আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৮
১) রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?
ক) স্বামী বিবেকানন্দ √
খ)স্বামী অশোকানন্দ
গ)স্বামী নিত্যানন্দ
ঘ)স্বামী অভেদানন্দ
*১৮৯৭ সালের ১ মে
২) কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা রদ করেছিলেন?
ক) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক√
খ)লর্ড ক্যানিং
গ)লর্ড হার্ডিঞ্জ
ঘ) লর্ড ক্যানিং
৩) সাইমন কমিশন কতজন সদস্য ছিলেন?
ক) 10 জন
খ) 7 জন √
গ)12 জন
ঘ)15 জন
৪)প্রথম কোন ভারতীয় ব্রিটিশ হাউস অব কমন্সের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন?
ক)জয়প্রকাশ নারায়ণ
খ)সরোজনী নাইডু
গ)মহাত্মা গান্ধী
ঘ)দাদাভাই নওরোজি√
*1892
*দাদাভাই নওরোজি কে "গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া" নামেও জানা যায়
*Unofficial Ambassador of India নামেও তিনি পরিচিত
Poverty and Unbritish Rule in India নামে একটি বই তিনি প্রকাশ করেন।
৫)নিম্নলিখিত কোন পত্রিকাটি গান্ধীজী দক্ষিণ আফ্রিকাতে সম্পাদনা করেছিলেন?
ক) ইন্ডিয়ান ওপিনিয়ন √
খ)হরিজন
গ) ইয়ং ইন্ডিয়া
ঘ) ইন্ডিয়ান মিরর
*6 জুন 1903
*ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক দেবেন্দ্রনাথ ঠাকুর 1861 সাল
৬) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে গঠন করেন?
ক) ডিরোজিও√
খ)মধুসূদন দত্ত
গ)মদনমোহন তর্কালঙ্কার
ঘ)সুরেন্দ্রনাথ ঠাকুর
৭) কোন মোগল সম্রাট রোশন আক্তার নামে পরিচিত?
ক) দ্বিতীয় শাহ আলম
খ)দ্বিতীয় আকবর
গ)মোহাম্মদ শাহ √
ঘ)বাহাদুর শাহ জাফর
৮) ভারতীয় সংবিধানের 73 তম সংশোধন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?
ক) নগর পরিকল্পনা
খ) পঞ্চায়েত ব্যবস্থা √
গ)বিদ্যুৎ সরবরাহ
ঘ)নদীর বাঁধ তৈরি
৯)পঞ্চায়েতিরাজ গঠিত হয়েছে-
ক) ব্লক স্তরে
খ) গ্রাম ও ব্লক স্তরে
গ)গ্রাম, ব্লক ও জেলাস্তরে√
ঘ) গ্রাম, ব্লক ,জেলা ও রাজ্যস্তরে
১০) ভারতীয় সংবিধান কার্যকরী হয় কবে থেকে?
ক) 26 শে জানুয়ারির 1950√
খ) 15 আগস্ট 1947
গ) 26 নভেম্বের 1949
ঘ) 15 ই জুন 1952
**ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 26 শে নভেম্বর 1949। এই কারণে 26 শে নভেম্বর এই দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হয়।
১১) আসামের নুনমাটি অঞ্চল কোন শিল্পের সঙ্গে যুক্ত?
ক) লবণ
খ) পেট্রোলিয়াম √
গ)কাগজ
ঘ) সুতিবস্ত্র
১২) বেলে পাথর কোন ধরনের শিলা?
ক) আগ্নেয় শিলা
খ)রূপান্তরিত শিলা
গ) পাললিক শিলা√
ঘ) কোনোটিই নয়
১৩) ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?
ক)NH44√
খ) NH 1
গ)NH 2
ঘ) NH10
১৪) কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত?
ক) ব্রাহ্মণী নদী
খ)দামোদর নদী
গ)কাবেরী নদী
ঘ)কালী নদী√
১৫)সালাদিয়া ন্যাশনাল পার্ক টি কোন রাজ্যে রয়েছে?
ক)কর্ণাটক
খ)উত্তর প্রদেশ
গ) উত্তরাখান্ড
ঘ) আন্দামান ও নিকোবর√
১৬) নিচের কোন নদীটি আটলান্টিক মহাসাগরে পতিত হয় নি?
