Friday, April 17, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৪৪



আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৪৪

১)হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত?

ক)যমুনা
খ) গঙ্গা√
গ) চম্বল
ঘ) কৃষ্ণা

২)ত্রিবেণী সঙ্গম কোথায় আছে?

ক)আগ্রা
খ) এলাহাবাদ√
গ) ভাইজাগ
ঘ) মুম্বাই

৩)কেরালার উপকুল ভাগ কী নামে পরিচিত?

ক) করমন্ডল
খ) উৎকল
গ) কোঙ্কন
ঘ)মালাবার√

৪)পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী শিশুর হার সর্বনিম্ন?

ক) উত্তরদিনাজপুর
খ) মালদা
গ) বাঁকুড়া
ঘ) পুরুলিয়া√

৫)পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়?

ক) দার্জিলিং
খ)শিলিগুড়ি √
গ)জলপাইগুড়ি
ঘ) আলিপুরদুয়ার

৬)সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত?

ক) হিমালয়
খ) কারাকোরাম√
গ) শিবালিক
ঘ) সিঙ্গালিলা

৭)পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ু কেমন?

ক) শুষ্ক
খ) সমভাবাপন্ন
গ)আর্দ্র
ঘ)চরমভাবাপন্ন√

৮)তিস্তা নদীর ডান তীরে অংশের নাম কি?

ক) তাল
খ) তরাই √
গ)ডুয়ার্স
ঘ)কোনটাই নয়

৯) পশ্চিমবঙ্গের একটি SEZ অঞ্চলের নাম নিচের কোনটি?

ক) সিঙ্গুর
খ) ফলতা √
গ)ব্যারাকপুর
ঘ)খড়গপুর

*SEZ  -Special Economic Zone

১০)বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত ‘বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন?

ক) গোপাল
খ) ধর্মপাল√
গ) মহীপাল
ঘ) দেবপাল

১১)বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল ?

ক) 1757
খ) 1764√
গ) 1857
ঘ) 1665

১২) ধর্মপাল কোথায় একটি বৌদ্ধবিহার বা মঠ নিমার্ণ করেন?

 ক) ভাগলপুরের ২৪ মাইল পূর্বে√
 খ) জয়পুরের শ্রীনগরে
 গ) বিহারে
 ঘ) গয়াকাশীর নিকট

১৩) দ্বিতীয় মহীপালকে হত্যা করেন কে?

 ক) রামপাল
 খ) কৈবর্ত নায়ক দিব্যেক√
 গ) মহীপাল
 ঘ) দ্বিতীয় শূরপাল

  ১৪) গৌতম বুদ্ধ কোন বৃক্ষের নিচে বুদ্ধত্ব লাভ করেন?

ক) শিমুল বৃক্ষ
খ) বোধিবৃক্ষ √
গ)বটবৃক্ষ
ঘ)জ্ঞানবৃক্ষ

১৫) ফতেপুর সিক্রিতে ইবাদত খানা কী ছিল ?

 ক) বসবাসের জন্য সুরম্য অট্টালিকা  
 খ) সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ √
গ) ভোজনালয় 
ঘ)  উপরের কোনোটিই নয়


১৬) ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী কোনটি?

ক) যোগ
খ) সাংখ্য √
গ)বৈশেষিক
ঘ) কর্ম মীমাংসা

১৭) "অদ্ভুদসাগর" গ্রন্থটি সমাপ্ত করেছিলেন কে?

ক) বিজয় সেন
খ) লক্ষণ সেন√
গ) বল্লাল সেন
 ঘ) কেশব সেন

১৮) ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে?

ক) ব্রাহ্মী
খ)খরোষ্ঠী
গ)পালি √
ঘ)সংস্কৃত

১৯) সর্বশেষ তীর্থঙ্কর এর নাম কি?

ক) পার্সোনাথ
খ) মহাবীর √
গ)সিদ্ধার্থ
ঘ)শীলভদ্র

*সর্ব প্রথম তীর্থঙ্কর ঋষভ দেব
*সর্বশেষ তীর্থঙ্কর মহাবীর
*২৩ তম তীর্থঙ্কর পার্সোনাথ

২০)1921 সালের মোপলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়?

ক)আসাম
খ)কেরল√
গ)পাঞ্জাব
ঘ)বাংলা

২১) ইলেকশন কমিশনার নিযুক্ত হন কার মাধ্যমে?

