Saturday, April 18, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৪৫



আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৪৫


১) কোন রাজ্যটি চতুর্দিকে স্থল ভাগ দ্বারা বেষ্টিত?

ক) গুজরাট
খ)অন্ধ্রপ্রদেশ
গ)পশ্চিমবঙ্গ
ঘ) বিহার√


২) ভারতের কেন্দ্রশাসিত রাজ্য গুলির মধ্যে বৃহত্তম হলো-

ক) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ √
খ)পন্ডিচেরি
গ)লাক্ষাদ্বীপ
ঘ) উপরের কোনোটিই নয়



৩) ভারতের কেন্দ্রশাসিত রাজ্য গুলির মধ্যে ক্ষুদ্রতম হলো-

ক) পন্ডিচেরি
খ)লাক্ষাদ্বীপ√
গ) দমন ও দিউ
ঘ) চন্ডিগড়


৪)  পৃথিবীতে সর্ব বৃহৎ পোস্টাল ব্যবস্থা আছে কোন দেশে?

ক) চীন
খ)ভারত√
গ)রাশিয়া
ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র


৫) হায়দ্রাবাদের যমজ শহর কোনটি?

ক) সেকেন্দ্রাবাদ √
খ)আমেদাবাদ
গ)বেঙ্গালুরু
ঘ) চন্ডিগড়


৬) ভারতের কোন শহর বিজ্ঞান নগরী নামে খ্যাত?

ক) হায়দ্রাবাদ
খ)বেঙ্গালুরু√
গ)কলকাতা
ঘ)পুনে


৭)পৃথিবীর মোট স্থলভাগের শতকরা কতভাগ ভারতের অধীনে আছে?

ক)1.4
খ)2.4.√
গ)3.4
ঘ)4.4


৮) কোন রাজ্যে তটরেখার বিস্তৃতি সর্বাধিক?

ক) উড়িষ্যা
খ) পশ্চিমবঙ্গ
গ) তামিলনাড়ু
ঘ)গুজরাট√


৯)ভারতের সহযোগিতায় চুখা জলবিদ্যুৎ কেন্দ্র টি গড়ে তোলা হয়েছে কোথায়?

ক) বাংলাদেশ
খ) ভুটান √
গ)শ্রীলংকা
ঘ) নেপাল


১০) ) ধারওয়ার যুগের গ্রানাইট ও নিস শিলা পাওয়া যায় কোথায়?

ক)শিবালিক পর্বত
খ)ডেকান মালভূমি
গ)ছোটনাগপুর মালভূমি √
ঘ)আন্দিজ পর্বত


১১))বালিয়াড়ি নিম্নলিখিত কোন অঞ্চলের প্রধান ভূমিরূপ?

ক) পূর্ব রাজস্থান
খ)পশ্চিম রাজস্থান √
গ)পাঞ্জাব
ঘ) গুজরাট


১২)নিম্নলিখিত কিসের কারণে সুনামির উৎপত্তি হয়?

ক) সমুদ্র তলের প্লেটের সঞ্চালন√
খ) সমুদ্রতলের অগ্নুৎপাত
গ) জোয়ারের পরিবর্তন
ঘ)কোনটাই নয়


১৩) বিডন কিসের নাম?

ক) নদী
খ)জলপ্রপাত√
গ)গিরিশৃঙ্গ
ঘ) উপনদী


*বিডন জলপ্রপাত শিলং এ অবস্থিত

১৪) Global positioning system GPS দ্বারা কি পরিমাপ করা হয়?

ক)জলের গভীরতা
খ)গোলকের পরিধি
গ)অক্ষাংশ দ্রাঘিমাংশ √
ঘ)সমুদ্রের খনিজ দ্রব্যের অবস্থান


১৫)ভারতের কোন মালভূমিতে চুনাপাথরের গুহা দেখতে পাওয়া যায়?

ক)ছোটনাগপুর মালভূমি
খ)মেঘালয় মালভূমি √
গ)লাদাক মালভূমি
ঘ)কোনোটিই নয়


১৬) আমরা বায়ুমন্ডলের কোন স্তরে বাস করি?

ক) ট্রপোস্ফিয়ার√
খ)স্ট্রাটোস্ফিয়ার
গ)আয়নোস্ফিয়ার
ঘ) এক্সোস্ফিয়ার


১৭) টর্নেডো দেখতে পাওয়া যায় কোথায়?

ক)আমেরিকা √
খ)ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ
গ)ভারত মহাসাগর
ঘ) চীন সাগর


১৮) হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর তুলে দেন কে?

ক) বাবর
খ)আকবর √
গ)জাহাঙ্গীর
ঘ)শাহজাহান


১৯) কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন?

ক) রাজ রাজ
খ) প্রথম রাজেন্দ্র চোল√
গ) দ্বিতীয় রাজেন্দ্র চোল
ঘ)রাজা ধিরাজ


২০) কাশ্মীরের আকবর কাকে বলা হয়?

ক) জয়নাল আবেদীন √
খ)হোসেন শাহ
গ)বলবন
ঘ)সুজাউদ্দৌলা


২১) কোন সম্রাট 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন?

ক) বাবর
খ) আকবর
গ)হুমায়ুন √
ঘ)জাহাঙ্গীর


২২) অষ্ট দিগগজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন?

ক) প্রথম দেবরায়
খ) দ্বিতীয় দেবরায়
গ) নরসিংহ
ঘ) কৃষ্ণদেব রায়√


২৩) সৎনামী বিদ্রোহ কোন মোগল সম্রাটের আমলে হয়?

ক) আকবর
খ) জাহাঙ্গীর
গ)শাহজাহান
ঘ) আওরঙ্গজেব√


২৪) গান্ধীজী হিন্দ স্বরাজ কোথায় লিখেছিলেন?