ক) অরিনোকো
খ) দানিয়ুব √
গ)অ্যামাজন
ঘ)কঙ্গো
*আটলান্টিক মহাসাগরে পতিত হয় এমন নদী গুলো হল অ্যামাজন, কঙ্গো, অরিনোকো, অরেঞ্জ, গাম্বিয়া
১৭) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্য ভট্ট কত সালে মহাকাশে পাঠানো হয়?
ক) 1970
খ) 1975√
গ) 1978
ঘ) 1980
১৮) প্রজেক্ট সংকল্প নিচের কোন রোগটি দূরীকরণের জন্য চালু হয়েছিল?
ক) ম্যালেরিয়া
খ)এইডস √
গ)ক্যান্সার
ঘ)টিভি
১৯) ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কফি উৎপন্ন হয়?
ক) তামিলনাড়ু
খ)অন্ধ্রপ্রদেশ
গ)কেরালা
ঘ) কর্ণাটক√
২০)কোন প্রণালী এশিয়াকে উত্তর আমেরিকা থেকে বিচ্ছিন্ন করে?
ক)বেরিং প্রণালী√
খ) পক প্রণালী
গ)জিব্রাল্টার প্রণালী
ঘ)মালাক্কা প্রণালী
*পক প্রণালী ভারত এবং শ্রীলংকাকে বিচ্ছিন্ন করেছে।
*জিব্রাল্টার প্রণালী আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর কে বিচ্ছিন্ন করেছে
*মালাক্কা প্রণালী সুমাত্রা এবং মালয়েশিয়া কে পৃথক করেছে
২১) কোন রোগ দূরীকরণের জন্য বিসিজি টিকা করন করা হয়?
ক) ম্যালেরিয়া
খ)জন্ডিস
গ)এনকেফেলাইটিস
ঘ) টিউবারকুলোসিস√
২২) উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি?
ক) থার্মোমিটার
খ)পাইরোমিটার√
গ)ক্রায়ওমিটার
ঘ) ক্যালরিমিটার
*নিম্ন তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম ক্রায়ওমিটার
২৩) কিছু বন্যপ্রাণীর দেহে ডোরাকাটা দাগ থাকে কেন?
ক)শিকারের সুবিধার জন্য
খ) ছদ্মবেশ ধারণের সুবিধার জন্য√
গ) গাছে ওঠা সুবিধার জন্য
ঘ) সাঁতার কাটার সুবিধার জন্য
২৪) বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
ক) সিকিম
খ)কর্ণাটক
গ)মধ্যপ্রদেশ √
ঘ)গুজরাট
*মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থিত। 1968 সালে এই উদ্যান কে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। এই উদ্যানে 1336 প্রজাতির উদ্ভিদ আছে
*মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল
২৫) তামাক চাষের জন্য মাটিতে কি থাকা দরকার ?
ক) পটাশ√
খ)ক্যালসিয়াম
গ)নাইট্রোজেন
ঘ) ম্যাগনেসিয়াম
২৬) দাক্ষিণাত্য মালভূমি প্রধানত কোন শিলা দেখা যায়?
ক) ব্যাসল্ট√
খ)গ্রানাইট
গ)লাইমস্টোন
ঘ)স্যান্ডটোন
২৭) আটাকামা মরুভূমি কোন দেশে আছে?
ক) ব্রাজিল
খ) আফ্রিকা
গ) চিলি√
ঘ)আর্জেন্টিনা
২৮) নিচের কোন ঝড়ের গতিবেগ সবথেকে বেশি?
ক) হ্যারিকেন
খ)টর্নেডো√
গ)টাইফুন
ঘ) সাইক্লোন
২৯) নিচের কোনটি একটি তাম্র খনি?
ক) ক্ষেত্রী √
খ)কোলার
গ)রেনকূট
ঘ)রাউলকেল্লা
৩০) ব্ল্যাক প্যাগোডা কোথায় আছে?
ক) মাদুরাই
খ)কোনারক√
গ)গ্যাংটক
ঘ) তিব্বত
৩১) ভলকানাইজেশন পদ্ধতিতে রাবার এর সঙ্গে কি মেশানো হয়?
ক) সালফার√
খ)ফসফরাস
গ)পটাশিয়াম
ঘ)সোডিয়াম
৩২)সূক্ষ্ম ভগ্নাংশ নির্ণয় করতে কোনটি ব্যবহৃত হয়?
