ভূগোল SLST/NET/SET
MCQ- Set- 18
পরিবেশ ভূগোল
(Environmental Geography)
১) পৃথিবীতে জীবের অস্তিত্বের এক ক্রিয়াশীল অঞ্চল কে বলে-
ক) জলমণ্ডল
খ) শিলামন্ডল
গ) জীবমণ্ডল
ঘ)বায়ুমণ্ডল
২) বাস্তু তন্ত্র হলো-
ক) উন্মুক্ত প্রণালী
খ) বিচ্ছিন্ন প্রণালী
গ)বদ্ধ প্রণালী
ঘ) সংযুক্ত প্রণালী
৩) পৃথিবীতে জীবের অস্তিত্ব শুরু হয়-
ক) 50 কোটি বছর পূর্বে
খ) 100 কোটি বছর পূর্বে
গ) 200 কোটি বছর পূর্বে
ঘ)250 কোটি বছর পূর্বে
৪) জীবমন্ডলের উলম্ব বিস্তৃতি ঘটে-
ক) 3কিলোমিটার
খ)10 কিলোমিটার
গ)7 কিলোমিটার
ঘ)13 কিলোমিটার
৫) বাস্তু তন্ত্রের অজৈব উপাদান হলো-
ক) উদ্ভিদ
খ) অক্সিজেন
গ)প্রাণী
ঘ)পশুপাখি
৬) বাস্তু তন্ত্রের জৈব উপাদান হলো-
ক) সবুজ উদ্ভিদ
খ)কার্বন-ডাই-অক্সাইড
গ) পটাশিয়াম
ঘ) ক্যালশিয়াম
৭) "বাস্তুতন্ত্র "কথাটি প্রথম ব্যবহার করেন-
ক) হেনরি থোরু
খ) এ জি ট্রান্সলে
গ)আর্নেস্ট হেকেল
ঘ) ওদাম
৮)" বাস্তুবিদ্যা " কথাটি প্রথম ব্যবহার করেন-
ক) রেমন্ড লিন্ডম্যান
খ)অ্যারিস্টোটল
গ)আর্নেস্ট হেকেল
ঘ) অ্যানাক্সিম্যান্ডার
৯) কোন পুকুরের সম্পূর্ণ আলোক যুক্ত অগভীর জলাশয়ে অঞ্চল কে কি বলে?
ক) লিমনেটিক অঞ্চল
খ)প্রভানডাল অঞ্চল
গ) লিটোরাল অঞ্চল
ঘ)ফটিক অঞ্চল
১০) কোন পুকুরের যে স্থানে আলো পৌঁছায় না তাকে কি বলে?
ক) লিমনেটিক অঞ্চল
খ) প্রোভান্ডার অঞ্চল
গ)লিটোরাল অঞ্চল
ঘ)ফটিক অঞ্চল
১১) কোন বাস্তু তন্ত্রের ভৌত উপাদান-
ক) সূর্যালোক
খ) কার্বহাইড্রেট
গ)নাইট্রোজেন
ঘ)সবুজ উদ্ভিদ
১২) কোন বাস্তুতন্ত্রের অজৈব উপাদান-
ক) সূর্যালোক
খ) প্রোটিন
গ)নাইট্রোজেন
ঘ)ফ্যাট
১৩) কোন বাস্তুতন্ত্রে জৈব উপাদান-
ক) উষ্ণতা
খ)বায়ু
গ)ক্যালসিয়াম
ঘ) ফ্যাট
১৪) সালোকসংশ্লেষ কথাটি প্রথম ব্যবহার করেন-
ক) ওডাম
খ)রেমন্ড লিন্ডেম্যান
গ) প্লেটো
ঘ) বার্নেস
১৫)ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি বিয়োজকরা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ কে আংশিক ভাবে পচিয়ে ফেলে যে অর্ধ বিয়োজিত পদার্থ সৃষ্টি করে তাকে কি বলে?
