আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-১৫
১)ভারতের কতগুলি রাজ্য নেপালের সাথে সীমানা স্পর্শ করেছে?
ক)3
খ)4
গ)5√
ঘ)6
*উত্তরাখান্ড, উত্তর প্রদেশ, বিহার ,পশ্চিমবঙ্গ, সিকিম
২) তুঙ্গভদ্র প্রকল্পটি ভারতের কোন অংশে রয়েছে?
ক) পূর্ব ভারত
খ) পশ্চিম ভারত
গ)দক্ষিণ ভারত√
ঘ) উত্তর ভারত
*তুঙ্গ ভদ্রার প্রকল্প অন্ধপ্রদেশ
৩) সর্বোচ্চ চুনাপাথর উৎপাদনকারী রাজ্য কোনটি?
ক) রাজস্থান
খ)মধ্যপ্রদেশ √
গ)অন্ধ্রপ্রদেশ
ঘ)উত্তর প্রদেশ
*সিমেন্টের একটি আকরিক হলো চুনাপাথর
৪)পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তরমুজ উৎপন্ন হয়?
ক) বর্ধমান
খ) কুচবিহার
গ) দক্ষিণ 24 পরগনা√
ঘ)পুরুলিয়া
*কুচবিহারের সবচেয়ে বেশি উৎপন্ন হয় তামাক
*বর্ধমানে সবচেয়ে বেশি উৎপন্ন হয় ধান
৫)নদীর কোন প্রবাহে অশ্বখুরাকৃতি হ্রদ সৃষ্টি হয়?
ক) উচ্চ বা পার্বত্য প্রবাহে
খ) মধ্য বা উপত্যকা প্রবাহে√
গ) নিম্ন বা সমভূমি প্রবাহে
ঘ)কোনোটিই নয়
৬) আল্পস কোন জাতীয় পর্বতমালা
ক) ভঙ্গিল√
খ) স্তুপ
গ) ক্ষয়জাত
ঘ)আগ্নেয়
৭) চুনাপাথর এবং চক কোন প্রকারের শিলার উদাহরণ?
ক)আগ্নেয় শিলা
খ)জৈব প্রক্রিয়ায় সৃষ্ট পাললিক শিলা√
গ)রূপান্তরিত শিলা
ঘ) যান্ত্রিক ভাবে সৃষ্ট পাললিক শিলা
৮) ইলেকট্রিক ইস্ত্রি কে গরম করার জন্য কোন উপাদান ব্যবহৃত হয়?
ক) তামা
খ) টাংস্টেন
গ) মাইকা
ঘ) নাইক্রোম√
৯) ব্রহ্মান্ডের সবথেকে হালকা মৌল কোনটি?
ক) হিলিয়াম
খ)হাইড্রোজেন√
গ) নাইট্রোজেন
ঘ) সিলিকন
১০) অপটিক্যাল ফাইবার এর কার্যনীতি হলো-
ক)প্রতিসরণ
খ)অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন √
গ)বিক্ষেপণ
ঘ) প্রতিফলন
১১) একটি ঘড়ির স্প্রিং কে গুটালে কি ধরনের শক্তি কাজ করে?
ক)গতিশক্তি
খ) স্থিতিশক্তি√
গ)তড়িৎ শক্তি
ঘ)চুম্বক শক্তি
১২)ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান-
ক) কমে যায় √
খ) বেড়ে যায়
গ) একই থাকে
ঘ)উপরের কোনোটিই নয়
১৩) ইথাইল অ্যালকোহল জলে সম্পূর্ণ মিশ্রিত হয়।ওই মিশ্রণ থেকে ইথাইল অ্যালকোহল কে পৃথক করা যায় কিভাবে?
ক)পৃথকীকরণ চোঙ এর সাহায্যে
খ) বাষ্পীভবনের সাহায্যে
গ)আংশিক পাতনের সাহায্যে√
ঘ) জল বাষ্পীভূত করে
১৪) একটি সেলাই মেশিনের গতি-
ক) বৃত্তাকার গতি
খ)সরলরৈখিক গতি
গ)দোলন গতি
ঘ) ঘূর্ণন গতি√
১৫)রকেটের কার্যনীতি নিউটনের কোন গতি সূত্র উপর নির্ভরশীল?
