Monday, March 2, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৩

আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৩

১)কুশিনগর যে জন্য বিখ্যাত তা হল

ক) কুষাণদের রাজধানী
খ) ভারতের প্রথম শহর
গ) ভারতের বৃহত্তম চিনিকল
ঘ) বুদ্ধদেবের মৃত্যু স্থান হিসেবে√


২)মানব উন্নয়ন প্রতিবেদন কোন সংস্থা জারি করে?

ক)UNICEF
খ)UNDP√
গ)WTO
ঘ)WHO

৩)ফাইকোলজি কোন বিষয়ের চর্চা?

ক) শৈবাল √
খ)ছত্রাক
গ) আত্মা
ঘ)পৌরাণিক কাহিনী


৪)নিম্নলিখিত পদার্থ গুলির মধ্যে কোনটি শুধুমাত্র একটি উপাদান দিয়ে তৈরি?

ক) হীরে√
খ) কাঁচ
গ)মার্বেল
ঘ) বালি

৫)কার্বোজেন যে যে গ্যাসের মিশ্রণে গঠিত-

ক)CO এবং CO2
খ)CO2 এবং O2√
গ)CO এবং O2
ঘ)CH 4 এবং O2

*CO2  ৩০% এবং O2 ৭০%


৬)প্রাণীর হাড় ও দাঁতের প্রধান রাসায়নিক পদার্থ থাকে সেটি হল-

ক) সোডিয়াম ক্লোরাইড
খ)চিনি
গ)ক্যালসিয়াম ফসফেট √
ঘ)ক্যালসিয়াম সালফেট

৭)মাইক্রোফোন হলো এক ধরনের যন্ত্র যাতে-

ক) শব্দ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়√
খ) তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়
গ)শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
ঘ)যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়

৮)ফিউজ তারের কার্য হল-

ক) ভোল্টেজ স্থির রাখা
খ)তড়িৎ প্রবাহ কমানো
গ)তড়িৎ প্রবাহ বাড়ানো
ঘ) সার্কিট এর মধ্য দিয়ে উচ্চমাত্রার তড়িৎ প্রবাহিত হতে বাধা দেওয়া√


৯)নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কম্পাঙ্কের একক?

ক) এম্পিয়ার
খ) নিউটন
গ) হার্জ √
ঘ)ওয়াট

১০)আলো যখন বায়ু থেকে কাঁচের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন কাচে আলোর বেগ-

ক) বৃদ্ধি পায়
খ)কমে যায়√
গ)অপরিবর্তিত থাকে
ঘ)পরিবর্তিত হয়

১১)বায়ুতে শব্দের বেগ-

ক) চাপের সঙ্গে সমানুপাতী
খ) চাপের বর্গমূলের সঙ্গে সমানুপাতী
গ) চাপের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক
ঘ) চাপের সঙ্গে কোন ভাবে সম্পর্কযুক্ত নয়√

১২)নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে কোনটি অচৌম্বক পদার্থ?

ক) লোহা
খ) নিকেল
গ) কোবাল্ট
ঘ) তামা√


১৩)নিম্নলিখিত তরঙ্গ গুলির মধ্যে কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়?

ক) তাপ তরঙ্গ 
খ)শব্দ তরঙ্গ√
গ)রেডিও তরঙ্গ
ঘ) আলোক তরঙ্গ


১৪)আলোক তড়িৎ কোষ যে যে শক্তির মধ্যে রূপান্তর ঘটায় সেগুলি হল-

ক) তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে
খ) আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে√
গ) আলোক শক্তিকে তাপ শক্তিতে
ঘ) তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে


১৫)একটি নির্দিষ্ট কম্পাঙ্কের উচ্চমাত্রার শব্দ যে কারণে সৃষ্টি হয় তা হল-

ক) বিস্তার √
খ)গতিবেগ
গ)তরঙ্গদৈর্ঘ্য
ঘ) কোনোটিই নয়

১৬)নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে গান্ধীজী "দীনবন্ধু "উপাধি দিয়েছিলেন?