ক) ডেট্রিডোর
খ) ডেট্রিটাস
গ)ডেট্রিভরাস
ঘ)ডেট্রাস
১৬)যে সকল ছোট ছোট প্রাণী অর্ধ বিয়োজিত পদার্থকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের কি বলে?
ক) ডেট্রিটাস
খ)নিউসটন
গ)ডেট্রিডোর
ঘ)খাদক
১৭) কোন পুষ্টি স্তরের প্রথম স্তরে থাকে-
ক) সবুজ উদ্ভিদ
খ)মাংসাশী
গ)তৃণভোজী
ঘ) সর্বভুক
১৮) কোন পুষ্টি স্তরের দ্বিতীয় স্তরে থাকে-
ক) সবুজ উদ্ভিদ
খ)মাংসাশী
গ)তৃণভোজী
ঘ)সর্বভুক
১৯) কোন পুষ্টি স্তর এর তৃতীয় স্তরে থাকে-
ক) সবুজ উদ্ভিদ
খ)মাংসাশী
গ)তৃণভোজী
ঘ)সর্বভুক
২০) কোন পুষ্টি স্তর এর চতুর্থ স্তরে থাকে-
ক) সবুজ উদ্ভিদ
খ)মাংসাশী
গ) তৃণভোজী
ঘ)সর্বভুক
২১)" বাস্তুতান্ত্রিক পিরামিড " কথাটি প্রথম ব্যবহার করেন-
ক) বার্নেস
খ) ওদাম
গ)জি এলটন
ঘ)অ্যারিস্টোটল
২২)বাস্তু তন্ত্রের প্রত্যেক খাদ্য স্তরে জীব ভরের পরিমাণ দ্বারা চিত্রিত পিরামিড কে কি বলে?
ক) জীব সংখ্যাগত পিরামিড
খ)জীবভর পিরামিড
গ) শক্তি পিরামিড
ঘ)খাড়া পিরামিড
২৩) উল্টানো পিরামিডের নিদর্শন দেখা যায়-
ক) তৃণভূমির বাস্তুতন্ত্র
খ) অরণ্যের বাস্তুতন্ত্র
গ) ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র
ঘ)পরজীবী বাস্তুতন্ত্র
২৪) খাদ্য শৃংখল সর্বদা-
ক)একমুখী
খ)বহুমুখী
গ)ত্রিমুখী
ঘ)চতুর্মুখী
২৫) খাদ্যজাল সর্বদা-
ক) একমুখী
খ) বহুমুখী
গ)ত্রিমুখী
ঘ)চতুর্মুখী
২৬) জীববিজ্ঞানী রেমন্ড লিন্ডেম্যান এর মতানুসারে কোন হরিণ যদি 100% কিলোগ্রাম ঘাস খায় তবে ওই খাদ্যবস্তুর কত শতাংশ তার দেহ গঠনে ব্যবহৃত হয়?
ক) 1%
খ)20%
গ) 10%
ঘ)100%
২৭)বাস্তু তন্ত্রের কোনটি শক্তি প্রবাহের পর্যায় হিসেবে চিহ্নিত করা যায় না?
ক) শক্তি অর্জন
খ) শক্তির বন্টন
গ)শক্তি ব্যবহার
ঘ)শক্তি স্থানান্তর
২৮) একটি সর্বভুক প্রাণীর উদাহরণ হল-
ক) বাঘ
খ)হাতি
গ)সিংহ
ঘ)মানুষ
২৯) একটি পরজীবী প্রাণীর উদাহরণ হল-
ক) উদ্ভিদ
খ) শ্যাওলা
গ) উকুন
ঘ)প্রাণী
৩০) মানুষ দ্বারা নির্মিত একটি কৃত্রিম বাস্তু তন্ত্র হলো-
ক) অরণ্য
খ) শস্য ক্ষেত্র
গ) তৃণভূমি পশু
ঘ)চারণ ক্ষেত্র
No comments:
Post a Comment