Thursday, March 12, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-১১




আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-১১

১) বালপক্কম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

ক) কর্ণাটক
খ) মেঘালয়√
গ) মধ্যপ্রদেশ
ঘ) রাজস্থান

২) ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত?

ক) হলদিয়া
খ)জামনগর√
গ)ট্রমবে
ঘ)মুম্বাই

৩)  ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়?

ক) কার্শিয়াং
খ) বক্স ডুয়ার্স
গ)মৌসুমী রাম√
ঘ)চেরাপুঞ্জি

৪) ভারতের কোন প্রদেশের তপশিলি উপজাতি শতকরা হার সর্বাধিক?

ক) মেঘালয়
খ)মিজোরাম√
গ)অরুণাচল প্রদেশ
ঘ) উড়িষ্যা

*94.5%

৫) নিম্নের কোনটি ভারতের তিনটি প্রধান নদীর উৎপত্তিস্থল?

ক) অমরকন্টক√
খ)গুরুশিখর
গ)ছোটনাগপুর মালভূমি
ঘ)দোদাবেতা

৬) নিম্নলিখিত শহর গুলির কোনটিতে আণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?

ক) নমনাথপুরম
খ)সালেম
গ)থাঞ্জাভুর
ঘ)কালপককম√

৭) ভারতের কোন অঞ্চলে যাযাবরী পশু পালন করা হয়?

ক) মেঘালয় মালভূমি√
খ)সহ্যাদ্রি
গ)গাড়োয়াল হিমালয়
ঘ)ছোটনাগপুর মালভূমি

৮) কেরলে বর্ষা শুরু হয়-

ক) 1 জুন √
খ)5 জুন
গ) 8 জুন
ঘ)10জুন

৯) ধুয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?

ক) কাবেরী
খ)কৃষ্ণা
গ)পেন্নার
ঘ)নর্মদা√

*কাবেরী নদীর উপর রয়েছে শিবসমুদ্রম জলপ্রপাত

১০)মূলত কোন শস্যের সঙ্গে সবুজ বিপ্লব সম্বন্ধযুক্ত?

ক) গম√
খ)চাল
গ)ভুট্টা
ঘ)বাদাম

১১) ভিলাই ইস্পাত কারখানা কার সহযোগিতায় নির্মিত?

ক) ব্রিটিশ
খ)জার্মান
গ) রাশিয়ান √
ঘ)মার্কিন

*রাউরকেল্লা ইস্পাত কারখানা জার্মানির সহযোগিতায় নির্মিত

১২) ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা চিহ্নিত করে কে?

ক) লর্ড মাউন্টব্যাটেন
খ) স্যার রেডক্লিফ √
গ)স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
ঘ) লরেন্স

১৩) রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে নির্মিত?

ক) ভদ্রা নদী
খ) ব্রাহ্মণী নদী√
গ)দামোদর নদ
ঘ)ভীমা নদী

১৪) রামচরিত মানস এর রচয়িতা কে?

ক) সন্ধ্যাকার নন্দি
খ)তুলসীদাস√
গ) সুরদাস
ঘ) ভবভুতি

*রামচরিত এর লেখক সন্ধ্যাকর নন্দী

১৫) ভারতরত্ন পুরস্কার 2019 কে পেয়েছেন?

ক) ভূপেন হাজারিকা √
খ)প্রদীপ দাস
গ)রানা দাশগুপ্ত
ঘ) কপিল দেব

১৬) লুসাই উপজাতির লোক কোন রাজ্যে দেখা যায়?

ক) হিমাচল প্রদেশ
খ)সিকিম
গ)মধ্যপ্রদেশ
ঘ) ত্রিপুরা√

১৭) "কমিউনিস্ট ম্যানিফেস্টো "বইটির লেখক কে?

ক) অ্যারিস্টোটল
খ)প্লেটো
গ) কাল মার্কস√
ঘ)টি .এস. এলিয়ট

১৮) ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত?

ক) অন্ধ্রপ্রদেশ
খ)হায়দ্রাবাদ√
গ)জয়পুর
ঘ) পাঞ্জাব

১৯) হলুদ বিপ্লব কি উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত?

ক) সার
খ) উদ্যানবিদ্যা
গ) তৈলবীজ √
ঘ)সূর্যমুখী ফুল

২০)" স্কুপ "শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

ক) ফুটবল
খ) হকি√
গ)ভলিবল
ঘ)লন টেনিস

২১) বিশ্ব পর্যটন দিবস কোন দিনটি পালন করা হয়?

