আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৩৩
১) নিচের কোন দেশটি সুনামির দ্বারা আক্রান্ত হয়নি?
ক) মালদ্বীপ
খ) মরিশাস√
গ)মালয়েশিয়া
ঘ)থাইল্যান্ড
২) আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় কার সমান?
ক) হাঙ্গেরি √
খ)ভিয়েতনাম
গ) ডেনমার্ক
ঘ)সুইজারল্যান্ড
৩) তপশিলি জাতির জনসংখ্যা কোন রাজ্যে সবচেয়ে বেশি?
ক) কর্ণাটক
খ) উড়িষ্যা
গ) ঝাড়খন্ড
ঘ) মধ্যপ্রদেশ√
৪)তপশিলি উপজাতির জনসংখ্যার অনুপাত কোন রাজ্যে বেশি?
ক) নাগাল্যান্ড
খ) মেঘালয়
গ) মণিপুর
ঘ)মিজোরাম√
৫) টিপাম বেলে পাথর কোন রাজ্যে দেখা যায়?
ক) আসাম √
খ)ঝাড়খন্ড
গ)রাজস্থান
ঘ)পশ্চিমবঙ্গ
৬) ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়?
ক)বিহার (সমভূমি অঞ্চল )
খ)পশ্চিমবঙ্গ (মালভূমি অঞ্চল) √
গ)তামিলনাড়ু (উপকূলীয় অঞ্চল)
ঘ) উত্তর-পশ্চিম ঘাট
৭) দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনটি?
ক) তালচের
খ)বোকারো
গ) রানীগঞ্জ √
ঘ)বিশ্রামপুর
৮) বালুরঘাট কোন জেলার সদর?
ক) উত্তর দিনাজপুর
খ)দক্ষিণ দিনাজপুর√
গ)মালদা
ঘ)কোচবিহার
৯) সল্টলেক কোন শিল্পের কেন্দ্র হয়েছে?
ক) কম্পিউটার
খ)আই টি √
গ)ইলেকট্রনিক্স
ঘ)ইঞ্জিনিয়ারিং
১০) পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন?
ক) বাঁকুড়া
খ) উত্তরদিনাজপুর
গ) পুরুলিয়া √
ঘ) মালদা
১১)নিম্নলিখিত কোন শহরের বিখ্যাত স্মৃতিস্তম্ভ "রুমি দরওয়াজা "অবস্থিত?
ক) ফতেপুর সিক্রি
খ)ভূপাল
গ) লখনও √
ঘ)মুর্শিদাবাদ
১২)ভারতীয় ইতিহাসে কে বা কারা" কিং মেকার" নামে পরিচিত?
ক) সৈয়দ ভাতৃদ্বয় √
খ)হোসেন ভাতৃদ্বয়
গ)হাসান পরিবার
ঘ)চাণক্য
১৩)সঙ্গম যুগের "পিল্লাই "শব্দটি কোন শ্রেণীকে বোঝাতে ব্যবহৃত হতো?
ক) ঋণদাতা
খ) কৃষক
গ) শ্রমিক
ঘ) ছাত্র√
১৪)মুঘল সম্রাট জহির উদ্দিন মোহাম্মদ কোন নামে বেশি পরিচিত?
ক) আকবর
খ) জাহাঙ্গীর
গ) বাবর√
ঘ)হুমায়ুন
১৫)"ভারত আরব নয় ,একে দারউল ইসলামে রূপান্তর করা সম্ভব নয় ।উক্তিটি কার?
ক) ইলতুৎমিস√
খ) বলবন
গ) আলাউদ্দিন খলজী
ঘ)মহম্মদ বিন তুঘলক
১৬) একমাত্র কোন ষোড়শ মহাজনপদ টি দক্ষিণ ভারতে ছিল?
ক) ব্রীজি
খ)অস্মক√
গ) মৎস্য
ঘ)চেদি
১৭) কে প্রায় ৮০ হাজার স্তুপ বানিয়েছিলেন?
ক) অশোক √
খ)পুষ্যমিত্র
গ)মিনান্দার
ঘ)কনিষ্ক
১৮) ভারতবর্ষে কোন সম্রাটের রাজত্বকাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণের কথা জানা যায়?
ক)সম্রাট সমুদ্র গুপ্ত
খ)সম্রাট বিম্বিসার
গ)সম্রাট চন্দ্রগুপ্ত
ঘ) সম্রাট অশোক√
১৯) মহাত্মা গান্ধীর 1942 সালের 18 আগস্ট গৌলিয়া ট্যাংক ময়দানে ভারতছাড়ো আন্দোলনের বিখ্যাত স্লোগান" Do or Die" প্রথমবারের জন্য ব্যবহার করেন। গৌলিয়া ট্যাংক ময়দান ভারতের কোন শহরের সঙ্গে যুক্ত?
ক) অমৃতসর
খ) মুম্বাই √
গ)নতুন দিল্লি
ঘ) সুরাট
২০) প্রথম হিন্দি সংবাদ পত্র কোনটি?
ক) উরান
খ)আজাদ বিচার
গ) উরন্ত মার্তন্ড√
ঘ) বিচার ব্যক্তি
*উরন্ত মার্তন্ড হলো ভারতের প্রথম হিন্দি ভাষায় প্রকাশিত সংবাদপত্র। কলকাতা থেকে 1826 খ্রিস্টাব্দে এই সংবাদপত্রটি শুরু করেছিলেন যুগলকিশোর শুক্লা। প্রতি মঙ্গলবার এই সংবাদপত্র টি প্রকাশিত হতো
২১) তাপের সুপরিবাহী তরল হলো-
ক) জল
খ)অ্যালকোহল
গ)পারদ √
ঘ)লবনীয় জলীয় দ্রবণ
২২) একটি সুতির কাপড়ের এক প্রান্তে একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড় টি ভিজে যায় কারণ
ক) মহাকর্ষ
খ)সান্দ্রতা
গ)স্থিতিস্থাপকতা
ঘ)কৈশিক ক্রিয়া√
২৩)"বার্লোচক্র" কি নিয়মে কাজ করে?
