Tuesday, March 10, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৯



আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৯

১) ওস্তাদ বড়ে গুলাম আলী খান কোন ঘরানার প্রতিনিধি ছিলেন?

ক) সেনি
খ) পাতিয়ালা√ 
গ)বিষ্ণুপুর 
ঘ)গোয়ালিয়র

২) "ভাওয়াইয়া "লোকগীতি কোন অঞ্চলের?

ক) শিলিগুড়ি 
খ)কোচবিহার√ 
গ)বাঁকুড়া 
ঘ)বীরভূম

৩)2019 সালে মিস ইন্ডিয়া 2019 অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয়েছে?

ক) দিল্লি 
খ)কলকাতা
গ) মুম্বাই√ 
ঘ)চেন্নাই

৪) নিচের কোন রোগটি মশাবাহিত রোগ নয়?

ক) ডেঙ্গুজ্বর 
খ)ম্যালেরিয়া 
গ)কালাজ্বর√ 
ঘ)গোদ

৫)সংবিধানের কোন ধারা অনুযায়ী "ভারতরত্ন "প্রদান করা হয়?

ক) 17 নং
খ) 18 নং√
গ) 20 নং 
ঘ)25 নং

*ভারতরত্ন হল ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মান। 1954 সালের 2 জানুয়ারি এই সম্মান চালু হয়।বছরের সর্বোচ্চ তিন জনকে ভারতরত্ন সম্মান প্রদান করা হয়।প্রাপক ভারতীয় রাষ্ট্রপতি স্বাক্ষর সম্বলিত একটি প্রশংসাপত্র এবং  অশ্বত্থ পাতার আকৃতি বিশিষ্ট একটি পদক পান। প্রথম পুরস্কার প্রদান করা হয় 1954 সালে।মোট তিনজন পুরস্কার পান রাজনীতিবিদ চক্রবর্তী রাজা গোপালাচারী, দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণাণ, বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন। সর্বশেষ পুরস্কার দেয়া হয় 2015 সালে। 2013 সালে ক্রিকেটার শচীন টেন্ডুলকার 40 বছর বয়সে ভারতরত্ন সম্মান পান। তিনি কনিষ্ঠতম ভারতরত্ন প্রাপক।

৬)রং এর গভীরতা মাপক যন্ত্র টি হল-

ক) ডাইনো মিটার 
খ)কলোরিমিটার√
গ) পিকনোমিটার
ঘ) পাইরোমিটার

৭) "রামধনুর দেশ" কাকে বলা হয়?

ক) হাওয়াই দ্বীপপুঞ্জ√ 
খ)ফিনল্যান্ড
গ) হল্যান্ড 
ঘ)প্যালেস্টাইন

৮) পিডাংকেল কাকে বলে?

ক) ফুলের বৃন্ত √
খ)পাতার বৃন্ত 
গ)ফলের বৃন্ত
ঘ)কোনোটিই নয়

৯) ফ্রান্সের পার্লামেন্টের নাম কি?

ক) শোরা
খ) নেশনাল কংগ্রেস 
গ)ন্যাশনাল অ্যাসেম্বলি√
ঘ) পার্লামেন্ট

১০) ভিরিয়ন কি?

ক) ভাইরাসের সংক্রামক কনা√
খ) ব্যাকটেরিওফাজ এর সংক্রামক কনা
গ) ভাইরাসের সংক্রামক দশা
ঘ) উপরের কোনোটিই নয়

১১) X রশ্মি যার মধ্যে দিয়ে যেতে পারে না-

ক) মাংস 
খ)হাড়√ 
গ)লোহা 
ঘ)সোনা

১২)রেড ডাটা বুক এর অন্তর্গত কোনটি?

ক) বিপদগ্রস্ত প্রজাতি 
খ)বিপন্ন প্রজাতি 
গ)চরম বিপদগ্রস্ত 
ঘ)সবকটি√

১৩) টিকরপাড়া কি জন্য বিখ্যাত?

ক) লিও প্রজেক্ট
খ) ক্রোকোডাইল প্রজেক্ট √
গ)রেড পান্ডা প্রজেক্ট 
ঘ)টাইগার প্রজেক্ট

১৪) নিউট্রন এর আবিষ্কর্তা কে?

