Friday, March 13, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-১২


আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-১২


১) ভারতের কোন উপকুল সর্বাধিক ক্রান্তীয় ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হয়?

ক) মালাবার 
খ)অন্ধ্র √
গ)কংকন
ঘ) গুজরাট

*অন্ধ্র উপকূল বলতে করমন্ডল উপকূল কে বোঝানো হচ্ছে

২) ভারতের সর্বাধিক আদ্রতা যুক্ত অঞ্চল কোনটি?

ক) মহাবালেশ্বর 
খ)চেরাপুঞ্জি 
গ)উদাগা -মাগুলাম 
ঘ)মৌসিনরাম√

৩) এক বছরে 50 cmএর কম বার্ষিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি?

ক) মেঘালয় 
খ)কাশ্মীরের লে √
গ)করমন্ডল উপকূল
ঘ) কঙ্কন উপকূল

৪) মুম্বাইয়ে পুনের তুলনায় অধিক বৃষ্টিপাত এর কারণ কি?

ক)প্রতিবাত ঢালে মুম্বাইয়ের অবস্থান√
খ) অধিক উচ্চতায় পুনের অবস্থান
গ) মুম্বাই উপকূলীয় শহর 
ঘ)পুনেতে উদ্ভিদের পরিমাণ কম

৫) ভারতে কোন নদী অভ্যন্তরীণ জলপথের জন্য ব্যবহৃত হয়?

ক) গঙ্গা √
খ)কাবেরি 
গ)মাহি 
ঘ)লুনি

৬) ভারতীয় মরুভূমি একটি গুরুত্বপূর্ণ নদী কোনটি?

ক) লুনি√
খ) নর্মদা 
গ)কৃষ্ণা 
ঘ)বিপাশা

৭) মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট কোন নদী নিয়ে বিতর্কে?

ক) কৃষ্ণা
খ) নর্মদা √
গ)কয়না 
ঘ)তাপ্তি

৮) স্বাধীন ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা কোনটি?

ক) ভাকরা নাঙ্গাল
খ) দামোদর √
গ)হিরাকুদ
ঘ) নাগার্জুন সাগর

৯) দক্ষিণ দিক থেকে কোন নদী গঙ্গায় যুক্ত হয়েছে?

ক) বেতোয়া
খ) চম্বল 
গ)শোন√
ঘ)কেন

১০) নিম্নলিখিত সম্প্রদায় গুলির মধ্যে কারা ইলবার্ট বিল এর তীব্র বিরোধিতা করেছিল?

ক) হিন্দুরা 
খ)মুসলমানেরা 
গ)ইঙ্গ ভারতীয় সম্প্রদায় √
ঘ)উপরে র সকলেই

১১) দাদাভাই নওরোজি কর্তৃক প্রণোদিত সম্পদ নির্গমন তত্ত্বকে বিস্তারিত করেছিলেন কে?

ক) মহাদেব গোবিন্দ রানাডে √
খ)বালগঙ্গাধর তিলক 
গ)গোপালকৃষ্ণ গোখলে 
ঘ)ফিরোজ শাহ মেহতা

১২) অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণ কি ছিল?

ক)খিলাফত পুনঃপ্রতিষ্ঠা 
খ)রাওলাট আইন 
গ)জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড √
ঘ)1919 সালের ভারত শাসন আইন নিয়ে অসন্তোষ

১৩) মেগাস্থিনিস কে ছিলেন?

ক) সেলুকাসের দুত √
খ)চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী
গ) গ্রিক পরিব্রাজক
ঘ) চীনা ভ্রমণকারী

১৪) গুপ্ত বংশীয় স্বর্ণমুদ্রা কি নামে পরিচিত ছিল?

ক) সাতমণ 
খ)দিনার √
গ)মোহর
ঘ)বরাহ

১৫) তুঙ্গভদ্রা জল বন্টন সংক্রান্ত সমস্যা নিচের কোন রাজ্যের মধ্যে অবস্থিত?

ক) অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক√
খ)কেরালা ও কর্ণাটক
গ) তামিলনাড়ু ও কর্ণাটক
ঘ) কোনোটিই নয়

*অন্ধ্রপ্রদেশ কর্ণাটক ও তেলেঙ্গানার মধ্যে তুঙ্গভদ্রার জল বন্টন সংক্রান্ত সমস্যা
*তামিলনাড়ু এবং কর্নাটকের মধ্যে কাবেরী নদীর জলবন্টন সমস্যা

১৬)"Valley of flowers"ন্যাশনাল পার্ক নিম্নের কোন রাজ্যে অবস্থিত?

