Saturday, April 25, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৫০



আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৫০

১) সমুদ্রের লবণ উৎপাদনের নিচের কোনটির গুরুত্ব নেই?

ক) উচ্চ তাপমাত্রা
খ) উচ্চ আর্দ্র আবহাওয়া√
গ) বায়ুর বেগ
ঘ) মৃত্তিকা

২) লুধিয়ানা কি জন্য বিখ্যাত?

ক) সিল্ক শিল্প
খ) পাট শিল্প
গ) পশম শিল্প√
ঘ) বস্ত্র শিল্প

৩) নিম্নলিখিত কোনটি ভারতের সর্বাধিক শুষ্ক অঞ্চল?

ক) তেলেঙ্গানা 
খ) মারওয়ার√ 
গ) বিদর্ভ 
ঘ) মারাথওয়াদা 

৪) ভারতের কোন উপকূল সর্বাধিক ক্রান্তীয় ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হয়?

ক) মালাবার
খ) অন্ধ্র√ 
গ) কোঙ্কন 
ঘ) গুজরাট

*করমন্ডল উপকূল

৫) ডালমিয়া কোন শিল্পের জন্য বিখ্যাত?

ক) সিল্ক
খ) সিমেন্ট√
গ) চামড়া
ঘ) পাট 


৬) ভারতের সর্বাধিক আদ্রতা যুক্ত অঞ্চল কোনটি?

ক) মহাবালেশ্বর 
খ) চেরাপুঞ্জি
গ) উধাগা  মাগুলাম 
ঘ) মৌসিনরাম√

৭) এক বছরে 50 cm এর কম বার্ষিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি?

ক) মেঘালয়
খ) কাশ্মীরের লে√
গ) করমন্ডল উপকূল
ঘ) কঙ্কন উপকূল

৮) দক্ষিণ দিক থেকে কোন নদী গঙ্গায় যুক্ত হয়েছে?

ক) বেতোয়া 
খ) চম্বল
গ) শোন √
ঘ) কেন

৯) সম্বর হ্রদ  রাজস্থানের কোন শহরের নিকটে অবস্থিত?

ক) ভরতপুর
খ) জয়পুর√
গ) যোধপুর
ঘ) উদয়পুর


১০) দিল্লির কোন সুলতান নিজেই নিজেকে "সিকান্দার- ই -সানি " উপাধি প্রদান করেছিলেন?

ক) আলাউদ্দিন খলজী√
খ) মুহাম্মদ বিন তুঘলক 
গ) সিকান্দার লোদী 
ঘ) খিজির খান

*আলাউদ্দিন খলজী বাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন


১১) ভারত বিভাজন ও পাকিস্তান রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় কোন পরিকল্পনায়?

ক) ক্রিপস মিশন
খ) ওয়াভেল পরিকল্পনা
গ)  মাউন্টব্যাটেন পরিকল্পনা√
ঘ) ক্যাবিনেট মিশন পরিকল্পনা

১২) কোন কারণে ভারতের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ সাইমন কমিশন বয়কট করেছিল?

ক) কমিশনের সকল সদস্য ব্রিটিশ ছিলেন√
খ) ব্রিটিশ কমিশনের সদস্যরা ভারতের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করেন
গ) এখানে ভারতের দাবি এবং স্বার্থ রক্ষিত হয়নি 
ঘ) সবকটি

১৩) নিম্নলিখিত কোন বিষয়টি গান্ধীজীর "Non violence " মূলমন্ত্রের ভিত্তিভূমি?

ক) স্বরাজ
খ) স্বদেশী
গ) সত্যাগ্রহ
ঘ) অহিংসা√

১৪) শেরশাহ কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে গৌড় দখল করেন?

ক) 1529 খ্রিস্টাব্দে ঘর্ঘরার যুদ্ধ
খ) 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ√
গ) 1526খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ 
ঘ) 1527খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ

১৫) নিম্নলিখিত দুর্গ গুলির মধ্যে কোনটি আকবরের দ্বারা নির্মিত নয়?

