Bengali Current Affairs 14 th June 2020
1.‘বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস’ পালন করা হয় কবে?
ⓐ ১১ই জুন
ⓑ ১২ই জুন✓
ⓒ ১৩ই জুন
ⓓ ১২ই মার্চ
* এবারের থিম ছিল-'COVID-19: Protect children from child labour, now more than ever'
* ২০০২ সাল থেকে International Labour Organization (ILO) এই দিনটি পালন শুরু করে
* ILO-এর সদরদপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড
* ILO-এর বর্তমান প্রেসিডেন্ট-Guy Ryder
*এবং এটি প্রতিষ্ঠিত হয়-১৯১৯ সালে
2.'Covid-19 Safety Assessment’ ইনডেক্সে ২০০টি দেশের মধ্যে ভারতের স্থান কত?
Ⓐ ৫৫
Ⓑ ৫৬✓
Ⓒ ১৬৮
Ⓓ ৯০
* এই তালিকায় প্রথমস্থানে সুইজারল্যান্ড, দ্বিতীয় স্থানে জার্মানী এবং তৃতীয় স্থানে ইজরায়েল
3.‘Medal of the Order of Australia’ দ্বারা সম্মানিত শোভা শেখর কোন ক্ষেত্রের সাথে যুক্ত?
ⓐ পটচিত্র
ⓑ সংগীত✓
ⓒ খেলাধুলা
ⓓ সাংবাদিকতা
* তিনি অস্ট্রেলিয়ায় 'Kalakruthi music organisation' প্রতিষ্ঠা করেছেন
4.রাজ্যের গ্রামীন অঞ্চলে বয়স্ক নাগরিকদের জন্য ‘পঞ্চবটি যোজনা’ লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
ⓐ হিমাচল প্রদেশ✓
ⓑ অন্ধ্রপ্রদেশ
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ মনিপুর
* এই যোজনার মাধ্যমে বয়স্কদের অবসর সময় কাটানোর জন্য উদ্যান বা পার্ক বানানো হবে
* হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী- জয় রাম ঠাকুর
* বর্তমান রাজ্যপাল-Bandaru Dattatraya
* রাজধানী-শিমলা
5.‘Haldwani’ শহরে সবথেকে বড় জীববৈচিত্র্য উদ্যান তৈরী করলো কোন রাজ্য?
ⓐ ঝাড়খন্ড
ⓑ উত্তরাখণ্ড✓
ⓒ মনিপুর
ⓓ মেঘালয়
* উত্তরাখন্ডের রাজধানী- দেরাদুন (শীতকালীন) এবং Gairsain(গ্রীষ্মকালীন)
*বর্তমান মুখ্যমন্ত্রী- ত্রিবেন্দ্র সিং রাওয়াত
বর্তমান রাজ্যপাল- Baby Rani Maurya.
6.প্লাজমা সংগ্রহের জন্য ‘সহযোদ্ধা’-নামে অনলাইন প্লাটফর্ম লঞ্চ করলো কোন দেশ?
ⓐ ভারত
ⓑ বাংলাদেশ✓
ⓒ শ্রীলঙ্কা
ⓓ পাকিস্তান
*বাংলাদেশের রাজধানী- ঢাকা
* মুদ্রার নাম-টাকা
* বর্তমান প্রধানমন্ত্রী- শেখ হাসিনা
7.‘2020 World Food Prize’ জয়ী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানী Dr. Rattan Lal কোন ক্ষেত্রে গবেষণা করেন?
ⓐ জল
ⓑ মৃত্তিকা✓
ⓒ উদ্ভিদ
ⓓ মহাকাশ
* কৃষি বিজ্ঞানে এই পুরস্কার নোবেলের সমতুল্য হিসাবে ধরা হয়
8.কোন আমেরিকান কোম্পানী প্রথম ১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার মূল্য অতিক্রম করলো?
ⓐ Apple✓
ⓑ Microsoft
ⓒ Adobe
ⓓ Huawei
* Apple-এর সদরদপ্তর- কুপার্টিনো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
* বর্তমান CEO- Tim Cook
*১৯৭৬ সালের ১লা এপ্রিল Steve Jobs, Steve Wozniak, Ronald Wayne এটির প্রতিষ্ঠা করেন
9.কোন রাজ্য তার পরিবেশ মন্ত্রকের নাম পরিবর্তন করে রাখলো 'পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক'?
ⓐ মহারাষ্ট্র✓
ⓑ গোয়া
ⓒ দিল্লি
ⓓ কেরালা
* মহারাষ্টের রাজধানী-মুম্বাই
* বর্তমান মুখ্যমন্ত্রী-Uddhav Thackeray
* বর্তমান রাজ্যপাল- Bhagat Singh Koshyari
10.‘NIRF Ranking 2020’-এ প্রথমস্থানে কোন প্রতিষ্ঠান রয়েছে?
ⓐ IIT Madras✓
ⓑ IISc Bangalore
ⓒ IIT Delhi
ⓓ IIT Roorke
* (NIRF)-এর পুরো কথা-National Institute Ranking Framework (NIRF)
*দ্বিতীয়স্থানে-IISc Bangalore, তৃতীয়স্থানে IIT Delhi
* প্রসঙ্গত 'Management Category'-তে তৃতীয়স্থানে আছে IIM Calcutta
No comments:
Post a Comment