ক) উত্তরাখণ্ড√
খ) কেরালা 
গ)জম্মু কাশ্মীর 
ঘ)হিমাচল প্রদেশ

১৭) ভারতীয় গণপরিষদের কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন?

ক) সরদার বল্লভ ভাই প্যাটেল
খ) ডঃ বি আর আম্বেদকর 
গ)স্যার এ কে রায় 
ঘ)জহরলাল নেহেরু√

১৮)নিম্নলিখিতদের মধ্যে কে গণপরিষদের খসড়া প্রণয়ন কমিটির পরামর্শদাতা ছিলেন?

ক) বি .শিবা .রাও
খ) ডঃ বি আর আম্বেদকর 
গ)সচ্চিদানন্দ সিনহা
ঘ)বি.এন. রাও√

১৯) খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

ক) জহরলাল নেহেরু 
খ)ডঃ রাজেন্দ্র প্রসাদ 
গ)ডঃ বি আর আম্বেদকর√
ঘ) এদের কেউ নয়

২০) কোন পরিকল্পনার ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল?

ক) মাউন্টব্যাটেন পরিকল্পনা 
খ)ওয়াভেল পরিকল্পনা 
গ)ক্রিপস মিশন 
ঘ)ক্যাবিনেট মিশন√

২১) তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে-

ক) থার্মোস্ট্যাট
খ) মোটর √
গ)ডায়নামো
ঘ) রেকটিফায়ার

*ডায়নামো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
*রেকটিফায়ার AC কারেন্ট কে DC কারেন্টে পরিবর্তিত করে

২২)SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক কোনটি?

ক) ভোল্ট 
খ) কুলম্ব√
গ) কেলভিন 
ঘ)কিলোগ্রাম

২৩)বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোন যন্ত্রকে মুক্ত রাখতে কি ব্যবহৃত হয়?

ক) কাচের আচ্ছাদন
খ) রবারের আচ্ছাদন
গ) পেতলের আচ্ছাদন 
ঘ)কাঁচা লোহার আচ্ছাদন√

২৪) তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কোন অর্ধপরিবাহীর রোধ-

ক) প্রথমে বারে ,তারপর কমে
খ)একই থাকে 
গ)বাড়ে 
ঘ)কমে√

*তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কোন পরিবাহীর (Conductor/ রোধ বেড়ে যায় আর  তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে   অর্ধপরিবাহীর (Semi-Conductor)রোধ কমে যায়

২৫) পৃথিবীতে বস্তুর মুক্তিবেগের মান কত?

ক)11.2km/s√
খ)11.2km/h
গ)7km/s
ঘ)24.0km/h

২৬) নিচের কোন স্থানে বস্তুর ওজন সর্বোচ্চ?

ক) নিরক্ষরেখায়
খ) মেরুতে√
গ) খনির মধ্যে
ঘ) দার্জিলিঙে

২৭) সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবক্তা কে?

ক) গ্যালিলিও 
খ)আইনস্টাইন
গ) নিউটন√ 
ঘ)কেপলার

২৮) ভরবেগের সংরক্ষণ সূত্র  নিচের কোনটি থেকে পাওয়া যায়?

ক)নিউটনের প্রথম গতিসূত্র
খ) আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ
গ) নিউটনের দ্বিতীয় গতিসূত্র 
ঘ)নিউটনের তৃতীয় গতিসূত্র√

২৯) নিউটনের গতি সূত্র গুলি যে গ্রন্থে সর্বপ্রথম প্রকাশ করেন তা হল-

ক) সময়ের সংক্ষিপ্ত ইতিহাস 
খ)প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা √
গ)বিবর্তনবাদ 
ঘ)অরিজিন অফ স্পিসিস

৩০) ডেজার্ট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

ক) ত্রিপুরা
খ) জম্মু-কাশ্মীর
গ) রাজস্থান√ 
ঘ)আসাম

৩১) "অফ হিউম্যান বন্ডেজ"-বইটির লেখক কে?