ক) 27 জুলাই
খ) 27 আগস্ট
গ) 27 সেপ্টেম্বর √
ঘ) 27 অক্টোবর

২২) সুব্রত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

ক) ফুটবল√
খ)ব্যাডমিন্টন
গ)টেবিল টেনিস
ঘ) হকি

২৩) আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি?

ক) সিয়াম
খ) কোর্টেস
গ) সোরা √
ঘ) নেশনাল অ্যাসেম্বলি

২৪) তিনবিঘা করিডোর কোন দুই দেশের মধ্যে সীমানা নির্দেশ করে?

ক) ভারত -ভুটান
খ) ভারত -বাংলাদেশ √
গ)ভারত- নেপাল
ঘ) ভারত -শ্রীলংকা

২৫) গোয়া রাজ্যের সরকারি ভাষা কোনটি?

ক) গুজরাটি
খ) হিন্দি
গ) কংকনী√
ঘ) মারাঠি

২৬) বজরং পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত?

ক) রেসলিং √
খ) তীরন্দাজি
গ) ব্যাডমিন্টন
ঘ) ভারোত্তোলন

২৭) জার্মানির মুদ্রার নাম কি?

ক) পেসো
খ) রুবেল
গ) ইউরো√
ঘ)পাউন্ড

২৮) সোমনাথ মন্দির কোথায় অবস্থিত?

ক) তিরুবনন্তপুরম
খ) গুজরাট (বেরাবল)√
গ) উত্তরপ্রদেশ
ঘ) অমৃতসর

২৯) গ্রহের গতি কে আবিষ্কার করেন?

ক) এরিস্টটল
খ) কেপলার√
গ)গ্যালিলিও
ঘ) কোপার্নিকাস

৩০) ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) এর সদর দপ্তর কোথায়?

ক) নিউইয়র্ক
খ)জেনেভা, সুইজারল্যান্ড √
গ)লন্ডন
ঘ)প্যারিস

৩১) আল্লারাখা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত?

ক) সরোদ
খ) বীণা
গ)তবলা√
ঘ)বাঁশি

৩২) দুধের বিশুদ্ধতা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার হয়?

ক) হাইড্রোফোন
খ)ল্যাকটোমিটার√
গ)হাইগ্রোমিটার
ঘ)ম্যানোমিটার

৩৩) 2020 সালে Summer Olympic কোন দেশে অনুষ্ঠিত হবে?

ক) এথেন্স, গ্রীস
খ)টোকিও, জাপান √
গ)প্যারিস ,ফ্রান্স
ঘ)লস অ্যাঞ্জেলেস, আমেরিকা

৩৪) ইদুক্কি বাঁধ কোন নদীর উপর নির্মিত?

ক) কৃষ্ণা
খ) তাপ্তি
গ)পেরিয়ার√
ঘ) চম্বল

*ইদুক্কি বাঁধ কেরালা তে অবস্থিত

৩৫)যখন কোন প্লেন ভূমি থেকে উৎক্ষিপ্ত হয় তখন যে শব্দের তীব্রতার মাত্রা উৎপন্ন করে তা হল-

ক)100db
খ)150db√
গ)200db
ঘ)250db

৩৬) মানুষের চোখের যে অংশে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় তা হল-

ক) রেটিনা√
খ)কর্নিয়া
গ)আইরিস
ঘ)কোনোটিই নয়

৩৭) বন্দেমাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক) বিপিনচন্দ্র পাল
খ)অরবিন্দ ঘোষ √
গ)বালগঙ্গাধর তিলক
ঘ)বারীন ঘোষ

৩৮) বাঘাযতীন এর সম্পূর্ণ নাম কি ছিল?

ক)যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় √
খ)যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
গ) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
ঘ)যতীন্দ্রনাথ বাগচী

৩৯) সি.পি.ইউ এর পুরো কথা কি?

ক) সেন্ট্রাল প্রসেসিং ইউনিট√
খ) সেন্ট্রাল প্রাইমারি ইউনিট
গ) সেন্ট্রাল প্রডিউসিং ইউনিট
ঘ) সেন্ট্রাল পাবলিশিং ইউনিট

৪০) লোগো (LOGO) একটি-

ক) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ√
খ) অপারেটিং সিস্টেম
গ) ভাইরাস
ঘ)সার্ভার

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...