Thursday, March 19, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-১৭


আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-১৭

১) জীব বৈচিত্র্য কাকে বলে?

ক)কঠিন বর্জ্য পুনর্ব্যবহার
খ)পৃথিবীতে জীবনের বৈচিত্র√
গ) সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ
ঘ)প্রাণীদের অধ্যায়ন

২)কোন রাজ্যে বসবাসকারী তপশিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি?

ক) কর্ণাটক
খ) উড়িষ্যা
গ) ঝড়খান্ড
ঘ)মধ্যপ্রদেশ√

৩)ভারতের পরিবেশ সুরক্ষা আন্দোলনের অন্যতম রূপকার কে?

ক)লাল বাহাদুর শাস্ত্রী
খ)সুন্দরলাল বহুগুণা√
গ)ইন্দিরা গান্ধী
ঘ)মানেকা গান্ধী

৪)কোন দেশ থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়?

ক) আমেরিকা
খ)ইংল্যান্ড
গ)সুইডেন√ 
ঘ)নিউজিল্যান্ড

৫) পরিযায়ী পাখিদের সংখ্যা হ্রাসের কারণ কি?

ক) বসতির ধ্বংসসাধন √
খ)প্রতিকূল আবহাওয়া
গ)কীটনাশক ধ্বংসসাধন
ঘ)নতুন বসতি স্থাপন

৬) কোন প্রাণীটি ভারত থেকে চিরতরে লুপ্ত হয়ে গেছে?

ক) চিতা
খ) হায়না
গ)জল হস্তি
ঘ)তুষার চিতা√

৭)"Hoolock Gibbon" নামক প্রাণী কোথায় দেখতে পাওয়া যায়?

ক)কর্ণাটক
খ) উত্তরাখান্ড√
গ) নাগাল্যান্ড
ঘ) ঝাড়খন্ড

৮)রেটুন প্রথা যে কৃষির সঙ্গে যুক্ত সেটি হল -

ক) পাট
খ) গম
গ) কার্পাস
ঘ)আখ√

৯)হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ‍্য  হল --

ক) পশ্চিমবঙ্গ
খ)হরিয়ানা
গ) পাঞ্জাব√
ঘ) অন্ধ্রপ্রদেশ

১০)বল‌উইভিল পোকার আক্রমণে যে চাষের ক্ষতি হয়

ক)পাট
খ) তুলা√
গ)গম
ঘ) ধান

১১) রাগি উৎপাদনে ভারতের প্রথম রাজ‍্য হল -

ক) কর্ণাটক√
খ) রাজস্থান
গ) মধ‍্যপ্রদেশ
ঘ) পাঞ্জাব

১২) সূর্য গ্রহণ কখন ঘটে?

ক) পৃথিবী ,সূর্য ও চাঁদের মধ্যে আসে
খ) চাঁদ ও সূর্যের মধ্যে সমকোণ উৎপন্ন হলে
গ) চাঁদ ,সূর্য ও পৃথিবীর মাঝে আসে√
ঘ) সূর্য, চাঁদ ও পৃথিবীর মাঝে আসে

১৩)নভসেবা কোথাকার আধুনিক সামুদ্রিক বন্দর?

ক)দিল্লি
খ)মুম্বাই√
গ) তুতিকরিন
ঘ)মাদ্রাজ

১৪) সেরিকালচার কোনটির সঙ্গে সম্পর্কিত?

ক)মৌমাছি পালন
খ) গাছের বৃদ্ধি
গ)রেশম পোকার পালন√
ঘ) মাছ ধরা

১৫) পিচব্লেন্ড কিসের সাথে সম্পর্কিত?

ক) রেডিয়াম
খ)ইউরোনিয়াম √
গ)থোরিয়াম
ঘ) প্লুটোনিয়াম

১৬)সূর্য সম্বন্ধে স্টাডি করার জন্য ISROকোন স্পেস ক্রাফট লঞ্চ করবে?

ক) সূর্য
খ)আদিত্য√
গ) রবি
ঘ) ভাস্কর



১৭)নিম্নের কে" লাখবক্স "নামে পরিচিত?