ক) গোয়ালিয়র দুর্গ√
খ) আগ্রা দুর্গ
গ) লাহোর দুর্গ
ঘ) এলাহাবাদ দুর্গ

১৬) সৎনামী বিদ্রোহ কোন মোগল সম্রাটের আমলে হয়?

ক) আকবর
খ) জাহাঙ্গীর
গ) শাহজাহান
ঘ) ঔরঙ্গজেব√

১৭) কোন বছর ইংরেজদের সাথে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়?

ক) 1807 খ্রিস্টাব্দে
খ) 1809 খ্রিস্টাব্দে√
গ) 1812 খ্রিস্টাব্দে
ঘ) 1817 খ্রিস্টাব্দে

১৮) নানা সাহেব নামে কে পরিচিত?

ক) প্রথম বাজিরাও
খ) বালাজি বাজিরাও√
গ) বালাজি বিশ্বনাথ
ঘ) স্বামী মাধব রাও

১৯) টিপু সুলতানের রাজধানীর নাম কি?

ক) শ্রীরঙ্গপত্তনম√
খ) মহীশূর
গ) তিরুবনন্তপুরম
ঘ) কর্ণাটক


২০) নিচের কোন গ্রিন হাউস গ্যাস বায়ুমন্ডলে সর্বাধিক পাওয়া যায়?

ক) কার্বন-ডাই-অক্সাইড
খ) জলীয়বাষ্প√
গ) মিথেন
ঘ) নাইট্রোজেন

২১) মিউনিসিপ্যালিটির পানীয় জল পরিশোধন এর কোন পদ্ধতি ব্যবহার করা হয়?

ক) ক্লোরিনেশন √
খ) ব্রোমিনেশন
গ) জল ফোটানো
ঘ) UV বিকিরণ

২২) প্লেনের উড্ডয়নের সময় শব্দ দূষণের স্তর কত?

ক) 100 db
খ) 150db√
গ)  200db
ঘ)  250 db


২৩) জলের BOD পরিমাপের জন্য নিয়ন্ত্রিত তাপমাত্রা
 হলো-

ক) 20°C√
খ) 30°C 
গ) 35°C  
ঘ) 40°C

২৪) কিসের সাহায্যে সূর্যের রশ্মির বিকিরণ এর ক্ষতি থেকে পৃথিবী আমাদের রক্ষা করে ?

ক) বৃক্ষ
খ) বায়ুমণ্ডল √
গ) মৃত্তিকা
ঘ) জল

২৫)  স্টোন ক্যানসারের জন্য দায়ী গ্যাস কোনটি?

ক) নাইট্রোজেন 
খ) সালফার ডাই অক্সাইড√
গ) কার্বন ডাই অক্সাইড
ঘ) হাইড্রোজেন সালফাইড

২৬) নিচের কোনটি কার্বন-ডাই-অক্সাইডের বৃহত্তম ভান্ডার?

ক ) বন
খ) সমুদ্র√
গ) বরফখণ্ড
ঘ) তৃণভূমি

২৭) H2 এর নাম " জ্বলন্ত বায়ু " কে দেন?

ক) ল্যাভয়সিয়ে
খ) ক্যাভেন্ডিস√
গ) বয়েল
ঘ) নিউটন

২৮) অলংকার তৈরীর জন্য সোনার সাথে সাধারণত কোন ধাতু মেশানো হয়?

ক) লোহা
খ) তামা√
গ) রুপা
ঘ) জিংক

২৯) মুক্তর রাসায়নিক যৌগ কোনটি?

ক) ক্যালসিয়াম কার্বনেট√
খ) ক্যালসিয়াম ক্লোরাইড
গ) ম্যাগনেসিয়াম কার্বনেট
ঘ) সিলভার নাইট্রেট

*CaCo3

৩০) বৈদ্যুতিক হিটারের কয়েল কি দিয়ে তৈরি?