ক)ভার্নিয়ার স্কেল √
খ)সেন্টিমিটার স্কেল
গ)বার্লোচক্র
ঘ)হিটার
৩৩) রেশম তন্তু আসলে কি?
ক) শর্করা
খ)ফ্যাট
গ)প্রোটিন√
ঘ)সেলুলোজ
৩৪) লোসার উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়?
ক) জম্মু-কাশ্মীর√
খ)হিমাচল প্রদেশ
গ) আসাম
ঘ)ত্রিপুরা
৩৫) দারুচিনি গাছের কোন অংশ মসলা হিসেবে ব্যবহৃত হয়?
ক) পাতা
খ) বীজ
গ) কুরি
ঘ) বাকল√
৩৬) কয়না জলবিদ্যুৎ প্রকল্প ভারতের কোন রাজ্যে আছে?
ক) অন্ধ্রপ্রদেশ
খ)রাজস্থান
গ) গুজরাট
ঘ) মহারাষ্ট্র√
৩৭) সৌরকোষের জন্য কোন অর্ধপরিবাহী পদার্থ ব্যবহৃত হয়?
ক) জার্মেনিয়াম
খ)সিলিকন √
গ)অ্যালুমিনিয়াম
ঘ)গ্রাফাইট
৩৮)কোন বিজ্ঞানী ভর ও শক্তির সংরক্ষণ নীতি প্রমাণ করেন?
ক)সত্যেন্দ্রনাথ বসু
খ)আইনস্টাইন √
গ)নিউটন
ঘ) জগদীশচন্দ্র বসু
৩৯)ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাস টির ভূমিকা সবথেকে বেশি?
ক) কার্বন ডাই অক্সাইড
খ)কার্বন
গ)ক্লোরোফ্লোরো কার্বন√
ঘ)মিথেন
৪০)বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে?
ক)ট্রপোস্ফিয়ার
খ) স্ট্রাটোস্ফিয়ার
গ)আয়নোস্ফিয়ার√
ঘ) থার্মোস্ফিয়ার
পর্ব-৮
১) রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?
ক) স্বামী বিবেকানন্দ √
খ)স্বামী অশোকানন্দ
গ)স্বামী নিত্যানন্দ
ঘ)স্বামী অভেদানন্দ
*১৮৯৭ সালের ১ মে
২) কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা রদ করেছিলেন?
ক) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক√
খ)লর্ড ক্যানিং
গ)লর্ড হার্ডিঞ্জ
ঘ) লর্ড ক্যানিং
৩) সাইমন কমিশন কতজন সদস্য ছিলেন?
ক) 10 জন
খ) 7 জন √
গ)12 জন
ঘ)15 জন
৪)প্রথম কোন ভারতীয় ব্রিটিশ হাউস অব কমন্সের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন?
ক)জয়প্রকাশ নারায়ণ
খ)সরোজনী নাইডু
গ)মহাত্মা গান্ধী
ঘ)দাদাভাই নওরোজি√
*1892
*দাদাভাই নওরোজি কে "গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া" নামেও জানা যায়
*Unofficial Ambassador of India নামেও তিনি পরিচিত
Poverty and Unbritish Rule in India নামে একটি বই তিনি প্রকাশ করেন।
৫)নিম্নলিখিত কোন পত্রিকাটি গান্ধীজী দক্ষিণ আফ্রিকাতে সম্পাদনা করেছিলেন?
ক) ইন্ডিয়ান ওপিনিয়ন √
খ)হরিজন
গ) ইয়ং ইন্ডিয়া
ঘ) ইন্ডিয়ান মিরর
*6 জুন 1903
*ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক দেবেন্দ্রনাথ ঠাকুর 1861 সাল
৬) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে গঠন করেন?
ক) ডিরোজিও√
খ)মধুসূদন দত্ত
গ)মদনমোহন তর্কালঙ্কার
ঘ)সুরেন্দ্রনাথ ঠাকুর
৭) কোন মোগল সম্রাট রোশন আক্তার নামে পরিচিত?
ক) দ্বিতীয় শাহ আলম
খ)দ্বিতীয় আকবর
গ)মোহাম্মদ শাহ √
ঘ)বাহাদুর শাহ জাফর
৮) ভারতীয় সংবিধানের 73 তম সংশোধন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?
