আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-১৮
১) ভারতের সবথেকে দীর্ঘতম সীমানা কোন দেশের সাথে আছে?
ক) পাকিস্তান
খ)বাংলাদেশ√
গ)চীন
ঘ)নেপাল
*পাকিস্তান, বাংলাদেশ ,চীন, নেপাল ,মায়ানমার, আফগানিস্তান, ভুটান
*সবথেকে দীর্ঘতম সীমানা বাংলাদেশের সাথে আছে 4096 কিলোমিটার
*সবথেকে কম সীমানা আফগানিস্তানের সাথে আছে 106 কিলোমিটার
২) লাল মাটিতে কৃষি কাজ করা খুবই কঠিন কারণ-
ক)জল ধারণ ক্ষমতা খুবই কম√
খ) এটা অত্যন্ত দূষিত
গ)জৈব উপাদানগুলো মিশে থাকে না
ঘ)এটি লাল রঙের হওয়ার জন্য
৩) নিম্নলিখিত কোন পাথর মার্বেলে পরিণত হয়?
ক) গ্রানাইট
খ)চুনাপাথর √
গ)পিট
ঘ)কোল
৪)পশ্চিমবঙ্গে পডসল মৃত্তিকা কোথায় দেখা যায়?
ক)দার্জিলিংয়ের উত্তরাংশ√
খ) পুরুলিয়ার পশ্চিমাংশ
গ)কোচবিহারের উত্তরাংশ
ঘ)মালদা
৫)কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত?
ক) ব্রাহ্মণী নদী
খ)দামোদর নদী
গ)কাবেরী নদী
ঘ)কালী নদী√
৬)বদ্বীপ অঞ্চলের লবণাম্বু উদ্ভিদের অরণ্য কে কি বলে?
ক) বৃষ্টি অরণ্য
খ)লবণাম্বু অরণ্য
গ) বদ্বীপ অরণ্য
ঘ) ম্যানগ্রোভ অরণ্য√
৭)ভারতের কোন রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালে বৃষ্টিপাত হয়?
ক) পাঞ্জাব ও হরিয়ানা√
খ)বিহার ও পশ্চিমবঙ্গ
গ)কেরালা ও কর্ণাটক
ঘ)মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশ
৮)কেন্দ্রীয় সরকার দ্বারা শুরু গঙ্গা অ্যাকশন প্ল্যান এর মূল লক্ষ্য কি?
ক)গঙ্গার প্রবাহ মাত্রা বাড়ানো
খ) গঙ্গা নদীর দূষণ মুক্ত করা√
গ) গঙ্গা নদীর জল কে চাষের কাজে উপযুক্ত ভাবে লাগানো
ঘ) গঙ্গা নদীর জল কে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন
৯)চৌরিচৌরার ঘটনার ফলে কোন আন্দোলন বন্ধ করে দেওয়া হয়েছিল?
ক)খিলাফত আন্দোলন
খ)ভারত ছাড়ো আন্দোলন
গ)অসহযোগ আন্দোলন√
ঘ) হোমরুল আন্দোলন
১০) হিন্দুস্তান সোশালিস্ট রিপাব্লিকান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কে?
ক)সুভাষচন্দ্র বসু
খ) বিনায়ক দামোদর সাভারকার
গ) জয়প্রকাশ নারায়ণ
ঘ)ভগৎ সিং√
*হিন্দুস্তান সোশালিস্ট রিপাব্লিকান অ্যাসোসিয়েশন
হিন্দুস্তান সোশালিস্ট রিপাব্লিকান আর্মি নামেও পরিচিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1928 সালে, ফিরোজ শাহ কোটলা ,নিউ দিল্লিতে।
১১)কোন উৎসবের সময় জালিয়ানওয়ালাবাগ গণহত্যা হয়েছিল?
ক) বৈশাখী √
খ) গুরু নানক জয়ন্তী
গ)দিওয়ালি
ঘ)হোলি
১২)পশ্চিম ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম ও প্রধান বাণিজ্যকেন্দ্র কোনটি?