ক)E=mc^2
খ) বাম হস্ত নিয়ম√
গ) হুকের সূত্র
ঘ)ওহমের সূত্র
২৪)কোন মৌলটি কে মেন্ডেলিফ দুষ্টু মৌলের আখ্যা দেন?
ক) ইউরেনিয়াম
খ)থোরিয়াম
গ)হাইড্রোজেন √
ঘ)ক্লোরিন
২৫) প্লাস্টার অফ প্যারিস আসলে কি?
ক)ক্যালসিয়াম সালফেট √
খ)ক্যালসিয়াম কার্বনেট
গ)ক্যালসিয়াম অক্সালেট
ঘ) ক্যালসিয়াম অক্সাইড
২৬)কোন মৌলে কাঁসা, পিতল, জার্মান সিলভার তিনটি সংকর ধাতু থাকে?
ক) এন্টিমনি
খ)কপার√
গ) টিন
ঘ) জিংক
২৭) কোনটি সহজেই জলে দ্রবীভূত হয়?
ক) কার্বন
খ) নাইট্রোজেন
গ)অ্যামোনিয়া√
ঘ) আয়োডিন
২৮) রেড ফসফরাস হল -
ক)P1
খ)P6
গ)P4√
ঘ)P5
২৯)সবুজ কাঁচ তৈরি করতে কাঁচের সাথে কি মেশানো হয়?
ক) ক্যালসিয়াম অক্সাইড
খ) আয়রন অক্সাইড
গ)ক্রোমিয়াম অক্সাইড √
ঘ)ম্যাঙ্গানিজ অক্সাইড
৩০) ভূপৃষ্ঠে গতিশীল কোন বস্তু কিছু সময় পরে নিজে থেকেই থেমে যায়-
ক) জাড্য ধর্মের জন্য
খ) ঘর্ষণ বলের জন্য√
গ)ভরবেগের সংরক্ষণ সূত্রের জন্য
ঘ)অভিকর্ষ বলের জন্য
৩১) সংবিধানের কততম ধারা অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করা হয়?
ক) 170 নং ধারা
খ) 226 নং ধারা√
গ) 229 নং ধারা
ঘ) 225 নং ধারা
৩২) ভারতের উপরাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হয়?
ক) লোকসভা ও বিধানসভার সদস্যদের দ্বারা
খ) লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা√
গ) রাজ্যসভার ও বিধানসভার সদস্যদের দ্বারা
ঘ) শুধুমাত্র লোকসভার নির্বাচিত সদস্যদের দ্বারা
৩৩)ভারতের সংবিধানে ‘রিপাবলিক’ কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে?
ক) ব্রিটেনের সংবিধান থেকে
খ) ফ্রান্সের সংবিধান থেকে√
গ) আমেরিকার সংবিধান থেকে
ঘ) কানাডার সংবিধান থেকে
৩৪)লোকসভায় কোন বিষয়ে সমান সমান ভোট হলে নির্ণায়ক ভোট কে দেন?
ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) অধ্যক্ষ√
ঘ) বিরোধী দলনেতা
৩৫) "পাঞ্চ" শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
ক) ভলিবল
খ)বক্সিং√
গ)দাবা
ঘ)গলফ
৩৬) জ্ঞানপীঠ পুরস্কারের নগদ অর্থমূল্য কত?
ক)4 লক্ষ টাকা
খ)5 লক্ষ টাকা √
গ)3 লক্ষ টাকা
ঘ)6 লক্ষ টাকা
৩৭) চিলির রাজধানীর নাম কি?
ক) এথেন্স
খ) আক্রা
গ)সান্তিয়াগো√
ঘ) আবুজা
৩৮) নিসাদ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
ক) সেতার√
খ) সরোদ
গ) তবলা
ঘ)বাঁশি
৩৯) দুধওয়া বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?
ক) গঙ্গা
খ) মহানদী√
গ)নর্মদা
ঘ)ইন্দ্রাবতী
৪০) বিশ্ব সাক্ষরতা দিবস কোন দিন পালন করা হয়?
ক) 9 আগস্ট
খ) 5 সেপ্টেম্বর
গ) 8 সেপ্টেম্বর√
ঘ) 16 সেপ্টেম্বর
৪১) প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার কোথায় অবস্থিত?
ক) সানফ্রান্সিসকো
খ) সান্টিয়াগো
গ)হনোলুলু√
ঘ) জার্মানি
৪২)1 নিবল (nibble)= কত বিট?
ক)4 √
খ)8
গ)12
ঘ)16
৪৩) কোন ধরনের প্রিন্টার একসাথে শুধুমাত্র একটি ক্যারেক্টার প্রিন্ট করতে পারে?
ক) লেজার প্রিন্টার
খ) ডট ম্যাট্রিক্স প্রিন্টার √
গ)লাইন প্রিন্টার
ঘ)সবকটি
৪৪)DVD কথাটির পুরো অর্থ কি?
ক) Digital Video Developer
খ) Digital Video Device
গ) Digital Video Disc√
ঘ) None of these
৪৫) MS- Word এ "Replace"অপশনটি কোন মেনুতে থাকে?
ক)File
খ) View
গ) Insert
ঘ) Edit√
No comments:
Post a Comment