WBPSC MISCELLANEOUS PREPARATION
SET -13
১)ভূমধ্য রেখা পৃথিবী কে কয়টি ভাগে ভাগ করেছে?
ক) 2√
খ)4
গ)6
ঘ)8
২)একটি নবীকরণ যোগ্য প্রাকৃতিক সম্পদ-
ক) পেট্রোলিয়াম
খ) কয়লা
গ) বন√
ঘ)খনিজ
৩)সুয়েজ খাল কোন বছর জাতীয়করণ হয়েছিল?
ক)1950
খ)1952
গ1956√
ঘ)1917
৪)শিলার যে ক্ষমতার জন্য শিলার মধ্যে জল প্রবেশ করে সেটি হল-
ক) কঠিনতা
খ)সংযুক্ততা
গ) ছিদ্রযুক্ততা
ঘ) ব্যাপনযোগ্যতা√
৫)কোন দেশে ইয়োলো স্টোন ন্যাশনাল পার্ক অবস্থিত?
ক) ইউএসএ√
খ) কানাডা
গ)মেক্সিকো
ঘ) আর্জেন্টিনা
৬)নিম্নলিখিত মালভূমির মধ্যে কোনটি পর্বত বেষ্টিত মালভূমি?
ক) দাক্ষিণাত্য মালভূমি
খ)কলম্বিয়া মালভূমি√
গ)তিব্বত মালভূমি
ঘ) ব্রাজিলিয় মালভূমি
৭)ভেল্ডস তৃণভূমি কোন দেশে দেখতে পাওয়া যায়?
ক) আর্জেন্টিনা
খ)রাশিয়া
গ) কানাডা
ঘ)দক্ষিণ আফ্রিকা√
*আর্জেন্টিনায় পম্পাস তৃণভূমি দেখা যায়
৮)বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে চীন থেকে প্রাদুর্ভাব ভাইরাসের সরকারি নাম কি?
ক)COVID- 19√
খ)CORO- 19
গ)CORN-19
ঘ)CORN-18
৯)কোন পরিবর্তন মোমবাতির দহনে ঘটে?
ক) ভৌত পরিবর্তন
খ)রাসায়নিক পরিবর্তন
গ)ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয়√
ঘ)উপরের কোনোটিই নয়
১০) ফার্মেন্টেশন এর ফলে কি উৎপন্ন হয়?
ক) অ্যালকোহল√
খ) জল
গ) অক্সিজেন
ঘ) কার্বন
১১) শব্দের গতিবেগ কোন মাধ্যমে বেশি?
ক) বায়ু
খ) ইস্পাত√
গ) শূন্য মাধ্যম
ঘ) জল
১২) কলঙ্কহীন ইস্পাত হল যে দুটি সংকর ধাতু
ক) লোহা ও ক্রোমিয়াম√
খ) লোহা ও অ্যালুমিনিয়াম
গ) কপার ও জিংক
ঘ) লোহা ও জিংক
১৩) ক্যালোরি কোন পদার্থের মাপের একক?
ক) তরল
খ) কঠিন
গ) তাপীয়√
ঘ) গ্যাসীয়
১৪) নিম্নের অ্যাসিড গুলির মধ্যে কোনটিতে অক্সিজেন নেই?
ক) সালফিউরিক অ্যাসিড
খ) অক্সালিক অ্যাসিড
গ) নাইট্রিক অ্যাসিড
ঘ) হাইড্রোক্লোরিক এসিড√
১৫) সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি?
ক) মার্কারি
খ) সিলভার
গ) লিথিয়াম√
ঘ) লেড
১৬)কার্বন -14 থেকে কিসের বয়স সনাক্ত করা হয়?
ক) শিলা
খ)জীবাষ্ম √
গ)পুরানো গ্রন্থ
ঘ) বৃক্ষ
১৭)লাইকেন কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়?
ক) কাঠের উৎস হিসেবে
খ) পতিত জমির জন্য প্রারম্ভিক বনস্পতি গ)জল এবং বায়ু দূষণের জন্য প্রারম্ভিক নির্দেশক√
ঘ)বায়ু দূষণ মাপার জন্য
১৮)নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি তড়িৎ এর সব থেকে ভালো সুপরিবাহী?
ক) তামা
খ) লোহা
গ) অ্যালুমিনিয়াম
ঘ) রুপো√
১৯)মানব শরীরের কোন অঙ্গ রক্ত পরিশ্রুত করে এবং গ্লাইকোজেন কে গ্লুকোজে পরিণত করে?
ক) যকৃত √
খ)বৃক্ক
গ)ফুসফুস
ঘ) হূৎপিণ্ড
২০)নিম্নলিখিত কোনটি প্রাণী খাদ্যে পাওয়া যায়?
ক) গ্লাইকোজেন
খ)প্রোটিন
গ)সেলুলোজ√
ঘ) চর্বি
২১)রক্ত হল একপ্রকার-
ক) এপিথেলিয়াম কলা
খ) যোজক কলা√
গ) স্নায়ু কলা
ঘ) তরুণাস্থি কলা
২২)কোন উৎসেচক রক্তের জমাট বাঁধার জন্য প্রয়োজন?
ক) পেপটিডেস
খ) এমাইলেজ
গ) লাইপেজ
ঘ) থ্রম্বকাইমেজ√
২৩)কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে?
ক) ক্যাঙ্গারু
খ)ডাকবিল প্লাটিপাস√
গ)অপোসাম
ঘ)ওটাম
২৪)কোন কলার সক্রিয়তা গাছের বৃদ্ধির জন্য প্রয়োজন?
ক) ভাজক কলা √
খ)সংবহন কলা
গ)যান্ত্রিক কলা
ঘ)সহযোগী কলা
২৫)গরুর দুধের রং হলদেটে হয় জন্য কোন পদার্থের উপস্থিতির জন্য?
ক) জ্যান্থোফিল
খ) রাইবোফ্লাভিন√
গ) রাইবিউ লোজ
ঘ) ক্যারোটিন
২৬)ধাতু শংকর যার মধ্যে পারদ আছে তাকে বলে-
ক) যুগ্ম ধাতু√
খ) একাধিক তরলের মিশ্রণ
গ)মিশ্রণ
ঘ) ঝালাই করা রাং
২৭)নিম্নলিখিত বিকল্প গুলির মধ্যে কোনটি রাসায়নিক প্রক্রিয়া?
ক) বাষ্পীভবন
খ) অধঃক্ষেপন√
গ) দ্রবীকরণ
ঘ) জারণ
২৮)আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয়?
ক) 22 মে√
খ)2 অক্টোবর
গ) 5 সেপ্টেম্বর
ঘ) 23 জানুয়ারি
২৯)ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় কোন যন্ত্রের দ্বারা?
ক) ক্যান্ডেলা
খ)বিউফর্ট
গ) ডবসন √
ঘ)কোনোটিই নয়
৩০)নিম্নলিখিত কোন শিল্পে অভ্র কে একটি কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়?
ক) আয়রন এবং স্টিল
খ)সিমেন্ট
গ) কাঁচ
ঘ) ইলেকট্রিক√
No comments:
Post a Comment