক্ত তেজস্ক্রিয় মৌলের উপস্থিতি ঘ)উপরের কোনোটিই নয়
৩)সিমেন্ট তৈরি করতে নিচের কোন কাঁচামাল ব্যবহৃত হয়?
ক) লাইমস্টোন এবং ক্লে √
খ)জিপসাম
গ)চুনাপাথর
ঘ) অ্যালুমিনা
৪)জীবাশ্মের বয়স জানতে কোন আইসোটোপ ব্যবহৃত হয়?
ক)C-12
খ) C-14 √
গ) U- 235
ঘ) U-237
৫) বংশগতি বিজ্ঞানের জনক কাকে বলা হয়?
ক) ডারউইন
খ)মেন্ডেল√
গ)উইলিয়াম হার্ভে
ঘ)কোনোটিই নয়
৬)নিচের কোন রাজ্যটিতে কর্কটক্রান্তি রেখা যায়নি?
ক) রাজস্থান
খ) মধ্যপ্রদেশ
গ) ঝাড়খন্ড
ঘ)মনিপুর√
৭)নদীর নিক পয়েন্ট এর মধ্যে কি সৃষ্টি হয়?
ক) অশ্বখুরাকৃতি হ্রদ
খ)প্লাবনভূমি
গ)জলপ্রপাত√
ঘ)অন্ধকূপ
৮) জলের চেয়ে ভারী অধাতু কোনটি?
ক) রেডিয়াম
খ)আয়োডিন√
গ) লিথিয়াম
ঘ)সিজিয়াম
৯)গুটি বসন্তের প্রতিষেধক এর আবিষ্কর্তা কে?
ক) এডওয়ার্ড জেনার √
খ)লুই পাস্তুর
গ)জে এফ অ্যান্ড্রস
ঘ)সি নিকোল
১০)হিমবাহের ক্ষয় এর ফলে সৃষ্ট সমুদ্র উপকূলের জলমগ্ন উপত্যকাকে কি বলে?
ক) হিমদ্রোনী
খ)ঝুলন্ত উপত্যকা
গ)ফিয়র্ড√
ঘ) কেম
১১)বল ও সরণের গুণফলকে কি বলে ?
ক) শক্তি
খ) ক্ষমতা
গ)ভরবেগ
ঘ) কার্য√
১২)কোজেন ট্রিক্স এনার্জি কি?
ক)এক ধরনের কসমিক এনার্জি
খ)কর্নাটকে তাপকেন্দ্র গঠন এর একটি মার্কিন সংস্থা√
গ) পূর্ণ গ্রহণের সময় সৃষ্ট একটি তীব্র সৌররশ্মি
ঘ)কোনটাই নয়
১৩)শিবালিক হিমালয়ের পাদদেশে অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে কোন সমভূমি গঠিত হয়েছে?
ক) খাদার
খ) ভাবর √
গ) ভাউর
ঘ)বেট
১৪)কোন প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গের সঙ্গে সবথেকে কম দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমারেখা অধিকার করে আছে?
ক) বাংলাদেশ
খ)নেপাল√
গ)ভুটান
ঘ) শ্রীলংকা
১৫)নিচের কোনটি সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস?
ক) আর্গন
খ) হিলিয়াম√
গ)রেডন
ঘ)আর্গন এবং রেডন
১৬)কোন ড্যামের জলাধার জলপূর্ণ থাকলে তাতে কোন শক্তি সঞ্চিত থাকে?
ক) গতিশক্তি
খ) স্থিতিশক্তি √
গ)তড়িৎ শক্তি
ঘ) শব্দ শক্তি
১৭)আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত?
ক) কালজানি√
খ)বাসলই
গ)তিস্তা
ঘ)মহানন্দা
১৮)শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয় পর্বতের-
ক) প্রতিবাত ঢালে√
খ)অনুবাত ঢালে
গ) শিখর দেশে
ঘ)পাদদেশে
১৯)নিম্নের কোনটি ননস্টিক রান্নার বাসনে ব্যবহৃত হয়?
ক) ইথিলিন
খ)পলিথিন
গ)টেফলন √
ঘ)পিভিসি
২০)পশ্চিমবঙ্গের মোট জমির কত শতাংশ ধান চাষ হয়?
ক) 78%√
খ) 32%
গ) 58%
ঘ) 40%
২১)কার্বলিক এসিডের রাসায়নিক নাম কি?
ক) বেনজয়িক এসিড
খ) ফেনল √
গ)ইথানল
ঘ)অ্যাসিটিক অ্যাসিড
২২)বাংলা নবীনতম জেলা কোনটি?
ক) পশ্চিম মেদিনীপুর
খ) পশ্চিম বর্ধমান√
গ)ঝারগ্রাম
ঘ)কালিংপং
২৩) 0° সেলসিয়াস থেকে 4° সেলসিয়াস পর্যন্ত জলের ব্যতিক্রান্ত প্রসারণ এর দরুন শীতপ্রধান দেশে জলের ঘনত্বের কি পরিবর্তন হয়?
ক) একটানা কমতে থাকে
খ) একটানা বারে
গ)একই থাকে
ঘ)প্রথমে বারে তারপর কমতে থাকে√
২৪)মালাবার উপকূলের আবদ্ধ জলাভূমি কে কি বলে?
ক) কয়াল√
খ) উপহ্রদ
গ)লেগুন
ঘ)ডাল
২৫)সোনা উৎপাদক অঞ্চল কোলার কোন রাজ্যে অবস্থিত?
ক) কর্ণাটক√
খ)মধ্যপ্রদেশ
গ) উড়িষ্যা
ঘ)অন্ধ্র প্রদেশ
২৬)আম্রবৃষ্টি দেখা যায় কোন রাজ্যে?
ক) পশ্চিমবঙ্গ
খ) আসাম
গ)কেরল√
ঘ)কর্ণাটক
২৭)আইরিশ কোন অংশের সম্মুখভাগ?
ক) রেটিনা√
খ)কোরয়েড
গ) স্ক্লেরা
ঘ)কর্নিয়া
২৮)একটি গ্লুকোজ অনুতে উপস্থিত থাকে-
ক)2টি কার্বন পরমাণু
খ) 6টি কার্বন পরমাণু√
গ)3টি কার্বন পরমাণু
ঘ)1টি কার্বন পরমাণু
২৯)পায়রার বায়ুথলির সংখ্যা কত?
ক) 8 জোড়া
খ) 8 টি
গ) 9 জোড়া
ঘ) 9টি√
৩০)নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়?
ক) পটাশিয়াম
খ) ফসফরাস
গ)ক্যালসিয়াম
ঘ)আয়োডিন√
No comments:
Post a Comment