Sunday, April 5, 2020

ভূগোল SLST/NET/SET MCQ- Set- 17 পরিবেশ ভূগোল (Environmental Geography)



ভূগোল SLST/NET/SET 
                      MCQ- Set- 17
                     পরিবেশ ভূগোল
           (Environmental Geography)

১) নিম্নের কোন অঞ্চল সভ্যতা সংস্কৃতির আদি অঞ্চলের পর্যায়ভুক্ত নয়?

ক) গঙ্গা-ব্রহ্মপুত্র উপত্যকা √
খ)মহেঞ্জোদারো হরপ্পা 
গ)নীলনদ উপত্যকা ও ইউফ্রেটিস টাইগ্রিস অঞ্চল
 ঘ)হোয়াংহো উপত্যকা

২) শিল্প বিপ্লবের সূচনা হয় যেখানে-

ক) মার্কিন যুক্তরাষ্ট্রে সপ্তদশ শতকে
খ) ফ্রান্স জার্মানিতে সপ্তদশ শতকে 
গ)ইংল্যান্ডে সপ্তদশ শতাব্দীতে √
ঘ)ভারত-চীনের সপ্তদশ শতাব্দীতে

৩) বিশ্বব্যাংকের হিসেব মতে দরিদ্র বলতে কাদের বোঝানো হয়?

ক) যাদের দৈনিক রোজগার ২০টাকার কম
খ) যাদের দৈনিক রোজগার 1 মার্কিন ডলার বা 60 টাকার কম√
গ) যারা দিনে ২০ টাকার কম রোজগার করে ও দিনে কম ক্যালোরি ভক্ষণ করে
ঘ) যাদের নিজস্ব বাড়িঘর নেই

৪) সার্বিক মানব বিকাশ বা HDI সূচকে প্রথম স্থান অধিকারী দেশ কোনটি?

ক) নরওয়ে √
খ)আমেরিকা যুক্তরাষ্ট্র
গ) ব্রিটেন
ঘ) আইসল্যান্ড

৫) গড় সাক্ষরতার হার এ ভারতে প্রথম স্থান অধিকারী রাজ্য 2016-

ক) কেরল
খ) ত্রিপুরা√ 
গ)মিজোরাম 
ঘ)তামিলনাড়ু

৬) ধারণ ক্ষমতা (Carrying Capacity)বলতে কী বোঝায়?

ক) কোন স্থান যত সংখ্যক লোক সংখ্যা কে বহন করতে সক্ষম হয়
খ) কোন নির্দিষ্ট স্থান তার সম্পদ অনুযায়ী যে সর্বাধিক জনসংখ্যা প্রতিপালন করতে পারে√
গ)কোন নির্দিষ্ট দেশ তার মোট কৃষি শিল্প বনজ সম্পদ এবং ভূমি ও জল অনুযায়ী যতসংখ্যক মানুষজনকে প্রতিপালন করতে পারে
ঘ) সময় ও জনসংখ্যার চাপের সমন্বয়কে ধারণক্ষমতা বলে

৭) যে জোড়াটি মধ্যে অসঙ্গতি রয়েছে-

ক) সর্বাধিক বৃষ্টিপাতের মেঘ -কিউমুলোনিম্বাস 
খ) বর্ষাকালে যে মেঘের সর্বাধিক বৃষ্টিপাত হয় কিউমুলোনিম্বাস
গ) ঘূর্ণিঝড়ের সময় আকাশে যে মেঘ তৈরি হয়- নিম্বাস মেঘ√
ঘ) বজ্রগর্ভ মেঘ -কিউমুলোনিম্বাস 

৮) বিষয়ও বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে অমিল রয়েছে এমন জোড়া-

ক) বেতার সংযোগ রক্ষাকারী বায়ুমণ্ডলীয় স্তর- আয়োনোস্ফিয়ার
খ) ঝড়-বৃষ্টি বায়ুমণ্ডলীয় গোলযোগ সৃষ্টিকারী স্তর- ট্রপোস্ফিয়ার
গ) বায়ুমন্ডলে নিম্নতম ,ভূপৃষ্ঠের নিকটতম বায়ুমণ্ডলের স্তর- স্ট্রাটোস্ফিয়ার√
ঘ) বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের স্তর রয়েছে- স্ট্রাটোস্ফিয়ার

৯) উল্লেখিত বিষয় ও তথ্যের অমিল রয়েছে এমন-

ক) থর মরুভূমি থেকে আগত প্রচন্ড তাপিত শুষ্ক বালিঝড়- লু√
খ)উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে প্রচণ্ড তাপিত শারীরিক পীড়াদায়ক স্থানীয় বায়ু প্রবাহ- লু
গ) পৃথিবীর প্রাচীনতম মহাদেশ -প্যানজিয়া
ঘ) পৃথিবীর প্রাচীনতম একক মহাসাগর- প্যানথালাসা

১০) যে ধারণার মধ্যে অসামঞ্জস্য রয়েছে -

ক) নিজেদের অনুকূল পরিবেশে জীব সম্প্রদায় নিজেদের মত বেঁচে থাকে তাকে সেই জীবের নিবাস বা হ্যাবিটেট বলে
খ) লবণাক্ত জলে মাটিতে জন্মানো উদ্ভিদ- হ্যালোফাইট
গ) উষ্ণ মরু বায়মে জন্মানো উদ্ভিদ -জেরোফাইট
ঘ) তৈগা বায়োম এ জন্মানো উদ্ভিদ- মেহগনি, আবলুস√

১১) নেরিটিক অবক্ষেপ বলতে কী বোঝায়?

