Wednesday, April 15, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৪৩



আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৪৩

১) গ্রেটার হিমালয়াস এর আরেক নাম কি?

ক) হিমাদ্রি √
খ)অন্তগিরি 
গ)বহি:গিরি 
ঘ)শিবালিক

২) আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

ক) মাউন্ট আবু 
খ)কলসুবাই 
গ)গুরুশিখর √
ঘ)দোদাবেতা

*দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ

৩) পশ্চিমবঙ্গের লালমাটি অঞ্চলের নাম-

ক) রাড়√
খ) বারেন্দ্র
গ) ভাবর 
ঘ)সবকটি

৪) যে কৃষ্ণ লাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ হয় তা হল-

ক) রেগুর√
খ) ল্যাটেরাইট মৃত্তিকা
গ) পলি মৃত্তিকা
ঘ) রাঙ্গামাটি

৫) পশ্চিমবঙ্গে বর্ষার মূল কারণ-

ক)দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু 
খ)ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা√ গ)উত্তর পূর্ব মৌসুমি বায়ু 
ঘ)আরব সাগরের শাখা ভারতীয় মৌসুমী

৬)ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল-

ক)গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি√
খ) গঙ্গার নিম্ন প্রবাহের গতি পরিবর্তন
গ)জলবিদ্যুৎ উৎপাদন
ঘ) অতিরিক্ত জল সংরক্ষণ

৭) পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল-

ক)তিস্তা ,জলঢাকা ,রায়ডাক√
খ) গঙ্গা ,ব্রহ্মপুত্র 
গ)তিস্তা, গঙ্গা 
ঘ)দামোদর ,গঙ্গা

৮)কোন বাঁধ বর্তমানে কেরালা ওতামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ?

ক) নাগার্জুন সাগর বাঁধ
খ) মুল্লাপেরিয়ার বাঁধ √
গ)পেরু নানি বাঁধ 
ঘ)মেটুরবাঁধ

*মুল্লাপেরিয়ার বাঁধ পেরিয়ার নদীর উপর গড়ে উঠেছে
*নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর গড়ে উঠেছে
*মেটুরবাঁধ কাবেরী নদীর উপর গড়ে উঠেছে

৯)রাউরকেল্লা লৌহ ও ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত?

ক) মহানদী 
খ)গোদাবরি 
গ)কৃষ্ণা 
ঘ)ব্রাহ্মণী√

১০)দেবপাল বৌদ্ধ মঠগুলোর সংস্কার সাধন করেছিলেন কেন?

 ক) তিনি শাসক তাই
 খ) জনপ্রিয়তার জন্য
 গ) তিনি বৌদ্ধধর্মের বড় পৃষ্ঠপোষক তাই√
 ঘ) বৌদ্ধধর্ম প্রতিষ্ঠার জন্য

১১)কাদের প্রতি বল্লাল সেনের যথেষ্ট অনুরাগ ছিল?

 ক) শিক্ষিতদের
 খ) ধার্মিকদের
 গ) আত্নীয়দের
ঘ) বিদ্যা ও বিদ্বানদের√

১২)ধর্মপাল কত বছর রাজত্ব করেন?

ক) ৩৮
 খ) ৩৯
 গ) ৪০√
ঘ) ৪১

১৩)পাল রাজাদের আমলে মুঙ্গেরে রাজধানী স্থাপন করেন কে?

 ক) দেবপাল√
 খ) গোপাল
 গ) ধর্মপাল
 ঘ) মহীপাল

১৪)শশাঙ্ক কূটনৈতিক সূত্রে কার সাথে বন্ধুত্ব করেন?

 ক) মালবরাজ√
 খ) কনৌজ
 গ) প্রভাকরবর্ধন
 ঘ) মহাসেনগুপ্ত

১৫)বিজয় সেন উত্তর ও উত্তর-পশ্চিম বাংলার নিজের প্রভুত্ব বিস্তার করেন কীভাবে?