ক) স্যাড উইক√
খ) রাদারফোর্ড
গ) নীলস বোর
ঘ) জে জে থমসন

১৫) হাতের সাহায্যে বস্তুর তোলার সময় হাত কিভাবে কাজ করে?

ক)প্রথম শ্রেণীর লিভার
খ) দ্বিতীয় শ্রেণীর লিভার
গ) তৃতীয় শ্রেণীর লিভার√
ঘ) সরল যন্ত্র

১৬)চেদিরাজ বংশের রাজা খারবেল কোন অঞ্চলের সাথে সম্পর্কিত?

ক) চোলমন্ডল 
খ)কলিঙ্গ √
গ)কনৌজ 
ঘ)পুরুষপুর

*হাতি গুম্ফা লিপি থেকে কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে জানা যায়

১৭) কে ভারতীয়দের জন্য রেশম পথ শুরু করেছিলেন?

ক) কনিষ্ক √
খ)অশোক
গ) হর্ষবর্ধন 
ঘ)ফা-হিয়েন

১৮) মিলিন্দ পনাহ কি?

ক) নাগ সেন সম্পাদিত জৈন গ্রন্থ 
খ)কলহন সম্পাদিত বৌদ্ধ গ্রন্থ
গ)নাগসেন সম্পাদিত বৌদ্ধ গ্রন্থ √
ঘ)মেগাস্থিনিস সম্পাদিত গ্রন্থ

১৯)প্রাচীন যুগে ভারতের কোন অঞ্চল অবন্তিকা নামে পরিচিত ছিল?

ক) অবোধ
খ) রহিলখান্ড 
গ)বুন্দেলখন্ড
ঘ) মালওয়া√

*বর্তমানে মালওয়া মধ্যপ্রদেশের অন্তর্ভুক্ত

২০) কোন চিত্র শৈলী ভারতীয় এবং গ্রিক শিল্প শৈলীর সংমিশ্রণ?

ক) শিখর
খ) ভেরা
গ) গান্ধার√
ঘ) নাগর

*গান্ধার শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন শক এবং কুশান রা

২১) কার রাজত্বকালে বুদ্ধ কৌশাম্বী এসেছিলেন?

ক) শতানীক 
খ)উদয়ন √
গ)বোধি 
ঘ)নিকাশু

২২) গুপ্ত আমলে নিম্নলিখিত কোন বন্দরটি উত্তর ভারতীয় বাণিজ্য পরিচালিত করত?

ক) ভারুচ
খ) কল্যাণ
গ) খাম্বাত
ঘ) তাম্রলিপ্ত√

*তাম্রলিপ্ত পশ্চিম মেদিনীপুরে অবস্থিত

২৩) বাধ্য শ্রম ছাড়াই কে সুদর্শন হ্রদ সংস্কার করেন?

ক) চন্দ্রগুপ্ত মৌর্য
খ) বিন্দুসার 
গ)অশোক 
ঘ)প্রথম রুদ্রদমন√

*সুদর্শন হ্রদ তৈরি করেছেন চন্দ্রগুপ্ত মৌর্য

২৪) ভারতের ইতিহাসে কে "কাক বর্ণ "নামে পরিচিত?

ক) শিশুনাগ
খ) কালাশোক √
গ)অজাত শত্রু 
ঘ)উদয়ন

২৫) নিচের কোনটি অর্থকরী ফসল (Cash crop)?

ক) গম 
খ)মিলেট 
গ)ধান 
ঘ)রাবার√

*যে ফসল সরাসরি বিক্রয়ের উদ্দেশ্যে চাষ করা হয় তাই হলো অর্থকরী ফসল-পাট ,চা ,আখ ,তামাক, রাবার ,তুলো,রেশম

২৬) পৃথিবীর ভূত্বকের কোন ধাতু সর্বাধিক পরিমাণে রয়েছে?

ক) ক্যালসিয়াম
খ) ম্যাগনেশিয়াম
গ) অ্যালুমিনিয়াম√ 
ঘ)লোহা

২৭) পৃথিবী পৃষ্ঠের নিচে গলিত শিলা কে কি বলা হয়?

ক) ব্যাসল্ট
খ) ল্যাকোলিথ 
গ)লাভা 
ঘ) ম্যাগমা√

২৮) কোন গ্রহ পৃথিবীর জমজ গ্রহ হিসেবে পরিচিত?