ক) আমেদাবাদ
খ) মুম্বাই
গ) সুরাট√
ঘ) গোয়া
১৩) কান্চিপুরাম এর কৈলাস মন্দির কে তৈরি করেন?
ক) প্রথম নরসিংহ বর্মন
খ) দ্বিতীয় নরসিংহ বর্মন √
গ)দ্বিতীয় পুলকেশী
ঘ)মহেন্দ্র বর্মন
১৪) স্বাভাবিক কথোপকথনের Noise Level কত হয়?
ক)60 ডেসিবেল√
খ)70ডেসিবেল
গ)80ডেসিবেল
ঘ)90ডেসিবেল
১৫) নিম্নলিখিত কোনটি একটি নির্দিষ্ট ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় সেটি হলো-
ক) থার্মোস্ট্যাট√
খ) থার্মোমিটার
গ)পাইরোমিটার
ঘ)থার্মোকাপল
১৬) নিম্নলিখিত কোনটি একটি ব্লিচিং এজেন্ট নয়?
ক)সোডিয়াম হাইপোক্লোরাইড
খ)ক্যালসিয়াম হাইপোক্লোরাইড
গ) হাইড্রোজেন পার অক্সাইড
ঘ)হাইড্রোজেন সালফাইড√
১৭) ব্লিচিং পাউডারের সবচেয়ে সক্রিয় উপাদান কোনটি?
ক) আয়োডিন
খ)ক্যালসিয়াম হাইপোক্লোরাইড√
গ)নাইট্রিক অ্যাসিড
ঘ) অ্যামোনিয়াম সালফেট
১৮) গ্যালন সাধারণত পরিমাপ হয় কিসে?
ক) গতি
খ)পরিসীমা
গ)আয়তনের পরিমাপ√
ঘ)উচ্চতা
১৯) কোনটি প্রচুর দহনযোগ্য প্রাকৃতিক গ্যাস?
ক) প্রোপেন
খ) মিথেন √
গ)ইথেন
ঘ)বিউটেন
২০) কঠিন আয়োডিন এর রং কেমন হয়?
ক) সাদা
খ) রং বিহীন
গ)ধূসর বেগুনি থেকে কালো√
ঘ) লালচে বাদামি
২১) পিতলের রং বর্ণহীন হওয়ার জন্য দায়ী বায়ুমন্ডলের কোন গ্যাস?
ক) হাইড্রোজেন সালফাইড√
খ) কার্বন-ডাই-অক্সাইড
গ) নাইট্রোজেন
ঘ)কার্বন মনোক্সাইড
২২)1989 সালে শচীন টেন্ডুলকার তাঁর প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল কোথায়?
ক)করাচি, পাকিস্তান √
খ)মুম্বাই ,ভারত
গ)কলকাতা, ভারত
ঘ)মেলবোর্ন ,অস্ট্রেলিয়া
২৩)ক্রিকেটার বিরাট কোহলি কত সালে অর্জুন পুরস্কার পেয়েছিল?
ক) 2011
খ)2012
গ) 2013√
ঘ) 2014
২৪)এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় টিমের প্রথম ক্যাপ্টেন কে ছিল?
ক)অজিত ওয়াদেকার√
খ) সুনীল গাভাস্কার
গ) কপিল দেব
ঘ) সি কে নাইডু
২৫)অলিম্পিক প্রতিযোগিতায় মহিলাদের জন্য প্রথম কোন খেলার সূচনা হয়েছিল?
ক) জিমনাস্টিক
খ) ভলিবল
গ) গলফ √
ঘ)ব্যাডমিন্টন
*গলফ এবং লন টেনিস 1900 খ্রিস্টাব্দ
*1928 খ্রিস্টাব্দে জিমন্যাস্টিক খেলা যুক্ত হয় মহিলাদের জন্য
২৬) ধর্মনিরপেক্ষতা মানে কি?
ক) কোন ধর্ম অনুসরণ করা হয় না
খ) একাধিক ধর্ম অনুশীলন
গ)যে কোন সৎ সঙ্গে যোগদান করতে পারার স্বাধীনতা
ঘ) ধর্ম ও উপাসনার স্বাধীনতা√
২৭) নিচের কোনটি মৌলিক অধিকার?