ক) মদলপালকে পরাজিত করে√
 খ) শুর পালকে পরাজিত করে
 গ) ধর্মপালকে পরাজিত করে
 ঘ) মহীপালকে পরাজিত করে

১৬)শশাংকের মৃত্যুর পর প্রায় একশ বছর অরাজকতা ও বিশৃঙ্খলা ছিল কেন? 

ক) বাংলার মানুষ বিদ্রোহী ছিল বলে
 খ) বাংলায় যোগ্য শাসকের অভাব ছিল বলে√
 গ) বাংলায় প্রবল দুর্ভিক্ষ হয় বলে
 ঘ) বাংলার মানুষ স্বাধীন প্রিয় ছিল বলে

১৭)পুষ্যভূতি রাজবংশের অধীনে কোন রাজ্যটি ছিল?

 ক) থানেশ্বর√
 খ) কণৌজ
 গ) কান্যকুব্জ
 ঘ) গৌড়

১৮)মহীপাল কোন ধর্মালম্বী ছিলেন?

 ক) জৈন
খ) শৈব
 গ) বৌদ্ধ√
 ঘ) হিন্দু

১৯)কোন সাম্রাজ্যের পতনে শুঙ্গ ও কম্ব বংশের আবির্ভাব ঘটে?

 ক) মৌর্য সাম্রাজ্যের√
 খ) সেন সাম্রাজ্যের
 গ) মুঘল সাম্রাজ্যের
 ঘ) গুপ্ত সাম্রাজ্যের


২০) আতশবাজির বিচ্ছুরণের লাল রঙের স্ফুলিঙ্গের জন্য নিচের কোনটি আতশবাজিতে থাকা প্রয়োজন?

ক) লোহা
খ) স্ট্রনশিয়াম √
গ)সালফার 
ঘ)ম্যাগনেসিয়াম

২১) নিচের কোনটিকে হেভি ওয়াটার বলা হয়?

ক) জলের সাথে ইউরোনিয়াম 232 মিশ্রিত খ)ডিউটেরিয়াম অক্সাইড √
গ)জলের তাপমাত্রা যখন 4 ডিগ্রি সেলসিয়াস
ঘ) জলে যখন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম লৌহ থাকে

২২) নিচের কোন এসিডটি ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়?

ক) অ্যাসিটিক অ্যাসিড √
খ)অক্সালিক অ্যাসিড
গ) ফরমিক এসিড 
ঘ)সাইট্রিক এসিড

২৩) টেট্রা ইথাইল লেড নিচের কোনটিতে ব্যবহৃত হয়?

ক)মশা তাড়ানোর জন্য
খ) ব্যথা কমানোর জন্য 
গ)আগুন নেভানোর জন্য 
ঘ)পেট্রলে সংযোজক উপাদান হিসেবে ব্যবহার করার জন্য√

২৪) বিউটি পার্লারে কেশ বিন্যাস এর জন্য নিচের কোন রাসায়নিক ব্যবহার করা হয়?

ক) ক্লোরিন
খ) সালফার √
গ)সিলিকন 
ঘ)ব্রোমিন

২৫) নিচের কোনটি এমন একটি অধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে?

ক) ব্রোমিন√
খ) ক্লোরিন 
গ)হিলিয়াম
ঘ) ফসফরাস

২৬) নিচের খনিজ পদার্থ গুলির কোনটি থেকে রেডিয়াম পাওয়া যায়?

ক) হেমাটাইট 
খ)ম্যাগনেটাইট 
গ)চালকোপাইরাইট 
ঘ)পিচব্লেন্ড√

২৭) দেশলাইয়ে কি ধরনের ফসফরাস ব্যবহৃত হয়?

ক) হলুদ ফসফরাস 
খ)লাল ফসফরাস √
গ)সাদা ফসফরাস 
ঘ)কালো ফসফরাস

২৮) সোডিয়াম ধাতু কিসের মধ্যে রাখা হয়?

