Tuesday, April 14, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৪২




আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৪২

১)রাগি উৎপাদনে ভারতের প্রথম রাজ‍্য হল -

ক) কর্ণাটক√
খ) রাজস্থান
গ) মধ‍্যপ্রদেশ
ঘ) পাঞ্জাব

২)মাইথন ড্যাম কোন নদীতে অবস্থিত?

ক) গঙ্গা
খ) রূপনারায়ণ
গ) দামোদর√
ঘ)তিস্তা

৩) সূর্য গ্রহণ কখন ঘটে?

ক) পৃথিবী ,সূর্য ও চাঁদের মধ্যে আসে
খ) চাঁদ ও সূর্যের মধ্যে সমকোণ উৎপন্ন হলে
গ) চাঁদ ,সূর্য ও পৃথিবীর মাঝে আসে√
ঘ) সূর্য, চাঁদ ও পৃথিবীর মাঝে আসে

৪)আক্সাই চিন কি?

ক) জলপ্রপাত
খ)গিরিপথ
গ)উচ্চ মালভূমি √
ঘ)গ্রস্ত উপত্যকা

৫)একটি মুখ্য ও একটি গৌন জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত ?

ক) ১২ ঘন্টা ১২ মিনিট
খ)১৯ ঘন্টা ২২ মিনিট
গ) ১২ ঘন্টা ২৬ মিনিট√
ঘ)২৪ ঘন্টা ২২ মিনিট

৬) সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি ?

ক)আকস্মিক বায়ু
খ) সমুদ্র জলের তলদেশে ধাক্কা
গ) নিয়ত বায়ু √
ঘ) সমুদ্রের গভীরতা 

৭)অনেকগুলি টর্নেডো সম্মিলিতভাবে কোন একটি সময়ে কোন বিশেষ স্থানে আঘাত হানলে তাকে কি বলে?

ক) টর্নেডো ইন ব্রেক
খ)টর্নেডো আউট ব্রেক√
গ) টর্নেডো ফুজিটা
ঘ) টর্নেডো

৮) হিমবাহের একটি ক্ষয়জাত ভূমিরূপ হল-

ক) গ্রাবরেখা
খ)ফিয়র্ড √
গ)নীলনদ
ঘ)কেম

৯)বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ কোথায় দেখা যায়?

ক) পশ্চিম মেদিনীপুর
খ)বীরভূম √
গ)বাঁকুড়া
ঘ)পুরুলিয়া

১০)ভারতের কোন রাজ্যে সর্বাধিক তামাক উৎপন্ন হয়?

ক) তামিলনাড়ু
খ)অন্ধপ্রদেশ√
গ)কর্ণাটক                     *কফি
ঘ)মহারাষ্ট্র

১১)শিবালিক পর্বত শ্রেনীর উপত্যকা গুলি কে কি বলে ?

ক) ঘুম
খ) দুন √
গ) চেনাব
ঘ)কারেওয়া 

১২)সুস্পষ্ট হিম প্রাচীর প্রধানত কোন মহাসাগরে দেখা যায় ?

ক)প্রশান্ত
খ) আটলান্টিক √
গ) ভারত
ঘ) কুমেরু 

১৩)মরা কোটাল কোন তিথি তে হয় ?

ক)নবমী তিথি
খ)একাদসী তিথি
গ) সপ্তমী তিথি
ঘ) অষ্টমী তিথি√

১৪)হিমাদ্রির উ: প: প্রান্তে কোন পর্বত অবস্থিত ?

ক) আনাইমুদি
খ) পালানি
গ)শিবালিক পর্বত
ঘ) নাঙ্গা পর্বত√

১৫)আন্তর্জাতিক তারিখ রেখা কোন সাগরে উপর দিয়ে গেছে ?

ক)উত্তর আটলান্টিক মহাসাগরে
খ)প্রশান্ত মহাসাগর√
গ)কুমেরু মহাসাগর
ঘ)ভারত মহাসাগর

১৬)কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয়  সমগ্র এশিয়ায় বৌদ্ধ সংস্কৃতির প্রধান প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল?

ক) ধর্মপালের
খ) গোপালের
 গ) দেবপালের√
ঘ) মহীপালের

১৭) 1921 সালের মোপলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়?

ক)আসাম
খ)কেরল√
গ)পাঞ্জাব
ঘ)বাংলা

১৮)ভিল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল?

ক)ছোটনাগপুর
খ)সিংভূম
গ)সাতারা
ঘ)খান্দেশ√

১৯) 1857 সালের বিদ্রোহের সময়ে লখনউতে বিদ্রোহের নেতৃত্ব দেন- 

ক)বাহাদুর শাহ
খ)লিয়াকাট আলি
গ)নানা সাহেব
ঘ)বেগম হযরত মহল√

২০)গোলামগিরি গ্রন্থটি কে লেখেন?

ক)স্যার সৈয়দ আহমেদ খান
খ)রামমোহন রায়
গ)জ্যোতিবা ফুলে√
ঘ)বি আর আম্বেদকর

২১)নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

ক)রামমোহন রায়
খ)ডিরোজিও√
গ)দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ)ডেভিড হেয়ার

২২)বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়?

ক)1870
খ)1875√
গ)1876
ঘ)1880

২৩)এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত?

ক)কথামৃত
খ)কথামালা
গ)বর্তমান ভারত√
ঘ)এ নেশন ইন মেকিং

২৪)প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল-

ক)ইন্ডিয়ান রিভিউ
খ)ফ্রী প্রেস অফ ইন্ডিয়া√
গ)হিন্দুস্থান রিভিউ
ঘ)এসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া

২৫)ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়?