ক) নাসির উদ্দিন মাহমুদ
খ) বলবন
গ)আইবক√
ঘ) ফিরোজ শাহ তুঘলক

১৮) কুতুব মিনারের কাজ কে সমাপ্ত করে?

ক) বলবন
খ)ইলতুৎমিস√
গ) আইবক
ঘ)আরাম শাহ



১৯)নিম্নের কোনটি একক হীন রাশি নয় ?

ক) আপেক্ষিক তাপ
খ)পারমাণবিক গুরুত্ব
গ)আপেক্ষিক গুরুত্ব√
ঘ)উষ্ণতা

২০)গ্রীষ্মকালে হালকা রঙের পোশাক পরলে আরাম লাগে কেন?

ক) হালকা রঙ তাপের ভালো বিচ্ছুরক√
খ)হালকা রঙ তাপের ভালো শোষক
গ)হালকা রং ভালো ঘাম শোষক
ঘ)হালকা রঙ শরীরের ঘাম বেশি নির্গত করে

২১)স্ট্রেঞ্জার গ্যাস কাকে বলা হয়?

ক) আর্গন
খ) জেনন√
গ) নিয়ন
ঘ) রেডন

২২)তেজস্ক্রিয়তার একক কোনটি?

ক) হেনরি
খ) টেসলা
গ) কুরি√
গ) টর্ক

২৩)সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে কোনটি ব্যবহার করা হয়?

ক)ফটোভোল্টিক সেল √
খ)মাধ্যাকর্ষণ শক্তি
গ) আল্ট্রাভায়োলেট রে
ঘ)পারমাণবিক সংযোজন

২৪) কোন ধাতুটি সবথেকে বেশি বায়ু দূষণ ঘটায়?

ক) লোহা
খ)সিসা√
গ)ক্রোমিয়াম
ঘ) তামা

২৫) নিম্নোক্ত কোন গ্যাসটি রঙিন ও গন্ধহীন নয়?

ক) নাইট্রোজেন
খ) ক্লোরিন √
গ)হাইড্রোজেন
ঘ)অক্সিজেন


২৬)গতিশীল অবস্থায় একটি বস্তু নিম্নোক্ত কোনটি অর্জন করে?

ক)কাইনেটিক এনার্জি√
খ) পোটেনশিয়াল এনার্জি
গ)মেকানিকাল এনার্জি
ঘ) হিট এনার্জি

২৭) উড়ন্ত বিমানের কেবিন এর ভেতরে চাপ কেমন হবে?

ক)বাইরের চাপ এর সমান হবে
খ) বাইরের চাপ এর থেকে কম হবে
গ)বাইরের চাপ এর থেকে বেশি হবে√
ঘ) সমুদ্রস্তরের স্বাভাবিক বায়ুমন্ডলীয় চাপ এর সমান

২৮) পানীয় জলের শুদ্ধিকরণের কোনটি ব্যবহৃত হয়?

ক) Catalytic Agent
খ) Reducing Agent
গ) Sterilizing Agent
ঘ) 0xidizing Agent√



২৯)লোকসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন?

ক) লোকসভার অধ্যক্ষ√
খ) রাষ্ট্রপতি
গ)উপরাষ্ট্রপতি
ঘ)ভারতের প্রধান বিচারপতি

৩০)কোন রাজ্যে সর্ব প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা চালু হয়?

ক) হরিয়ানা
খ)রাজস্থান√
গ)মধ্যপ্রদেশ
ঘ)অন্ধপ্রদেশ

৩১)কোন সাংবিধানিক সংশোধন কে "মিনি সংবিধান" বলা হয়?

ক) 42 তম√
খ)43 তম
গ)44 তম
ঘ) 32 তম

৩২)সংবিধানে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

ক)জেবি কৃপালনি
খ)রাজেন্দ্র প্রসাদ
গ)জহরলাল নেহেরু
ঘ)বি আর আম্বেদ কার√

*29 শে আগস্ট 1947 সালে তিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হয়েছিলেন

৩৩) নিম্নলিখিত কোন ব্যক্তি গণপরিষদের সদস্য ছিলেন না?

