আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-২০
১) ভাকরা বাঁধ এর পেছনে অবস্থিত বিশাল জলাধারের নাম কি?
ক) গোবিন্দ সাগর√
খ) বুরুন্ডি
গ) কৃষ্ণ সাগর
ঘ) কোনোটিই নয়
২) পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের শৈলশিরার সংখ্যা কত?
ক)৩
খ)৪
গ)৫√
ঘ)কোনোটিই নয়
৩) পশ্চিমবঙ্গের "Chicknes Neck" বলা হয়-
ক) উত্তরদিনাজপুর√
খ) মালদা
গ) দার্জিলিং
ঘ)পুরুলিয়া
৪)লাল বিপ্লব কোনটির সঙ্গে যুক্ত?
ক) মাংস√
খ) চিংড়ি
গ) ডিম
ঘ)রেশম চাষ
৫) কাশ্মীরের পূর্ব সীমা হচ্ছে-
ক)নিয়ন্ত্রণরেখা
খ) জম্মু
গ)পাক অধিকৃত কাশ্মীর
ঘ)লাদাখ অঞ্চল√
৬) সৌকত আলী ও মোহাম্মদ আলী কোন আন্দোলনের নেতা?
ক) অসহযোগ আন্দোলন
খ)খিলাফত আন্দোলন√
গ) ভারত ছাড়ো আন্দোলন
ঘ)আইন অমান্য আন্দোলন
৭) আমিনী কমিশন কে নিয়োগ করেন?
ক) ওয়ারেন হেস্টিংস√
খ) মিন্টো
গ) কর্নওয়ালিস
ঘ) ডালহৌসি
৮) কোমাগাতামারু ঘটনা হয়েছিল কত সালে?
ক) 1905
খ) 1910
গ) 1915
ঘ) 1914√
৯)ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোথায়?
ক) বার্নেস কোর্ট√
খ) এলারস্লি বিল্ডিং
গ) ভাই রিগ্যাল লজ
ঘ) গ্রটন ক্যাস
* ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1972 সালে
১০)সিন্ধু সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য টি কি ছিল?
ক)দ্রব্য বিনিময় পদ্ধতি
খ) স্থানীয় যাতায়াত ব্যবস্থা
গ) ইটের তৈরি বাড়ি √
ঘ)প্রশাসনিক ব্যবস্থা
১১) বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন?
ক) তীর্যক
খ)অনুদৈর্ঘ্য √
গ)তড়িৎচুম্বকীয়
ঘ) সমবর্তন
১২)LED অর্থ কি?
ক) আলো নিঃসরণকারী যন্ত্র
খ) আলো নিঃসরণকারী ডট
গ)আলো নিঃসরণকারী ডায়োড√
ঘ) আলোয় মোড়া যন্ত্র
১৩)Table sugar কি?
ক)Nacl
খ) গ্লুকোজ√
গ)MgSo4
ঘ)KMno4
১৪) গান পাউডারে মূলত থাকে-
ক) ক্যালসিয়াম সালফেট
খ) পটাশিয়াম নাইট্রেট√
গ)লেড সালফাইড
ঘ) জিংক সালফাইড
*গানপাউডার হলো সালফার ,চারকোল এবং পটাশিয়াম নাইট্রেট এর মিশ্রণ
১৫)একটি চলমান লিফটের কি প্রভাব পড়বে মানুষের শরীরের উপর?
ক)বৃদ্ধি পাবে
খ)হ্রাস পাবে
গ) একই থাকবে√
ঘ) বাড়তে পারে কমতেও পারে
*ভরের কোন পরিবর্তন হয়না ওজনের পরিবর্তন হয়
১৬) বৈদ্যুতিক চার্জ এর একক কি?
ক) ভোল্ট
খ) কুলম্ব√
গ)কেলভিন
ঘ) কিলোগ্রাম
১৭) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কবে থেকে শুরু হয়?
ক) 1972
খ) 1976
গ)1978 √
ঘ)1980
১৮) রাধাকৃষ্ণন কমিশন কিসের জন্য গঠিত হয়?
ক)মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা
খ)বিশ্ববিদ্যালয় শিক্ষা √
গ)প্রাথমিক শিক্ষা
ঘ) বয়স্ক শিক্ষা
১৯)SAPTA নিচের কিসের সাথে যুক্ত?
ক) শিক্ষা
খ) পরিবেশ
গ)বাণিজ্য√
ঘ) সুরক্ষা
*SAPTA : South Asian Preferential Trading Agreement
SAFTA : South Asian Free Trade Area
২০) ভারতীয় সংবিধানে অষ্টম তফসিলে কতগুলি ভাষাকে স্বীকৃতি জানানো হয়েছে?
ক)20
খ)21
গ)22√
ঘ)23
২১) উপরাষ্ট্রপতি হওয়ার জন্য নূন্যতম কত বয়স প্রয়োজন?
ক)25
খ)30
গ)35√
ঘ)32
২২)IRDA নিচের কোন বিষয়ের সাথে যুক্ত?
ক) রেলওয়ে
খ)বীমা ক্ষেত্র√
গ) টেলিফোন যোগাযোগ
ঘ)ব্যাংক
* IRDA : Insurance Regulatory and Development Authority
২৩) প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায়?