ক)ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মাধ্যমে 
খ)ভারতের রাষ্ট্রপতির মাধ্যমে√
গ) ভারতের উপরাষ্ট্রপতির মাধ্যমে
ঘ)ভারতের প্রধানমন্ত্রীর মাধ্যমে

২২) পশ্চিমবঙ্গের এক কক্ষ বিশিষ্ট আইনসভা কবে প্রবর্তিত হয় ?

ক) 1971 সাল
খ)1969 সাল√
গ)1976 সাল
ঘ) 1975 সালে

২৩) বিচারবিভাগীয় সংস্কারের বিষয়টি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?

ক) গ্রেট ব্রিটেন
খ) কানাডা
গ) মার্কিন যুক্তরাষ্ট্র √
ঘ) ফ্রান্স

২৪) কোন রশ্মিটি সবচেয়ে বিপদজনক?

ক) আলফা রশ্মি
খ)বিটা রশ্মি
গ)গামা রশ্মি√
ঘ) রঞ্জন রশ্মি

২৫) প্রকৃতি জাত রাবার কোন যৌগের পলিমার?

ক) ইথিলিন
খ)প্রোপিন
গ) ক্লোরপ্রিন
ঘ)আইসোপ্রিন√

২৬) ক্ষমতার একক কি?

ক) ওয়াট √
খ)ভোল্ট
গ)জুল
ঘ) কোনোটিই নয়

২৭) বৈদ্যুতিক বাল্বে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়?

ক)তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি
খ)আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি
গ) যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি
ঘ) তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি√

২৮) কোন তলটি তাপের উত্তম শোষক?

ক) সাদা অমসৃণ তল
খ) কালো অমসৃণ তল √
গ)সাদা মসৃণ তল
ঘ)কালো মসৃণ তল

২৯) রান্নার গ্যাসের মুখ্য উপাদান গুলো কি কি?

ক) ইথিলিন ও কার্বন মনোক্সাইড
খ) হাইড্রোজেন ও অ্যাসিটিলিন
গ) মিথেন ও ইথেন
ঘ)তরল বিউটেন ও আইসোবিউটেন√

৩০)সবচেয়ে নমনীয় ধাতুটি নীচের কোনটি ?

ক) প্লাটিনাম
খ) রুপো
গ) লোহা
ঘ) সোনা√

৩১)ভিনিগারের রাসায়নিক নাম কী?

ক) অ্যাসেটিক অ্যাসিড√
খ)কপার সালফেট
গ)মিথেন
ঘ) ক্যালসিয়াম সালফেট

৩২) সিগারেটের লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়?

ক) মিথেন
খ) বিউটেন√
গ) হাইড্রোজেন
ঘ) নাইট্রোজেন

৩৩) শব্দের কোন বৈশিষ্ট্য বায়ুর তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হয়?

ক) তরঙ্গ দৈর্ঘ্য √
খ)কম্পাঙ্ক
গ)বিস্তার
ঘ) তীব্রতা

৩৪) পোলো খেলার টিমে খেলোয়াড়ের সংখ্যা কতজন?

ক) 4জন √
খ)5জন
গ) 6 জন
ঘ)7 জন

৩৫) বাজিরাও মাস্তানি হিন্দি চলচ্চিত্রের পরিচালক কে?

ক) সঞ্জয় লীলা বানসালি √
খ) যশ চোপড়া
গ)শাহরুখ খান
ঘ)আদিত্য চোপড়া

৩৬) ভারত ও পাকিস্তানের মধ্যে নিচের কোন ট্রেন চলাচল করে?

ক) সমঝোতা এক্সপ্রেস√
খ) বন্ধন এক্সপ্রেস
গ)মৈত্রী এক্সপ্রেস
ঘ) গৌড় এক্সপ্রেস

৩৭)হকির জাদুকর কাকে বলা হয়?

ক) হরজিন্দার সিং
খ) ধ্যানচাঁদ √
গ)গুরু বক্স সিং
ঘ) লেসলি লরিয়াস

৩৮) কোন আন্তজাতিক সংস্থা(International Organisation) কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে ?

ক) ASEAN
খ) BRICS
গ) SAARC
ঘ) UNICEF√

৩৯) 'The Third Pillar' বইটির লেখক কে?

ক)রঘুরাম রাজন√
খ) অমর্ত্য সেন
গ) সানিয়া মির্জা
ঘ) এ.পি.জে. আবুল কালাম

৪০)"ন্যাশনাল স্কুল ফর ড্রামা "কোথায় অবস্থিত?

ক) পুনে
খ)নতুন দিল্লি √
গ)রাজস্থান
ঘ)পাটনা



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...