আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-১৪
১) ভারতের সর্বোচ্চ রেলস্টেশন কোথায়?
ক) লে
খ)জম্মু
গ) ঘুম √
ঘ)পাঠানকোট
২)মনুষ্য সৃষ্ট বৃহত্তম হ্রদ কোনটি?
ক)বৈকাল
খ)উলার
গ) গোবিন্দ সাগর √
ঘ) রানা প্রতাপ সাগর
৩)পালঘাট কোন দুটি রাজ্য এর মধ্যে সংযোগ স্থাপন করেছে?
ক) সিকিম এবং তামিলনাড়ু
খ) মহারাষ্ট্র এবং গুজরাট
গ) কেরালা এবং তামিলনাড়ু√
ঘ) অরুনাচল প্রদেশ এবং সিকিম
৪)কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে গিয়েছে?
ক) গোদাবরী
খ) নর্মদা√
গ)কৃষ্ণা
ঘ)মহানদী
৫)জওহর টানেল কোন রাজ্যে অবস্থিত?
ক) জম্মু ও কাশ্মীর √
খ) মহারাষ্ট্র
গ) কর্ণাটক
ঘ) হিমাচল প্রদেশ
৬) পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি বনভূমি রয়েছে?
ক) দার্জিলিং
খ)দক্ষিণ 24 পরগনা√
গ)ঝারগ্রাম
ঘ)জলপাইগুড়ি
৭)ভারতের বৃহত্তম জাহাজ তৈরি কেন্দ্র কোনটি?
ক) কোচিন √
খ) পারাদ্বীপ
গ) কান্ডিলা
ঘ) তুতিকোরিন
৮)দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?
ক) কোয়েম্বাটুর √
খ) ব্যাঙ্গালুরু
গ) চেন্নাই
ঘ) মাদুরাই
৯) ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি?
ক) রানীগঞ্জ √
খ)ঝরিয়া
গ)বোকারো
ঘ)করনপুর
১০) পরেশনাথ পাহাড় কোন মালভূমিতে অবস্থিত?
ক) ছোটনাগপুর√
খ)মালব
গ)বাঘেলখান্ড
ঘ) ছত্রিশগড়
১১) মাতলা নদী কোন জেলায় অবস্থিত?
ক) হুগলি
খ)বীরভূম
গ)বর্ধমান
ঘ) দক্ষিণ 24 পরগনা√
১২)মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা অপসারিত হতে পারেন?
ক)প্রধানমন্ত্রী
খ) সংসদের পরামর্শে রাষ্ট্রপতি √
গ)সংসদ
ঘ)রাষ্ট্রপতির ইচ্ছায়
১৩) সারকারিয়া কমিশন নিযুক্ত হয়েছিল কেন?
ক)কাবেরী জল বন্টন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ
খ) বেসরকারি উদ্যোগে গঠিত সংস্থার কাজকর্ম পরীক্ষা করা
গ) কেন্দ্র-রাজ্য সম্পর্ক পরীক্ষা করা√
ঘ) জম্মু এবং কাশ্মীর সংকটের সমাধান খুঁজে বার করা
১৪) কোন আর্টিকেলে অল ইন্ডিয়া সার্ভিস এর কথা বলা হয়েছে?
ক) আর্টিকেল 314
খ) আর্টিকেল 311
গ)আর্টিকেল 312√
ঘ) আর্টিকেল 317
১৫)রোগ সংক্রমণকারী কে কি বলা হয়?
ক) ভেক্টর √
খ)কন্ডাক্টর
গ)ট্রান্সমিটার
ঘ)ড্রোনস
১৬) নিচের কোনটি জৈব সার হিসেবে ব্যবহৃত হয়?
ক) অ্যাজোলা√
খ) ইউরিয়া
গ)আখের ছিবড়া
ঘ) ক্লস্ট্রিডিয়াম
১৭)2016 সালের 16 ই জানুয়ারি নিচের কোনটিকে ভারতের প্রথম জৈব সার ভিত্তিক রাজ্য হিসেবে গণ্য করা হয়?
