Sunday, April 19, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৪৬



আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৪৬

১) নাথুলা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

ক) জম্মু-কাশ্মীর
খ)  হিমাচল প্রদেশ 
গ)সিকিম√ 
ঘ)অরুণাচল প্রদেশ

২) কোন নদীর উৎপত্তি অমরকন্টক থেকে হয়েছে?

ক) গোদাবরী 
খ)নর্মদা√ 
গ)তাপ্তি
ঘ) কৃষ্ণা

৩)কোন বনশ্রেণী ভারতের সবচেয়ে বেশি অংশ অধিকার করে আছে?

ক) ক্রান্তীয় পর্ণমোচী 
খ)ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী
গ) ক্রান্তীয় আদ্র চিরহরিৎ √
ঘ)উপক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ

৪) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি?

ক) ইন্সাট 1A 
খ)স্পুটনিক' 
গ)ভাস্কর
ঘ) আর্যভট্ট√


৫) উকাই প্রকল্প কোন নদীর উপর?

ক) তাপ্তি√ 
খ)সুবর্ণরেখা
গ) নর্মদা
ঘ) তুঙ্গভদ্রা

৬) সমুদ্র জলের লবনতা কত?

ক)1.5%
খ)3.5%√
গ)2.5%
ঘ).5%

৭) নিচের কোন হ্রদ থেকে খাদ্য লবণ তৈরি হয়?

ক) চিল্কা
খ) উলার
গ) সম্বর√
ঘ) ভেম্বনাদ

৮) ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রকৃতি কিরূপ?

ক) নাতিশীতোষ্ণ √
খ)উষ্ণ
গ) শীতল
ঘ) মৌসুমী



৯)  হিউ এন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?

ক) কনিষ্ক 
খ)হর্ষবর্ধন √
গ)চন্দ্রগুপ্ত
ঘ) স্কন্দগুপ্ত

১০) বন্দেমাতরম রচনা করেছিলেন-

ক)রবীন্দ্রনাথ ঠাকুর 
খ)নজরুল ইসলাম 
গ)বঙ্কিম চট্টোপাধ্যায় √
ঘ)অরবিন্দ ঘোষ

১১) আমিনী কমিশন কে গঠন করেন?

ক) ওয়ারেন হেস্টিংস√
খ) লর্ড ডালহৌসি
গ) লর্ড কর্নওয়ালিস 
ঘ)লর্ড মিন্টো

১২) "আমার জীবন আমার বাণী "-উক্তিটি কার?

ক)মহাত্মা গান্ধী √
খ)বিনোবা ভাবে
গ) অরবিন্দ ঘোষ
ঘ) সুভাষ চন্দ্র বোস

১৩) মুঘল আমলে "বানজারা" কাদের বলা হত?

ক) ভ্রাম্যমান ব্যবসায়ী √
খ)সুফি সাধক 
গ) রাজস্ব আদায়কারী 
ঘ)ধর্মপ্রচারক

১৪) "রাজমালা "গ্রন্থে ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে?

ক) অসম 
খ)ত্রিপুরা√
গ) নাগাল্যান্ড 
ঘ)মেঘালয়

১৫)ভারতবর্ষের কোন শাসক প্রথম রেশনিং ব্যবস্থা চালু করেন?

ক) আলাউদ্দিন খলজী √
খ)মুহাম্মদ বিন তুঘলক
গ) অশোক 
ঘ)বাবর

১৬)"মাতৃভাষা সংবাদপত্র আইন" কত সালে জারি করা হয়?

ক)1880
খ)1870
গ)1878√
ঘ)1875

১৭)নিচের কে নালন্দা বিশ্ববিদ্যালয় এর সঙ্গে যুক্ত ছিলেন?

ক) বিক্রমাদিত্য 
খ)হর্ষবর্ধন √
গ)কনিষ্ক 
ঘ)সমুদ্রগুপ্ত



১৮)" জল মাধ্যমে আলোর বেগ বায়ু মাধ্যমে আলোর বেগ এর থেকে কম "-এটা কে প্রমাণ করেন?

ক) ফিযো
খ) ফোকান্ট
গ) রোমার √
ঘ)মাইকেলসন

১৯) কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায়?

ক)নিউটনের প্রথম গতিসূত্র 
খ)নিউটনের দ্বিতীয় গতি সূত্র√ 
গ)নিউটনের তৃতীয় গতিসূত্র 
ঘ)ভরবেগের সংরক্ষণ সূত্র

২০) তামার পরিবর্তে স্টিল দিয়ে স্প্রিং তৈরি করা হয় কারণ-

ক) স্টিল তামার থেকে বেশি শক্ত
খ) তামার চেয়ে স্টিলের স্থিতিস্থাপকতা বেশি√
গ)সাধারণ তাপমাত্রায় বাতাসের সংযোগের কোন রাসায়নিক পরিবর্তন ঘটায় না
ঘ) তামার চেয়ে স্টিলের নমনীয়তা কম

২১) নিচের কোনটির সাহায্যে অল্টারনেটিং কারেন্ট কে ডাইরেক্ট কারেন্টে পরিনত করা যায়?

ক) ডায়নামো 
খ)ট্রান্সফর্মার 
গ)রেকটিফায়ার√ 
ঘ)মোটর

২২) একটি ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট থেকে কোন প্রক্রিয়ায় বাল্বের কাঁচে পৌঁছে যায়?