ক) পিতল
খ) কোবাল্ট
গ) নাইক্রোম√
ঘ) কপার

৩১) নিচের কোন দুটি মৌল 25 ডিগ্রি সেন্টিগ্রেড তরল অবস্থায় থাকে?

ক) মার্কারি ও লিথিয়াম
খ) মার্কারি ও ব্রোমিন√
গ) আর্গণ ও ব্রোমিন 
ঘ) আর্গণ ও মার্কারি

৩২) নিচের চারটির মধ্যে কোনটি সবচেয়ে কম দাহ্য পদার্থ?

ক) নাইলন
খ) টেরিকট
গ) সুতি√
ঘ) পলিয়েস্টার


৩৩) 32 নং ধারার উপর স্থগিতাদেশ জারি করার অধিকার কার আছে?

ক) সংসদ
খ) রাজ্য আইনসভা
গ) ভারতের সুপ্রিম কোর্ট
ঘ) জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি√


৩৪) নিম্নলিখিত কোন মৌলিক অধিকারকে ডঃ বি আর আম্বেদকর" সংবিধানের হৃদয় ওআত্মা "বলে বর্ণনা করেছেন?

ক) সাম্যের অধিকার
খ) ধর্মের অধিকার
গ) সাংবিধানিক প্রতিবিধানের অধিকার√
ঘ) কোনোটিই নয়

৩৫) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার কে বাদ দেওয়া হয়?

ক) 24 তম সংবিধান
খ) 42 তম সংবিধান
গ) 44 তম সংবিধান√
ঘ) কোনোটিই নয়

*1978

৩৬) 30(1) নং ধারা অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার কার আছে?

ক) ভারতের সকল নাগরিকের
খ) ভারতের সকল ব্যক্তির
গ) ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের√
ঘ) সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠদের



৩৭) বান্ধবগড় ন্যাশনাল পার্ক টি কোন রাজ্যে অবস্থিত?

ক) উত্তরপ্রদেশ
খ) মধ্যপ্রদেশ√
গ) পশ্চিমবঙ্গ
ঘ) রাজস্থান

*রাজস্থানে রনথম্বোর ন্যাশনাল পার্ক, কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক, সরিষ্কা ন্যাশনাল পার্ক 

৩৮) "পোস্টিং আপ " কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত?

ক) ক্রিকেট
খ) ফুটবল
গ) বস্কেটবল√
ঘ) ব্যাডমিন্টন

৩৯) " আন্তর্জাতিক মাতৃভাষা " দিবস কবে পালিত হয়?

ক) 21 ফেব্রুয়ারি√
খ) 21 মার্চ
গ) 21 এপ্রিল
ঘ) 21 মে


৪০) মিকির কোন রাজ্যের উপজাতি ?

ক) অসম √
খ) মিজোরাম 
গ) মেঘালয় 
ঘ) মনিপুর 

৪১) "ইন্দিরা ঠাকুরন "কোন উপন্যাসের চরিত্র?

ক) আরণ্যক
খ) পথের পাঁচালী√
গ) ইছামতি
ঘ) দেবদাস

৪২) কাকলাথ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?

ক) উত্তর প্রদেশ
খ) বিহার√ 
গ)হিমাচল প্রদেশ 
ঘ)উত্তরাখণ্ড


৪৩) প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি?

ক) COBOL
খ) CC++
গ) FORTRAN√
ঘ) BAN

৪৪) নিম্নলিখিত কোনটি আউটপুট ডিভাইস?

ক) কিবোর্ড
খ) স্ক্যানার
গ) প্রিন্টার√
ঘ) মাউস

৪৫) LOGO কি?

ক) অ্যাপ্লিকেশন
খ) ডিজাইন
গ) প্রোগ্রামিং ভাষা√



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...