ক) কেরালা
খ) গোয়া
গ)সিকিম √
ঘ)তেলেঙ্গানা
১৮) গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয়-
ক) গোলাকার অবতল দর্পণ
খ) অধিবৃত্তাকার অবতল দর্পণ √
গ)সমতল দর্পণ
ঘ)গোলাকার উত্তল দর্পণ
১৯)ধাতুবিদ্যা খুব ধীরগতিতে শীতলীকরণ পদ্ধতি কে কি বলা হয়?
ক) কোয়েঞ্চিং
খ) অ্যানিলিং √
গ)হার্ডনিং
ঘ)কোল্ড ওয়ার্কিং
২০)অতি নিম্ন তাপমাত্রা গঠিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান কে কি নামে পরিচিত?
ক) ফ্রোজেনিক্স
খ)ক্রায়োজেনিকস √
গ)রেফ্রিজিনিস
ঘ)সাইটোজেনিকস
২১) লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে কি বলে?
ক) মেসোফাইট
খ)হ্যালোফাইট √
গ)থ্যালোফাইট
ঘ)হাইড্রোফাইট
২২) কোন চোল রাজা বাংলা আক্রমণ করেছিলেন?
ক) কারিকল
খ)প্রথম রাজেন্দ্র চোল √
গ)প্রথম রাজ রাজ
ঘ)মহেন্দ্র বর্মন
২৩) চিতোরের বিজয়স্তম্ভ কে তৈরি করেন?
ক)মহারানা প্রতাপ
খ) রানা সংগ্রাম সিংহ
গ)রানা কুম্ভ√
ঘ)রানা রতন সিংহ
২৪)ভারতের প্রথম মহিলা মুসলিম শাসক কে?
ক) চাঁদ বিবি
খ) সুলতানা রাজিয়া √
গ) নুরজাহান
ঘ) হাজরত মহল
২৫)সুলতানা রাজিয়া কার মেয়ে ছিলেন?
ক) বলবন
খ) কুতুব উদ্দিন আইবক
গ) ইলতুত্মিস √
ঘ) রুফু-উদ-দিন
২৬)বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস-চ্যান্সেলর কে?
ক) সত্যেন্দ্রনাথ ঠাকুর
খ)স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়√
গ)রমাপ্রসাদ রায়
ঘ)জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর
২৭)প্রথম ভারতীয় আই.সি.এস কে?
ক)সত্যেন্দ্রনাথ ঠাকুর √
খ)জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর
গ)স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
ঘ) রমাপ্রসাদ রায়
২৮)স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কি?
ক) অভি শঙ্কর
খ) গৌরি শঙ্কর
গ) দয়া শঙ্কর
ঘ) মূলা শঙ্কর√
২৯)লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কত খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হয়েছিলেন?
ক)) 1820
খ) 1825
গ) 1828 √
ঘ) 1830
৩০) সিংহলি মত অনুসারে বুদ্ধের পরিনির্বাণ ঘটেছিল কবে?
ক)483 খ্রিস্টপূর্ব
খ)486খ্রিস্টপূর্ব
গ)543খ্রিস্টপূর্ব√
ঘ)546খ্রিস্টপূর্ব
৩১) বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে?
ক)এমজি রানাডে
খ)কেশবচন্দ্র সেন
গ)শ্রীমতি অ্যানি বেসন্ট√
ঘ)জিএইচ দেশমুখ
৩২) নাসিক কোন নদীর তীরে অবস্থিত?
ক) মহানদী
খ) তাপ্তি
গ)গোদাবরি √
ঘ) কৃষ্ণা
*তাপ্তি নদীর তীরে অবস্থিত সুরাট
৩৩) নামধাপা জাতীয় অরণ্য কোথায় অবস্থিত?
