আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-২২
১)পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কোথায়?
ক) জলপাইগুড়ি
খ) বাঁকুড়া√
গ)দার্জিলিং
ঘ) উত্তর 24 পরগনা
২)যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয় এর মধ্যে সামঞ্জস্য হয়-
ক) ক্ষয়ীভবন
খ)আবহবিকার
গ) নগ্নীভবন
ঘ)পর্যায়ন√
৩) যে প্রক্রিয়ায় কোন স্থানের উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে?
ক) অবরোহন √
খ) আরোহন
গ)আবহবিকার
ঘ) কোন টি নয়
৪) ছত্রিশগড় রাজ্যটি কোন রাজ্যের অংশ থেকে নেওয়া হয়েছে?
ক) মধ্যপ্রদেশ√
খ) উড়িষ্যা
গ) উত্তর প্রদেশ
ঘ) বিহার
*ছত্রিশগড় রাজ্যটি 2000 সালের 1st নভেম্বর মধ্যপ্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে
৫)যে জলবায়ুতে যান্ত্রিক আবহবিকার সর্বাধিক হয়-
ক)উষ্ণ মরু জলবায়ু √
খ)উষ্ণ আর্দ্র জলবায়ু
গ) মৌসুমী জলবায়ু
ঘ) নিরক্ষীয় জলবায়ু
৬) নিম্নলিখিত নদী গুলোর মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি?
ক) মহানদী√
খ) নর্মদা
গ) তাপ্তি
ঘ)সরাবতি
৭)নদীর নিক পয়েন্টে কোন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়?
ক) প্লাবনভূমি
খ)মন্থকূপ
গ)জলপ্রপাত√
ঘ)গিরিখাত
৮) পৃথিবীর গভীরতম স্থান কোনটি?
ক)বৈকাল হ্রদ
খ)ডেড সি
গ)প্রশান্ত মহা
ঘ) মারিয়ানা খাত√
৯)ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদন হয়?
ক) ছত্রিশগড়
খ) ঝারখন্ড√
গ)মধ্যপ্রদেশ
ঘ)বিহার
১০) সবুজ বিপ্লব প্রথম কোথায় হয়েছিল?
ক)পাঞ্জাব ও হরিয়ানা √
খ)বিহার ও পশ্চিমবঙ্গ
গ)অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু
ঘ) গুজরাট ও তামিলনাড়ু
১১) পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি আছে?
ক) মেদিনীপুর
খ) মুর্শিদাবাদ
গ)পুরুলিয়া√
ঘ)বর্ধমান
১২) পৃথিবীর দীর্ঘতম টানেল কোথায়?
ক) চীন
খ)আমেরিকা
গ) ফ্রান্স
ঘ)জাপান√
১৩) কোন দেশে সমুদ্র বন্দর নেই?
ক) লেবানন
খ) আলজেরিয়া
গ)মিশর
ঘ)আফগানিস্তান√
১৪)মুন্ডা বিদ্রোহের সময় মুন্ডা অধিবাসীদের ঐক্যবদ্ধ করেন কে?
ক) বুদ্ধ ভগত
খ)বিরসা মুন্ডা√
গ)সিধু
ঘ)মজনু শাহ
১৫) পাগলপন্থী বিদ্রোহ সংঘটিত হয়েছিল কোথায়?
ক) 24 পরগনা
খ) নদীয়া
গ) ময়মনসিংহ√
ঘ)রংপুর
১৬) হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল-
ক) জাতীয় ঐক্য বোধ তৈরি
খ)স্বদেশী শিল্পের উন্নতি
গ) আত্মনির্ভরশীলতা গড়ে তোলা
ঘ)সবগুলো সঠিক√
*হিন্দু মেলার প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র । হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয় 1867 খ্রিস্টাব্দে
১৭) শ্রীরামপুর মিশনারি থেকে প্রকাশিত বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র টি হল-
ক)সোমপ্রকাশ
খ) সমাচার দর্পণ√
গ)অমৃতবাজার পত্রিকা
ঘ)বেঙ্গল গেজেট
১৮) জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন?
ক)রবীন্দ্রনাথ ঠাকুর
খ) অরবিন্দ ঘোষ
গ) রাসবিহারী ঘোষ√
ঘ) ব্রজেন্দ্রকিশোর রায় চৌধুরী
১৯) বন্দেমাতরম সংগীতে সুর দেন কে?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ)রবীন্দ্রনাথ ঠাকুর
গ) যদুনাথ ভট্টাচার্য√
ঘ)পণ্ডিত রবিশঙ্কর
২০) ভারতমাতা চিত্র টি অঙ্কন করেন কে?