ক) নগর পরিকল্পনা
খ) পঞ্চায়েত ব্যবস্থা √
গ)বিদ্যুৎ সরবরাহ
ঘ)নদীর বাঁধ তৈরি
৯)পঞ্চায়েতিরাজ গঠিত হয়েছে-
ক) ব্লক স্তরে
খ) গ্রাম ও ব্লক স্তরে
গ)গ্রাম, ব্লক ও জেলাস্তরে√
ঘ) গ্রাম, ব্লক ,জেলা ও রাজ্যস্তরে
১০) ভারতীয় সংবিধান কার্যকরী হয় কবে থেকে?
ক) 26 শে জানুয়ারির 1950√
খ) 15 আগস্ট 1947
গ) 26 নভেম্বের 1949
ঘ) 15 ই জুন 1952
**ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 26 শে নভেম্বর 1949। এই কারণে 26 শে নভেম্বর এই দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হয়।
১১) আসামের নুনমাটি অঞ্চল কোন শিল্পের সঙ্গে যুক্ত?
ক) লবণ
খ) পেট্রোলিয়াম √
গ)কাগজ
ঘ) সুতিবস্ত্র
১২) বেলে পাথর কোন ধরনের শিলা?
ক) আগ্নেয় শিলা
খ)রূপান্তরিত শিলা
গ) পাললিক শিলা√
ঘ) কোনোটিই নয়
১৩) ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?
ক)NH44√
খ) NH 1
গ)NH 2
ঘ) NH10
১৪) কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত?
ক) ব্রাহ্মণী নদী
খ)দামোদর নদী
গ)কাবেরী নদী
ঘ)কালী নদী√
১৫)সালাদিয়া ন্যাশনাল পার্ক টি কোন রাজ্যে রয়েছে?
ক)কর্ণাটক
খ)উত্তর প্রদেশ
গ) উত্তরাখান্ড
ঘ) আন্দামান ও নিকোবর√
১৬) নিচের কোন নদীটি আটলান্টিক মহাসাগরে পতিত হয় নি?
ক) অরিনোকো
খ) দানিয়ুব √
গ)অ্যামাজন
ঘ)কঙ্গো
*আটলান্টিক মহাসাগরে পতিত হয় এমন নদী গুলো হল অ্যামাজন, কঙ্গো, অরিনোকো, অরেঞ্জ, গাম্বিয়া
১৭) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্য ভট্ট কত সালে মহাকাশে পাঠানো হয়?
ক) 1970
খ) 1975√
গ) 1978
ঘ) 1980
১৮) প্রজেক্ট সংকল্প নিচের কোন রোগটি দূরীকরণের জন্য চালু হয়েছিল?
ক) ম্যালেরিয়া
খ)এইডস √
গ)ক্যান্সার
ঘ)টিভি
১৯) ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কফি উৎপন্ন হয়?
ক) তামিলনাড়ু
খ)অন্ধ্রপ্রদেশ
গ)কেরালা
ঘ) কর্ণাটক√
২০)কোন প্রণালী এশিয়াকে উত্তর আমেরিকা থেকে বিচ্ছিন্ন করে?
ক)বেরিং প্রণালী√
খ) পক প্রণালী
গ)জিব্রাল্টার প্রণালী
ঘ)মালাক্কা প্রণালী
*পক প্রণালী ভারত এবং শ্রীলংকাকে বিচ্ছিন্ন করেছে।
*জিব্রাল্টার প্রণালী আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর কে বিচ্ছিন্ন করেছে
*মালাক্কা প্রণালী সুমাত্রা এবং মালয়েশিয়া কে পৃথক করেছে
২১) কোন রোগ দূরীকরণের জন্য বিসিজি টিকা করন করা হয়?
ক) ম্যালেরিয়া
খ)জন্ডিস
গ)এনকেফেলাইটিস
ঘ) টিউবারকুলোসিস√
২২) উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি?
ক) থার্মোমিটার
খ)পাইরোমিটার√
গ)ক্রায়ওমিটার
ঘ) ক্যালরিমিটার
*নিম্ন তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম ক্রায়ওমিটার
২৩) কিছু বন্যপ্রাণীর দেহে ডোরাকাটা দাগ থাকে কেন?