ক)প্রথম সূত্র
খ) দ্বিতীয় সূত্র
গ) তৃতীয় সূত্র√
ঘ)প্রথম ও দ্বিতীয় সূত্র
১৬)সর্বপ্রথম কোন বিজ্ঞানী ব্ল্যাকহোলের পূর্বাভাস দিয়েছিলেন?
ক) কোপারনিকাস
খ)আইনস্টাইন√
গ) রাদারফোর্ড
ঘ)সত্যেন বোস
১৭)কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টের গঠনের কথা বলা হয়েছে?
ক)124 ধারা√
খ)148 ধারা
গ)164 ধারা
ঘ)216 ধারা
*216 ধারা তে হাইকোর্ট গঠনের কথা বলা হয়েছে
*164 ধারা তে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলা হয়েছে
১৮)কোন ধারায় ভোটদানের অধিকারের কথা বর্ণিত আছে?
ক) ধারা 324
খ)ধারা 326√
গ)ধারা 280
ঘ) ধারা 243
*ধারা 324 এ নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে
*ধারা 280 তে অর্থ কমিশনের কথা বলা হয়েছে
*ধারা 243 বলা হয়েছে পঞ্চায়েতের সংজ্ঞা
১৯) নিম্নের কোনটি সঠিক নয়?
ক) Schedule 2- ভাতা
খ)Schedule 5-তপশিল অঞ্চল
গ)Schedule 6-আসাম মেঘালয় এবং মিজোরামের উপজাতি অঞ্চল
ঘ)Schedule 10-পঞ্চায়েত সমূহ√
*Schedule 11-তে পঞ্চায়েত সমূহের কথা বলা হয়েছে
২০) ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে সংবিধানের কোন ধারা অনুসারে?
ক) 365
খ) 356√
গ) 355
ঘ) 352
২১) ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি হচ্ছে-
ক)এককেন্দ্রিক
খ) যুক্তরাষ্ট্রীয়√
গ) কৃতিত্ব প্রধান
ঘ)রাষ্ট্রপতি শাসিত
২২)অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতুবি রাখা হয়েছিল?
ক) 1918
খ) 1920
গ) 1922√
ঘ) 1924
২৩)জালিয়ানওয়ালাবাগের অব্যাহত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল?
ক) টেলিগ্রাফ প্রবর্তন
খ)সাইমন কমিশনের আগমন
গ) অসহযোগ আন্দোলন
ঘ)রাওলাট আইন প্রণয়ন√
*রাওলাট আইন প্রণয়ন হয় 1919 সালে
২৪)ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দেমাতরম গানটি গাওয়া হয়?
ক)1920 অধিবেশনে
খ)1906অধিবেশনে
গ)1896অধিবেশনে√
ঘ)1922অধিবেশনে
২৫) কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব পেশ হয়?
ক) দিল্লী
খ)বোম্বে
গ)লাহোর √
ঘ)লখনৌ
*লাহোর অধিবেশন 1940 সালে
২৬) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়?
ক) অমৃতসর√
খ) জলন্ধর
গ) লাহোর
ঘ)দিল্লি
২৭)কোন ব্রিটিশ শাসক ভারতের পুলিশ প্রশাসনের স্থাপন কর্তা ছিলেন?
ক) লর্ড কর্নওয়ালিস√
খ) লর্ড ওয়েলেসলি
গ) লর্ড ডালহৌসি
ঘ) লর্ড বেন্টিঙ্ক
২৮)বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা কে ছিলেন?
ক)নীলরতন সরকার
খ) প্রফুল্ল চন্দ্র রায়√
গ) দ্বারকানাথ ঠাকুর
ঘ) বিধানচন্দ্র রায়
২৯)ক্রিপস মিশন প্রস্তাব" একটি ফেল করা ব্যাংকের উপর আগামীদিনের চেক " একথাটি কার?
ক)সরদার বল্লভ ভাই প্যাটেল
খ) সুভাষচন্দ্র বোস
গ)জহরলাল নেহেরু
ঘ) মহাত্মা গান্ধী√
৩০) স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ কোথায় প্রতিষ্ঠা করে?
ক) বোম্বে√
খ) লাহোর
গ)নাগপুর
ঘ) আহমেদ নগর
৩১) কে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন?