ক) শুক্র√
খ) মঙ্গল
গ) ইউরেনাস 
ঘ)নেপচুন

২৯) মহাবিশ্বের অধ্যায়ন কে কি বলা হয়?

ক) সোশিয়লজি
খ) কসমোলজি√
গ) ইউনিভার্সলজী
ঘ) পেডোলজি

৩০) নিচের কোন সাগরে লাক্ষাদ্বীপ অবস্থিত?

ক) আরব সাগর√
খ) বঙ্গপোসাগর
গ) ভারত মহাসাগর
ঘ) আটলান্টিক মহাসাগর

লাক্ষাদ্বীপ সম্পর্কে:
আরব সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপ ভারতীয় উপমহাদেশের একটি অংশ। এবং ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল রূপে স্বীকৃতি লাভ করেছে। এটি মোট ১২টি প্রবাল প্রাচীর, ৫টি তট এবং ৩টি প্রবাল আবৃত পাহাড় এবং বেশ কিছু ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত। এটি কেরালা উপকূল এর নিকটে অবস্থিত এবং এটি কেরালা রাজ্য এবং কেরালা উচ্চ আদালতের অধীনে পরে। লাক্ষাদ্বীপ এর রাজধানী  কাভারাত্তি। এই কেন্দ্রশাসিত অঞ্চল 1956 সালের 1st নভেম্বর গঠিত হয়। এখানকার রাষ্ট্রীয় প্রাণী হল বাটারফ্লাই ফিস , রাষ্ট্রীয় পাখি সুতি টার্ন, বৃক্ষ হলো ব্রেড ফ্রুট । এখানে প্রচলিত কথ্য ভাষা গুলি হল মালায়ালাম, হিন্দি ,মাহি, তামিল।


৩১) নিচের কোনটি ভারতের সাথে ভূমির সীমানা ভাগ করে না?

ক) ভুটান
খ)বাংলাদেশ
গ) তাজাকিস্থান √
ঘ)নেপাল

৩২)কোন রাজ্য মাথাপিছু আয়ের ক্ষেত্রে প্রথম অবস্থানে রয়েছে?

ক) পাঞ্জাব √
খ)কেরালা 
গ)বিহার
ঘ) মহারাষ্ট্র

৩৩)"দি ওভারকোট"গ্রন্থের রচয়িতা কে?

ক) উইলিয়াম ফকনার 
খ)নিকোলাই গোগল √
গ)জেমস জয়েস 
ঘ)টমাস হার্ডি

৩৪) ভারতের সর্ব প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি?

ক)শিবপুর কলেজ 
খ)বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট
গ) রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ√
ঘ) জাতীয় শিক্ষা পরিষদ

৩৫)হিমালয় মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

ক) দার্জিলিং, পশ্চিমবঙ্গ√
খ) কালিংপং 
গ)দেরাদুন 
ঘ)ঝাড়খন্ড

৩৬)ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে?

ক)ভারত ও পাকিস্তান
খ)ভারত ও চীন√
গ)ভারত ও বাংলাদেশ
ঘ) USA এবং কানাডা

৩৭)হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

ক) ব্রাহ্মণী
খ) মুঁশি √
গ)মহানদী 
ঘ)গোমতী

*গোমতী নদী লখনও শহরের পাশে অবস্থিত
*ব্রাহ্মণীনদী রাউরকেল্লা শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে

৩৮) "আদ্দিস আবাবা" কোন দেশের রাজধানী?

ক) ইরান 
খ)ইথিওপিয়া √
গ)লিমা
ঘ) লিসবন

৩৯)"A Century Is Not Enough"কার আত্মজীবনী?

ক) শচীন টেন্ডুলকার
খ) মহেন্দ্র সিং ধোনি
গ) সৌরভ গাঙ্গুলী √
ঘ)রাহুল দ্রাবিড়

৪০)ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায় কোথায়?

ক) আন্দামান দ্বীপ 
খ)নিকোবর দ্বীপ
গ) ব্যারেন দ্বীপ √
ঘ)লাক্ষাদ্বীপ

https://drive.google.com/file/d/1Qb_qFAnsaEJWCOD2cHomx5li02kmpn6Y/view?usp=drivesdk



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...