Friday, March 13, 2020

গুরুত্বপূর্ণ স্থান এবং তাদের অবস্থান



গুরুত্বপূর্ণ স্থান এবং তাদের অবস্থান
*********************************************

১) ভিক্টোরিয়া মেমোরিয়াল    -কলকাতা

২) বিড়লা তারামণ্ডল      - কলকাতা

৩) রবীন্দ্র সেতু   -    কলকাতা

৪) বুলান্দ দরওয়াজা  - ফতেপুর সিক্রি

৫) দিলওয়ারা মন্দির -  মাউন্ট আবু( রাজস্থান)

৬) স্বর্ণমন্দির     - অমৃতসর

৭)ব্ল্যাক প্যাগোডা   - কোনারক

৮) চিলকা হ্রদ    - উড়িষ্যা

৯)অজন্তা    -অরঙ্গাবাদ

১০)বোধিসত্ত্ব    -অজন্তা গুহা

১১) গোল গম্বুজ  -  বিজাপুর

১২)চার্মিনার   -   হায়দরাবাদ

১৩) ভাকরা নাঙ্গাল বাঁধ   - পাঞ্জাব

১৪) তাজমহল   -  আগ্রা

১৫) সূর্য মন্দির  - কোনারক

১৬) হাওয়া মহল  -  জয়পুর

১৭) জগন্নাথ মন্দির  - উড়িষ্যা

১৮)  আইল্যান্ড প্যালেস    - উদয়পুর

১৯)জাহাজ মহল -    মান্ডু,মধ্যপ্রদেশ

২০) লিঙ্গরাজ মন্দির   - ভুবনেশ্বর

২১) লালবাগ     - ব্যাঙ্গালোর

২২) গিরনার শৃঙ্গ    -  জুনাগর

২৩) পঞ্চমহল    -  ফতেপুর সিক্রি

২৪)শক্তিস্থল     - দিল্লি

২৫) রাজঘাট    - দিল্লি

২৬) রাষ্ট্রপতি ভবন  -  দিল্লি

২৭) কুতুবমিনার    -  দিল্লি

২৮) জামা মসজিদ   -  দিল্লি

২৯) যন্তর মন্তর    -  নিউ দিল্লি ,জয়পুর

৩০) মেরিনা    - চেন্নাই

৩১) মার্বেল রক    -  জব্বলপুর

৩২) তিরুপতি মন্দির   - অন্ধ্রপ্রদেশ

৩৩) সোমনাথ মন্দির    - মহীশূর

৩৪) সুন্দরবন     - পশ্চিমবঙ্গ

৩৫)  প্রিন্স অব ওয়েলস জাদুঘর   - মুম্বাই

৩৬) ঝুলন্ত বাগান    -  মুম্বাই

৩৭) সান্তাক্রুজ   -  মুম্বাই

৩৮) ভিক্টোরিয়া গার্ডেন   -  মুম্বাই

৩৯) সারনাথ    -  বারানসি

৪০) মীনাক্ষী মন্দির    - মাদুরাই

৪১) সাঁচি স্তুপ -   সাঁচি (ভূপাল)

৪২) কৈলাস মন্দির  -  ইলোরা





No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...