ক) পরিচলন 
খ)পরিবহন 
গ)বিকিরণ√ 
ঘ)শূন্যস্থান দিয়ে তাপের অন্যত্র পৌঁছানো  সম্ভব নয়

২৩) লোহায় মরচে ধরলে-

ক)লোহার ওজন বেড়ে যায় √
খ)লোহার ওজন কমে যায়
গ) লোহার ওজন একই থাকে 
ঘ)লোহার উপরের অংশ উদ্বায়ী হয়

২৪) ফটোসেল এর উপর আলোকপাত হলে-

ক) শক্তি উৎপন্ন হয় 
খ)বিদ্যুৎ উৎপন্ন হয়√
গ) সালোকসংশ্লেষ ঘটে
ঘ) কোনোটিই নয়

২৫) নিচের কোনটি ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণ ঘটায়?

ক) এক্সরে
খ) আল্ট্রাসনিক 
গ)ইলেকট্রন √
ঘ)প্রোটন

২৬) ধাতু সাধারণত বিদ্যুৎ পরিবহন করে -কারণ কি?

ক) ধাতুর ইলেকট্রনগুলি মুক্ত বা বন্ধনহীন√
খ) ধাতুর পরমাণু গুলি হালকাভাবে সংলগ্ন ধাতুর গ)গলনাঙ্ক এর মাত্রা অধিক
ঘ) উপরের তিনটি

২৭) বায়ুতে শব্দ তরঙ্গের প্রকৃতি কেমন?

ক) অনুপ্রস্থ বা তির্যক তরঙ্গ 
খ)অনুদৈর্ঘ্য তরঙ্গ✓ 
গ)তড়িৎ চুম্বকীয় তরঙ্গ 
ঘ)সমবর্তিত

২৮) সুপার কন্ডাক্টর সেই বস্তু কে বলা হয় ,যে বস্তু-

ক)নিম্ন তাপমাত্রায় বিদ্যুতের সুপরিবাহী √
খ)উচ্চ তাপমাত্রায় বিদ্যুতের সুপরিবাহী 
গ)বিদ্যুৎ পরিবহনকে তীব্র প্রতিরোধ করে
ঘ) বিদ্যুৎ পরিবহনকে বিন্দুমাত্র প্রতিরোধ করে না


২৯)ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত হয়েছিল কোন সংশোধনীর দ্বারা?

ক)40 তম সংশোধনীর দ্বারা
খ) 42 তম সংশোধনীর দ্বারা √
গ)76 তম সংশোধনীর দ্বারা
ঘ) 86 তম সংশোধনী দ্বারা

*1976

৩০) সবচেয়ে কম যে বয়সে রাজ্যসভার সদস্য হওয়া যায়

ক) 25 বছর
খ) 30 বছর √
গ)35 বছর 
ঘ)40 বছর

*লোকসভার সদস্য 25 বছর


৩১)লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?

ক) 40
খ) 14  
গ) 20√
ঘ) 25

৩২) ভারতে কে জরুরি অবস্থা জারি করেন?

ক) রাষ্ট্রপতি√ 
খ)সংসদ 
গ)প্রধানমন্ত্রী 
ঘ)আইনমন্ত্রী


৩৩)কে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করতে পারেন?

ক) রাষ্ট্রপতি√
খ) সংসদ 
গ)প্রধানমন্ত্রী 
ঘ)প্রধান বিচারপতি

৩৪) ভারতে কত বছর পর পর অর্থ কমিশন গঠিত হয়?

ক) 2'বছর 
খ)3 বছর
গ) 4 বছর
ঘ) 5 বছর√


৩৫) মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত?

ক) কুস্তি 
খ)বক্সিং√
গ) তীরন্দাজি 
ঘ)ভারোত্তোলন

৩৬) ডাল লেক কোথায় অবস্থিত?

ক) সিমলা 
খ)উদয়পুর 
গ)শ্রীনগর√ 
ঘ)মাউন্ট আবু

৩৭) লাক্ষা দ্বীপের প্রধান ভাষা কি?

ক) মালয়ালাম √
খ)তেলেগু 
গ)তামিল 
ঘ)ইংরেজি

৩৮) রিংগিট কোন দেশের প্রচলিত মুদ্রা?

ক) থাইল্যান্ড 
খ)ইন্দোনেশিয়া 
গ)শ্রীলংকা 
ঘ)মালয়েশিয়া√

৩৯) বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO)পূর্ব নাম কি ছিল?

ক)GATS
খ)TRIPS
গ)GATT√
ঘ)MFA

৪০) সুপিরিয়র হ্রদ কোন দেশে অবস্থিত?

ক) কানাডা √
খ)ব্রাজিল 
গ)চিলি 
ঘ)মার্কিন যুক্তরাষ্ট্র

৪১) কম্পিউটারের জনক কে?
-স্যার চার্লস ব্যাবেজ

৪২) আধুনিক কম্পিউটারের জনক কে?
-জন ভন নিউম্যান

৪৩) মাইক্রোপ্রসেসর এর জনক কে?
-ডক্টর টেড হফ

৪৪) মাইক্রোকম্পিউটারের জনক কে?
-হেনরি এডওয়ার্ড রবার্ট

৪৫) ই-মেইল এর জনক কে?
-রেমন্ড স্যামুয়েল টমলিনসন

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...