ক)নন্দলাল বসু
খ)অবনীন্দ্রনাথ ঠাকুর √
গ)গগনেন্দ্রনাথ ঠাকুর
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
২১)ধাতু নিষ্কাশন এ সর্বাধিক ব্যবহৃত বিজারক পদার্থ হল-
ক) কাঠ কয়লা
খ) হাইড্রোজেন
গ)কোক
ঘ)ওয়াটার গ্যাস√
*ওয়াটার গ্যাস হল সম আয়তন কার্বন-মনোক্সাইড এবং হাইড্রোজেন এর মিশ্রণ
২২) ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো-
ক) ক্যালসিয়াম√
খ) কপার
গ) সিলিকন
ঘ) জিংক
*ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম ,ক্যালসিয়াম ,স্ট্রনশিয়াম , বেরিয়াম, রেডিয়াম
*সবচেয়ে ভারী ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো রেডিয়াম
*সবচেয়ে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো বেরিলিয়াম
২৩) প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় যে ধাতু সেটি হল-
ক) প্লাটিনাম √
খ)লোহা
গ)সোডিয়াম
ঘ)অ্যালুমিনিয়াম
*সোনা, রুপা ,প্লাটিনাম ,তামা এই চারটে ধাতু কে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়
২৪) সাধারণ উষ্ণতায় তরল অধাতু কোনটি?
ক) পারদ
খ) ব্রোমিন√
গ) সিজিয়াম
ঘ) আয়োডিন
*সাধারণ উষ্ণতায় তরল ধাতু পারদ
২৫)উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটি রোধ হ্রাস পায়?
ক) তামা
খ)সিলিকন √
গ)লোহা
ঘ)কোনোটিই নয়
*জার্মেনিয়াম এবং সিলিকন এর উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায়
২৬) অ্যালকেন যৌগ রাশিতে মিথেন এর পর কি আসে?
ক) প্রোপেন
খ)বিউটেন
গ)বেনজিন
ঘ) ইথেন√
২৭) বর্তমান বিশ্বের কোন দেশের সংবিধানকে "শান্তি সংবিধান "বলা হয়?
ক) জাপান√
খ) পেরু
গ) কোস্টারিকা
ঘ)সুইজারল্যান্ড
২৮) ব্রিটেন থেকে আগত ক্যাবিনেট মিশনের প্রধান ছিলেন-
ক) লর্ড প্যাথিক লরেন্স ✓
খ)লর্ড চেমসফোর্ড
গ) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস্
ঘ)স্যার জন সাইমন
২৯)নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না ?
ক) মহাত্মা গান্ধী ✓
খ)বল্লভ ভাই প্যাটেল
গ) কে. এম. মুন্সী
ঘ) জে. বি.কৃপালিনী
৩০)নীচের কোনটির ফলশ্রুতি হিসেবে গঠিত হয়েছিল গণপরিষদ ?
ক) ক্যাবিনেট মিশন পরিকল্পনা, 1946 ✓
খ) ভারতীয় স্বাধীনতা আইন, 1947
গ) ভারত শাসন আইন, 1935
ঘ) উপরের কোনটিই সঠিক নয়
৩১) জলহস্তী প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?
ক) লুনি
খ)বিয়াস
গ) চন্দ্রভাগা√
ঘ) ইরাবতী
৩২)"অর্ধেক জীবন "গ্রন্থটির লেখক কে?
ক) প্রফুল্ল রায়
খ)অতীন বন্দ্যোপাধ্যায়
গ) সুনীল গাঙ্গুলী√
ঘ)আজিজুল হক
৩৩) ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
ক) আসাম
খ)মনিপুর
গ) হিমাচল প্রদেশ √
ঘ)কর্ণাটক
৩৪)"ব্রেক "শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
ক) বিলিয়ার্ড√
খ) কুস্তি
গ) সাঁতার
ঘ) ভারোত্তোলন
৩৫) "স্যার আশুতোষ মুখোপাধ্যায় ট্রফি "কোন খেলার সঙ্গে যুক্ত?
ক) হকি
খ)ফুটবল√
গ)ব্যাডমিন্টন
ঘ)গলফ
৩৬) ফিলিপিন্সের রাজধানীর নাম কি?
ক) মাদ্রিদ
খ) বুদাপেস্ট
গ)ম্যানিলা √
ঘ)হাভানা
৩৭) গ্রহের গতি কে আবিষ্কার করেন?
ক) গ্যালিলিও
খ) কেপলার √
গ)অ্যারিস্টোটল
ঘ) আর্কিমিডিস
৩৮) কোন শহরকে মোটর গাড়ির শহর বলা হয়?
ক) ডেট্রয়েট √
খ)ম্যানচেস্টার
গ) টোকিও
ঘ)বার্লিন
৩৯)"I have a dream"শীর্ষক বিখ্যাত ভাষণ প্রদান করেন কে?
ক) মার্টিন লুথার কিং√
খ) নেলসন ম্যান্ডেলা
গ)মহাত্মা গান্ধী
ঘ) মোহাম্মদ আলী জিন্নাহ
৪০) "ব্লু হোয়েল "নামক সুইসাইড গেম এর স্রষ্টা কে?
ক) মাইকেল স্টান (অস্ট্রিয়া)
খ) গ্রেস হপার ( যুক্তরাষ্ট্র)
গ) ফিলিপ বুদেইকিন (রাশিয়া)√
ঘ) অ্যাডা লাভলেস ( ব্রিটেন)
No comments:
Post a Comment