ক)আলাউদ্দিন খলজি
খ) মহম্মদ বিন তুঘলক
গ)বক্তিয়ার খলজি √
ঘ) মুহাম্মদ বিন কাসিম
৩২) ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন?
ক) মরক্কো √
খ)পার্শিয়া
গ) তুর্কি
ঘ)মধ্য এশিয়া
৩৩) কোন রাজ্যে নল সরোবর পাখি অভয়ারণ্য অবস্থিত?
ক) মহারাষ্ট্র
খ)গুজরাট√
গ) মধ্যপ্রদেশ
ঘ) উত্তর প্রদেশ
*গুজরাটের একটি বিখ্যাত অভয়ারণ্য হল গির অরণ্য ।এটি সিংহের জন্য বিখ্যাত
৩৪) কোন রাজ্য গার্ডেন সিটি নামে পরিচিত?
ক) কর্ণাটক √
খ)উত্তরপ্রদেশ
গ)তামিলনাড়ু
ঘ) রাজস্থান
৩৫) সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোন রাজ্যে অবস্থিত?
ক) পশ্চিমবঙ্গ
খ)অন্ধ্রপ্রদেশ
গ) উড়িষ্যা√
ঘ) উত্তর প্রদেশ
*উড়িষ্যার কটক এ অবস্থিত
*পশ্চিমবঙ্গে আছে পাট গবেষণা কেন্দ্র
৩৬) কৈলাসের বিখ্যাত রক -কাট মন্দির কোথায় অবস্থিত?
ক) অজন্তা
খ) বাদামি
গ) ইলোরা √
ঘ)এলিফ্যান্ট
৩৭) রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্প টি কোথায় অবস্থিত?
ক) পুরুলিয়া
খ) বাঁকুড়া
গ) বীরভূম
ঘ) দার্জিলিং√
৩৮) কামাখ্যা মন্দির কোন রাজ্যে অবস্থিত?
ক) তামিলনাড়ু
খ) আসাম√
গ) হিমাচল প্রদেশ
ঘ)মনিপুর
৩৯) ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
ক) সিনেমা
খ) শিল্প
গ)সাহিত্য √
ঘ)সংগীত
৪০) কোন রাজ্যে শোনপুর পশু উৎসব পালিত হয়?
ক) গুজরাট
খ)রাজস্থান
গ) অন্ধ্র প্রদেশ
ঘ) বিহার√
৪১) বৈদ্যুতিক জেনারেটর কে আবিষ্কার করেন?
ক) এডিসন
খ)গ্যাব্রিয়েল
গ) ওয়াটারম্যান
ঘ)মাইকেল ফ্যারাডে√
৪২)"Changing India"বইটির লেখক কে?
ক) মনমোহন সিং√
খ) রাকেশ আনন্দ বক্সী
গ) মিশেল ওবামা
ঘ)কৃষ্ণা ত্রিলোক
৪৩) প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি সমাধিস্থল কোথায়?
ক) অভয় ঘাট
খ) রাজঘাট
ঘ)নিগামবোধ ঘাট √
ঘ)শান্তিবন
*রাজঘাট মহাত্মা গান্ধীর সমাধিস্থল
*অভয় ঘাট মোরারজি দেশাইয়ের সমাধিস্থল
*শান্তিবন জহরলাল নেহেরুর সমাধিস্থল
৪৪) জাতীয় বিমান গবেষণাগার কোথায় অবস্থিত?
ক) হায়দ্রাবাদ
খ)বেঙ্গালুরু√
গ)মুম্বাই
ঘ)গুজরাট
৪৫) জুলেরিমে ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?
ক) ক্রিকেট
খ)ফুটবল√
গ)দাবা
ঘ) গলফ
৪৬) LAN কথাটির পুরো অর্থ কি?
ক) Local Area Network√
খ) Linked Area Network
গ) Local Analogue Network
ঘ) Linked Analogue Network
৪৭) Email কথাটির পুরো অর্থ কি?
ক) Easy Mail
খ) Essential Mail
গ) Electronic Mail√
ঘ) None of these
৪৮) Keyboard হল একটি-
ক) System Device
খ) Output Device
গ) Input Device√
ঘ) Memory Device
https://drive.google.com/file/d/1QwZDyk0eyryW6K4-pDp0JRG5gjpF6ClI/view?usp=drivesdk
No comments:
Post a Comment