SLST/ NET/SET HISTORY MCQ
মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস
Set-5
১) কে গজনী রাজ্যের পত্তন করেন?
ক) সুবক্তগীন
খ)মামুদ
গ)আলপ্তগিন√
ঘ) দাহির
২) মোহাম্মদ বিন কাসেম কার সেনাপতি ছিলেন?
ক) আলপ্তগিন
খ) মামুদ
গ)আলহাজ্জাজ√
ঘ) মোহাম্মদ ঘোরী
৩) ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক কে?
ক) মামুদ√
খ) মোহাম্মদ ঘোরী
গ) সবুক্তগীন
ঘ)মুহাম্মদ বিন কাসিম
*ভারতে তৃতীয় তুর্কি অভিযানের নায়ক মোহাম্মদ ঘোরী
৪)নিচের কোনটি সঠিক নয়?
ক) মামুদ প্রথমবার ভারত আক্রমণ করেন 1000 সালে
খ) মামুদ মোট 16 বার ভারত আক্রমণ করেন√
গ) মাহমুদ শেষবার ভারত আক্রমণ করেন 1027 সালে
ঘ) মাহমুদ সোমনাথ মন্দির লুট করে 1025 সালে
*মামুদ মোট 17 বার ভারত আক্রমণ করেন
৫) আলপ্তগিন কবে গজনী রাজ্যের পত্তন করেন?
ক)862 সালে
খ)912সালে
গ)962সালে√
ঘ)981সালে
৬) সোমনাথ মন্দির ভারতের কোথায় অবস্থিত?
ক) মধ্য প্রদেশ
খ)পাঞ্জাব
গ)জয়পুর
ঘ)গুজরাট√
৭) মামুদ কোন ভারতীয় রাজাকে পরাজিত করেন?
ক) জয়চাঁদ
খ)জয়পাল √
গ)জয়দেব
ঘ)জয়চন্দ্র
৮)" গাজী "ও " বৎ- শিকান " উপাধি কে নেন ?
ক) মামুদ√
খ)নাদির শাহ
গ) মোহাম্মদ ঘোরী
ঘ)মোহাম্মদ বিন কাসেম
৯) আল বিরুনী কত বছর ভারতে ছিলেন?
ক) 8
খ)10 √
গ)12
ঘ)15
১০) নিম্নের কোনটি সঠিক নয়?
ক) মোহাম্মদ ঘোরীর প্রকৃত নাম মইজুদ্দিন
খ) ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘোরী
গ) মোহাম্মদ ঘোরী তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হন
ঘ) তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় 1293 সালে√
*তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় 1192 সালে
১১) কে বাংলাকে প্রথম মুসলিম শাসন অধীনে আনেন?
ক) আলাউদ্দিন খলজী
খ) কুতুবউদ্দিন আইবক
গ)বক্তিয়ার খলজি√
ঘ)ইলতুৎমিস
১২) নিম্নের কোনটি সঠিক নয়?
ক) দাস বংশের শ্রেষ্ঠ সুলতান কুতুবউদ্দিন আইবক√
খ) কুতুব মিনারের নির্মাণকার্য শুরু করেন কুতুবউদ্দিন আইবক
গ) কুতুবউদ্দিন "মালিক "উপাধি গ্রহণ করেন
ঘ) কুতুব উদ্দিন মারা যান 1210 সালে
*দাস বংশের শ্রেষ্ঠ সুলতান ইলতুৎমিস
১৩) ইকতা ব্যবস্থা কি ছিল?
ক) রাজস্ব
খ)ভূমিদান
গ)সামাজিক
ঘ) সামরিক√
১৪) ভারতে সুলতান দের মধ্যে প্রথম রৌপ মুদ্রা চালু করেন কে?
ক) ইলতুৎমিস√
খ)বলবন
গ) আলাউদ্দিন খলজি
ঘ) ফিরোজ শাহ তুঘলক
১৫) বাগদাদের খলিফা আল মুস্তানাসির কোন সুলতান কে" সুলতান ই আজম "উপাধি দিয়েছিলেন?
ক) কুতুবউদ্দিন আইবক
খ) ইলতুৎমিস√
গ)বলবন
ঘ)আলাউদ্দিন খলজী
১৬) নিম্নের কোনটি সঠিক নয়?