ক)  লিও টলস্টয়
খ) টমাস মান 
গ)উইলিয়াম সমারসেট মম√
ঘ) চার্লস ডিকেন্স

৩২) ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেডক্রস এর সদর দপ্তর কোথায়?

ক) প্যারিস
খ) নিউইয়র্ক 
গ)জেনেভা ,সুইজারল্যান্ড√ 
ঘ)গ্ল্যান্ড ,সুইজারল্যান্ড

৩৩) "সরস্বতী সম্মান 2019 "কে পেয়েছেন?

ক) ভূপেন হাজারিকা
খ) রবিস কুমার 
গ)কে শিবা রেড্ডি√ 
ঘ)রানা দাশগুপ্ত

৩৪) খাস উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়?

ক) সিমলা
খ) রাচি 
গ)উত্তরাখণ্ড √
ঘ)ঝারখান্ড

৩৫) ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

ক) দার্জিলিং 
খ)হায়দরাবাদ √
গ)লখনও
ঘ) জয়পুর

৩৬) ধূসর বিপ্লব কিসের সাথে সম্পর্কিত?

ক) পাট উৎপাদন 
খ)টমেটো উৎপাদন 
গ)সার উৎপাদন√
ঘ) পেঁয়াজ উৎপাদন

৩৭) "কক্স "শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

ক) ফুটবল
খ) হকি 
গ)বোটিং √
ঘ)রাগবি ফুটবল

৩৮) বধির দিবস কোন দিনটি পালন করা হয়?

ক) 26 জুলাই
 খ) 26আগস্ট 
 গ)26সেপ্টেম্বর√
 ঘ) 26অক্টোবর

৩৯) ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

ক) ব্যাডমিন্টন 
খ)টেবিল টেনিস
গ) লন টেনিস√
ঘ)গলফ

৪০) শ্রীরঙ্গপত্তনম কোন নদীর তীরে অবস্থিত?

ক) কৃষ্ণা 
খ)কাবেরী √
গ)নর্মদা 
ঘ)মহানদী

৪১) রাশিয়ার পার্লামেন্টের নাম কি?

ক) ন্যাশনাল অ্যাসেম্বলি
খ)সংসদ 
গ) ডুমা √
ঘ) শোরা

৪২) "লাইন অব কন্ট্রোল" কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে?

ক) ইরাক ও ইরান
খ) ভারত ও বাংলাদেশ 
গ)ভারত ও পাকিস্তান √
ঘ)ভারত ও চীন

৪৩) তুরস্কের মুদ্রার নাম কি?

ক) রুবেল
খ) লিরা √
গ)পাউন্ড
ঘ) বাট

৪৪) মাইকেল ফিলিপস কোন খেলার সাথে যুক্ত?

ক) ফুটবল
খ) সাতার√
গ) দৌড় 
ঘ)বক্সিং

৪৫) বেলজিয়ামের রাজধানীর নাম কি?

ক) আঙ্কারা
খ) অসলো 
গ)ব্রাসেলস√ 
ঘ) ক্যারাকাস

৪৬) দক্ষিণ মেরু কে আবিস্কার করেন?

ক) কলম্বাস
খ) আমুন্ডসেন√
গ)নিকোলাস
ঘ) রবার্ট ওপেনহাইমার

৪৭)পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?

ক) তবলা 
খ)সারেঙ্গী
গ) সন্তুর √
ঘ)বাঁশি

৪৮)দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়?

ক) পাইরোমিটার
খ) সিসমোগ্রাফ
গ) সেক্সট্যান্ট√
ঘ) স্ফিগমোম্যানোমিটার

*পাইরোমিটার দূরে তাপমাত্রা পরিমাপের জন্য
*সিসমোগ্রাফ ভূমিকম্পের রেকর্ড পরিমাপ করার জন্য
*স্ফিগমোম্যানোমিটার ধমনীর রক্তচাপ পরিমাপের জন্য

৪৯) বাইনারি (Binary) পদ্ধতিতে ডিজিট সংখ্যা কয়টি?

ক)1 টি
খ)4 টি
গ)3 টি
ঘ)2 টি√

৫০)MS Word হল একটি-

ক) সিস্টেম সফটওয়্যার
খ) প্রসেসিং সফটওয়্যার√
গ) ইউটিলিটি প্রোগ্রাম 
ঘ)কোনোটিই নয়






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...