ক) গভীর সমুদ্রে উন্মুক্ত পরিবেশে যে অবক্ষেপ বোঝা যায়
খ) মহীসোপান অঞ্চলের অগভীর সমুদ্রে যে অবক্ষেপ দেখা যায়√
গ) হ্রদ বা আবদ্ধ জলাভূমিতে যে অবক্ষেপ
ঘ) গভীর সমুদ্রের চুন জাতীয় অবক্ষেপ

১২) যে জোড়া টির মধ্যে অসামঞ্জস্য রয়েছে-

ক) চীনের উপকূলের ঘূর্ণিঝড়- টাইফু√
খ) অস্ট্রেলিয়া উপকূলের ঘূর্ণিঝড় -উইলি উইলি
গ) আমেরিকা উপকূল ও মধ্য আমেরিকার ঘূর্ণিঝড়- টর্নেডো
ঘ) ভারত উপকূলের ঘূর্ণিঝড়- সাইক্লোন

১৩) মাটি সম্পর্কিত যে তথ্যটি সঠিক নয়-

ক) উর্বর মাটির রং কালো বাদামি
খ) অনুর্বর মাটির রং সাদা
গ) তৈগা অঞ্চলের মাটি- পডসল
ঘ) মরু অঞ্চলের মাটি- ল্যাটেরাইট√

১৪) একটি বসতি এলাকায় রাত্রে অনুমোদিত শব্দ মাত্রার মান হলো-

ক) 45 ডেসিবেল√
খ)60ডেসিবেল
গ)65ডেসিবেল
ঘ)55ডেসিবেল

১৫) কলকাতা হাইকোর্ট শব্দ বাজি ফাটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন কবে?

ক) 1 মার্চ 1996 
খ)1 এপ্রিল 1996√
গ) 1 মে 1996
ঘ)1 জুন 1996

১৬)জলাশয় জৈব আবর্জনা জমার ফলে প্রচুর পরিমাণে জলজ উদ্ভিদ জন্মায় ,তার ফলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায় এই অবস্থা কে কি বলা হয়?

ক)  ইউট্রোফিকেশন 
খ)বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড 
গ)জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা 
ঘ)লেক রুম√

১৭) বিশ্ব উষ্ণায়নের জন্য যে গ্রীন হাউস গ্যাসটি সর্বাধিক দায়ী

ক) কার্বন ডাই অক্সাইড√
খ) কার্বন মনোক্সাইড 
গ)ক্লোরোফ্লোরো কার্বন 
ঘ)মিথেন

১৮)WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত পানীয় জলে BOD এর মান কত হবে?

ক)10 ml/L
খ)8ml/L
গ)6ml/L√
ঘ)4ml/L

১৯)  ক্ষতিকারক রাসায়নিক পদার্থ খাদ্য শৃংখল এর মাধ্যমে খাদ্য স্তরের নিম্ন স্তর থেকে উচ্চ স্তরের দিকে ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকলে যে ঘটনা ঘটে তাকে কি বলে?

ক) জীব পুঞ্জীভবন 
খ)জীব সঞ্চয়ণ
গ)জীব বিবর্ধন √
ঘ)পরিপোষক দূষণ

২০) ধূমপানের ফলে সৃষ্ট ফুসফুসের রোগ-

ক) এমফাইসিমা√
খ) ফুসফুসের কর্কট 
গ)এনামেল হাইপোপলাসিয়া 
ঘ)হুপিং কাশি

২১) পৃথিবীর অন্যতম দূষিত একটি স্থান-

ক) হ্যানফোর্ড (USA)√
খ) মুম্বাই (ভারত)
গ)সাংহাই ( চীন)
ঘ)হাওড়া ( ভারত)

২২) যে সম্পূর্ণ নাম টির মধ্যে অসংগতি আছে-

ক)BOD- Biological Oxygen Demand√
খ) COD-Chemical Oxygen Demand
গ)CNG-Compressed Natural Gas
ঘ)DDT -Dichloro Diphenyl Trichloro Ethane

*BOD- Biochemical Oxygen Demand√

২৩) ভারতের অবলুপ্তপ্রায় প্রাণী জোড়া টি হল

ক) ভারতীয় এক শৃঙ্গ গন্ডার ও কস্তুরী মৃগ √
খ) ভারতীয় এক শৃঙ্গ গন্ডার ও হাতি
গ) কস্তুরী মৃগ ও মেছোবিড়াল
ঘ) হাতি ও ডোডো পাখি

২৪) যে জোড়াটি অবলুপ্তপ্রায় উদ্ভিদ জোড়া-

ক) চন্দন ও বট
খ) চন্দন ও নিম 
গ)মিম ও শাল
ঘ) চন্দন ও সাইকাস√

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...