আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-১৯
১)কোন তারিখে পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে?
ক) 8 জুলাই
খ)6 জুলাই
গ) 4 জুলাই√
ঘ)12 জুলাই
২) বস্ত্র শিল্পের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্প কি?
ক) চিনি√
খ) পাট
গ)সিমেন্ট
ঘ)কোনোটিই নয়
৩) সবচেয়ে কম পরিমাণ বনাঞ্চল কোথায় দেখা যায়?
ক) হরিয়ানা√
খ) রাজস্থান
গ)আসাম
ঘ) মেঘালয়
*হরিয়ানাতে 3.59% বনাঞ্চল আছে
*পাঞ্জাবে 3.65% বনাঞ্চল আছে
*রাজস্থানে 4.84% বনাঞ্চল আছে
৪) ভারতের সবচেয়ে বড় তৈল শোধনাগার কোথায় রয়েছে?
ক) বারাউনি
খ)মুম্বাই
গ) কয়ালি
ঘ)জামনগর√
৫) সূর্য যে ছায়াপথে অবস্থান করছে তা হল-
ক)নাসা
খ)আকাশগঙ্গা √
গ)ইসরো
ঘ) মার্স অরবিটার মিশন
৬)দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র কোনটি?
ক) চেন্নাই
খ)কোয়েম্বাটুর√
গ)পন্ডিচেরি
ঘ)মহীশূর
৭)ঐতিহ্যগতভাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ তুলা চাষের অঞ্চল কোনটি?
ক) তামিলনাড়ু
খ)গঙ্গা সমভূমি
গ)দাক্ষিণাত্য মালভূমি √
ঘ)ছোটনাগপুর মালভূমি
৮)পশ্চিমবঙ্গের সবচেয়ে দুর্বল উপজাতি সম্প্রদায় হলো-
ক) সাঁওতালি
খ) মুন্ডা
গ)বিরহোর
ঘ)টোটো√
৯)2011 সালের সমীক্ষা অনুসারে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তপশিলি উপজাতি বসবাস করে?
ক) দার্জিলিং
খ)আলিপুরদুয়ার
গ)পুরুলিয়া√
ঘ)দক্ষিণ দিনাজপুর
১০) নিচের কোনটি একটি মুক্ত বাণিজ্য অঞ্চল?
ক) মুম্বাই
খ) হলদিয়া
গ) কান্ডালা √
ঘ)মার্মাগাঁও
১১) ভারতের কোন রাজ্য পেঁয়াজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
ক) উত্তরপ্রদেশ
খ)মধ্যপ্রদেশ
গ) মহারাষ্ট্র √
ঘ)অন্ধ্রপ্রদেশ
১২)ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি ল্যাটেরাইট মাটি পাওয়া যায়?
ক) হরিয়ানা এবং পাঞ্জাব
খ)জম্মু এবং কাশ্মীর
গ) গুজরাট এবং রাজস্থান
ঘ) কর্ণাটক এবং তামিলনাডু√
১৩) অসহযোগ আন্দোলন কে শুরু করেন?
ক)জহরলাল নেহেরু
খ)দাদাভাই নওরোজি
গ) চিত্তরঞ্জন দাশ
ঘ) মহাত্মা গান্ধী√
১৪) চারমিনার কে নির্মাণ করেন?
ক) আলি আদিল শাহ
খ)জাহাঙ্গীর
গ)কনিষ্ক
ঘ)কুলি কুতুব শাহ√
১৫) অভিনব ভারত নামে গুপ্ত বিপ্লবী সংস্থা কে স্থাপন করেন?
ক) ক্ষুদিরাম বসু
খ)বিনায়ক দামোদর সাভারকার √
গ)প্রফুল্ল চাকী
ঘ)ভগৎ সিং
১৬) কার আমলে নানাঘাট শিলালিপি খোদিত হয়?
ক)সমুদ্র গুপ্ত
খ)প্রথম সাতকর্ণী√
গ) দ্বিতীয় কদফিসেস
ঘ) অশোক
১৭) অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় সংঘটিত হয়?