ক)1876√
খ)1884
গ)1887
ঘ)1890

২৬) ফরমালিন কাকে বলা হয়?

ক)50% ফরমিক এসিডের দ্রবণ
খ)20 শতাংশ হাইড্রোক্লোরিক এসিডের দ্রবণ
গ) 40% অ্যাসিটিক এসিডের দ্রবণ
ঘ)50% ফরমালডিহাইড এর দ্রবন√

২৭) নিচের কোন রাসায়নিক পদার্থটি কে কাচের বোতলে রাখা যায়না?

ক) ল্যাকটিক অ্যাসিড
খ)হাইড্রোক্লোরিক এসিড √
গ)সালফিউরিক এসিড
ঘ)নাইট্রিক অ্যাসিড

২৮) কোন রাসায়নিক পদার্থের অন্য নাম কার্বলিক এসিড?

ক) ফেনল √
খ)ফরমিক অ্যাসিড
গ) বেনজিন
ঘ) ইথানল

২৯) অ্যালুমিনিয়ামের কোন সংকর ধাতু বিমান তৈরির জন্য ব্যবহৃত হয়?

ক) জার্মান সিলভার
খ) গান মেটাল
গ)অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ
ঘ)ডুরালুমিন√

৩০) এগুলির মধ্যে কোনটি হাইড্রোকার্বন?

ক) ফরমালডিহাইড
খ)ক্লোরোফরম
গ)বেনজিন √
ঘ)ইথানল

৩১) কোন শক্ত ,ভঙ্গুর ধাতব পদার্থ আগে উলফ্রাম নামে পরিচিত ছিল?

ক) টাংস্টেন√
খ) ক্রোমিয়াম
গ) নিকেল
ঘ)টাইটানিয়াম

৩২) বালির রাসায়নিক নাম কি?

ক) ক্যালসিয়াম ক্লোরাইড
খ) সিলিকন ডাই অক্সাইড√
গ)ম্যাগনেসিয়াম ক্লোরাইড
ঘ)আলুমিনিয়াম সিলিকেট

৩৩) কোন রাসায়নিক পদার্থ মিশিয়ে রাবারকে শক্ত করা হয়?

ক) সালফার √
খ)আয়রন
গ)কার্বন
ঘ)সিলিকন

৩৪) অলিম্পিক মশালের জন্য নিচের কোন দুটি উপাদান ব্যবহৃত হতো?

ক) প্রোপিলিন ও বিউটেন √
খ) হাইড্রোজেন ও নিয়ন
গ) প্রোপিলিন ও মিথেন
ঘ) হাইড্রোজেন ও বিউটেন

৩৫) পটাশিয়াম ব্রোমাইড নিচের কোনটিতে ব্যবহৃত হয়?

ক) ফটোগ্রাফি √
খ)বেকারি
গ) সার
ঘ)গান পাউডার

৩৬)ভারতীয় সংবিধানে কতগুলো সিডিউল আছে?

ক) ৯টি
খ) ৮টি
গ)১২টি √
ঘ)১০ টি

**ভারতীয় সংবিধান যখন লেখা হয়েছিল তখন সিডিউল ছিল ৮টি বর্তমানে ১২টি সিডিউল আছে

৩৭) রাষ্ট্রপতি হচ্ছেন-

ক) রাষ্ট্রের প্রধান√
খ) সহকারি প্রধান
গ) রাষ্ট্র ও সরকার উভয় প্রধান
ঘ) কোনটাই নয়

*রাষ্ট্রপতি হতে গেলে সবচেয়ে কম বয়স হতে হবে 35 বছর । রাষ্ট্রপতির কার্যকাল পাঁচ বছর
*রাষ্ট্রপতি 12 জনকে রাজ্যসভায় নিয়োগ করতে পারে এবং দুজনকে লোকসভায় নিয়োগ করতে পারেন এবং এই দুজন হলো anglo-indian
*মোট 14 জনকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন

৩৮) সংবিধানে ভারতবর্ষ কে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে। তার মানে কি?

ক) ধর্মীয় পূজা এখানে বারণ
খ) রাষ্ট্র বিভিন্ন ধর্মের পৃষ্ঠপোষকতা করে
গ)রাষ্ট্র মনে করে ধর্ম ব্যক্তির নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনরকম বৈষম্যমূলক আচরণ করা হয় না√
ঘ) এগুলো কোনটাই ঠিক নয়

*ধর্ম নিরপেক্ষ শব্দটি 1976 সালে 42 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয়েছে

৩৯) এর মধ্যে কোনটি মৌলিক অধিকার নয় ?

ক) সম্পত্তির ওপর অধিকার√
খ) শান্তিপূর্ণভাবে সমাবেশ করা
গ) দেশের সর্বত্র বিনা বাধায় ঘুরে বেড়াবার অধিকার
ঘ) সংবিধান অনুযায়ী সুবিচার পাওয়ার অধিকার

*সম্পত্তির অধিকার বর্তমানে আইনগত অধিকার legal right

৪০)কোন বিচারালয়ের মৌলিক অধিকারকে কার্যকরী করার দায়িত্ব ?

ক) সুপ্রিম কোর্ট
খ)হাইকোর্ট
গ)জেলা ও দায়রা বিচারালয়
ঘ) ক ও খ√

**ভারতীয় সংবিধানের 32 নং ধারায় সুপ্রিমকোর্ট ও 226 নং ধারায় হাইকোর্টের ওপর মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব অর্পিত হয়েছে।

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...