ক) জল 
খ)কেরোসিন √
গ)পেট্রোল 
ঘ)অ্যালকোহল

২৯)"স্মোক বোমা "তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয়?

ক) সালফার
খ) ফসফরাস √
গ)কার্বন 
ঘ)হাইড্রোজেন

৩০)কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়?

ক) 367
খ) 368 √
গ)369 
ঘ)370

*সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে

৩১)জীবন ও স্বাধীনতার অধিকার সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদ এর অন্তর্ভুক্ত?

ক) 24 
খ)19
গ)22 
ঘ)21√

৩২)লোকসভায় প্রতিনিধি নির্বাচিত হতে গেলে একজন ভারতীয় নাগরিকদের নূন্যতম বয়স কত হতে হবে?

ক) 18 বছর
খ) 20 বছর 
গ)21 বছর 
ঘ)25 বছর√

*রাজ্যসভা 30 বছর
*রাষ্ট্রপতি 35 বছর
*উপরাষ্ট্রপতি 35 বছর
*বিভিন্ন রাজ্যের গভর্নর 35 বছর
*ভারতের প্রধানমন্ত্রী 25 বছর

৩৩)ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে নিজে হাতে লেখা পদত্যাগ পত্র প্রেরণ করতে পারেন?

ক)প্রধানমন্ত্রী 
খ)উপরাষ্ট্রপতি√
গ) প্রধান বিচারপতি 
ঘ)লোকসভার স্পিকার

৩৪) একজন রাজ্যসভার সদস্যদের পদে থাকার মেয়াদ-

ক) চার বছর
খ) পাঁচ বছর 
গ)ছয় বছর √
ঘ)আট বছর

*লোকসভায় সদস্যদের মেয়াদ পাঁচ বছর

৩৫) গণপরিষদের সভাপতি কে ছিলেন?

ক)বি আর আম্বেদকর 
খ)সি রাজা গোপালাচারী 
গ)রাজেন্দ্র প্রসাদ √
ঘ)জহরলাল নেহেরু

৩৬) এদের মধ্যে কোন জোড়াটা বেমানান?

ক) মোহিনীঅট্টম -কেরল 
খ)ছৌ- পুরুলিয়া
গ) কুচিপুরি- অন্ধ্রপ্রদেশ 
ঘ)ডান্ডিয়া -রাজস্থান√

*ডান্ডিয়া -গুজরাট 

৩৭) কলিঙ্গ পুরস্কার কাকে দেওয়া হয়?

ক) বছরের সেরা উড়িয়া উপন্যাস এর লেখক কে
খ) বছরের সেরা উড়িয়া কবিকে
গ) বছরের সেরা সমাজসেবী কে
ঘ) বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্যোগীকে√

*কলিঙ্গ পুরস্কার দেয় ইউনেস্কো

৩৮) এই বই গুলির মধ্যে কোনটি নীরদ সি চৌধুরী লেখেননি?

ক)এ প্যাসেজ টু ইন্ডিয়া√
খ)এ প্যাসেজ টু ইংল্যান্ড
গ) স্কলার extra-ordinary 
ঘ)দি কন্টিনেন্ট অফ সার্সি

*এ প্যাসেজ টু ইন্ডিয়া- ইএম ফস্টার

৩৯)" এশিয়া এন্ড ওয়েস্টার্ন ডমিনেন্স "বইটির রচয়িতা কে?

ক) নীরদ সি চৌধুরী
খ) কে এম পানিক্কর √
গ)কপিল দেব 
ঘ)লিও টলস্টয়

৪০) "ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম "কোথায় অবস্থিত?

ক) দেরাদুন √
খ)কলকাতা 
গ)দার্জিলিং 
ঘ)কটক

*দেরাদুন -ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট
*দেরাদুন- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং
*কলকাতা -বোস রিসার্চ ইনস্টিটিউট
*দার্জিলিং- হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট
*কটক -সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...