ক) সিঙ্গাপুর√
খ) টোকিও
গ) বার্লিন
ঘ)রোম
১৮) স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
ক)জহরলাল নেহেরু
খ) লর্ড মাউন্টব্যাটেন
গ)চক্রবর্তী রাজা গোপালাচারী√
ঘ) লর্ড ওয়াভেল
*স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড
মাউন্টব্যাটেন
১৯) নান্দিক কলম্বোকম কি সম্পর্কে রচনা?
ক) পশ্চিম ভারতের ইতিহাস
খ)কন্নড় ইতিহাস
গ)দক্ষিণ ভারতের তামিল ইতিহাস√
ঘ)তামিল সাহিত্য
২০) "মুন্তাখাব ই তারিখ ই "কার রচনা?
ক)অলবিরুনি
খ)হাসান নিজামী
গ) বদাউনি √
ঘ)এদের কেউ নয়
২১) গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত?
ক) শশাঙ্ক √
খ)লক্ষন সেন
গ) হর্ষবর্ধন
ঘ)দেবপাল
২২)গ্লবার সল্ট এর রাসায়নিক নাম কি?
ক) সোডিয়াম ক্লোরাইড
খ) সোডিয়াম সালফেট√
গ) সোডিয়াম কার্বনেট
ঘ) সোডিয়াম নাইট্রেট
২৩)বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন?
ক) লাল আলোর বিক্ষেপণ কম √
খ)লাল আলোর বিচ্যুতি কম
গ) আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় না
ঘ) সব ঠিক
২৪) ব্লিচিং পাউডারের সঙ্গে কিসের বিক্রিয়ায় ক্লোরোফরম উৎপন্ন হয়?
ক) কার্বন টেট্রাক্লোরাইড
খ) ফরমালডিহাইড
গ) মিথানল
ঘ) ইথানল√
২৫) বনস্পতি ঘি তৈরি করতে কোন গ্যাস ব্যবহৃত হয়?
ক) হাইড্রোজেন √
খ)নাইট্রোজেন
গ)অ্যামোনিয়া
ঘ)সালফার-ডাই-অক্সাইড
২৬)যে নির্দিষ্ট চাপও উষ্ণতায় কোন পদার্থ তিনটি অবস্থায় (কঠিন ,তরল ,বায়বীয় )একইসঙ্গে অবস্থান করতে পারে তাকে কি বলে?
ক) কুরি বিন্দু
খ) সাম্য বিন্দু
গ)সহাবস্থান বিন্দু
ঘ) ট্রিপল বিন্দু√
২৭) একটি রকেট উপরে উঠতে পারে কোন প্রতিক্রিয়ার কারণে?
ক) গ্যাসের নিম্নবর্তী উদগীরণ √
খ)মাধ্যাকর্ষণ শক্তি
গ)তেলের নিম্নবর্তী উদগীরণ
ঘ)পৃথিবীর ভূত্বক
২৮) ভারতের সংবিধানের ধারণা প্রথম কে দেন?
ক) মহাত্মা গান্ধী
খ)ডঃ বি আর আম্বেদকর
গ) এম এন রায়√
ঘ) জহরলাল নেহেরু
২৯)কোন দেশের সংবিধানের অনুকরণে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়?
ক) আমেরিকার সংবিধান
খ)ব্রিটিশ সংবিধান
গ) রুশ সংবিধান √
ঘ)কোনোটিই নয়
*মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয় আমেরিকার সংবিধান থেকে
৩০) ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত হয় কত সালে?
ক) 1960
খ) 1958
গ) 1951√
ঘ)1952
৩১) দেশে জরুরি অবস্থা ঘোষণা করে কে?
ক) রাষ্ট্রপতি √
খ)উপরাষ্ট্রপতি
গ)প্রধানমন্ত্রী
ঘ) স্পিকার
৩২) ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন-
ক)জনসাধারণ দ্বারা
খ)লোকসভার নির্বাচিত সদস্য দ্বারা
গ) লোকসভা ও রাজ্যসভায় নির্বাচিত সদস্য দ্বারা গঠিত একটি বিশেষ নির্বাচকমণ্ডলী সাহায্যে√ ঘ)রাজ্যসভার নির্বাচিত সদস্য দ্বারা
৩৩) সংবিধানের প্রস্তাবনাকে কতবার সংশোধন করা হয়েছে?