ক)কর্মের অধিকার
খ) সম্পত্তির অধিকার
গ) বাধ্যতামূলক শিক্ষার অধিকার
ঘ) শোষণের বিরুদ্ধে অধিকার√
২৮) কোন সংশোধনী আইনে পঞ্চায়েতে মহিলাদের জন্য 30 শতাংশ আসন সংরক্ষিত হয়েছে?
ক)70 তম সংশোধনী আইন
খ) 71 তম সংশোধনী আইন
গ) 73 তম সংশোধনী আইন√
ঘ) 75 তম সংশোধনী আইন
২৯) কমনওয়েলথ গেমস কত বছর অন্তর অনুষ্ঠিত হয়?
ক) চার বছর √
খ)পাঁচ বছর
গ)ছয় বছর
ঘ)কোন ঠিক নেই
*কমনওয়েলথ গেমস প্রথম হয়েছিল 1930 সালে কানাডাতে
*2018 সালে যে কমনওয়েলথ গেমস হয়েছিল সেটা হয়েছিল অস্ট্রেলিয়ায়
*2022 সালে কমনওয়েলথ গেমস হবে ইংল্যান্ডে
৩০) কুরুক্ষেত্র, মহাভারতের বিখ্যাত যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
ক) রাওয়ালপিন্ডি
খ)মিরাট
গ) নিউ দিল্লি
ঘ)আম্বালা সিটি√
*আম্বালা সিটি হরিয়ানায় অবস্থিত
৩১) পৃথিবীর সম্বন্ধে পড়াকে কি বলা হয়?
ক) ইকোলজি
খ)বায়োলজি
গ) ইথোলজি
ঘ)জিওলজি√
৩২) ভলিবল খেলার জন্য প্রত্যেকটি টিমে কতজন খেলোয়াড় দরকার?
ক) 6 জন√
খ) 8 জন
গ) 5 জন
ঘ) 4 জন
৩৩) ভারতের দীর্ঘতম Fresh Water lake কোনটি?
ক) ডাল হ্রদ
খ)চিলকা হ্রদ
গ) পুষ্কর হ্রদ
ঘ) উলার√
৩৪) স্বর্ণ মন্দির কোন হ্রদের পাশে অবস্থিত?
ক) অমৃতসরোবর হ্রদ√
খ) স্বর্ণ হ্রদ
গ) হরিকে হ্রদ
ঘ) শুকনা হ্রদ
৩৫) নিম্নলিখিতগুলির মধ্যে মৃণালিনী সারাভাই কোনটির সাথে সম্পর্কযুক্ত?
ক)পটচিত্র
খ)তাঞ্জোর পেইন্টিং
গ) ভারতনাট্যম√
ঘ) মধুবনী পেইন্টিং
৩৬)ভারতের সমুদ্র তীরবর্তী থেকে সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ক্রিকেট গ্রাউন্ড টি কোন রাজ্যে অবস্থিত?
ক) হিমাচল প্রদেশ√
খ) সিকিম
গ)উত্তর প্রদেশ
ঘ)আসাম
৩৭)নিচের কোন অসামান্য অবদানের জন্য শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেয়া হয়?
ক) জল সংরক্ষণ
খ)সাহিত্য
গ)বিজ্ঞান ও প্রযুক্তি√
ঘ) পরিবেশ সচেতনতা
৩৮)Windows Keyboard এর মধ্যে কোন Key এর দ্বারা বেশিরভাগ ব্রাউজারকে Full screen modeকরা যায়?
ক)F 1
খ)F10
গ)F11√
ঘ)F12
৩৯)1GB= _____bytes?
ক)1000bytes
খ)1020bytes
গ)1042bytes
ঘ) 1024bytes√
৪০)ওয়েব ব্রাউজারের নিচের কোনটি বারবার Visit করা ওয়েবসাইটকে Save করে রাখে?
ক)History
খ)Task manager
গ) Favourite√
ঘ) Save as
https://drive.google.com/file/d/1R9ouoITgtYAo5EDka_HxauCLUk9YSpE1/view?usp=drivesdk
No comments:
Post a Comment