ক) অরবিন্দ ঘোষ
খ)সিএফ এন্ড্রুজ√
গ)বিনোবা ভাবে
ঘ) চিত্তরঞ্জন দাস

১৭)সাইমন কমিশনের প্রতিবাদ করার সময় কোন জাতীয় নেতা মারাত্মকভাবে আহত হন?

ক) দাদাভাই নওরোজি
খ) গোপালকৃষ্ণ গোখলে
গ) বালগঙ্গাধর তিলক
ঘ)লালা লাজপত রাই√


১৮)নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ন্যাশনাল মিত্র নামে পরিচিত?

ক) অমৃত লাল মিত্র
খ)রাজগোপাল মিত্র
গ)প্রমথেশ মিত্র
ঘ)নবগোপাল মিত্র√


১৯)কোন মৌর্য শাসক ভদ্র বাহুর  সাথে শ্রবণ বেল গোলা গিয়েছিলেন?

ক) অশোক
খ)বিন্দুসার
গ)কনিষ্ক
ঘ)চন্দ্রগুপ্ত√

২০)কোন ব্যক্তি ভারতের রাষ্ট্রপতি পদে কতবার নির্বাচিত হতে পারে?

ক) একবার
খ) দুইবার
গ) তিনবার
ঘ) কোন সীমা নেই√

২১)ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের সময় উদ্ভূত সব রকম সংশয় ও বিরোধের সমাধান করে কোন সাংবিধানিক সংস্থা?

ক)নির্বাচন কমিশন
খ)সংসদ
গ)সুপ্রিমকোর্ট√
ঘ) লোকসভার স্পিকার

২২)ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ ভারতের প্রধানমন্ত্রী নিয়োগের সঙ্গে সম্পর্কিত?

ক)72 নং অনুচ্ছেদ
খ)73 নং অনুচ্ছেদ
গ) 74 নং অনুচ্ছেদ
ঘ)75 নং অনুচ্ছেদ√

২৩)আনুপাতিক প্রতিনিধিত্ব প্রক্রিয়াটি নিম্নলিখিত যে পদটির নির্বাচনের সঙ্গে সম্পর্কিত সেটি হল-

ক)রাষ্ট্রপতি √
খ)লোকসভার স্পিকার
গ)লোকসভার সদস্য
ঘ)রাজ্য বিধানসভার সদস্য


২৪)নিম্নলিখিত কমিশন গুলির মধ্যে কোন কমিশন টি ভারতীয় সংবিধানের একটি নির্দিষ্ট অনুচ্ছেদ অনুসারে গঠন করা হয়েছিল?

ক)ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন
খ) জাতীয় মানবাধিকার কমিশন
গ) নির্বাচন কমিশন √
ঘ)সেন্ট্রাল ভিজিলান্স কমিশন

২৫)ইলেকট্রন কে আবিষ্কার করেন?

ক) থম্পসন√
খ) স্যাডউইক
গ)মাক্স প্লাংক
ঘ)রাদারফোর্ড

২৬)হাঙ্গেরির রাজধানীর নাম কি?

ক) প্রাগ
খ)বুদাপেস্ট√
গ) বার্লিন
ঘ) প্যারিস

২৭)প্রথম বিদেশি হিসেবে কাকে ভারতরত্ন প্রদান করা হয়?

ক) নেলসন ম্যান্ডেলা
খ)অ্যাঞ্জেলা মার্কেল
গ)খান আবদুল গফফর খান √
ঘ)শেখ মুজিবুর রহমান

২৮)ভারতের প্রথম নির্বাচন কোন সালে হয়েছিল?

ক) 1950
খ) 1951√
গ) 1952
ঘ) 1953

২৯)ভারতের কোন রাজ্যের নৃত্যনাট্য "যক্ষগণ"?

ক) কেরালা
খ) উড়িষ্যা
গ)তামিলনাড়ু
ঘ)কর্ণাটক√

৩০)নিউইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

ক) হাডসন√
খ) দানিয়ুব
গ) টেমস
ঘ) রাইন
https://drive.google.com/file/d/1PWeBQ3424JmyPCyWF8okaaaCAPt7zle9/view?usp=drivesdk

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...