ক) একবার√
খ) দুইবার
গ) তিনবার
ঘ)একবারও নয়
*1976 সালে 42 তম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনাকে একবার সংশোধন করা হয়েছে
৩৪) সংবিধানের কোন ধারায় ফিনান্স কমিশন রয়েছে?
ক) 280√
খ) 324
গ)171
ঘ) 329
*324 ধারায় ইলেকশন কমিশনের কথা বলা আছে
৩৫) ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোনটির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল?
ক) কৃষি √
খ)শিল্প উদ্যোগ
গ) তাপশক্তি
ঘ)যাতায়াত
*প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 1956
*দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল
৩৬) উপরাষ্ট্রপতি কার্যকাল কত?
ক) পাঁচ বছর√
খ) ছয় বছর
গ)তিন বছর
ঘ) রাষ্ট্রপতির মত অনুসারে
৩৭) জাতীয় ভাষার তালিকা সংবিধানের কততম তফসিলে পাওয়া যায়?
ক) সপ্তম
খ)অষ্টম √
গ)পঞ্চম
ঘ)দশম
৩৮)সুপ্রিম কোর্টের বিচারকেরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন কে?
ক)ভারতের প্রধান বিচারপতি
খ) রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি
গ) রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোন ব্যক্তি √
ঘ)প্রধানমন্ত্রী
৩৯) কোন মন্দির ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত?
ক) সূর্য মন্দির√
খ) লিঙ্গরাজ মন্দির
গ)জগন্নাথ মন্দির
ঘ)ভুবনেশ্বরী মন্দির
৪০) কে পেনিসিলিন আবিষ্কার করেন?
ক) জি .জোসেফ
খ)মাইকেল ফ্যারাডে
গ)প্যাসকাল
ঘ)আলেকজান্ডার ফ্লেমিং√
৪১) বিভূতিভূষণ বন্যপ্রানী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত?
ক) বর্ধমান
খ)দক্ষিণ 24 পরগনা
গ) উত্তর 24 পরগনা √
ঘ)পুরুলিয়া
*উত্তর 24 পরগনার বনগাঁ মহাকুমা অবস্থিত। এর পূর্ব নাম পারমাদান অভয়ারণ্য
৪২)ন্যাশনাল এরোনোটিকাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত?
ক) জামশেদপুর
খ) নিউ দিল্লি
গ) ব্যাঙ্গালোর√
ঘ)হরিয়ানা
৪৩)" চেকমেট "শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
ক) বক্সিং
খ)দাবা √
গ)গলফ
ঘ)বিলিয়ার্ড
৪৪) কেরালা রাজ্যের অফিসিয়াল ল্যাংগুয়েজ কোনটি?
ক) হিন্দি
খ) কন্নড়
গ)মালায়ালাম√
ঘ)তামিল
৪৫) আর্জেন্টিনার মুদ্রার নাম কি?
ক) ভাট
খ)দিনার
গ) পাউন্ড
ঘ)পেসো√
৪৬) ভিক্টোরিয়া গার্ডেন কোথায় অবস্থিত?
ক) উড়িষ্যা
খ)দিল্লি
গ)মুম্বাই√
ঘ) পাটনা
৪৭) উরি হাইড্রোলিক বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?
ক) শতদ্রু
খ)ঝিলম√
গ) চম্বল
ঘ) শোন
৪৮) ছত্রপতি শিবাজী টার্মিনাস কোথায় অবস্থিত?
ক)বিহার
খ)মধ্য প্রদেশ
গ) মহারাষ্ট্র√
ঘ) গুজরাট
৪৯) Which shortcut make select text Italic?
ক)Ctrl+I√
খ)Ctrl+A
গ)Ctrl+S
ঘ)Ctrl+V
৫০) Which menu /group we use to change the typeface of selected text?
ক)Edit
খ)View
গ)Format √
ঘ)Tools
No comments:
Post a Comment