Monday, March 23, 2020

কোন ক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয় STATIK GK




কোন ক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয়

STATIK GK

১) " নোবেল পুরস্কার " - পদার্থবিদ্যা ,রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা ,সাহিত্য ,শান্তি (সবগুলি 1901 সাল থেকে দেওয়া শুরু হয়) আর অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয় 1969 সাল থেকে।

২)" অস্কার" বা "একাডেমি "পুরস্কার- চলচ্চিত্র ( 1929 সাল থেকে দেওয়া হয়)

৩) "ম্যান বুকার "পুরস্কার - ইংরেজি উপন্যাস ( 1969 সাল থেকে দেওয়া শুরু হয়)

৪) "ম্যান বুকার ইন্টারন্যাশনাল " - ইংরেজি সাহিত্য (2005 সাল থেকে দেওয়া শুরু হয় )

৫)" পুলিৎজার পুরস্কার" - সাংবাদিকতা সাহিত্য,সঙ্গীত  (1917 সাল থেকে দেওয়া শুরু হয়)

৬)" গ্র্যামি পুরস্কার" -  সংগীত (1959 সাল থেকে দেওয়া শুরু হয়)

৭) "রামন ম্যাগসেসে পুরস্কার" - সরকারি সেবা, জনসেবা ,সমাজ সেবা ,সাংবাদিকতা ,সাহিত্য, যোগাযোগ ও আন্তর্জাতিক বোঝাপড়া, উদীয়মান নেতৃত্ব (1957 সাল থেকে শুরু হয় )

৮) "কলিঙ্গ পুরস্কার "- জনপ্রিয়তা( 1952 সাল থেকে দেওয়া শুরু হয়)

৯) "অ্যাবেল পুরস্কার "- গণিত( 2003 সাল থেকে দেওয়া শুরু হয়)

১০) "বোরলগ পুরষ্কার"  - কৃষি এবং পরিবেশের উন্নয়নে গবেষণা ( 1972 সাল থেকে দেওয়া শুরু হয়)

১১)" ভারতরত্ন" ,"পদ্ম বিভূষণ ", " পদ্মভূষণ ", "পদ্মশ্রী " - জাতীয় সেবা, সরকারি পরিষেবা, কলা, শিক্ষা ,সাহিত্য ,বিজ্ঞান ,খেলা, বাণিজ্য, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে অসামান্য অবদান (সবগুলি 1954 সাল থেকে দেওয়া শুরু হয়)

১২) "জ্ঞানপীঠ পুরস্কার" - সাহিত্য (1961 সাল থেকে দেওয়া শুরু হয়)

১৩) "দাদাসাহেব ফালকে পুরস্কার" - চলচ্চিত্র (1969 সাল থেকে দেওয়া শুরু হয়)

১৪)" সরস্বতী সম্মান "  - সাহিত্য (1991 সাল থেকে দেওয়া শুরু হয়)

১৫) "ব্যাস সম্মান" - হিন্দি সাহিত্য( 1991 সাল থেকে দেওয়া শুরু হয়)

১৬) "শংকর পুরস্কার" -  হিন্দি ভাষা, ভারতীয় দর্শন, কলা ও সংস্কৃতি( 1991 সাল থেকে দেওয়া শুরু হয়)

১৭) "বাচস্পতি সম্মান" -  সংস্কৃত সাহিত্য (1991 সাল থেকে দেওয়া শুরু হয়)

১৮) "কবীর সম্মান"  -সাম্প্রদায়িক সম্প্রীতি

১৯) "দ্রোণাচার্য পুরস্কার " - খেলাধুলায় প্রশিক্ষণ( 1985 সাল থেকে দেওয়া শুরু হয়)

২০) "রাজীব গান্ধী খেলরত্ন  পুরস্কার" - খেলাধুলায় বিশেষ অবদান (1991 -92 সাল থেকে দেওয়া শুরু হয়)

২১) "শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার" -  বিজ্ঞান ও গবেষনা( 1958 সাল থেকে দেওয়া শুরু হয়)

২২)"অর্জুন পুরস্কার" - খেলাধুলা ( 1961 সাল থেকে দেওয়া শুরু হয়)

২৩) "ধন্বন্তরি পুরস্কার" - চিকিৎসাবিজ্ঞান ( 1971 সাল থেকে দেওয়া শুরু হয়)

২৪) " ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার "-  শান্তি নিরস্ত্রীকরণ এবং উন্নয়ন (1986 সাল থেকে দেওয়া শুরু)

২৫) "মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার" - শান্তি ও সমন্বয় সাধন (1995 সাল থেকে দেওয়া শুরু হয়)

২৬) "রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কার" - সাম্প্রদায়িক সম্প্রীতি ,শান্তি এবং সুনাম

২৭) "টেগোর পুরস্কার "- কলা এবং সাহিত্যের জগতে সাম্প্রদায়িক সম্প্রীতি 2011 সাল থেকে দেওয়া শুরু হয়

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...