ক)শিকারের সুবিধার জন্য
খ) ছদ্মবেশ ধারণের সুবিধার জন্য√
গ) গাছে ওঠা সুবিধার জন্য
ঘ) সাঁতার কাটার সুবিধার জন্য
২৪) বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
ক) সিকিম
খ)কর্ণাটক
গ)মধ্যপ্রদেশ √
ঘ)গুজরাট
*মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থিত। 1968 সালে এই উদ্যান কে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। এই উদ্যানে 1336 প্রজাতির উদ্ভিদ আছে
*মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল
২৫) তামাক চাষের জন্য মাটিতে কি থাকা দরকার ?
ক) পটাশ√
খ)ক্যালসিয়াম
গ)নাইট্রোজেন
ঘ) ম্যাগনেসিয়াম
২৬) দাক্ষিণাত্য মালভূমি প্রধানত কোন শিলা দেখা যায়?
ক) ব্যাসল্ট√
খ)গ্রানাইট
গ)লাইমস্টোন
ঘ)স্যান্ডটোন
২৭) আটাকামা মরুভূমি কোন দেশে আছে?
ক) ব্রাজিল
খ) আফ্রিকা
গ) চিলি√
ঘ)আর্জেন্টিনা
২৮) নিচের কোন ঝড়ের গতিবেগ সবথেকে বেশি?
ক) হ্যারিকেন
খ)টর্নেডো√
গ)টাইফুন
ঘ) সাইক্লোন
২৯) নিচের কোনটি একটি তাম্র খনি?
ক) ক্ষেত্রী √
খ)কোলার
গ)রেনকূট
ঘ)রাউলকেল্লা
৩০) ব্ল্যাক প্যাগোডা কোথায় আছে?
ক) মাদুরাই
খ)কোনারক√
গ)গ্যাংটক
ঘ) তিব্বত
৩১) ভলকানাইজেশন পদ্ধতিতে রাবার এর সঙ্গে কি মেশানো হয়?
ক) সালফার√
খ)ফসফরাস
গ)পটাশিয়াম
ঘ)সোডিয়াম
৩২)সূক্ষ্ম ভগ্নাংশ নির্ণয় করতে কোনটি ব্যবহৃত হয়?
ক)ভার্নিয়ার স্কেল √
খ)সেন্টিমিটার স্কেল
গ)বার্লোচক্র
ঘ)হিটার
৩৩) রেশম তন্তু আসলে কি?
ক) শর্করা
খ)ফ্যাট
গ)প্রোটিন√
ঘ)সেলুলোজ
৩৪) লোসার উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়?
ক) জম্মু-কাশ্মীর√
খ)হিমাচল প্রদেশ
গ) আসাম
ঘ)ত্রিপুরা
৩৫) দারুচিনি গাছের কোন অংশ মসলা হিসেবে ব্যবহৃত হয়?
ক) পাতা
খ) বীজ
গ) কুরি
ঘ) বাকল√
৩৬) কয়না জলবিদ্যুৎ প্রকল্প ভারতের কোন রাজ্যে আছে?
ক) অন্ধ্রপ্রদেশ
খ)রাজস্থান
গ) গুজরাট
ঘ) মহারাষ্ট্র√
৩৭) সৌরকোষের জন্য কোন অর্ধপরিবাহী পদার্থ ব্যবহৃত হয়?
ক) জার্মেনিয়াম
খ)সিলিকন √
গ)অ্যালুমিনিয়াম
ঘ)গ্রাফাইট
৩৮)কোন বিজ্ঞানী ভর ও শক্তির সংরক্ষণ নীতি প্রমাণ করেন?
ক)সত্যেন্দ্রনাথ বসু
খ)আইনস্টাইন √
গ)নিউটন
ঘ) জগদীশচন্দ্র বসু
৩৯)ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাস টির ভূমিকা সবথেকে বেশি?
ক) কার্বন ডাই অক্সাইড
খ)কার্বন
গ)ক্লোরোফ্লোরো কার্বন√
ঘ)মিথেন
৪০)বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে?
ক)ট্রপোস্ফিয়ার
খ) স্ট্রাটোস্ফিয়ার
গ)আয়নোস্ফিয়ার√
ঘ) থার্মোস্ফিয়ার
No comments:
Post a Comment