ক) ইংল্যান্ড
খ) আমেরিকা
গ) গ্রীস√
ঘ) ইতালি
*গ্রীসের এথেন্স 1896 সালে
২৪)ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন কিসের সাথে সম্বন্ধযুক্ত?
ক)বায়ুদূষণ
খ)সমুদ্র দূষণ√
গ) খাদ্যে ভেজাল মেশানো
ঘ) প্রকৃতি দূষণ
*ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন 1948 সালে জেনেভায় প্রতিষ্ঠিত হয়
২৫) ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া স্থাপিত হয় কত সালে?
ক) 1970
খ) 1975
গ) 1980
ঘ)1988√
২৬) টাকার চিহ্ন " ₹"হচ্ছে একটি-
ক) দেবনাগরী অক্ষর
খ)রোমান অক্ষর
গ) সংস্কৃত লিপি
ঘ) রোমান এবং দেবনাগরী সমন্বয়√
*" ₹" চিহ্নটি র নকশা তৈরি করেন ডক্টর উদয় কুমার। তিনি 2010 সালে চিহ্নটি তৈরি করেন।তিনি দেবনাগরী এবং ল্যাটিনের অক্ষরের সমন্বয়ে চিহ্নটি তৈরি করেন
২৭) প্যারাসিটামল ওষুধ টি হচ্ছে-
ক)অ্যানাজেসিক
খ) অ্যান্টিপাইরেটিক
গ)অ্যানাজেসিক এবংঅ্যান্টিপাইরেটিক√
ঘ) ননস্টেরোডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ
২৮) 2023 সালের ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ হল-
ক) ভারত √
খ)পাকিস্তান
গ)শ্রীলংকা
ঘ) ওয়েস্ট ইন্ডিজ
২৯) এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হচ্ছে-
ক) বায়ু দূষণ মাপার যন্ত্র√
খ) একটি সংখ্যা
গ)আর্দ্রতা পরিমাপের যন্ত্র
ঘ)বৃষ্টির পূর্বাভাস এর যন্ত্র
৩০) হাওয়া মহল নির্মিত হয়েছে-
ক) গোল্ড স্ট্যান্ড স্টোন
খ) ট্যারক্যুইস
গ) রেড এন্ড ইওলো স্ট্যান্ড স্টোন√
ঘ) হোয়াইট মার্বেল
৩১)ICT এর পুরো কথাটি হলো-
ক) ইন্টারন্যাশনাল কমিউনিকেশন টেকনোলজি
খ) ইন্টেলিজেন্ট কমিউনিকেশন টেকনোলজি
গ) ইন্টার স্টেট কমিউনিকেশন টেকনোলজি
ঘ) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি√
৩২)কোন দেশ 4 জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করে?
ক) পাকিস্তান
খ) মায়ানমার √
গ)মালয়েশিয়া
ঘ)ইন্দোনেশিয়া
*পাকিস্তান 14 আগস্ট ,মালয়েশিয়া 31 আগস্ট, ইন্দোনেশিয়া 17 আগস্ট
৩৩) স্থূলতা পরিমাপের জন্য নিচে দেওয়া কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক)PMI
খ)BMI√
গ)AMI
ঘ)KMI
BMI : BODY MASS INDEX
৩৪) সংবাদসংস্থা রয়টার্স এর মুখ্যালয় কোথায় অবস্থিত?
ক) লন্ডন√
খ) USA
গ) অস্ট্রেলিয়া
ঘ)ভারত
৩৫) আয়তনের হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কোনটি?
ক) রাশিয়া
খ) কানাডা√
গ) ভারত
ঘ) চীন
*বিশ্বের সবচেয়ে বৃহত্তম রাষ্ট্র হচ্ছে রাশিয়া
*বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ হল ভারত
৩৬) কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল?
ক) জার্মানি
খ) ফ্রান্স √
গ)ইংল্যান্ড
ঘ)ভারত
৩৭) ডেনমার্কের রাজধানীর নাম কি?
ক) কোপেনহেগেন √
খ)ব্রিস্টল
গ) সিডনি
ঘ) ক্যানবেরা
৩৮)মহেশ ,কল্যাণী প্রভৃতি চরিত্রগুলোর কোন বইয়ের মধ্যে পাওয়া যায়?
ক) কপালকুণ্ডলা√
খ) আনন্দমঠ
গ)রাজ সিংহ
ঘ)দুর্গেশ নন্দিনী
৩৯) কম্পাইলার হচ্ছে একটি-
ক) হার্ডওয়ার
খ)সফটওয়্যার √
গ)কোনোটিই নয়
ঘ) দুটি
৪০) কম্পিউটার চিপ এর আরেকটি নাম হল-
ক) মাইক্রোচিপ
খ)মাদারবোর্ড
গ)সিপিইউ
ঘ)মাইক্রোপ্রসেসর√
https://drive.google.com/file/d/1RLVcLzSqudu6dVzRgr7bEiZxxrMppnUQ/view?usp=drivesdk
No comments:
Post a Comment