ক) রাজিয়া সিংহাসনে বসেন 1236 সালে
খ) বলবনের প্রকৃত নাম উলুঘ খা
গ) পাইবস ও সিজদা চালু করেন ইলতুৎমিস√
ঘ) রাজিয়া মারা যায় 1239 সালে
*পাইবস ও সিজদা চালু করেন বলবন
১৭) বলবনের আমলে বাংলায় কে বিদ্রোহ করেন?
ক) মোহাম্মদ খা
খ) উলুঘ খা
গ)তুঘরিল খা √
ঘ)বখরা খা
১৮) "মেওয়াটি "নামে কারা পরিচিত ছিল?
ক) জলদস্যু
খ) ঠগী দস্যু
গ)আফগান দস্যু
ঘ) রাজপুত দস্যু√
১৯) নিম্নের কোনটি সঠিক নয়?
ক) চল্লিশ চক্রের নেতা ছিলেন বলবন
খ) বাংলায় হিন্দুদের বিদ্রোহ হয়েছিল রাজিয়ার সময়√
গ)চল্লিশ চক্র ভেঙে দেন বলবন
ঘ) কায়কোবাদ কে হত্যা করে জালাল উদ্দিন খলজি
২০)দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী ইসলাম ধর্মে ধর্মান্তরিত মোঙ্গলদের কি বলে?
ক) ভারতীয় মুসলমান
খ)নব মুসলমান √
গ)বিধর্মী মুসলমান
ঘ) ধর্মান্তরিত মুসলমান
২১) আলাউদ্দিন খলজির প্রকৃত নাম কি?
ক) উলুম খা
খ) আলি গুরশপ√
গ) জুনা খাঁ
ঘ) জালাল উদ্দিন
২২) আলাউদ্দিন খলজী সম্পর্কে কোনটি সঠিক নয়?
ক) তিনি সামরিক বাহিনীতে দাগ ও হুলিয়া প্রথা চালু করেছিলেন
খ) মালিক কাফুর ছিল তার বিশ্বস্ত সেনাপতি
গ) তিনি চিতোর আক্রমণ করেন 1300 সালে√
ঘ) তিনি যাদব রাজা রামচন্দ্র দেব কে পরাজিত করেন
*তিনি চিতোর আক্রমণ করেন 1303 সালে
২৩) আলাউদ্দিন খলজির সময় ঐতিহাসিক কে ছিলেন?
ক) জিয়াউদ্দিন বরনী√
খ)ইবন বতুতা
গ)আবুল ফজল
ঘ)অলবিরুনি
২৪) কার আমলে সুলতানি সাম্রাজ্যের সর্বাধিক বার মোঙ্গল আক্রমণ হয়?
ক) ইলতুৎমিস
খ) বলবন
গ)আলাউদ্দিন খলজি √
ঘ)রাজিয়া
২৫) "দেওল রানী খিজির খা "গ্রন্থটির রচয়িতা কে?
ক) আমির খসরু
খ)জিয়াউদ্দিন বরনী √
গ)বদাউনি
ঘ) মিনহাজুল সিরাজ
২৬) পদ্মিনী কার স্ত্রী ছিলেন?
ক) রানা প্রতাপ
খ) রতন দেব
গ)রানা সংগ্রাম সিংহ
ঘ) রতন সিংহ√
২৭) মুহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কি?
ক) জুনা খাঁ √
খ)উলুঘ খাঁ
গ)ফরিদ খাঁ
ঘ)গাজী মালিক
২৮) কোন সুলতান দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করে নাম রাখেন দৌলতাবাদ?
ক) আলাউদ্দিন খলজী
খ)বলবন
গ)মুহাম্মদ বিন তুঘলক√
ঘ)ইলতুৎমিস
২৯) কোন সুলতান সর্বপ্রথম দুর্ভিক্ষ আইন প্রবর্তন করেন?
ক) আলাউদ্দিন খলজী
খ)মহম্মদ বিন তুঘলক√
গ)বলবন
ঘ)ইলতুৎমিস
৩০) কৃষির উন্নতির জন্য মহম্মদ বিন তুঘলক কোন পদের সৃষ্টি করেন?
ক) সহাদ আমির
খ)দার -উল -সাকা
গ)আমির -ই কোহি √
ঘ) তবকাত-ই-নাসির
No comments:
Post a Comment