ক) মিজোরাম
খ) মনিপুর
গ) ত্রিপুরা
ঘ)অরুণাচল প্রদেশ√
৩৪)কামাখ্যা মন্দির কোণ রাজ্যে অবস্থিত?
ক) তামিল নাড়ু
খ) আসাম √
গ) হিমাচল প্রদেশ
ঘ) মণিপুর
৩৫) অপারেশন ফ্লাড কিসের সঙ্গে সম্পর্কিত?
ক) ওয়াটার ম্যানেজমেন্ট
খ) ফ্ল্যাট কন্ট্রোল
গ)প্রোডাকশন অফ মিল্ক √
ঘ)প্রডাকশন অফ ফিস
৩৬) বানার ঘাটা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
ক) কেরালা
খ) কর্ণাটক√
গ)ঝাড়খন্ড
ঘ) উত্তর প্রদেশ
৩৭)"দি ম্যাজিক মাউন্টেন" বইটি কার লেখা?
ক) লিও টলস্টয়
খ)সমারসেট মম
গ)থমাস মান√
ঘ)থমাস পাইন
৩৮)"বাইগা উপজাতি "কোন রাজ্যে বসবাস করে?
ক) উত্তরপ্রদেশ
খ) মধ্যপ্রদেশ √
গ)রাজস্থান
ঘ)তামিলনাড়ু
৩৯) সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক) ব্যারাকপুর
খ) যাদবপুর√
গ)বারুইপুর
ঘ)জয়পুর
৪০) "ডিগো"শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
ক) ক্রিকেট
খ) বিলিয়ার্ড√
গ)ফুটবল
ঘ)পোলো
৪১)"বিশ্ব প্রকৃতি দিবস" কোন দিনটি পালন করা হয়?
ক) 3 জুলাই
খ) 3 আগস্ট
গ) 3 অক্টোবর√
ঘ) 3 ডিসেম্বর
৪২)"সিন্ধিয়া গোল্ড কাপ "কোন খেলার সঙ্গে যুক্ত?
ক) ক্রিকেট
খ) হকি √
গ)ফুটবল
ঘ)গলফ
৪৩) গোয়ালিয়র কোন নদীর তীরে অবস্থিত?
ক) কাবেরী
খ)চম্বল√
গ)তুঙ্গভদ্রা
ঘ)নর্মদা
৪৪) প্রণব বর্ধন কোন খেলার সঙ্গে যুক্ত?
ক) রান
খ)ব্রিজ √
গ)রেসলিং
ঘ) ভারোত্তোলন
৪৫) উত্তর কোরিয়ার রাজধানীর নাম কি?
ক) ভিয়েনা
খ)মাদ্রিদ
গ) পিয়াং ইয়াং√
ঘ) প্যারিস
৪৬) থাইল্যান্ডের মুদ্রার নাম কি?
ক) ইউরো
খ) লিরা
গ) বাট√
ঘ) ডলার
৪৭) পঞ্চ মহল কোথায় অবস্থিত?
ক) পশ্চিমবঙ্গ
খ)ফতেপুর সিক্রি√
গ)মহীশূর
ঘ) দিল্লি
৪৮)Yahoo একটি
ক) সার্চ ইঞ্জিন √
খ)ডেটাবেস
গ)গেম
ঘ)স্টোরেজ ডিভাইস
৪৯)ওয়ার্ড প্যাড হল একটি-
ক) এডিটর(Editor)√
খ)ডিবাগার(Debugger)
গ)লোকেটর(Locator)
ঘ)লিংকার(Linker)
৫০) পেন ড্রাইভ ( Pen drive) হল একটি-
ক) ডিস্ক ড্রাইভার(Disk driver)
খ) স্পিকার(Speaker)
গ)স্টোরেজ ডিভাইস(Storage Device)√
ঘ)ইউ পি এস(UPS)
https://drive.google.com/file/d/1PSewMsXN-me_7jyAA8AuOaSD5mH1sk75/view?usp=drivesdk
No comments:
Post a Comment