ক) ইংল্যান্ড থেকে ভারতে যাত্রায় নৌজাহাজ এ
খ) সবরমতী আশ্রম এ
গ) ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌজাহাজ এ√
ঘ) চম্পারন এ


২৫) গান্ধীজীর রাজনৈতিক গুরু কে ছিলেন?

ক) বিনোবা ভাবে
খ)চিত্তরঞ্জন দাশ
গ) দাদাভাই নওরোজি
ঘ)গোপালকৃষ্ণ গোখলে√


২৬)নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?

ক) স্টাফোর্ড ক্রিপস
খ) জন সাইমন √
গ)এ ভি আলেকজান্ডার
ঘ) পেথিক লরেন্স


২৭) বিপিনবিহারী গাঙ্গুলি কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন ?

ক) অনুশীলন সমিতি   
খ) আত্মোন্নতি সমিতি  √
গ) যুগান্তর দল  
  ঘ) প্রাদেশিক সমিতি


২৮)ভারতের কোথায় গান্ধীজীর ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের সূচনা হয়?

ক) খেদা
খ)চম্পারন√
গ)এলাহাবাদ
ঘ)পোরবন্দর


২৯)পোস্ট এন্ড টেলিগ্রাফ দপ্তর কার আমলে স্থাপিত হয় ?

ক) লর্ড ডালহৌসি   √
 খ) লর্ড ক্যানিং     
গ) লর্ড বেন্টিঙ্ক      
ঘ) লর্ড রিপন


৩০)বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা কে ? 

ক) মদনমোহন মালব্য  √
খ) অ্যানি বেসান্ত      
গ) লালা হংসরাজ   
ঘ) দয়ানন্দ সরস্বতী

 ৩১) ‘Broken Wings’ বইটির লেখক কে  ?


ক) রামমোহন রায়      
খ) অরবিন্দ ঘোষ    
গ) সরোজিনী নাইডু  √ 
ঘ) অ্যানি বেসান্ত


৩২) 1929 সালে এলাহাবাদের কৃষকরা কার নেতৃত্বে ‘No TAX’ আন্দোলন গড়ে তোলেন ?

ক) গান্ধিজি      
খ) বিনোবা ভাবে    
গ) এম. এন. রায়  √    
ঘ) আম্বেদকর


৩৩) "ইকনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া "বইটির লেখক কে  ?

ক) দাদা ভাই নৌরজি     
খ) গান্ধীজী    
গ) রমেশচন্দ্র দত্ত √    
ঘ) সুরেন্দ্রনাথ ব্যানার্জী


 ৩৪)ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় কাকে ?

ক) মাদাম কামা √    
খ) সরোজিনী নাইডু     
গ) মাতঙ্গিনীন হাজরা     
ঘ) আনি বেসান্ত


 ৩৫) নিচের কোনটি সোডা ওয়াটারে পাওয়া যায়?

ক) নাইট্রাস অক্সাইড
খ)অক্সালিক অ্যাসিড
গ) কার্বন-ডাই-অক্সাইড √
ঘ)কার্বনিক অ্যাসিড


৩৬) বাতাসে কোন গ্যাস থাকার জন্য পিতল তার উজ্জলতা হারিয়ে কালচে হয়ে যায়?

ক) নাইট্রোজেন
খ)অক্সিজেন
গ) কার্বন ডাই অক্সাইড
ঘ)হাইড্রোজেন সালফাইড√


৩৭)আতশবাজিতে সবুজ রংয়ের স্ফুলিঙ্গ তৈরি করতে নিচের কোনটি ব্যবহার করা হয়?

ক) বেরিয়াম√
খ)সোডিয়াম
গ)পটাশিয়াম
ঘ)ম্যাগনেসিয়াম


৩৮)ভূপৃষ্ঠে কোন ধাতুটি সবচেয়ে বেশি পাওয়া যায়?

ক) ক্যালসিয়াম
খ) ম্যাগনেশিয়াম
গ) লৌহ
ঘ)অ্যালুমিনিয়াম√


৩৯) আলোর ঔজ্জ্বল্যের একক কি?

ক) ডায়াপ্টার
খ)ফুট ক্যান্ডেল
গ)ক্যান্ডেলা √
ঘ)লুমেন


৪০) হীরের অস্বাভাবিক উজ্জল এর কারণ কি?

ক)অতিরিক্ত স্বচ্ছতা
খ)অধিক প্রতিসরাঙ্ক √
গ)অত্যাধিক কাঠিন্য
ঘ)অভ্যন্তরীণ গঠন


৪১)দেশলাই কাঠির মাথায় কোন রাসায়নিক পদার্থ থাকে?

ক) পটাশিয়াম
খ)ফসফরাস√
গ) সালফার
ঘ)ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড


৪২) গ্যাস সিলিন্ডারে গ্যাস কোন অবস্থায় থাকে?

ক) তরল অবস্থা√
খ)গ্যাসীয় অবস্থা
গ)কঠিন পদার্থ
ঘ)দ্রবন অবস্থা


৪৩) দাক্ষিণাত্যের কাশী বলা হয় কোন শহরকে?

ক) মাদুরাই√
খ)পাটনা
গ) জয়পুর
ঘ) ইন্দোর


৪৪) নাগাল্যান্ডের রাজধানীর নাম কি?

ক) ইম্ফল
খ)শিলং
গ) আইজল
ঘ) কোহিমা√


৪৫) কোন শহর রাজ প্রাসাদের শহর নামে পরিচিত?

ক) চেন্নাই
খ)দিল্লি
গ) কলকাতা √
ঘ)মুম্বাই

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...