ক)ডঃ রাজেন্দ্র প্রসাদ
খ)কে এম মুন্সি
গ)মহাত্মা গান্ধী√
ঘ)আবুল কালাম আজাদ

৩৪) ভারতের গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন?

ক)ডঃ রাজেন্দ্র প্রসাদ
খ)ডঃ বি আর আম্বেদকর
গ)স্যার বি এন রায়√
ঘ)কে এম মুন্সি

৩৫)সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী হিন্দিকে রাজভাষা মর্যাদা দেওয়া হয়েছে?

ক) ধারা 243
খ)ধারা 343 √
গ)ধারা 323
ঘ) ধারা 234


৩৬)তাজমহল কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ-এর তকমা পায়?

ক)১৯৮৩√
খ)১৯৮৪
গ)১৯৮৭
ঘ)১৯৯৯

৩৭)ইম্ফল কোন রাজ্যের রাজধানী?

ক) অরুণাচল প্রদেশ
খ)মনিপুর √
গ)নাগাল্যান্ড
ঘ)ত্রিপুরা

৩৮)পোটোম্যাক নদীর তীরে কোন শহরটি অবস্থিত?

ক) বার্লিন
খ) মাদ্রিদ
গ)ওয়াশিংটন ডিসি√
ঘ)লন্ডন

৩৯)গ্রীন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত?

ক) চেন্নাই
খ) আমেদাবাদ
গ) কানপুর √
ঘ)জোহান্সবার্গ

৪০)ভারতের মঙ্গলয়েড দেখা যায় কোণ অঞ্চলে?

ক) দক্ষিণাঞ্চলে
খ) দক্ষিণ – মধ্যাঞ্চলে
গ) উত্তর – পশ্চিমাঞ্চলে
ঘ) উত্তর পূর্বাঞ্চলে√

৪১)"ইন্দিরা গান্ধী রিটার্নস" বইটির রচয়িতা কে?

ক) খুশবন্ত সিং
খ)নীরদ সি চৌধুরী
গ) কুলদীপ নায়ার√
ঘ)বিজয় লক্ষী পন্ডিত

৪২)মাইথন ড্যাম কোন নদীতে অবস্থিত?

ক) গঙ্গা
খ) রূপনারায়ণ
গ) দামোদর√
ঘ)তিস্তা

৪৩)"মহাবলীপুরম "স্থাপত্যকীর্তি দেখা যায় ভারতের কোন রাজ্যে?

ক) কেরালা
খ)অন্ধপ্রদেশ
গ)তামিলনাড়ু√
ঘ) কোনোটিই নয়

৪৪) টিপু সুলতান মসজিদ কোথায় অবস্থিত?

ক) ব্যাঙ্গালোর
খ) কলকাতা√
গ) দিল্লি
ঘ) পন্ডিচেরি

৪৫) বিশ্ব ঐতিহ্য স্থান ভীমবেটকা কী জন্য প্রসিদ্ধ?

ক) বনাঞ্চল
খ)পর্বতমালা
গ) Rock Shelter√
ঘ)ঝর্ণা


৪৬)1024GB=?

ক) 1EB
খ)1TB√
গ1PB
ঘ)1ZB

*1024MB= 1GB

৪৭) কম্পিউটারকে Wireless নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে কোন ডিভাইস টি ব্যবহৃত হয়?

ক) রাউটার√
খ) টেলিফোন
গ) সার্ভার
ঘ) LAN

৪৮)PDF এর ফুল ফর্ম কি?

ক) Protocol Document Form
খ) Printable Document Format
গ) Portable Document Format√
ঘ) Page Wise Document Format

৪৯)BIOS এর পূর্ণরূপ কি?

ক) Binary Interchange Operation System
খ) Basic Input Output System√
গ) Basic Input Operation Symbol
ঘ) Basic Interface Oriented Service

৫০) নিম্নলিখিত কোনটি একটি ব্যক্তিগত কম্পিউটারে কম্পিউটিং করে?

ক) CPU√
খ)Motherboard
গ)RAM
ঘ)BIOS
https://drive.google.com/file/d/1QQQC3n_iTfds9pwYTYIan5o27iO-Eyy-/view?usp=drivesdk

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...